![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভূমিকাঃ নিষিদ্ধ জিনিসের প্রতি সবারই একটু বেশি আকর্ষণ থাকে। আমিও ব্যতিক্রম নই। তবে মদের প্রতি আগে কোনদিন আকর্ষণ বোধ করি নি। চার বছর আগে হয়ত ভাবতেও পারি নি যে মদ আমাকে এভাবে গ্রাস করবে। রাতে ঘুমুতে যাবার আগে মদ, মদ না খেলে ঘুম আসে না। সকালে ঘুম থেকে উঠার পর মদ, মদ না খেলে সকালের টয়লেট ভালো হয় না।তবে এক্ষেত্রে বলে রাখি, মদ্যপান করা মানেই কিন্তু মাতাল হওয়া নয়।
ইতিহাসঃ আমার জীবনে মদ্যপানের ইতিহাস খুব বেশি দীর্ঘ নয়। মাত্র চার বছর এর ব্যপ্তি কাল। চার বছর আগে এমনই কোন এক শীতের রাতে মদ্যপান। তবে মদ্যপানের মূলে রয়েছে কলকাতা ভ্রমণ। বাংলাদেশে কোন পাবলিক ভার্সিটি তে চান্স না পেয়ে চলে আসি কলকাতায়।কলকাতায় চলে আসার পিছে অবশ্য আরো কিছু কারণ ছিল। কলকাতায় এসে ভর্তি হই বিশ্ববিদ্যালয়ে। কলকাতার পরিবেশ একটু অন্যরকম। নতুন এলে সবারই চোখে কামনা জাগে, নেশা জাগে। শপিং করতে যেতাম স্পেনসারস ( বাংলাদেশের মীনা বাজার এর ন্যয়) এ। গিয়ে দেখতাম সবাই লাইনে দাঁড়িয়ে মদ কিনছে। লিকুয়ার সেক্টরে ভিড় বেশি। আমি সবে নতুন। এরকম আগে কখনো দেখি নি। বাংলাদেশে তো এরকম দৃশ্যের প্রশ্নই আসে না। রাতে বাইরে বেরুলেই দেখতাম বার গুলোতে উপচে পড়া ভিড়। পাড়ার মোড়েও মদ বিক্রি হয়। সব লিগ্যাল, ইলিগ্যাল বলতে কিছু নেই। এসব দৃশ্য দেখতে দেখতেই মদের প্রতি আকর্ষণ। প্রথম প্রথম খেতে ইচ্ছে করত কিন্তু আবার ভয় ও করত। একদিন সাহস করে এক মদের দোকানে প্রবেশ করলাম। সেলসম্যান জিজ্ঞেস করল ," স্যার, কি চাই?" আমি ঘাবড়ে গেলাম। কোন জবাব না দিয়েই উলটো ঘুরে দোকান থেকে বেড়িয়ে এলাম।
তারপর আরো দুই তিনমাস পেরিয়ে গেল। অবশেষে এক অনলাইন শপ থেকে মদ অর্ডার করলাম, হুইস্কি। প্রথম দিনই হুইস্কি অর্ডার করাটা অবশ্য ঠিক হয় নি, যেহেতু আমি অভ্যস্ত নই। যাইহোক অবশেষে এলো সেই আকাংখিত রাত। এতটাই আগ্রহী ছিলাম যে পুরো বোতল টাই সাবাড় করার করার অতিক্রম। কিন্তু বাঁধা হয়ে দাঁড়াল বমি। যেই সেই বমি নয়, মারাত্মক বমি। যা গিলেছিলাম তা সবই বমি করে দিয়েছিলাম। তাই খুব একটা মাতাল হই নি। কিন্তু ঐ রাত পুরোটা হাসপাতালে থাকতে হয়েছিলো। খুব লজ্জা লাগছিলো এটা ভেবে যে মদ খেতে গিয়ে হাসপাতালে ভর্তি হলাম। বন্ধুরা সবাই কি ভাববে, নিজেকে গেঁয়ো ভূত মনে হচ্ছিল। বন্ধুরা সবাই বারে গিয়ে পেগের পর পেগ মদ গেলে আর আমি কিনা একদিন খেতে গিয়েই তুমুল কান্ড করে বসলাম।যাইহোক সেই রাত ছিলো আমার বাজে অভিজ্ঞতার এক রাত, বিভীষিকাময় এক রাত!
মদ নিয়ে মজার অভিজ্ঞতাও কম নয়। সেসব না হয় আরেকদিন লিখব।
চলবে....
[সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ আমাদের দেশে সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মদ্যপান সম্পূর্ণ নিষিদ্ধ। কাউকে মদ্যপানের প্রতি আসক্ত করে তোলা আমার লেখার উদ্দেশ্য নয়। আমার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা শেয়ার করাই আমার উদ্দেশ্য।]
সল্টলেক, কলকাতা
৩০ নভেম্বর, ২০১৫
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬
কর্কট জাতক বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
দেখুন, বিষয়টা আমাদের সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়ত নেতিবাচক। কিন্তু ভালো মন্দ বিষয়টা আসলে আপেক্ষিক।
আপনার কমেন্টের প্রত্যুত্তরে এটুকু বলে রাখি, আর্থিক ভাবে আমি মোটামুটি স্বনির্ভর। তাই বাবা মার টাকার অপব্যবহার করতে হয় না।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬
আরণ্যক রাখাল বলেছেন: মজার অভিজ্ঞতাগুলো লিখে ফেলুন
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬
কর্কট জাতক বলেছেন: অবশ্যই, শীঘ্রই পর্যায়ক্রমে লিখব। আপনাদের অনুপ্রেরণা সাথে থাকলে লেখার গতি বেড়ে যাবে
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
অগ্নিপাখি বলেছেন: হু্ম .।.।.।। তরল আগুন বলে কথা। সব দুঃখ, হতাশা, না পাবার বেদনা তরল আগুনের স্পর্শে ছাই হয়ে যায়।
মজার অভিজ্ঞতা গুলো লিখে ফেলুন। অপেক্ষায় থাকলাম। পুনশ্চ ঃ সুনীল , সমরেশ, শিরশেন্দু, সত্যজিৎ রায় এর বই আর কলকাতার আর্ট ফিল্ম এর কল্যাণে কলকাতা শহরটার প্রতি কেমন জানি একটা অন্য রকম আকর্ষণ আছে আমার ।
ভালো থাকবেন। লেখা প্রিয়তে নিলাম আর পরের পর্বের অপেক্ষায় থাকলাম।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
কর্কট জাতক বলেছেন: আগ্রহ নিয়ে লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ, অগ্নিপাখি। পরবর্তী পর্বের জন্যও আগ্রহ প্রকাশ করায় প্রীত হ'লাম। আশা করি পরবর্তী পর্ব শীঘ্রই পেয়ে যাবেন।
একবার ঘুরে যান সমরেশ, সত্যজিৎ রায়ের শহর। আমন্ত্রণ রইল ।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫১
দেবজ্যোতিকাজল বলেছেন: জীব জগতের মধ্যে একমাত্র মানুষই কিউরিসিটি প্রবণ জীব । এটা একমাত্র প্রাকৃতিক গত ব্যপার ।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
কর্কট জাতক বলেছেন: যথার্থই বলেছেন ।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯
গুলশান কিবরীয়া বলেছেন: আপনার অভিজ্ঞতার কথা শুনে ভালো লেগেছে । পরবর্তী গুলোর অপেক্ষায় রইলাম ।
০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫
কর্কট জাতক বলেছেন: আগ্রহ নিয়ে লেখাটা পড়বার জন্য অনেক ধন্যবাদ। আশা করি পরবর্তী পর্ব শীঘ্রই পেয়ে যাবেন। আপনাদের অনুপ্রেরণা সাথে থাকলে পর্যায়ক্রমে লিখে যাব।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
জেলের মানুষ বলেছেন: বাবা মা এর টাকার কি সুন্দর ব্যবহার .....