নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অযথাই করি চিৎকার।

রুষ্ট তুষ্ট

অপরিপক্ক হাতের অগোছালো ব্লগিং

রুষ্ট তুষ্ট › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার চাদরের একটা মিষ্টি ভালোবাসার গল্পঃ

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৫

মেহেদীঃ এই মেঘ চাদরটা দাও তো।
মেঘঃ না দেবোনা!
মেহেদীঃ কেন...?
মেঘঃ বারে, আমার বুঝি শিত করেনা?
মেহেদীঃ তাহলে তোমার চাদরের নিচে আসি?
মেঘঃ হুম আসো!
মেহেদীঃ যদি দুষ্টামি করি?
মেঘঃ তাহলে তোমার ঐ বোচা নাকটা
আরো বোচা করে দেবো...।
মেহেদীঃ আচ্ছা দুষ্টামি করবো না,
শুধু তোমার বুকের উপর একটু
মাথা রেখে দিবো, আর
তুমি আমার চুলে বিলি কেটে দিও...।
মেঘঃ আচ্ছা দিবো!
মেহেদীঃ আচ্ছা তোমার ঐ ঠোটে যদি
আলতো করে উষ্ণতার ছোয়া দিয়ে যা,
তাহলে কি রাগ করবে?
মেঘঃ হুম করবো!
মেহেদীঃ কেনো...?
মেঘঃ কারন বাদরের কোন উষ্ণতা
আমার প্রয়োজন নেই...।
মেহেদীঃ কি আমি বাদর?
মেঘঃ হুম, অবশ্য লেজ বিহীন বাদর!
মেহেদীঃ যাও তোমার সাথে আমার কোনো কথা নেই...।
মেঘঃ আচ্ছা কথা বলতে হবে না,
শুধু চাদরের নিচে আসলেই হবে...।।

এভাবেই চলে মেহেদী আর মেঘের
মিষ্টি মিষ্টি ঝগড়া, দুজন দুজনকে
কখনোই দূরে রাখতে পারে না।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:

মানুষের অন্তরংতাকে লিখলে, লেখার ধরণের কারণে, সময় সময় উহা পর্ণে পরিণত হয়।

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

চিত্রযোধী আবির বলেছেন: একসময়কার স্বপ্ন, বর্তমানের বাস্তব
ভালো লাগলো খুব।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৮

রুষ্ট তুষ্ট বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই চিত্রযোধী আবির তোমাকে..

৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০০

রুষ্ট তুষ্ট বলেছেন: থ্যাংকস চাঁদগাজী ভাই তোমাকে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.