![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজে জানি না আমি যে কি ধরনের মানুষ
জুতা পরে নামাজ পরা সুন্নত। তবে যদি জুতা নাপাক থাকে তাহলে জুতা খুলে ফেলাটা ভাল। আপনার জুতা যদি কোন নাপাক কিছু লাগে নাপাক হয়ে যায় তাহলে তা মাটিতে গসা খেয়ে পরিষ্কার হয়ে যায় তাহলে তা পাক হয়ে যাবে। কারন মাটি নিজেই পাক।
মহানবী (সঃ) একদিন নামাজ পড়ার সময় জুতা খুলে ফেললেন তখন উনার সাথে সাথে উনার সাহাবীরা ও জুতা খুলে ফেললেন। তখন মহানবী (সঃ) তাঁর সাহাবীগনকে জিজ্ঞেস করলেন “আপনারা জুতা খুললেন কেন?” এই প্রশ্নের উত্তরে সাহাবীগন বললেন “আপনি জুতা খুলেছেন তাই আমরা খুলেছি”।এই উত্তর শূনে মহানবী (সঃ) বললেন “আমাকে জিব্রাইল (আঃ) বলেছেন আমার জুতা নাপাক তাই জুতা খুলে নামাজ পড়তে। কিন্তু তুমাদের জুতা যদি নাপাক না হয় তাহলে জুতা পরে নামাজ পর”
সূত্রঃ সরল পথ, দিগন্ত টিভি
৭ বিভাগের আজকের ইফতারের সময়ঃ
ঢাকাঃ ৬.৩৫ রাজশাহীঃ ৬.৩৯ চট্রগ্রামঃ ৬.৩১ সিলেট ৬.২৯৪ খুলনাঃ ৬.৪০ বরিশালঃ ৬.৩৫ রংপুরঃ ৬.৪০
আশাকরি আমাদের অজানা তথ্য প্রকাশ করতে পারব। ইনশাল্লাহ্
২| ১৬ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৪৩
বৈকুন্ঠ বলেছেন: নবীরে নাহয় জিব্রাইলে কৈসে দেইখা নবি জানতে পারসে যে তার জুতা নাপাক আছিল, অন্যথায় সে না জাইনা নাপাক জুতা নিয়াই নামাজ পৈরা ফালাইতো। কিন্তু তার সাহাবিরা জানবো কেমনে যে তাগো জুতা সাফ না নাপাক? এই হাদিছটা যদি সত্যি হয় তাইলে নবী একটা বড় ধরনের বাটপার আছিল। কিন্তু আপাতত মনে হৈতাসে দিগন্ত টিভিই বাটপারিটা করসে
হায়রে ধর্মান্ধতা...... যুক্তি বুদ্ধি পুরা বিলুপ্ত কৈরা দেয় মানুষের
৩| ১৬ ই আগস্ট, ২০১১ রাত ৮:১০
আশ্রাফ বলেছেন: @বৈকুন্ন্ঠ_ সমস্যা কি? খোঁচা-খুঁচি না করলে ভালো লাগে না ?
৪| ১৬ ই আগস্ট, ২০১১ রাত ৮:২৫
শিক কাবাব বলেছেন: @বৈকুন্ন্ঠ একটা অমুসলিম পাঠা।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৪২
েশখসাদী বলেছেন:
ধন্যবাদ । তবে যেহেতু আমাদের জুতায় সব সময় ময়লা লেগে থাকে, তাই আমাদের জুতা খুলে নামাজ পড়া উচিত । কাপড়ের জুতা পরে নামাজ পড়া যেতে পারে , যা পরিস্কার ।