নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অযথাই করি চিৎকার।

রুষ্ট তুষ্ট

অপরিপক্ক হাতের অগোছালো ব্লগিং

রুষ্ট তুষ্ট › বিস্তারিত পোস্টঃ

দুরত্ব মানে না ভালোবাসা...........

২৭ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:১০

তোমাকে বলার জন্য আমার বুকে জমা
ছিলো অনেক কথা, মুখের কথা হতে
পারে সবার জন্য, তাই বলা যায় আপন
পর সবাইকেই, কিন্তুক বুকের কথা??
তা সঞ্চিত থাকে শুধু একজনের জন্য!
তাই বুকের কথা গুলো বলা যায় তাকে,
যার ছবি অঙ্কিত থাকে হৃদয়ের গভীরে।
আমার বুকের সঞ্চিত সব কথা শুধু
তোমার জন্য।
কত আশা ছিলো একদিন তুমি আমার
পাশে এসে বসবে আর আমি তোমাকে
আমার বুকের সঞ্চিত সব কথা বলবো;
সুখের কথা, দুঃখের কথা, আনন্দের কথা;
বেদনার কথা; স্বপ্নের কথা; সপ্নভাঙ্গার কথা;

কিন্তুক তার আগে...............

বিস্বাস ছিলো তুমি বুঝবে আমার
মনের কথা, আমার বুকের ব্যথা,
তুমি বুঝবে আমার স্বপ্নের আনন্দ,
আমার স্বপ্ন ভঙ্গের বেদনা,
মনের কথা সবাই তো শোনে না;
শুনতেও চায় না।
বুকের কথা সবাই তো বোঝে না;
বুঝতেও চায় না।
স্বপ্নের আনন্দ এবং স্বপ্ন ভঙ্গের বেদনা
সবাই কি অনুভব করে;
করতে পারে?
তোমার মত হৃদয় কি সবার আছে??
বিস্বাস ছিলো তুমি বুঝবে, তাই বলতে
চেয়েছিলাম তোমাকে বুকের দুয়ার খুলে,

কিন্তুক তার আগে...............

ঝড় উঠলো! তুফান এলো!
আমার পৃথিবী আধারে ডুবে গেলো।
নিয়তির নির্মমতা তোমাকে নিয়ে গেলো
আমার থেকে দুরে, বহুদূরে!
তুমি ছিলে কত কাছে,
তুমি এখন কতদুরে!
কিন্তুক আকাশের চাদঁ!!
সব দুরত্ব মুছে দেয়,
পথের এবং হৃদয়ের।
চাদেঁর দিকে যখন তাকাই
মনে পড়ে তোমাকে।
মনে হয় এইতো তুমি কত কাছে।
যেন হাত বাড়ালেই ছোয়া যায়।
চাদঁ তোমাকে আমার অনেক কাছে আনে।
আজ ছিলো চাদেঁর ভরা যৌবন!
কত ভালো হতো যদি আকাশে মেঘ
না থাকতো, অন্তত মেঘ যদি আমার
আর চাদেঁর মাঝে আড়াল না হতো।
মেঘরা ভেসে যায় না কেন দুরের কোন
দেশে, যেখানে পর্বতচূড়া দাড়িয়ে আছে
আকাশ ছুয়ে, যেখানে মেঘরা ঝরতে
পারে বৃষ্টি হয়ে।
চাদেঁর আলোতো ঝরছে এখনো মেঘের
আড়ালে এবং আমারই জন্য।

কিন্তুক ...........................

তবু তো বেচেঁ থাকতে হবে আমাকে
হৃদয়কে ধারন করে, জীবনকে যাপন করে।
যত কাটা বিধুক, যতই রক্তক্ষরণ হোক,
হৃদয়কে ধারন করাইতো জীবনের ধর্ম।
ব্যথা যত তীব্র হোক, যন্ত্রণা যত গভীর হোক,
জীবনকে যাপন করাইতো হৃদয়ের দাবি।
রক্তাক্ত হৃদয়কে ধারণ করে, বিক্ষত জীবনকে
যাপন করে নির্জন রাতে এখনো আমি
আকাশের পুর্নিমা চাঁদকে।
জানি,
যত দুরেই থাকো তুমিও দেখো চাদঁ;
তোমার মুখে ঝড়ে চাদেঁর জোৎস্না,
দুরের তোমাকে অনুভব করি
অনেক কাছে।
তুমি তো এখন তাকিয়ে আছো চাদেঁর দিকে!
একবার পড়ে দেখো না চাদেঁর গায়ে আমার
হৃদয়ের রেখাগুলো।
পড়ে দেখোনা ভালোবাসার মানচিত্র।।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

কিরমানী লিটন বলেছেন: চমৎকার ভালোলাগা
শুভকামনা রইলো ...

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৪

রুষ্ট তুষ্ট বলেছেন: থ্যাংকস ব্র কিরমানী লিটন......
আপনার জন্যও শুভকামনা রইলো।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৭

এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:১২

রুষ্ট তুষ্ট বলেছেন: ধন্যবাদ এহসান সাবির ভাই আপনাকে, দোয়া করবেন..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.