নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেলুলয়েড

আমি বাংলায় গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর বাংলা আমার জীবনানন্দ বাংলা প্রাণের সুখ আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ | আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় চিত্কার বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ | আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা’কিছু মহান বরণ করেছি বিনয় শ্রদ্ধায় মেশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক

সেলুলয়েড › বিস্তারিত পোস্টঃ

আনন্দবাজার পত্রিকার চোখে বাংলাদেশ ক্রিকেট

২২ শে জুন, ২০১৫ সকাল ১১:৪৩

অভিনন্দন বাংলাওয়াশ গুরু টাইগার দল কে, তোমরা আমাদের গর্বিত করেছ, ভারতের বাংলাদেশ সফরের অবহেলার সঠিক ওষুধ দিয়েছ।



সূত্রঃ আনন্দবাজার পত্রিকা ২২ জুন, ২০১৫

রাজর্ষি গঙ্গোপাধ্যায় লিখেছেন, বাংলাওয়াশের গর্জনের সামনে বিপন্ন ব্র্যান্ড ধোনি

পত্রিকাটিতে অশোক মলহোত্র লিখেছেনঃ
"বাংলাদেশে যাওয়ার আগে থেকেই ভারতীয় ক্রিকেট দলে নানা টালবাহানার কথা পড়ছিলাম মিডিয়ায়। কয়েকজন তারকা ক্রিকেটার নাকি এই সফরে যেতেই চায়নি। তারা বোধহয় মনে করেছিল, এ তো বাংলাদেশ সফর। প্রথম সারির দল না গেলেই বা ক্ষতি কী? বাংলাদেশে ভারতের যে দলই যাক না কেন, সিরিজ জিতেই ফিরবে।

তার উপর চলল কোচ নিয়ে নাটক। চিফ কোচ বলে কাউকে নেওয়া হল না। উল্টে বলা হল, এই সফরের কোচের নাকি দরকারই নেই। বাংলাদেশে রওনা হওয়ার আগের দিনই রবি শাস্ত্রীকে তা সদর্পে ঘোষণাও করতে শুনলাম।

বাংলাদেশের প্রতি এই অবহেলার প্রবণতা সিরিজ শুরুর আগে থেকেই ভারতীয় ক্রিকেট দলে দেখা যাচ্ছিল। বিপক্ষকে নেহাত অবহেলা করে একটা সিরিজ খুইয়ে দেশে ফেরার চেয়ে বড় অপরাধ আর কী হতে পারে? কী করে বাংলাদেশের ১৯ বছরের এক আনকোরা পেসারের কাছে একের পর এক আত্মসমর্পণ করে এল আমাদের বড় বড় তারকা ব্যাটসম্যানরা, তা ভেবে অবাক হয়ে যাচ্ছি।" [সূত্রঃ আনন্দবাজার পত্রিকা ২২ জুন, ২০১৫] লিঙ্কঃ আগে থেকেই আত্মতুষ্টি ঢুকে পড়েছিল দলে

এবার আমাদের পারফরমেন্স কে একটি অপটিমাল লেভেল এ রেখে সমনে এগিয়ে যাওয়া উচিৎ, এবং বিসিবি'র পক্ষ থেক টিম কে সর্বোচ্চ সম্ভাব্য সুযোগ সুবিধা দেয়া উচিৎ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.