নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিভিবিপ্লব

সাধারন মানুষ

বিভিবিপ্লব › বিস্তারিত পোস্টঃ

ট্রাক হেল্পার আব্দুর রহিমের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মৃত্যুবরনকারী ট্রাক হেল্পার আব্দুর রহিমের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। একমাত্র উপার্জনক্ষম বাবাকে হারিয়ে স্কুল পড়ুয়া ছেলে-মেয়ে দু’জনই নির্বাক।



নিহতের ভাই রমজান আলী জানান, আব্দুর রহিম মূলত ভোমরা স্থল বন্দরে ট্রান্সপোর্ট ব্যবসার সাথে সংশ্লিষ্ট। মাঝে-মধ্যে তিনি পন্যবাহী ট্রাকের হেল্পার হিসেবে বাইরে যেতেন। ২০ জানুয়ারি তিনি শুকনো মরিচবাহী একটি ট্রাকে ঢাকায় যান। পরে একই ট্রাকে বগুড়ার শিবগঞ্জ থেকে ফার্নিসার নিয়ে বগুড়ায় আসার পথে দুর্বৃত্তদের ককটেল হামলায় তিনি দগ্ধ হন।



প্রসঙ্গত,গত বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নামুজা থেকে ফার্নিচারবাহী একটি ট্রাক বগুড়ায় আসার পথে নুনগোলা এলাকায় পৌঁছলে অবরোধকারীরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় ও দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ট্রাকচালক টিটন, সহযোগী আব্দুর রহিম ও সঙ্গে থাকা ফার্নিচার মালিক মো. সাজু মিয়া গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান

নতুন সময়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.