নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

জেনে শুনে বিষ করেছি পান

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৭



ঘড়ির কাটাগুলো খসে পড়ছে চুনসুরকির আস্তরনের মতো নোনাধরা অতীত নিয়ে!
বিগলন প্রক্রিয়ায় প্রবেশ করছে সপ্তসিন্ধু পাড়ের সুবর্ণ সময়!
তিনি হিসেব করে দেখলেন, বারবার হিসেব করে দেখলেন, যে টাকা হাতে আছে তার, বাষট্টি জন মানুষের তিনদিনের ভাতের সংস্থান হবে!
আচ্ছা ভাতের মাড়টুকু যদি ফেলে না দেই, একদিন কী বেশি চলবে?
তারপর?
বিষ পান করবেন?

‘একটি পাত্রে বিষ তৈরি করে নিয়ে এসেছে লোকটি। লোকটিকে দেখে তিনি বললেন, এসব বিষয় তোমার তো ভালো জানা আছে। বলো বন্ধু কী কী আমাকে করতে হবে।
লোকটি জবাব দিলো, তেমন কিছুই না। এটা খেয়ে একটু পায়চারী করুন। যখন পায়ের দিকটা একটু ভারি-ভারি লাগবে, তখন শুয়ে পড়বেন। এতেই কাজ হবে।’…১

তিনি পাত্র তুলে নিলেন হাতে। চুপচাপ। কোন কথা বললেন না।
কী এতো ভাবছেন বলুন তো?
কতো ভাবনা! ভারাক্রান্ত মনে জবাব দিলেন তিনি।
বেশি ভাববেন না। বেশি ভাবলে নিদ্রার ব্যাঘাত ঘটে। শরীর পড়ে যায়।
কিন্তু কী করবো বলুন, ভাবনারা যে বারণ শোনে না।
স্লিপিং পিল খান না আপনি? স্লিপিং পিল খাবেন রোজ রাতে। দেখবেন সব ভাবনা সরে যাবে মাথা থেকে।
কিন্তু সমস্যা তো থেকেই যাবে, তাই না?
মহা যন্ত্রনা তো আপনাকে নিয়ে! আরে ভাই সমস্যা নিয়ে পরে ভাবা যাবে। নিন, চুমুক দিন তো আগে!

‘তবে দেবতাদের কাছে এটা প্রার্থনা করা নিশ্চয়ই যথার্থ ও আইনসঙ্গত যে এখান থেকে আমার বিদায় গ্রহণ সুখপ্রদ হোক। তাহলে আমি সেই প্রার্থনাই করছি। এই কথাগুলো বলতে বলতেই তিনি শান্তভাবে সবটুকু বিষ পান করে ফেললেন।
এবার অপেক্ষা। স্থির। নিশ্চিত চিরসত্যি যা সেখানেই নিহিত সম্ভবত সমস্ত সমস্যার সমাধান।’…২

আপনার সিদ্ধান্তের যথার্থতা নিয়ে যথেষ্ট সন্দিহান আমি!
সন্দিহান আমিও! কিন্তু কী করবো বলুন তো আমি! আমি তো ঈশ্বরের পুত্র নই যে, সামান্য খাবারে পরিতৃপ্ত করবো ক্ষুধার্ত বিশ্বকে!
তবে আমার পরামর্শ হচ্ছে, ভাবুন। আরো ভাবুন। বেশ ভালো করে ভাবুন।
তিনি ভাবনার বহুস্তর বিশিষ্ট দুর্বোধ্য জগতে প্রবেশ করতে করতে উঠে দাঁড়ালেন। শুরু করলেন পায়চারী।

‘তিনি পায়চারী করতে করতে একসময় বললেন, পা দুটো ভারি বোধ করছেন এবং এই কথা বলে তিনি শুয়ে পড়লেন। লোকটি তাঁকে এরকম করতেই নির্দেশ দিয়েছিলো।’…৩

আমি আপনার মতো অকর্মন্য নই, আপনি জানেন সেটা।
হ্যাঁ, আপনি সুপ্রতিষ্ঠিত। আপনার দুই সন্তান সস্ত্রীক বিদেশে বসবাস করছেন স্থায়ী ভাবে।
কথা সত্যি! কিন্তু এ কথার মধ্যে কোথাও কী লুকিয়ে আছে একটুকরো বিষাদ?
তিনি জানেন না! অথবা জানতে চান না!
বিপত্নীক হবার পর তিনি একজন মুক্ত মানুষ!
প্রয়োজনের তুলনায় একটু বেশিই কী মুক্ত?
মাত্রাতিরিক্ত মুক্তি কী আসলে চায় না মানুষ?
মানুষ আসলে কী চায়?
একাকীত্ব না মানুষের সাহচর্য?
জীবনের দায় কী মিটিয়ে দেবেন তিনি?
তার সঞ্চয়, তার সামান্য ঐশ্বর্য তিনি কী সপে দেবেন পরম শান্তির করতলে?

‘তিনি ধীরে ধীরে ঠাণ্ডা ও শক্ত হয়ে যাচ্ছেন। তিনি নিজেকে একবার স্পর্শ করে বললেন, বিষ তাঁর হৃদপিণ্ডে যখন পৌঁছবে তখুনি তিনি বিদায় নেবেন। ততোক্ষণে তাঁর তলপেটের আশেপাশের অংশ প্রায় ঠাণ্ডা হয়ে গেছে। ঠিক এই সময় মুখের ওপর থেকে চাদর সরিয়ে- কারণ তাঁকে ঢেকে দেয়া হয়েছিলো, তিনি এই কথাগুলো বললেন, ‘ক্রিটো, ইসকিউলাপিয়াসের কাছে আমাদের একটি মোরগ মানত আছে, শোধ করে দিয়ো, অবহেলা করো না।’
ক্রিটো বললেন, ওটা নিশ্চয়ই করা হবে। আর কিছু বলার আছে কিনা দেখুন।
এই প্রশ্নের তিনি কোন জবাব দিলেন না। একটু পরেই তাঁর সারা শরীর থর থর করে কেঁপে উঠলো।’…৪

তিনি মাথা নিচু করে বসে রইলেন অনেকক্ষণ। তারপর ধীরে ধীরে বললেন, একটা জিনিস আপনাকে দেবার আছে আমার।
কী? চিন্তিত মুখে নিরাসক্ত জিজ্ঞাসা। যেনো উত্তরে তার এসে যায় না তেমন! পৃথিবীর বৃত্তাকার চর্তুপাশে যে আকাশ বিরাজমান, সে আকাশ ভেঙে পড়ার অপেক্ষায় যেনো বিহ্বল তিনি!
এই চেকটা আপনার। আর এই দলিলগুলোও রাখুন।
মানে কী?
মানে কিছুই না। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ আমি তুলে দিলাম আপনাদের অনাথ আশ্রমের শিশুদের ভরণ পোষণের জন্য। এবার বিদায় বন্ধু!

‘লোকটি ঢেকে দিলো সক্রেটিসের দেহ। চোখ দুটো স্থির হয়ে রয়েছে দেখে ক্রিটো তাঁর মুখে এবং চোখের পাতা বন্ধ করে দিলেন। এচিক্রেটিস, এই হচ্ছে আমাদের বন্ধুর অন্তিম যাত্রার কথা। সেই বন্ধু যিনি আমার জানামতে আমাদের কালের সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন এবং তার চেয়ে বড়ো কথা সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে ন্যায়বান।’…৫

বিস্ময়ে বিমূঢ় ব্যর্থ মানুষ পবিত্র কুণ্ডুর চেহারা!
অতি আবেগ আক্রান্ত বাষ্পরূদ্ধ অবিশ্বাস্য স্বরে উচ্চারণ করলেন, আপনি আপনার সর্বস্ব দান করলেন আমাদের অনাথ আশ্রমে?
শফিক সাহেব জীবনে সমস্ত হিসেব মিটিয়ে দিয়ে ভিন্ন জগতের দিকে নিবদ্ধ করলেন দৃষ্টি, বললেন, আমার যে কোথাও যাবার আর জায়গা নেই পবিত্র বাবু। একজন নিঃস্ব নিঃসম্বল অসহায় অনাথের একটু আশ্রয় কী হবে আপনাদের আশ্রমে?

পবিত্র বাবু কাঁদছেন।
শফিক সাহেবের মতো এতো বড়ো মনের একজন মানুষকে ধারণ করার ক্ষমতা কী এই অনাথ আশ্রম রাখে?
ঈশর কোথায় থাকেন জানেন না পবিত্র বাবু! জানলে তিনি শফিক সাহেবের জন্য হাজার বছর পরমায়ু কামনা করে অনুরোধবার্তা পাঠাতেন!
কারণ, তিনি সিদ্ধান্ত নিয়েছেন শফিক সাহেবের হাতেই তুলে দেবেন অনাথ আশ্রমের দায়িত্ব!
তারপর বিষপানেও আপত্তি নেই তার, বিন্দুসমান!

১. সক্রেটিস, হাসান আজিজুল হক
২. প্রাগুক্ত
৩. প্রাগুক্ত
৪. প্রাগুক্ত
৫. প্রাগুক্ত

ছবি: সংগৃহীত

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৪৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: ভালো লাগা গল্পটা আবারও পড়ে গেলাম দীপঙ্কর। আজ সারাদিন আপনার দেখা মিলে নাই। জিয়াদের মৃত্যু শোকে হয়তো অফলাইনে আছেন। ভালো থাকবেন। আর যদি পারেন আপনার ফেবু আইডিটা আমাকে জানাবেন। শুভ কামনা রইলো দীপঙ্কর।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:২৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

হ্যাঁ। জিহাদ।
আমি শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সাময়িক বিরতিতে শাহজাহানপুর ছিলাম।

ফেসবুক আইডি।
আমি অন্তর্জাল অনভিজ্ঞ ভীষণ। ফেসবুক আইডি কোনটা, আমি ঠিক জানি না!

আপনি জানেন কিনা জানিনা, নাম দিয়ে খুঁজে বের করার একটা সুবিধা সম্ভবত আছে ফেসবুকে।

আমার একটা একাউন্ট আছে নিজ নামে।

নীতিগত অবস্থান থেকে একটা অনুরোধ থাকবে ভাই। নিজ নামে আমরা যুক্ত হবো পরষ্পরের সাথে।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪

মামুন রশিদ বলেছেন: অসম্ভব ভালো লাগলো ।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:২৮

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। অনেক।

আপনাদের কাছে ভালোবাসার ঋণ ক্রমশ বাড়ছে আমার।

এই ঋণ কী করে শোধ দেবো আমি জানা নেই ভাই!

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৯

এহসান সাবির বলেছেন: খুব ভালো লাগল। খুব।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৪

দীপংকর চন্দ বলেছেন: এহসান ভাই।

আগে কী কখনও বলেছি আপনার উপস্থিতি অনেক ভালো লাগার জন্ম দেয়?
বলে থাকলে বলেছি!
ভালো লাগার কথা বারবার বলা যায়, কী বলেন?

শুভকামনা। অনিঃশেষ।

সবসময় ভালো থাকবেন ভাই।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:২২

অরুদ্ধ সকাল বলেছেন: কবি ভ্রাতা দারুন লিখিয়াছেন। পড়িতে পড়িতে বিষের কথা মনে পড়িয়ে গেলো, আহা! বিষে বিষক্ষয় করিতে পারিলে বেশ হইতো...

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪০

দীপংকর চন্দ বলেছেন: " আহা! বিষে বিষক্ষয় করিতে পারিলে বেশ হইতো... "

অসাধারণ বলেছেন!

এতো বিষ চারিদিকে, কেন যে বিষে বিষক্ষয় হয় না!
হলে কিন্তু বেশ হতো ভাই!

অনেক অনেক ধন্যবাদ অরুদ্ধ সকাল।

আপনার লেখার সাথে পরিচয় হয়েছে আমার।
অনেক ভালো লেখেন আপনি।

আমার শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৩৬

সুমন কর বলেছেন: অতি চমৎকার একটি লেখা। চিন্তার দাবি অাছে।

৩য় ভাল লাগা।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৪৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই।

আমার লেখার সামান্য চেষ্টার প্রতি আপনাদের এমন আন্তরিক সমর্থন সত্যি অভিভূত করে আমাকে।

কৃতজ্ঞতা ভাই।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭

নুর ইসলাম রফিক বলেছেন: আহা বিষ যদি আমার হইতো,
তবে তো আমি মৃত্যুর হইতাম,
চলে যেতাম যেতা ধারা গঠিত শরীর
সেথার বুক ছিড়ে কিছুটা গবিরে।


ভালবাসা রেখে গেলাম আপনাতে।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:০২

দীপংকর চন্দ বলেছেন: "বিষ যদি আমার হইতো,
তবে তো আমি মৃত্যুর হইতাম,"

অসাধারণ!
ভীষণ গভীর কথামালা!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই নুর ইসলাম রফিক।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

তুষার কাব্য বলেছেন: খুব ভালো লাগল। আপনি বরাবরই চমত্কার লিখেন...এটাও তার ব্যতিক্রম নয়...

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:১০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আমার ভালো লাগা কিন্তু আপনার প্রতি।

অনেক ভালো বর্ণনা সমৃদ্ধ রোমাঞ্চকর ভ্রমণকাহিনী পড়েছি আপনার।

শুধু তাই নয়, ছবিও ছিলো অসাধারণ সেখানে।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৩

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ব্যতিক্রমী গল্প । +++++

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:২৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় লেখক।

আপনার অনেক অনেক ভালো লেখার সাথে ইতিমধ্যে পরিচয় ঘটেছে আমার।

আপনার আন্তরিক উপস্থিতি সবসময় অনুপ্রাণিত করে আমকে ভীষণভাবে।

আমার শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

সবসময় ভালো থাকবেন। অনেক।

৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: কি এক জালে আটকে গেলাম ভ্রাতা! ভালো লাগলো খুব +


কেমন আছেন? সমাগত নতুন বছরের শুভেচ্ছা রইল :)

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৩১

দীপংকর চন্দ বলেছেন: আমার প্রতি আপনাদের অসীম ভালোবাসার দৃষ্টি অপূর্ণ ভাই।

লেখার সামান্য চেষ্টা আমার।

আপনাদের আন্তরিকতা আমাকে কিন্তু একবারের জন্যও বুঝতে দেয়নি এখানে একেবারে নতুন আমি।

কৃতজ্ঞতা অনেক।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

নতুন বছরের শুভেচ্ছা। এবং এটাই ২০১৫ সালের প্রথম শুভেচ্ছা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

মাহবু১৫৪ বলেছেন: দারূণ

++++

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৩:৪০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপানার উপস্থাপিত মজার বিজ্ঞাপনের আয়োজনটি কিন্তু বেশ আকর্ষণীয়।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

সবসময় ভালো থাকবেন। অনেক।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩০

বিদ্রোহী বাঙালি বলেছেন: ঘাস ফুল নিকটা নেয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। ওটা ইতিমধ্যেই একজন নিয়ে ফেলেছে। তাই এই নামেই ব্লগিং করছি এখানে। ফেবুতে আপনার নাম দিয়ে খুঁজেছিলাম কিন্তু পাই নাই কেন জানি। নীলদার সাথে কি আপনি যুক্ত আছেন? থাকলে উনার ফ্রেন্ড লিস্ট চেক করে নেবো।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৫৭

দীপংকর চন্দ বলেছেন: না ভাই আমি যুক্ত নেই কারো সাথে।

আমি ফেসবুক বুঝিনা অতোটা।
তাছাড়া জীবনে এমন কোন ঘটনা ঘটে না অন্যদের সাথে ভাগ করে নেয়ার মতো।

আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি বুঝতে পারছি না। নামের বানান হলে কী হবে?

এখানে কী ব্যক্তিগত বার্তা পাঠানোর সুযোগ আছে?

শুভকামনা। অনিঃশেষ।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৬

ডি মুন বলেছেন:
আপনার লেখা নিঃসন্দেহে ভালো
তবে এই লেখাটা খুব একটা বুঝিনি প্রথম পাঠে।
আমারই অক্ষমতা।


সময় নিয়ে আবার পড়তে হবে।
ভালো থাকা হোক।

২৯ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

দীপংকর চন্দ বলেছেন: কেমন আছেন ভাই?
আশাকরি ভালো।

হা হা হা হা
কী যে বলেন আপনি!
পাঠকের কোন অক্ষমতা থাকে না কখনওআমার ক্ষুদ্র বিবেচনায়।
লেখার বিষয়বস্তু স্বচ্ছ করতে অনেকসময় ব্যর্থ হন কোন কোন লেখক।

আমার সামান্য লেখার চেষ্টায় আপনার উপস্থিতিই অনেক গুরুত্ববাহী ভাই।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:১৫

হাসান মাহবুব বলেছেন: চমৎকার লেখা।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কথাসাহিত্যিক।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

শুভেচ্ছা নতুন বছরের।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

আহসান জামান বলেছেন: নববর্ষের শুভেচ্ছা, ভালো থাকবেন।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৮

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক আহসান ভাই।

নতুন বছরের শুভেচ্ছা জানবেন।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৯

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আপনার লেখনীর ভাষা খুব সুন্দর। আরো লিখুন। নতুন বছরের শুভেচ্ছা।

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২১

দীপংকর চন্দ বলেছেন: দুঃখপ্রকাশ দুঃখপ্রকাশ দুঃখপ্রকাশ

বিলম্বিত উত্তরের অজুহাত দিতে বিব্রত লাগছে ভীষণ।

শুধু এখানেই সীমাবদ্ধ নয় দুঃখপ্রকাশের পরিধি, পছন্দের লেখকদের অনেক লেখা অপঠিত রাখার অমার্জনীয় কাজটিও যুক্ত হচ্ছে সেই দুঃখপ্রকাশের সাথে।

ক্ষমাপ্রার্থণা।

আমার শুভকামনা জানবেন অনিঃশেষ তনিমা।

ভালো থাকবেন। সবসময়।

নতুন বছরের শুভেচ্ছা। অনেক।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
জীবনের কিছু প্রশ্ন উত্তরহীন থাকা শ্রেয় সীমাহীন মহাকালে ৷

০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:২৬

দীপংকর চন্দ বলেছেন: 'জীবনের কিছু প্রশ্ন উত্তরহীন থাকা শ্রেয় সীমাহীন মহাকালে ৷'

অসাধারণ বলেছেন জাহাঙ্গীর ভাই!

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

তবে দুঃখপ্রকাশ করছি উত্তরের বিলম্বের জন্য।

সময় স্বল্পতা!

আশা করছি সাময়িক সেটা।

সুতরাং ক্ষমাপ্রার্থণা রইলো।

ভালো থাকবেন ভাই। সবসময়।

শুভেচ্ছা নতুন বছরের। অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.