নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা করব জয়

এর একজনকেও আমরা পুড়ে মরতে দিতে চাই না।

সফটওয়্যার

সফটওয়্যার › বিস্তারিত পোস্টঃ

মানুষ ও মাতৃভূমির ডাকে সাড়া দিন - Bidroho.com

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৩

প্রিয় দেশবাসী,



আপনি নিশ্চয়ই অবগত আছেন সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে বিগত কয়েক মাস ধরে সাধারণ মানুষের উপর চলে আসা নির্যাতন এমন এক মাত্রায় এসে পৌঁছেছে যে, এই মুহূর্তে পৃথিবীতে এমন কোন ভাষা নেই যা দিয়ে এটা বর্ণনা করা যায়। বর্তমান বাংলাদেশের সকল দলের নির্লজ্জ রাজনীতিবিদদের রাষ্ট্রের তথা রাষ্ট্রের মানুষের সাথে বেঈমানী এবং নিরপরাধ জনগনের উপর অত্যাচারের ফিরিস্তি নতুন করে দেওয়ার প্রয়োজন দেখি না।



একদিন, দুইদিন, তিনদিন করে দিনের পর দিন তারা নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এই লেখা যখন লিখছি তার আগের মাত্র ১২ ঘন্টার ব্যবধানে প্রাণ হারিয়েছেন নূন্যতম তিনজন নিরপরাধ কর্মজীবি মানুষ এবং আগুনে পুড়ে হাসপাতালে কাতরাচ্ছেন আরো অনেকে।



তাই আমরা বাংলাদেশের সাধারণ জনগন হিসেবে এর প্রতিকার করতে যত সময় নিচ্ছি তার প্রত্যেক মুহূর্তেই আমাদেরই কারো না কারো ভাগ্যে মৃত্যু লেখা হয়ে যাচ্ছে।



আর কিছু বলার নেই! বর্তমানে আমরা সাধারণ মানুষরা সবই জানি এবং সবই বুঝি। আর কত অসহায় মানুষের দগ্ধ শরীর, আর কত দগ্ধ লাশ দেখলে আমাদের বিবেক নাড়া দিবে? উত্তরটা কি আমাদের এখনও জানা নেই? তবে, আমাদের মন বলছে, “সময় এসেছে দেশের তরে, দেশের মানুষের তরে কিছু করার”।



এই পরিস্থিতিতে দেশের সব মানুষের বহু দিনের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে, সমগ্র দেশের মানুষকে একই প্লাটফর্মে এনে, হাতে হাত রেখে, আমরা কয়েকজন নগন্য এবং সাধারণ বাংলাদেশি নাগরিক- নতুন করে বাংলাদেশ সাজানোর স্বপ্নের শুরু করলাম।



আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে-



১০ দিন সময় দিলাম। হয় তারা রাজনৈতিক সমস্যার সমাধান করবে আর না হলে বাংলাদেশ ছাড়বে।

১০ দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে, ১৯ জানুয়ারি গণ আন্দোলনের ডাক দেওয়া হবে।

গণ আন্দোলনে আপনাকে যদি সাথে না পাই তাহলে আপনার প্রতি ভালবাসা থেকে এবং দেশের প্রতি ভালবাসা থেকে আমরা-



আগামী ২২জানুয়ারি’১৪ থেকে

আমরণ অনশনের” ঘোষনা দিলাম।



আমাদের সকল কর্মকান্ড, গণ আন্দোলনের বিস্তারিত পন্থা ও লক্ষ্যসমূহ জানতে ভিজিট করুন-



www.bidroho.com



www.fb.com/Bidroho2014



অথবা টেলিভিশন ও পত্রিকায় চোখ রাখুন।



আপনাদের প্রতি আমাদের বুকভরা ভালবাসার উপর আস্থা রেখে আপনার সমর্থনের অপেক্ষায় রইলাম।



সাধারণ মানুষের বিজয় হবেই।







প্রেস রিলিজঃ ৯জানুয়ারী’১৪ , দুপুর ২টা, সিলেট প্রেস ক্লাব

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬

এলিয়ান বলেছেন: এএএএএএএএএএএএএএএএএএএ

২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

সফটওয়্যার বলেছেন: সম্ভব হলে স্টিকি পোষ্ট করার অনুরোধ করছি!

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাইটটি ঘুরে এলাম। ানেক প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন- উত্তর দিলে সকলেই জানতে পারব.....

আপনাদের দাবীর মধ্যে আবেগ আছে- বাস্তবতা কতটুকু? ভেবেছেন কি?

আপনাদের কর্মসূচির ষ্টাইল ঠিক আছে। কিন্তু সময়সীমা কি খুব কম হয়ে গেল না। প্রচার প্রচারণা জনসম্পৃকত্ততার জণ্য কি আরো বেশি সময় প্রয়োজন নয়?

গণ আন্দোলন দমনে এই সরকারের হিটার মুসোলিনি ষ্টাইলের চেয়েও ভয়ংকর বাস্তবতা কি আপনাদের নজরে আছে? সেই সব ক্ষেত্রে কি করবেন?

রাজনৈতিক ব্যবচ্ছেদ পর্বে বিএনপির কোন ব্যবচ্ছেদ নেই কেন?

সকল আন্দোলনেই ব্যাপক ব্যায়ের ব্যাপার আছে। আপনাদের অর্থ উৎস সম্পর্কে স্বচ্ছতা রাখবেন কি?

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০২

সফটওয়্যার বলেছেন: আপনাদের দাবীর মধ্যে আবেগ আছে- বাস্তবতা কতটুকু? ভেবেছেন কি?
আমাদের আবেগের প্রমাণ পেতে হলে দুইটা জিনিষ প্রয়োজন। ১. প্রথম ১০ দিনে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন সুরাহা না হওয়া, ২. গণ আন্দোলনের ডাক দেয়ার পর আপনার সাড়া না পাওয়া। আশা করি বুঝতে পারছেন...

আপনাদের কর্মসূচির ষ্টাইল ঠিক আছে। কিন্তু সময়সীমা কি খুব কম হয়ে গেল না। প্রচার প্রচারণা জনসম্পৃকত্ততার জণ্য কি আরো বেশি সময় প্রয়োজন নয়?
পেট্রোল ঢেলে/ বোমা মেরে মানুষ মারার হুকুম দিতে যদি বিন্দুমাত্র সময় না লাগে, তাহলে টা বন্ধ করার দাবী চাইতে ১০ দিন বেশী হয়ে গেল না?

গণ আন্দোলন দমনে এই সরকারের হিটার মুসোলিনি ষ্টাইলের চেয়েও ভয়ংকর বাস্তবতা কি আপনাদের নজরে আছে? সেই সব ক্ষেত্রে কি করবেন?
প্রথম প্রশ্নেই উত্তর দিয়ে দিয়েছি। দেশের মানুষের এই করুন আর্তনাদ আর সহ্য করতে পারছি না। আর্তনাদ বন্ধের ব্যবস্থা না হলে আমরণ অনসনের মাধ্যমে অন্তত নিজে মুক্তি পাব।

রাজনৈতিক ব্যবচ্ছেদ পর্বে বিএনপির কোন ব্যবচ্ছেদ নেই কেন?
অবশ্যই আছে।

সকল আন্দোলনেই ব্যাপক ব্যায়ের ব্যাপার আছে। আপনাদের অর্থ উৎস সম্পর্কে স্বচ্ছতা রাখবেন কি?
প্রাথমিক ভাবে নিজেদের পকেট থেকেই।

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪১

মনসুর-উল-হাকিম বলেছেন: সততা ও ন্যায় প্রতিষ্ঠার জন্য দেশ আর জাতির কল্যাণার্থে জীবন উৎসর্গ করা খুবই ভালো, কিন্তু একই সাথে, সীমা-লংঘনকারীকে মহান আল্লাহ পছন্দ করেন না।

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭

মেনন আহমেদ বলেছেন: আছি।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

সফটওয়্যার বলেছেন: ধন্যবাদ, মনে বল পেলাম।
কাল সকালে আন্দোলন সফল করার উদ্দেশ্যে ঘর থেকে বের হব, সফল হওয়ার আগ পর্যন্ত। আপনাদের পাশে পেলে ইনশাআল্লাহ সফল হবই।

৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৪

হরিপদ কেরাণী বলেছেন: লেখক দাদাকে বলছি-আপনি পারবেন কি না জানিনা। আপনি না পারলে আরেকজন পারবে। সে না পারলে আরেকজন পারবে। সে না পারলে.......... এভাবে চলতেই থাকবে।

তবে একদিন পরিবর্তন হবেই। একজন সার্থক হলেই কাজ হয়ে যাবে। ঠিক মতো ডাক দিন। না খাওয়া মানুষ, দগ্ধ মানুষ চোখের জল নিয়ে আবার উঠে দাঁড়াবে।

ডাকাতদের অত্যাচার থেকে সবাই মুক্তি খুঁজছে।

০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৪

সফটওয়্যার বলেছেন: ধন্যবাদ! আমাদেরও একই বিশ্বাস।

৭| ০৯ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

হরিপদ কেরাণী বলেছেন: এই পোষ্টটি ষ্টিকি করা হোক!!

৮| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৮

হাসিব০৭ বলেছেন: সহমত বর্তমানের সকল নেতাদের বাংলাদেশে অবাঞ্চিত ঘোষনা করা হোক। মুক্তি পাক সাধারন জনতা, মুক্তি পাক স্বাধীন বাংলাদেশ। মৃত্যু হোক বাকশালের, মৃত্যু হোক তথাকথিত সুশীল সমাজ এবং পাকি-ভাদা দালালদের।

বাংলাদেশ দালাল মুক্ত হোক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.