নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অযথাই করি চিৎকার।

রুষ্ট তুষ্ট

অপরিপক্ক হাতের অগোছালো ব্লগিং

রুষ্ট তুষ্ট › বিস্তারিত পোস্টঃ

আমাদের অবহেলিত সমাজ ব্যবস্থা

১৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩১

____ আমি তাদের পতিতা বলব না,
যারা ক্ষুধার তারনায় কোন
পথ না পেয়ে নিজের দেহ
কে বিক্রি করে দেয়।।

____ আমি পতিতা বলব তাদের,
যারা নিজের দেহের
ক্ষুধা মেটাতে দেহটাকে সবার
মাঝে বিলিয়ে দেয়।।

____ আমি তাদের পতিতা বলব না,
যারা অসুস্থ বাবা মায়ের চিকিৎসার
খরচ যোগাতে কোন পথ না পেয়ে,
দেহটা বিক্রি করে দেয়।।

____ আমি পতিতা বলব তাদের,
যারা ভালবাসার নাম করে
নিজের দেহটা যার তার
কাছে বিলিয়ে দেয়।।

____ আমি তাদের পতিতা বলব না,
যারা জীবনে বেচে থাকার
তাগিদে কোন অবলম্ভন না পেয়ে,
অতি গোপনে নিজিকে অন্নের
কাছে বিক্রি করে।।

____ আমি পতিতা বলব তাদের,
যারা হাজার মানুষের সামনে নগ্ন/
অর্ধনগ্ন দেহের খেলা দেখায়।।

____ আমি তাদের পতিতা বলব না,
যাবা এই অবৈধ কাজটি করার
পর রাতের আধারে নীরবে
চোঁখের জল ফেলে।।

____ আমি পতিতা বলব তাদের,
যারা ক্লাবে/হোটেলে মদের
নেশায় পর পুরুষ এর সাথে রাম
লিলায় লিপ্ত হয়।।

কিন্তু আমাদের ভদ্র সমাজ এর কাছে
প্রথম ধাপের মানুষ গুলিই.পতিতা
নামে পরিচিত। কারন তারা এই
ভদ্র সমাজের কারো কাছ থেকে কোন
সাহায্য না পেয়ে, বা প্রতারিত হয়ে,
একটু বাচার জন্য এই পথ বেছে নেয়।

তাদের পতিতা বলে গালি দেবার
পূর্বে একটু ভেবে দেখেন, তার
পতিতা হওয়ার পিছনে আপনার
কোন হাত নেই তো??

আপনারা সামান্য একটু কৃপনতা করে,
তাকে এই পথে ঠেলে দেন নিত?
আপনার অমানবিক আচারন,
তাকে এই পথ বেছে নিতে
বাধ্য করে নিত??

আমরা কি পারিনা,
বিপদের সময় একটুখানি সাহায্যের
হাত.বারিয়ে আমাদের বোনটাকে
এই পথ থেকে বাঁচাতে।।

আর দ্বিতীয় ধাপের মানুষ গুলিকে
আমাদের সমাজ পতিতা বলতে
ভয় পায়। কারন তারা অল্প কয়েকটা
টাকা বা জীবনের তাগিদে নয়,
দেহের চাহিদা মিটাতে এই
কাজে লিপ্ত হয়। কেও বা আবার
মোটা অংকের টাকার
বিনিময়ে হাজার
মানুষের সামনে নিজেকে বিলায়।
আমরা তাদের বলি স্টার।
হায়রে সমাজ ব্যাবস্থা।
আর অদ্ভুত সব নিয়ম।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.