নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অযথাই করি চিৎকার।

রুষ্ট তুষ্ট

অপরিপক্ক হাতের অগোছালো ব্লগিং

রুষ্ট তুষ্ট › বিস্তারিত পোস্টঃ

বড্ড আলো কাতুরে.......

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৩

গন্তব্যহীন পথে ছুটে চলা একজন।
কন্টকাকীর্ণ,অন্ধকারাচ্ছন্ন পথ।
পথের শেষটা জানা নেই,
কিন্তু চলছে অবিরাম পথযাত্রা।
মাঝে মাঝে একটু সুখের পিপাসা
পায়, মায়াবতীর মায়ায় পড়ার
ইচ্ছা জাগে, রাত জেগে
সুখালাপ কিংবা হাতে হাত
রেখে রঙিন স্বপ্ন বুনতে।
কিন্তু,
বিস্তীর্ণ প্রান্তরে হু হু বাতাসের সামনে
নিস্তব্দ,নির্বাক,নিশ্চশ এই আমি।
অন্ধকার রাতে খোলা জানালার
ধারে বসে একরাশ ধোয়া ভিতরে
ঢুকিয়ে অন্ধকার দেখা।
কেমন যেন নেশা ধরানো মজা !
পিছন ফিরে তাকাই,
তাও ধু ধু অন্ধকারে কিছুই দেখা
যায়না। বড্ড আলো কাতুরে
মনে হয় নিজেকে।
কেউ আসবে ,
প্রায় নিভু লন্ঠনের আলোয় পথ
দেখাবে,ঈপ্সিত সাফল্য অর্জনে
সাহস যোগাবে ,সেই স্বপ্নই দেখছি।
কিন্তু,
নিকষ কালো অন্ধকারে চোখ সয়ে
গেলে , সেই স্বপ্নটাও হারিয়ে যাবে।
অমাবস্যার গহ্বরে হারিয়ে যাওয়ার
আগে ভরা পূর্ণিমার প্রয়োজন,
হোকনা সেটা লন্ঠনের নিভু আলোসম।।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৫

কিরমানী লিটন বলেছেন: বেশ-চমৎকার ...

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৮

রুষ্ট তুষ্ট বলেছেন: থ্যাংকস ব্র

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

হাসান মাহবুব বলেছেন: আলো কাতুরে। শুব্দটা নতুন এবং চমৎকার। ভালো লাগলো কবিতা।

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫০

রুষ্ট তুষ্ট বলেছেন: ধন্যবাদ মাহবুব ভাই

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

বাকা পথ বাকা চোখ বলেছেন: সুন্দর

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫০

রুষ্ট তুষ্ট বলেছেন: থ্যাংকস

৪| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

(মন্তব্যের উপরেরর ডান কর্ণারের প্রথমে সবুজ রিপ্লে বাটন আছে সেখানে ক্লিক করে রিপ্লে দিন । )

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৭

রুষ্ট তুষ্ট বলেছেন: থ্যাংকস ব্র কথাকথিকেথিকথন,
আরো থ্যাংকস আমার না জানা
বিষয়টি খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য।

৫| ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৪

রুদ্র জাহেদ বলেছেন: বড্ড আলো কাতুরে...খুব ভালো লাগল কবিতা

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫১

রুষ্ট তুষ্ট বলেছেন: থ্যাংকস জাহেদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.