নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সচেতন হই অন্যকে সচেতন হওয়ার চেষ্টা করি

মো: হাসিব উদ্দীন চঞ্চল

আমি শেষ ডিগ্রি অজন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভিক্টিমোলজি এন্ড রেষ্টরেটিভ জাসটিস থেকে। আমি সচেতন হওয়ার চেষ্টা করছি এবং অন্যদেরকেও সচেতন হবার জন্য উদ্বত করার চেষ্টা চালিয়ে যাবো

মো: হাসিব উদ্দীন চঞ্চল › বিস্তারিত পোস্টঃ

সময় যত গড়ায়, মেয়েদের ভিতর তত গোপনীয়তা জন্মায়। কিছু গোপন অতি গভীর, একান্ত নিজস্ব, আরও

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

সময় যত গড়ায়, মেয়েদের ভিতর তত গোপনীয়তা জন্মায়। কিছু গোপন অতি গভীর, একান্ত নিজস্ব, আরও কত কি একান্ত নিরবে এবং অনেক কিছু আছে নিরবে যা প্রকাশ করা যায় না সহ্য করা যায় না এই রকম গল্প নিয়ে আসছে আদী প্রকাশন আগমাী বই মেলায় এই প্রজন্মের তরুন লেখক রাফিউজ্জামান সিফাত এর মনোপাখি।
অনেক বড় বড় লেখক এর বই আমরা পড়ি এবং পড়বো এর পাশাপাশি নতুনদের বইও আমাদের পড়া উচিত তাহলে নতুনরা সুযোগ পাবে এবং এদের মধ্যে থেকে অনেক ভালো ভালো লেখক বের হয়ে আসবে আজকের খ্যাতিমান লেখকের মতন তারাও দেশে বিদেশে সুনাম অর্জন করবে।
বিভিন্ন প্রকাশনা যেমন নতুন ও তরুন লেখকদের সুযোগ করে দিচ্ছে তেমনি পাঠক হিসেবে আমাদেরও উচিত বেশি বেশি করে বেই পড়া।
বাংলাদেশে বই মেলা মানেই আনন্দের একটি জায়গা অমর একুশে গ্রন্থমেলা ব্যাপকভাবে পরিচিত পায় একুশে বইমেলা নামে, বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম এই মেলা। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা আয়োজন করা হয়। বাংলা একাডেমির বর্ধমান হাউজ প্রাঙ্গণে ও বর্ধমান হাউজ ঘিরে অনুষ্ঠিত হয়। মেলার ব্যাপক চাহিদা থাকায় এই জায়গার মধ্যে মেলা পরিচালনা করতে হিমশিম খায় কর্তৃপক্ষ, ফলে ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়। তবে বাংলা একাডেমি প্রাঙ্গনেও মেলার একটি অংশ আয়োজন করা হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.