নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সচেতন হই অন্যকে সচেতন হওয়ার চেষ্টা করি

মো: হাসিব উদ্দীন চঞ্চল

আমি শেষ ডিগ্রি অজন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভিক্টিমোলজি এন্ড রেষ্টরেটিভ জাসটিস থেকে। আমি সচেতন হওয়ার চেষ্টা করছি এবং অন্যদেরকেও সচেতন হবার জন্য উদ্বত করার চেষ্টা চালিয়ে যাবো

মো: হাসিব উদ্দীন চঞ্চল › বিস্তারিত পোস্টঃ

ভোট যুদ্ধ

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৩

বিএনপি নেতা মওদুদ আহমদ মঙ্গলবার এক আলোচনা সভায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ‘সর্বাত্মক প্রস্তুতি’ নিতে বলেন।
পহেলা অক্টোবর থেকে ‘রেডি হয়ে যাওয়ার’ ডাক দিয়ে তিনি বলেন, ‘‘আমরা এবার খালি মাঠে গোল দিতে দেব না।… জনগণকে নিয়েই আমরা থাকব।”
অন্যদিকে আওয়ামী লীগ নেতা নাসিম ১৪ দলের ‘সমাবেশ প্রস্তুতি সভা’ শেষে বলেন, “আগে থেকেই ঢাকা দখলে ছিল, ইনশাল্লাহ আগামীতেও ঢাকা আমাদের দখলে থাকবে। শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশে শেখ হাসিনার দখলে থাকবে।”
যে কোনো ‘চক্রান্তের’ বিরুদ্ধে জোটের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনারা এলাকায় প্রস্তুত থাকবেন, যেন ওই অপশক্তি মাঠে নামতে না পারে। ওদের মাঠে প্রতিহত করবেন, রাস্তায় প্রতিহত করবেন।
নাসিম বলেন, “আগামী একটা মাস আপনাদের কোনো কাজ নেই। ১৪ দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পাড়া-মহল্লায় আপনারা সজাগ থাকবেন। কোনো চক্রান্ত নৈরাজ্য হলে জনগণকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ আমরা প্রতিহত করব।"
আমাদের দেশের রাজনৈতিক দলের আক্রমনাত্বক কথা শুনে মনে হচ্ছে ২৯ সেপ্টেম্বর অন্য দেশ আমাদের দখল করতে আসবে। আর সেই জন্য একে অপরকে ঘায়েল করার জন্য সদা প্রস্তুত। আপনি একবার চিন্তা করেন আপনি কার বিরুদ্ধে লড়বেন, কাকে মারবেন সে হয় আপনার নিজের ভাই, চাচাতো মামাতে খালাতো ভাই অথবা আপনারি বন্ধু অথবা প্রতিবেশী আর আপনি তাদেরকে ঘায়েল করতে প্রতিহত করতে প্রস্তুতি নিচ্ছেন। আর এতে করে আপনারাই ক্ষতিগ্রস্থ হচ্ছেন না হচ্ছে পুর দেশ সাধারন মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমাদের অর্থনীতিতে প্রভাব পড়ছে বিদেশী আমাদের প্রতি প্রভাব খাটাচ্ছে। আর ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা। আপনারা রাজনীতি করবেন মন্ত্রী এমপি হবেন, আপনি ভালো কাজ করুন ফলাফল আপনি পাবেন। আর দলের প্রধানদের বলবো টাকা নিয়ে নমিনেশন দিয়েন না ভালো যোগ্য প্রাথীকে নমিনেশন দিবেন দয়া করে। ভালো যোগ্য মন্ত্রী এমপি হোক এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবাই একসাথে ভালো বাংলাদেশ গড়বো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.