নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সচেতন হই অন্যকে সচেতন হওয়ার চেষ্টা করি

মো: হাসিব উদ্দীন চঞ্চল

আমি শেষ ডিগ্রি অজন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভিক্টিমোলজি এন্ড রেষ্টরেটিভ জাসটিস থেকে। আমি সচেতন হওয়ার চেষ্টা করছি এবং অন্যদেরকেও সচেতন হবার জন্য উদ্বত করার চেষ্টা চালিয়ে যাবো

মো: হাসিব উদ্দীন চঞ্চল › বিস্তারিত পোস্টঃ

থামুন একটু ভাবুন তারপর.......

০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৮

গত কয়েকমাস আগে সাতক্ষীরার শ্যামনগরে বখাটেদের হাতে লাঞ্ছনার শিকার একাদশ শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছেন৤ গ্রেপ্তারকৃতরা হলেন ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের ফুটনগর মহল্লার আব্দুল মিয়ার ছেলে ইকবাল হোসেন (২০), একই গ্রামের ইছাক মিয়ার ছেলে সুমন মিয়া (২২), সাভার উপজেলার তারাপুর মহল্লার আতাউর হাসানের ছেলে সাকিব হাসান সুরুজ (২৩) ও একই মহল্লার মানিক মিয়ার ছেলে আকাশ মিয়া (১৮) এই রকম অহরহ ঘটনা ঘটেই চলছে৤ এর প্রতিকার কি এর কোন কি সমাধান নেই৤ যেকোন ঘটনার পেছনে অনেক ঘটনা থাকে যেগুলো

অল্প বয়সে মোবাইল না দিয়ে তাদেরকে পড়ালেখার পাশাপাশি খেলায় আগ্রহী করে গড়ে তুলতে হবে

আড়ালেই থেকেই যাই৤ শাস্তি দিয়েই তো আর মেয়েটিকে আর ফেরানো যাবে না কিংবা সমস্যার সমাধান পরিপূণ সমাধান হবে না৤ গাছের গোড়া কাটা থাকলে গাছের উপরে পরিচচা করে ও কোন লাভ হবে না ৤ তাই আমাদের গোড়া ঠিক করতে হবে৤ যাতে অপরাধ পূনরাবীতি যেন না হয়৤ সেইজন্য আমাদেরকেই সচেতন হতে হবে এবং সরকারকে ও কঠোর পদক্ষেপ নিতে হবে৤ আমার কাছে মনে হয় সাধারণ শিক্ষার পাশাপাশি ধমীয় শিক্ষা খুবই দরকার৤ অল্প বয়সে মোবাইল না দিয়ে তাদেরকে পড়ালেখার পাশাপাশি খেলায় আগ্রহী করে গড়ে তুলতে হবে এতে করে সবাই তো খেলোয়াড় হবে না কিন্তু তাদের মন মেধা ও স্বাস্থ্য দুটোই ভাল থাকবে৤ আর পড়ালেখার পাশাপাশি খেলাধুলাই মনোনিবেশ থাকলে অপরাধমুলক কমকান্ড লিপ্ত হবে না এবং সেই সময় সুযোগও কম থাকবে ৤ তাহলেও অনেকাংশে এই অপরাধ রোধ করা যাবে ১০০% না হলেও অনেকটাই লাঘব হবে৤

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬

মো: হাসিব উদ্দীন চঞ্চল বলেছেন: আমরা আমার পরিবারকে সচেতন করি আমাদের জন্যই

২| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

রাজীব নুর বলেছেন: মানুষ অমানূষ হয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.