নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অযথাই করি চিৎকার।

রুষ্ট তুষ্ট

অপরিপক্ক হাতের অগোছালো ব্লগিং

রুষ্ট তুষ্ট › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু সময়টাও তো বর্তমানকাল.......

০২ রা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

কোন মানুষের জীবনের মধ্যে অসংখ্য
“জীবনের গল্প” থাকতে পারে না।
কারন, মানুষের জীবন একটাই।
আর, একজন মানুষের জীবনে গল্পও
একটাই রচিত হয় যার, শেষ বর্ণনা করা
ঐ মানুষের পক্ষে সম্ভব নয়।
শুরুটা অনুমান, বোঝার বয়স থেকে
অতীতটার স্মৃতি বর্ণনা, বর্তমানটা অনুভব আর,
ভবিষ্যত কি এটাই তো আমি জানি না।

হতে পারে, ভবিষ্যত বলে কিছুই নেই।
মৃত্যুও বর্তমানেই হয়।
আর, মৃত্যুর সাথে সাথে জীবনের গল্পও
শেষ হয়ে যায়। এই মৃত্যুর কারনেই
কোন ব্যাক্তি তার নিজের জীবনের পূর্ন গল্প
ব্যাক্ত করতে পারে না। তার বেঁচে থাকা
পর্যন্ত জীবনের গল্প অপূর্ন অথবা,
অসম্পুর্নই থেকে যায়।

একজন স্বাভাবিক অথবা,
একজন অস্বাভাবিক চিন্তার মানুষ জীবনের
গল্প নিয়ে এইভাবে চিন্তা করে না।
একজন স্বাভাবিক চিন্তার মানুষ তার জীবনে
ঘটতে থাকা গল্পের কিছু কিছু প্রিয় এবং
অপ্রিয় অংশ বা অধ্যায়গুলো এক একটা
জীবনের গল্প বলে মনে করতে থাকে আর,
অস্বাভাবিক চিন্তার মানুষদের জীবন নিয়ে
একেক জনের একেক রকম চিন্তাধারা।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.