![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
অনন্ত নক্ষত্রবীথির কাছে আমার কিছু চাওয়ার ছিলো না!
নির্লিপ্ত চোখ মেলে আমি তাকিয়েছিলাম আকাশে!
সামনে একটা দিঘি ভর্তি জল, নিশ্চল পরাবাস্তব একটি মুহূর্ত!
মুখভর্তি গোঁফ-দাড়ি নিয়ে মানুষটি আমার পাশে এসে বললেন, আপনার কাছে হাতুড়ি আছে?
আমি কোন কথা বললাম না!
তিনি বললেন, অসহ্য সুন্দর এই প্রকৃতি, অতুলনীয় অন্ধকার, অনাঘ্রাতা দিঘির নিশ্চল জল- ভেঙে ফেলতে ইচ্ছে করছে!
মৃদ্যু বাতাসে দোলা লাগলো জলে!
আমি নিশ্চুপ নির্বিকার নক্ষত্রবীথিতে নিমগ্ন!
তিনি বললেন, প্রকৃতিতে স্থির চিত্র বলে কিছু নেই!
অস্থির সব- মুহূর্তকাল- তারপর- সব শেষ-
এই যে অন্ধকার অনড় মনে হচ্ছে! দাঁড়ান, শেষ করে দিচ্ছি এই অকারণ দীর্ঘসূত্রিতা-
তিনি পশ্চিমদিকে ইশারা করলেন!
পূর্ণ চাঁদ উঠে এলো আকাশে!
অন্ধকার ম্লান হলো!
অস্বচ্ছ হলো নক্ষত্রবীথির সৌন্দর্য!
তিনি বললেন, এ-ও সুন্দর, ভিন্নরকম-
কিছুক্ষণ চুপ করে কী যেন ভাবলেন, তারপর বললেন, খেলবেন?
আমি নিরুত্তর, তাকালাম মানুষটির চোখে! অসম্ভব ক্লান্ত চোখে অহেতুক পরিতৃপ্তির অন্বেষণ!
তিনি পকেট হাতড়ে একটা কয়েন বের করলেন! শূণ্যে ছুড়ে দিয়ে কয়েনটি ধরলেন, করতলে সেটি লুকিয়ে হাত সামনে এনে বললেন, হেড না টেইল?
আমি বললাম টেইল।
তিনি করতল উন্মুক্ত করে বললেন, টেইল!
তিনি আবার শূণ্যে ছুড়লেন কয়েনটি! করতলে চেপে ধরে ভীষণ উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করলেন, এবার?
আমি বললাম, টেইল।
তিনি মুঠো খুললেন, বললেন, হুম! দানে দানে তিন দান-
সুনিপুণ কৌশলে তিনি আবার ওপরে ছুড়লেন কয়েনটি।
মুঠোয় আঁকড়ে ধরে প্রাণপণে বললেন, এবার?
আমার মুখের কাছে তিনি ঝুঁকে এলেন অনেকটাই, যেনো আমার উত্তরের ওপর নির্ভর করছে তার জীবন-মরন!
নিরাবেগ কণ্ঠে আমি বললাম, টেইল।
প্রচণ্ড ঝড়ে বিধ্বস্ত নৌকার পালের মতো ছিন্নভিন্ন মুখে তার দীর্ঘ চিন্তার ছাপ!
মুঠো না খুলেই তিনি বললেন, এবারও টেইল! আচ্ছা! জীবনের সারসত্য কী সত্যিই বুঝেছেন আপনি?
আমি নিরুত্তাপ তবু-
তিনি আনমনে বললেন, টেইল- সবকিছু শেষে পৌঁছায় একদিন- সব শেষ হয়- আমার শেষদৃশ্য দেখবেন?
আমি চোখ বন্ধ করলাম!
দিঘির জলে ভারী একটা কিছু পড়ার শব্দ হলো!
আমাকে ফিরতে হবে!
আমি উঠে এলাম হাইওয়েতে!
গাড়ি আসার আগে পাশে এসে দাঁড়ালেন মানুষটি! ভেজা শরীর!
বললেন, শেষদৃশ্যের জন্য এখনও প্রস্তুত নয় মঞ্চ! আমি আপনার সাথে ফিরতে চাই-
আমি নিরুত্তর রইলাম! কারণ, নিজের সাথে তো নিজের তর্ক চলে না!
ছবি: সংগৃহীত
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৪
দীপংকর চন্দ বলেছেন: আমার লেখার সামান্য চেষ্টার প্রতি আপনাদের অসামান্য ভালোবাসায় কৃতজ্ঞ আমি।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:৪২
এহসান সাবির বলেছেন: কাল পড়ে মন্তব্য করে যাবো......
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:২৬
দীপংকর চন্দ বলেছেন: আপনার উপস্থিতির প্রতি আমার ভালো লাগা।
এবং কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভকামনা জানবেন এহসান ভাই। সবসময়।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৫
তুষার কাব্য বলেছেন: আমি নিশ্চুপ নির্বিকার নক্ষত্রবীথিতে নিমগ্ন!
অসাধারণ আত্মকথন....!
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৩
দীপংকর চন্দ বলেছেন: ভালোবাসা সাধারণ লেখাকেও অসাধারণ ভাবে দেখার ক্ষমতা রাখে।
কৃতজ্ঞতা ভাই।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:০১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার লাগলো।আপনি বেশ লেখেন।
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৫
দীপংকর চন্দ বলেছেন: সুক্ষ দৃষ্টি আপনার।
বিশ্লেষণী ক্ষমতাও চমৎকার।
কথাগুলো আপনার লেখা প্রসঙ্গে।
শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
ভালো থাকবেন। অনেক।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো খুব ভ্রাতা +
শুভেচ্ছা নিবেন
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৯
দীপংকর চন্দ বলেছেন: আপনাদের মতো অসাধারণ মানুষের সাহচর্যে আসতে পেরে ভালো লাগছে ভীষণ।
আশাকরি দীর্ঘ পথ পাশাপাশি অতিক্রম করবো আমরা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।
ভালো থাকবেন। সবসময়।
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৮
হামিদ আহসান বলেছেন: আমার কাছে মনে হল কবিতা। আমিতো ডুবেগিয়েছিলাম আপনার শব্দঝংকারে..........
শুভেচ্ছা রইল
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪১
দীপংকর চন্দ বলেছেন: আপনার সার্বক্ষণিক সমর্থন ভীষণ অনুপ্রেরণাদায়ক হামিদ ভাই।
কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক । অনেক।
৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৯
জাফরুল মবীন বলেছেন: তিনি বললেন, প্রকৃতিতে স্থির চিত্র বলে কিছু নেই!
অস্থির সব- মুহূর্তকাল- তারপর- সব শেষ- কী অসাধারণ কথা!
অনন্য সাধারণ ভাবনা ও লেখনি অাপনার।
অভিনন্দন,ধন্যবাদ ও শুভেচ্ছা....জানিয়ে গেলাম আপনাকে।
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৪
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা অনিঃশেষ জানবেন জাফরুল মবীন ভাই।
আপনাদের ভালোবাসা আমাকে আপ্লুত করে ভীষণ।
ভীষণ নাড়া দেয়।
ধন্যবাদ অনেক অনেক।
ভালো থাকবেন। সবসময়।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬
অশ্রুত প্রহর বলেছেন: অন্ধকার, অনাঘ্রাতা দিঘির নিশ্চল জল - ভেঙে ফেলতে ইচ্ছে করছে!
মৃদ্যু বাতাসে দোলা লাগলো জলে।
আমি নিশ্চুপ নির্বিকার নক্ষএবীথিতে নিমগ্ন।
পূর্ণ চাদ উঠে এলো আকাশে!
অন্ধকার ম্লান হলো!!!
অনেক ভালো লাগলো ...:-) :-)
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৮
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অশ্রুত প্রহর।
কৃতজ্ঞতা।
প্রার্থণা করবেন আমার নত মাথা যেন নত থাকে চিরকাল কৃতজ্ঞতায়।
শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৬
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ।
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫১
দীপংকর চন্দ বলেছেন: ঋণ বাড়ছে মামুন ভাই। দিন দিন।
জানিনা কীভাবে শোধ হবে আপনাদের ভালোবাসার ঋণ!
ধন্যবাদ। অনেক। অনেক।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০০
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ লিখেছেন+++++
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৩
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনার লেখা পড়লাম।
অনেক ভালো লেখেন আপনি।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৮:২০
অন্ধবিন্দু বলেছেন:
দীপংকর,
আপনার বুক পকেটে অনেক কথা আছে, টের পাচ্ছি। এক এক করে লিখে যান গল্প কবিতা অথবা কিছু একটা তো হবে অবশ্যই। দিঘির নিশ্চল জলও কথার যাদুতে এভাবে চলতে শুরু করলে পাঠকের ভালোলাগা ও শুভ কামনা পাশে রইলো।
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অন্ধবিন্দু।
লেখায়, উপস্থিতিতে, আন্তরিকতায়, ভালোবাসায় অনেক শ্রদ্ধার অবস্থানে অধিষ্ঠান আপনার।
কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১২| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১২
অর্বাচীন পথিক বলেছেন: অনেক দিন পর খুব সুন্দর একটা কবিতা পড়লাম। মুগ্ধ হয়ে গেলাম।
আমি কি এই কবিতাটা আমার ব্লগয়ে পোষ্ট করতে পারি দীপংকর দা ??
ব্লগয়ে লিঙ্ক ঃ http://godhuliraloo.blogspot.com/
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৫
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা জানবেন। অনিঃশেষ।
মুগ্ধতায় ভরা চোখ আপনাদের!
কৃতজ্ঞতা।
যদি ইচ্ছে হয় পোস্ট করতে পারনে অবশ্যই।
যে কাজ মানুষের জন্য ক্ষতিকর নয়, তাতে কখনওই আপত্তি নেই আমার।
অনেক অনেক ভালো থাকবেন আরবাচীন পথিক। সবসময়।
১৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: খুব সুন্দর কবিতা।++
০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
আপনাদের প্রতি কৃতজ্ঞতা আমার অশেষ।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন। সবসময়।
১৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৫
হাসান মাহবুব বলেছেন: আপনার লেখা এই প্রথম পড়লাম। ভালো লাগা রইলো। অনুসারিত।
০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা অনিঃশেষ হাসান ভাই।
আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যতটুকু বুঝেছি, একজন অসাধারণ লেখক আপনি।
আপনার উপস্থিতিতে স্বাভাবিকভাবেই কৃতজ্ঞতা রইলো।
ভালো থাকবেন। সবসময়। অনেক। অনেক।
১৫| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৩
আহসান জামান বলেছেন:
চমৎকার দৃশ্যপট, সুন্দরঢকে আঁকা।
০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
আমার লেখার সামান্য চেষ্টার প্রতি আপনাদের ভালোবাসা ঋণী করছে আমাকে ভীষণ।
কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনাও জানবেন সেই সাথে। অনিঃশেষ। সবসময়।
১৬| ০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭
লেখোয়াড় বলেছেন:
কিছু মনে করবেন না......................
আপনার প্রপিকটি কি আপনার নিজের?
কেমন চেনা চেনা লাগে।
আপনার বাড়ি কেথায় যেন দীপংকরবাবু?
১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৩
দীপংকর চন্দ বলেছেন: না না, কেন মনে করবো কিছু!
চেনা চেনা লাগার কথা নয় সম্ভবত!
অন্তর্জালে খুব বেশি দিনের বসবাস নয় আমার।
আপনার দুটো লেখা পড়লাম।
অনেক ভালো লেখেন আপনি।
আমার খুব ইচ্ছে করে চেষ্টা করি। কিন্তু নিজের হাজার সীমাবদ্ধতা টের পাই বারবার। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
১৭| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৩
ডি মুন বলেছেন:
অনন্ত নক্ষত্রবীথি --- শব্দদুটো উচ্চারণ করতেই আমার জীবনানন্দ দাশের এই দুই লাইন মনে এল-
" হে পাবক, অনন্ত নক্ষত্রবীথি তুমি,
অন্ধকারে. তোমার পবিত্র অগ্নি জ্বলে। "
নিঃসন্দেহে আপনি জীবনানন্দপ্রেমী মানুষ। আপনাকে শুভেচ্ছা।
আপনার গল্প কিংবা গল্পের মতো কিছু একটা আমার ভীষণ ভালো লেগেছে।
ভালো থাকবেন সবসময়।
শুভকামনা রইলো।
১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১:২০
দীপংকর চন্দ বলেছেন: উত্তরের বিলম্বের জন্য দুঃখিত ভাই।
আপনাদের এতো ভালোবাসায় সত্যি ভীষণ আপ্লুত আমি।
প্রার্থণা করবেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা যেনো সবসময় থাকে আমার।
শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। অনেক। সবসময়।
১৮| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৩
একলা ফড়িং বলেছেন: অন্যরকম একটি কবিতা! ভালো লাগল।
১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৩৩
দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা জানবেন অনিঃশেষ একলা ফড়িং।
আপনার লেখা পড়লাম।
সহজ সরল জীবন নিয়ে ভালো থাকুক সবাই।
অনেক অনেক ধন্যবাদ।
এবং শুভকামনা পুনরায়।
১৯| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৪
এহসান সাবির বলেছেন: কাল আসবো বলে আর আসতে পারিনি কিছু অসুবিধার জন্য, দুঃখ প্রকাশ করছি। আমি আপনার লেখার ভক্ত হয়ে গেছি.... পোস্ট পড়ি আর ভাবি
গল্প অথবা গল্পের মতো কিছু একটা.........!!
শুভ কামনা রইল।
১৪ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪০
দীপংকর চন্দ বলেছেন: কী যে বলেন এহসান ভাই!
দুঃখপ্রকাশ কেন!
আর এমন কিছু আহামরি লিখি না আমি।
আপনাদের সাথে থাকতে ভালো লাগছে। মাঝে মাঝে লেখার চেষ্টা করছি তাই। আপনাদের ভালোবাসা আছে যে! ভালোবাসা কার না ভালো লাগে বলুন!
শুভকামনা জানবেন ভাই। সবসময়। অনিঃশেষ।
২০| ১৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
সকাল রয় বলেছেন:
মুগ্ধ নয়নে_____
০৩ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৪
দীপংকর চন্দ বলেছেন: ভালোবাসার ঋণ সম্ভবত শোধ হয় না এক জীবনে!
কী লিখবো প্রতিউত্তরে বলুন তো!
অনিঃশেষ শুভকামনার কথাই বলি।
ভালো থাকবেন ভাই সুন্দর সোমেশ্বরীর স্বচ্ছ জলের মতো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১:০২
সুমন কর বলেছেন: একদম ভিন্ন রকম একটি লেখা। মাথা ঘোলা করে দেবার জন্য যথেষ্ট।
চমৎকার লেখায় ১ম ভাল লাগা রইল।