নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভিবিপ্লব

সাধারন মানুষ

বিভিবিপ্লব › বিস্তারিত পোস্টঃ

শুরু হচ্ছে ৪ দিনব্যাপি হজ্জ ও ওমরাহ মেলা

৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪

আগামী ২ জানুয়ারি শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপি হজ্জ ও ওমরাহ মেলা । এটি হজ্জ ও ওমরাহের অষ্টম মেলা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা ২ থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা।

হজ্জ এজেন্সেীজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই মেলার আয়োজন করছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে হাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন হাবের সভাপতি ইব্রাহিম বাহার।

লিখিত বক্তব্যে তিনি জানান, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হজ্জ এজেন্সির সঙ্গে হজ করতে ইচ্ছুকদের পরিচয় হওয়ার সুযোগও পাবেন এ মেলায়।
তিনি জানান, হজ্জ ব্যবস্থাকে আধুনিকায়ন করতে মধ্যস্বত্বভোগী দালাল ও কাফেলামুক্ত হজ্জ ব্যবস্থায় আমরা কাজ করে যাচ্ছি। হজ্জ যাত্রীরা হজের বিভিন্ন নিয়মসহ আনুষঙ্গিক তথ্য এই মেলা থেকে জানতে পারবেন।

এতে জানানো হয়, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ৫ তারিখের মধ্য হজ্জ যাত্রীদের রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে হবে। গত ১৫ ডিসেম্বর থেকে অনলাইনে এ রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ১০ জুন প্যাকেজের সব টাকা পরিশোধ করতে হবে। বেসরকারিভাবে হজ্জ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালের হজ্জ চাঁদ দেখা সাপেক্ষে শুরু হবে ২২ সেপ্টেম্বর। এই লক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও সিলেটে হজ্জ মেলার আয়োজনের প্রস্তুতি চলছে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে বেসমারিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

এসময় উপস্থিত ছিলেন হাবের সহসভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, মহাসচিব শেখ আব্দুল্লাহ, যুগ্ম মহাসচিব ফরিদ আহম্মেদ. কার্যকরী নির্বাহী সদস্য ফজলুল প্রমুখনতুন সময়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.