![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বিশ্ব এইডস দিবস। সকল পত্রিকা, ব্লগ, অনলাইন জার্নাল সবজায়গায় এইডস নিয়ে লেখালেখি হচ্ছে। জনসচেতনতা বাড়ানোর চেষ্টা হচ্ছে। কিন্তু এইডস ছড়াবার খুব সহজ একটা পন্থা সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। তাই অন্য কোন আলোচনায় না গিয়ে এই বিষয়টার উপরই জোর দিব পুরো লিখায়। একটু মনোযোগ দিয়ে পড়বেন।
আমরা প্রতি মাসে ১ থেকে ২ বার চুল কাটানোর জন্য সেলুনে যাই।অনেকে আবার সেলুনেই সেভ করি। প্রতিবার চুল কাটার সময় বা সেভ করবার সময় সেলুনে ব্লেড ও ক্ষুর ব্যবহার করা হয়। সেভ করবার আগে কিংবা চুল কাটানোর সময় আপনি কি কখনো আপনার নাপিত কে নতুন ব্লেডের কথা স্মরণ করিয়ে দেন? যদি না করিয়ে থাকেন তবে আপনি ও হতে পারেন একজন এইডস রোগী। মনে রাখবেন এইচ আই ভি ভাইরাস আপনার শরীরে ১০ বছর পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। তাই সচেতন হোন। এবার আসি পুরো বর্ণনায় .....
এইডস রোগ ছড়ায় এইচ আই ভি ভাইরাসের মাধ্যমে। আর এই ভাইরাস ছড়ায় মূলত তিন ভাবে। যথাঃ রক্ত, বীর্য, মাতৃ দুগ্ধ। কোন এইডস রোগীর রক্ত, বীর্য আপনার শরীরে প্রবেশ করলে তবেই আপনি এইডস রোগে আক্রান্ত হবেন। আমরা যারা নিয়মিত সেলুনে চুল কাটাতে বা সেভ করাতে যাই তারাও কিন্তু এইডস ঝুঁকি তে রয়েছি। সেভ করাতে গিয়ে বা চুল কাটাতে গিয়ে যদি কোন এইডস রোগীর চামড়া কেটে যায়, তাহলে সেই রক্ত লেগে গেল ঐ ব্লেড বা ক্ষুরে। ঐ একই ব্লেড দিয়ে যদি আপনার সেভ করা হয় বা চুল কাটানোর সময় ব্যবহার করা হয় এবং আপনার চামড়াও কেটে যায় তাহলেই অঘটন ঘটে গেল। কেননা ঐ ব্লেডের মাধ্যমে আপনার শরীরেও প্রবেশ করল মরণঘাতী রোগের ভাইরাস। বিষয় টা কে এতটা হালকা ভাবে নিবেন না। কেননা এই ভাবে এইডস ছড়ানোর মাত্রাও কম নয়। তাই আজই সচেতন হোন। সাধারণত সেলুনে সেভ করবার সময় নতুন ব্লেড ব্যবহার করা হলেও চুল কাটানোর সময় নতুন ব্লেড ব্যবহার করা হয় না। তাই সেলুনে চুল কাটানোর সময় যখনই নাপিত ক্ষুর ব্যবহার করবে তখনই নাপিতকে নতুন ব্লেডের কথা স্মরণ করিয়ে দিবেন। আর যথাসম্ভব বাসায় সেভ করার চেষ্টা করবেন। এতে এইডস এর পাশাপাশি হেপাটাইটিস সহ আরো অনেক রোগ থেকে রক্ষা পাবেন।
১ ডিসেম্বর, ২০১৫
সল্টলেক, কলকাতা।
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
কর্কট জাতক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
বিষয় টা এতটা ভয়ংকর কিনা জানি না তবে এটা ঠিক যে, "শরীরের বাইরে এইচআইভি ভাইরাস বেশিক্ষন বাচে না।"
তারপরো বিভিন্ন সংস্থা এ বিষয়টা এইডস সচেতনতায় অন্তর্ভূক্ত করেছে। এছাড়াও এর মাধ্যমে হেপাটাইটিস ছড়ানোর সম্ভাবনা থাকে।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
নতুন ভাইয়ের সাথে একমত।
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
কর্কট জাতক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
বিভিন্ন সংস্থা এ বিষয়টা এইডস সচেতনতায় অন্তর্ভূক্ত করেছে। এছাড়াও এর মাধ্যমে হেপাটাইটিস ছড়ানোর সম্ভাবনা থাকে।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫
নতুন বলেছেন: অবশ্যই সচেতনেতার দরকার আছে। কিন্তু আপনার লেখাতে ৮০% জুড়েই সেভ করার মাধ্যমে অাক্রান্ত হবার বিষয়ে আলোচনা করেছেনা।
যেটা ভয় ছাড়াবে।
আরেকটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে এবং অনেকেই এইটা নিয়ে কথা বলছে যে এইডস আসলে কোন রোগ না এবং অনেকটা হুজুগে তৌরি গুজবের মতন।
সেটা নিয়ে লেখার ইচ্ছা আছে এক সময়।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮
কর্কট জাতক বলেছেন: লিখে ফেলুন, পড়ার অপেক্ষায় রইলাম
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪০
নতুন বলেছেন: আমরা প্রতি মাসে ১ থেকে ২ বার চুল কাটানোর জন্য সেলুনে যাই।অনেকে আবার সেলুনেই সেভ করি। প্রতিবার চুল কাটার সময় বা সেভ করবার সময় সেলুনে ব্লেড ও ক্ষুর ব্যবহার করা হয়। সেভ করবার আগে কিংবা চুল কাটানোর সময় আপনি কি কখনো আপনার নাপিত কে নতুন ব্লেডের কথা স্মরণ করিয়ে দেন? যদি না করিয়ে থাকেন তবে আপনি ও হতে পারেন একজন এইডস রোগী। মনে রাখবেন এইচ আই ভি ভাইরাস আপনার শরীরে ১০ বছর পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। তাই সচেতন হোন। এবার আসি পুরো বর্ণনায় .....
বিষয়টা মনে হয় এতো ভয়ংকর না... কারন শরিরের বাইরে এইচআইভি ভাইরাস বেশিক্ষন বাচে না।
কিন্তু নিজেই সেভ করা ভাল, সেলুনে করলে নতুন ব্লেড এবং সেটা সেনিটাইজ্ড করা কিনা দেখা দরকার।