নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ম্যায়াও একটি নিস্পাপ শব্দ

ম্যাঅ্যাও. একটি নিষ্পাপ শব্দ

ক্যাটম্যান

আমি ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত। ঐ বিষয়ে লেখার চেষ্টা করি। মাঝে মাঝে সত্যকে সত্য বলার একটা চেষ্টাও করি। কারো ভাল না লাগলে কিছু করার নাই।

ক্যাটম্যান › বিস্তারিত পোস্টঃ

ব্লগ, ব্লগার ও কিছু কথা

২৯ শে জুন, ২০১৩ রাত ৯:৪০

আমি ব্লগে আমার অ্যাকাউন্ট খুলেছি, প্রায় ৭ মাস হবে। তবে আমি নিয়মিত ব্লগ পড়ি কয়েক বছর ধরে। ব্লগ সাইট বিশেষ করে সামুতে একদিন না ঢুকলে আমার মনের মাঝে এক শূন্যতার সৃষ্টি হয়। এই প্লাটফর্মে এক সাথে দেখা মেলে ভিন্ন মতালম্বি অনেক মানুষের যাদের আছে নিজেদের যুক্তি, সূক্ষ্মপর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গি আর বিবেগ-বোধ। বিমুগ্ধ নয়নে তাকিয়ে থাকি ভার্চুয়াল বর্ণমালাগুলোতে, যেগুলো এক জাদুর স্পর্শে মাতিয়ে রাখে আমায়।



যখন প্রথম প্রথম ব্লগ পড়া শুরু করি তখন থেকে ইমন জুবায়ের কে আমার ভাল লাগতে থাকে। তার লেখায় ছিল এক অন্যরকম মায়া। এমন মায়া যা সবাইকে টেনে আনতে পারত তার লেখার দিকে। আজ তিনি আমাদের মাঝে নেই। তবে আমাদের হৃদয়ে আছে তার প্রতি শ্রদ্ধা, তার লেখনি শক্তির প্রতি ভালবাসা। তাই তখন প্রথম এই সামুতে নিজের অ্যাকাউন্ট খুলি তখন এই মনের অজান্তে নিজের এক আদর্শকে খুজে পাই।আমার দেখা সেরা ব্লগার তিনি। গুরু তোমায় সালাম। স্রষ্টার কাছে তার আত্মার শান্তি কামনা করছি।



যতই দিন যাচ্ছে ব্লগের মান আরও বাড়ছে। অনেক নতুন নতুন ব্লগার যুক্ত হচ্ছে তাদের লেখনি শক্তি ও প্রতিভা নিয়ে। আমি জোরালো দাবি করতে পারি যে পড়ার আগ্রহ রাখে সে এই ব্লগে এসে কখনো নিরাগ্রহ হবে না। এখানে পাবে হাজারো ইস্যুর হাজার রকম ব্লগ। সাম্প্রতিক সময়ের বিভিন্ন অবস্থা, ঘটনা নিয়ে হয় তর্ক বিতর্ক; তাছাড়া অনেক তথ্যমূলক ব্লগ তো আছেই। যখন যা জানতে চাচ্ছি সার্চ করে দেখে নিচ্ছি, সুন্দর সুন্দর ব্লগ গুলো মানুষের প্রিয়তে থেকে দেখে নিচ্ছি।



পৃথিবী যেমন উত্তর ও দক্ষিণ দিকে কমলালেবুর মত চ্যাপ্টা, নিরেট বৃত্ত হয় ঠিক তেমনি আমাদের মাঝে আছে কিছু এমন ব্লগার যারা ব্লগের অপব্যবহার করছে, অনেক ক্ষেত্রে তা নিয়মের বহির্ভূত। অনেকে ইচ্ছা করে করছে অনেক জানেও না আসলে ব্লগ বলতে কি বুঝায়।

প্রথমে আমরা জেনে নেই ব্লগ কাকে বলে?



ব্লগ শব্দটি ইংরেজ Blog এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরণের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ইংরেজি Blog শব্দটি আবার Weblog এর সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলার হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগার রা এটি নিয়মিত আপডেট করেন।

বেশিরভাগ ব্লগই কোন একটা নির্দিষ্ট বিষয়সম্পর্কিত ধারাবিবরণী বা খবর জানায়; অন্যগুলো আরেকটু বেশিমাত্রায় ব্যক্তিগত পর্যায়ের অনলাইন দিনপত্রী/অনলাইন দিনলিপিসমূহ। একটা নিয়মমাফিক ব্লগ লেখা, ছবি, অন্য ব্লগ, ওয়েব পেজ আর এবিষয়ের অন্য মাধ্যমের লিংকের সমাহার/সমষ্টি। পাঠকদের মিথষ্ক্রিয়াময় ছাঁচে মন্তব্য করার সুবিধে-রাখা বেশিরভাগ ব্লগের একটা গুরুত্বপূর্ণ দিক। প্রায় ব্লগই মূলত লেখায় আকীর্ণ, কিছু কিছু আবার জোর দেয় শিল্প (আর্ট ব্লগ), ছবি (ফটোব্লগ), ভিডিও (ভিডিও ব্লগিং), সঙ্গীত (এমপিথ্রিব্লগ) আর অডিওর (পডকাস্টিং) ওপর। মাইক্রোব্লগিং-ও আরেকধরনের ব্লগিং, ওটায় খুব ছোট ছোট পোস্ট থাকে।


( তথ্যসুত্র ঃ উইকিপেডিয়া )



আশা করি ব্লগ কাকে বলে এটা বুঝতে পারলেন। এখন ব্যক্তিগত দৃষ্টিতে কিছু ভিক্তিহীন ব্লগ শ্রেণীবদ্ধ করে দেখানোর চেষ্টা করছি



১) হেল্পান পোস্ট ঃ

প্রতিনিয়ত আমরা এই ধরণের পোস্ট দেখে থাকি যেখানে ব্যবহারকারি নিজের কোন প্রশ্নের উত্তর চেয়ে পোস্ট করে। মুলত ১-২ লাইন হয়ে থাকে। যেমনঃ YouTube কিভাবে ওপেন করবো হেল্পান, প্যাটেন্ট কিভাবে করবো হেল্পান, কিভাবে রূপ-চর্চা করবো হেল্পান ইত্যাদি [ উদাহরন কাল্পনিক মিলে গেলে কিছু করার নাই, কারো ব্যক্তিগত আঘাত দেয়া এই ব্লগের উদ্দেশ্য নয় ]



প্রতিকার ঃ অনেক সাইট আছে যেগুলো আমাদের প্রশ্নের উত্তর দেয়ার জন্য তৈরি করা হয়েছে। এর আন্তর্জাতিকভাবে ব্যবহারিত Answers , Yahoo Answer , Ask , Wikihow বিশেষভাবে জনপ্রিয়। তাছাড়া বাংলায় হেল্প পেতে রয়েছে Answerbd . আইটি সম্পর্কিত কোন তথ্য পেতে রয়েছে techtunes , tunerpage । ঢাকায় দাপ্তরিক আনুষ্ঠানিকতার অসুবিধার জন্য Online-Dhaka .

ব্লগে হেল্পান পোস্ট দেয়া মানে চায়ে লবন দেয়া।



২) প্রমোশন পোস্ট ঃ

আসলে এই সব পোস্ট আগেই করা হয়ে থাকে। তবে যখন কম পঠিত হয় তখন আগের পোস্ট গুলো লিঙ্ক হিসেবে নিয়ে অন্য কোন আকর্ষণীয় শিরোনামে পোস্ট করা হয়। যেমনঃ বিষয়ের সাথে যুক্ত থাকে “ না দেখলে পস্তাইবেন”, “প্রিয়তে দেয়ার মত পোস্ট”, “ ১৮+ ( যদিও ১৮+ কিছুই নাই)” “ এইখানে কিছু নাই, এই লিঙ্কে যান” ইত্যাদি [ উদাহরন কাল্পনিক মিলে গেলে কিছু করাই নাই, কারো ব্যক্তিগত আঘাত দেয়া এই ব্লগের উদ্দেশ্য নয় ] পোস্টের সাথে সম্পৃক্ত লিঙ্ক দেন কে মানা করেছে, তবে এভাবে হতাশ করার কি মানে আছে।



প্রতিকারঃ নৈতিক দিক চিন্তা করেন ভাল ভাল পোস্ট করতে থাকেন বেশি পঠিত হওয়া মানে ভাল ব্লগ হবে এটা কোন কথা না , মানুষ যেন আসলেই ভাবে না দেখতে পস্তাইত এমন কিছু লিখে যান। আশা করি একদিন পিন পোস্টে আসতে পারবেন।



৩) গালিগালাজ পোস্ট ঃ

আগে এগুলা অনেক দেখতাম, এখন কিছুটা কমেছে। মডুদের ধন্যবাদ উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য । এখানে মুলত রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় বিভিন্ন ইস্যুকে গালিগালাজের মাধ্যমে নিজের মনের কয়লা দূর করার চেষ্টা করা হয়। অনেক সময় বিভিন্ন যুক্তি থাকে বেশির ভাগ ক্ষেত্রে যুক্তি কম গলাবাজি বেশি হয়। এসব ব্লগ দেশের আইন শৃঙ্খলা বাহিনীর চোখে বেশি পরে আবার এসব ব্লগাররা ব্লকও খায়। উদাহরন ঃ বিপ ! ( দুঃখিত আমি মুখ খারাপ করলাম না বুঝে নেন)



প্রতিকারঃ মুখ খারাপ করে না বরং ভদ্রভাবে যুক্তি দেন, মুখ খারাপ করে নিজের ব্যক্তিত্ব নষ্ট করবেন না। ভুল হোক নম্র যুক্তিবাদিদের সবাই পছন্দ করে কারন তারা মুখ বন্ধ করতে জানে। বেশি করে পেপার, ম্যাগাজিন পড়ুন টকশো দেখুন। যুক্তি এমনেই বের হয়ে যাবে। গলা ফাটান মানা নাই। গালিগালাজ কইরেন না। মানুষের সবচেয়ে নিকৃষ্ট অভ্যাসের মধ্যে গালি একটা।



৪) বিজ্ঞাপন পোস্ট ঃ

ফ্রি সাইট পেয়ে অনেকে এখানে বিজ্ঞাপন দেয়ার চেষ্টা করে। অনেক সময় খেলাম করবেন কিছু পোস্ট আছে যেমন ঃ হার্টের রোগের জন্য এই ডাক্তারের সাথে যোগাযোগ করুন, ডিভোর্স লয়ার ইত্যাদি। [ উদাহরন কাল্পনিক মিলে গেলে কিছু করাই নাই, কারো ব্যক্তিগত আঘাত দেয়া এই ব্লগের উদ্দেশ্য নয় ]



প্রতিকারঃ মডুরা একটু সোচ্চার হন। অনেক কষ্ট করে এই সাইটটা তৈরি করেছেন মাগ্না বিজ্ঞাপন দেয়ার জন্য না আশা করি। । আর যারা এমন পোস্ট দেন নিজেদের নৈতিক দিক চিন্তা করেন, বিজ্ঞাপন দেয়ার জন্য অনেক সাইট আছে, যদি সামুতেই দিতে চান দয়া করে সংশ্লিষ্ট পক্ষের সাথে যোগাযোগ করেন। একটু টাকা পয়সা খরচ করা শিখেন। ১০০ টাকার হালাল রুজি ১০০০০ টাকার হারাম রুজি থেকে অনেক উত্তম।



তথ্যের নির্ভুলতা ঃ

আমরা অনেক সময় অনেক কিছু পোস্ট করি যেখানে বলে থাকি অমুক পরিসংখ্যান থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আমুক পত্রিকায় বলা হয়েছে ইত্যাদি। তবে এসব কিছু বলার সময় লিঙ্ক দেই না। ফলে পাঠকরা বিভ্রান্ত হয়, অনেক সময় ভুল তথ্যের আলোকে অনেক কিছু ভাবতে পারে। এমন ফাযলামি করবেন না। কষ্ট করে লিঙ্ক দিবেন। যদি কপিরাইট আইন জেনে থাকেন তাহলে এমন করবেন না আশা করি।



সবশেষে আশা করবো আমাদের মুক্ত ও সুন্দর চিত্তনের ব্লগাররা দেশের ব্লগের মানকে আরও উপরে নিয়ে যাবে আরও সুন্দর করবে। এক সুন্দর ব্লগ পরিবেশের আশা রেখে বিদায় জানাচ্ছি।

মন্তব্য ১৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পোস্টে ++++++++

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:১০

ক্যাটম্যান বলেছেন: :)

২| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৯

মাক্স বলেছেন: ভালো বলেছেন!

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:১১

ক্যাটম্যান বলেছেন: ধন্যবাদ

৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:২১

*কুনোব্যাঙ* বলেছেন: ++++++++++

৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৪৫

মামুন রশিদ বলেছেন: দারুন পোস্ট । ব্লগে ফ্লাডিং একটা বিশাল সমস্যা । এই ফ্লাডিংয়ের জন্য একটা ভালো মানের পোস্ট প্রথম পাতায় আধ ঘন্টার বেশি থাকতে পারে না ।

সমস্যাগুলো শুধু হাইলাইটস ই করেন নি, সম্ভাব্য প্রতিকার দেয়ার চেষ্টা করেছেন । পোস্টে প্লাস । ++

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:১২

ক্যাটম্যান বলেছেন: এই সমস্যায় বিরক্ত হয়েই লেখাটা লিখলাম।

৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:০৩

দি সুফি বলেছেন: দরাকরি কথা। সবার মাথায় রাখা উচিত। +++++

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:১৮

ক্যাটম্যান বলেছেন: ঠিক

৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ৩:২৯

কাজী মামুনহোসেন বলেছেন: ++++++++

৭| ৩০ শে জুন, ২০১৩ রাত ১১:৩৮

একজন ঘূণপোকা বলেছেন: +++++

৮| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:০৪

মহামহোপাধ্যায় বলেছেন: জানেন, একবার হিসেব করে দেখেছিলাম ইমন ভাইয়ের ১৫০০ পোস্টের মাঝে একটি করে যদি প্রতিদিন পড়তে থাকি তাহলে কত বছর লাগবে ??

ব্লগ যতই সমৃদ্ধ হোক না কেন, এই মানুষটার অভাব সবসময় থেকেই যাবে !! কিছু অভাব কখনই পূরণ হবার নয় :( :(

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭

ক্যাটম্যান বলেছেন: একদম ঠিক বলেছে। কমেন্ট এ +++ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.