নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

আমার একটা পাপ ছিলো থেটিস

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫২



আমার একটা পাপ ছিলো থেটিস
মানুষের ওপর আস্থা হারাবার পাপ
মানুষের ওপর আস্থা হারালে অবশিষ্ট আর কিছুই থাকে না
মানুষ পরিণত হয় মৃত মানুষে
নিজেকে মৃত মানুষে পরিণত করার সুনিপুণ দক্ষতায় একদিন আমি নিজেকে হত্যা করেছিলাম থেটিস
নিজেই নিজেকে হত্যা করে নরহত্যার পাপ তুলে নিয়েছিলাম কাঁধে
তোমার অর্ধ-অবিনশ্বর বীর পুত্র অ্যাকিলিস যেমন ট্রয়ের রণক্ষেত্রকে বেছে নিয়েছিলো নিজের হত্যাদৃশ্যে নিজেকে যোজিত করার জন্য
তুমি তো জানতে থেটিস নরহত্যার পরিণাম, তবু তুমি কী পেরেছিলে পুত্রকে বাঁচাতে?
তুমি জানতে ট্রয়ের যুদ্ধ টেনে নিচ্ছে তোমার প্রাণপ্রিয় পুত্রকে যেখানে প্রিয়াম-পুত্র হেক্টরকে হত্যা করবে সে
হেক্টর হত্যার পাপ অ্যাকিলিস গ্রহণ করবে আপন গর্ভে
হেক্টর আর কোনদিন ঘরে ফিরবে না থেটিস যেখানে অপেক্ষা করবে তাঁর স্ত্রী-সন্তান, বৃদ্ধ পিতার আমৃত্যু অপেক্ষার প্রলম্বিত প্রহরে নরহত্যার পাপ দৌড়ে বেড়াবে রণক্ষেত্রে
থেটিস, নরহত্যার পাপ বড় ভয়ংকর
এই পাপ যার শরীর স্পর্শ করে তাকেও হতে হয় হত্যার বলি
তোমার দুচোখের জলের সাগরে আমার তলিয়ে যাওয়া তুমি প্রত্যক্ষ করতে পারো থেটিস
নিয়তির প্রতি অকুণ্ঠ শ্রদ্ধাশীল আমি
আমি জানি আমার মৃত্যু হবে
তখন কী রাত্রি নামবে, চাঁদহীন নিষ্প্রদীপ ব্রত পালন করবে ঋষি জোনাকিরা?
পাপে দগ্ধ হতে হতে রাতদিন ভাবি আমি। বাস্পমেঘের মতো অনুজ্জ্বল বৈরাগৈ নিয়ে ছুটে যাই, ...দেখতে পাই খুলে যাচ্ছে প্রকাণ্ড জানালা: তামাকের কড়া গন্ধ, ককনি ও ব্রুহ্যামের কোলাহল ভেদ করে দৈববাণী উঠে আসে, থেমে থেমে বলে যায়- “এই দোষ আমাদেরই গর্ভে ছিল সাপ হয়ে, তক্ষক হয়ে। হে প্রিয় ব্রুটাস, পাপ কোনোদিন আকাশে থাকে না।”...১


১. ভবিষ্যত, জয়দেব বসু


ছবি: সংগৃহীত

মন্তব্য ৩২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১২

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অভি ভাই। অনেক। অনেক।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৯

বিদ্রোহী বাঙালি বলেছেন: নরহত্যা পাপ, আবার মানুষের উপর আস্থা হারানোকেও পাপ বলছেন। আত্মহত্যা সেও পাপ। আবার পাপের জন্ম কেবল পৃথিবীতেই সেটাও বলেছেন। অনেক গভীরের কথা। কিন্তু দ্বিমত করার কোন অবকাশ নাই। পৃথিবীতে পাপের অনেক পথ খোলা থাকলেও, পুণ্যের পথই বেশী খোলা। আমরা শুধু পথ নির্বাচনে ভুল করি দীপঙ্কর। আমাদের সঙ্কীর্ণ মনোবৃত্তি বৃহৎ এর দিকে টেনে না গিয়ে কেন ক্ষুদ্রের দিকে টানে জানি না। কথাটা শুধু পাপ আর পুণ্যের জন্যই বলা। ভিন্নার্থে দৃষ্টিভঙ্গি ভিন্নও হতে পারে।
মাথা নষ্ট করে দিয়েছেন। কিছু বলতে না পেরে এলোমেলো কিছু বলে দিলাম।
কয়দিন ধরেই আপনাকে খুঁজছিলাম মনে মনে। মনের ডাকের আজ সাড়া পেলাম। শরীর ভালো ছিলতো দীপঙ্কর?

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৭

দীপংকর চন্দ বলেছেন: 'শরীর ভালো ছিলতো দীপঙ্কর?'

এই ধরনের জানতে চাওয়াগুলো অনুভবকে নাড়া দিয়ে যায় প্রবলভাবে!
বাক্যটা পড়তে গিয়ে আদ্র হয়ে যাচ্ছে ভেতরটা!

নিজেকে যতটা শক্ত মনের ভাবি, ততটা বোধহয় আমি নই শ্রদ্ধেয়!

লেখাটার ট্যাগে লক্ষ্য করুন 'নঞকবিতা' লিখেছি আমি।

এক ধরনের নিরীক্ষা!

আপনাদের ভালোবাসা সাথে আছে বলেই নানা ধরনের নিরীক্ষার ভেতর নিজের জীবনটাকে প্রবেশ করাবার সাহস পাই!

নিরীক্ষা তো নিজের সামান্য জীবন নিয়েই করা চলে, অন্যের মূল্যবান জীবন নিয়ে নয়, তাই না?

যে কোন বিষয় অনুধাবনের অসীম আগ্রহ প্রমাণ করে আপনি একজন আধুনিক মানুষ।

সম্ভবত প্রশ্ন থাকবে এই লেখাগুলো নিয়ে!
নিশ্চিত জানবেন, প্রতিটি প্রশ্নের উত্তর আছে।

এসব নিয়ে আশাকরি আলোচনা হবে আমাদের।
কিছুটা সময় প্রার্থণা করছি।

আর হ্যা, ভালো থাকার চেষ্টা করছি। সময় সংকটে নিপতিত সাময়িকভাবে। দুঃখপ্রকাশ করছি আন্তরিকভাবে।

আমার শুভকামনা জানবেন শ্রদ্ধেয়। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০০

জাফরুল মবীন বলেছেন: মানুষের ওপর আস্থা হারালে অবশিষ্ট আর কিছুই থাকে না -কথাটা মন ছুঁয়ে গেল!হয়তো পারস্পারিক আস্থাহীনতাই আজকের এত অশান্তির অন্যতম মূল কারণ।

কবি ও কবিতায় অনেক ভাললাগা জানিয়ে গেলাম :)

অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

দীপংকর চন্দ বলেছেন: 'হয়তো পারস্পারিক আস্থাহীনতাই আজকের এত অশান্তির অন্যতম মূল কারণ।'

অসম্ভব গুরুত্বপূর্ণ উচ্চারণ মবীন ভাই!

আপনার লেখার মতো গভীরতা বহন করে আপনার মন্তব্য!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৩

সুমন কর বলেছেন: চমৎকার যদিও আমার কাছে কিছুটা কঠিন !

১ম ভাল লাগা দিয়ে গেলাম।

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক সুমন ভাই।

লেখা প্রাঞ্জল করতে না পারার দায় লেখকের সুনিশ্চিত।

নিরীক্ষা বলতে পারেন এক ধরনের!

আপনাদের ভালোবাসা থেকেই নিরীক্ষার ভেতর যাবার সাহস পাই ভাই।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

জুন বলেছেন: ট্রয়ের যুদ্ধের এই ঘটনাগুলো বিশেষ করে হেক্টর আর একিলিসের করুন মৃত্যু। একই সাথে ভারতীয় মিথ রামায়নকে পুজি করে লেখা মাইকেলের মেঘনাদ বধ কাব্যে লক্ষনের কাপুরুষোচিত ভাবে মেঘনাদকে হত্যার বর্ননা খুবই হৃদয়বিদারক ।
সেই প্রিয় চরিত্র গুলো নিয়ে লেখা কবিতা ভালোলাগলো ।
হায় প্যারিস, হায় রাবন কি কুক্ষনে দেখেছিল হেলেন আর সীতাকে ।
+

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪২

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুন।

অসম্ভব চিন্তাশীল মন্তব্যে আপনার প্রতি শ্রদ্ধাবোধ বাড়লো আরও!

প্যাট্রোক্ল্যাস হত্যার পাপ স্পর্শ করেছিলো হেক্টরকে।

মেঘনাদ বধের কথায় ভাবনায় যুক্ত হলো ভিন্ন মাত্রা!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৭

এহসান সাবির বলেছেন: ট্রয়........!!


!!!


না শুধু ট্রয় নয়, ট্রয় তো উপামা....


!!

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৪

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

আমি সামান্য মানুষ এহসান ভাই!

যখন দেখলাম কবিতা হয় নাই, তখন ট্যাগে লিখলাম 'নঞকবিতা'!

তবে অসাধারণ একটা কবিতা কিন্তু আপনার লেখাতে ফুটে উঠেছে ভাই।


'' ট্রয়........!!


!!!


না শুধু ট্রয় নয়, ট্রয় তো উপমা....


!!''


মাত্র কয়েক শব্দে ব্যক্ত কথায় কতো হাজার হাজার অব্যক্ত কথা!
সাথে কিছু সুচিন্তিত বিস্ময়চিহ্ন!

মুগ্ধতা জানবেন।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

ডি মুন বলেছেন:
বাহ, চমৎকার লাগল
++++

প্রথমের ছবিটা নিশ্চয় ভিঞ্চির বিখ্যাত 'দ্য লাস্ট সাপার' ?

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৬

দীপংকর চন্দ বলেছেন: মুগ্ধতা আপনার পর্যবেক্ষণে মুন ভাই!

'দ্যা লাস্ট সাপার' এর রিপ্রোডাকশন।
দুঃখিত একটু ঝাপসা করে দেবার জন্য। এতো সৌন্দর্য মাঝে মাঝে অসহনীয় মনে হয়!

আমার শুভকামনা জানবেন অনিঃশেষ।

ভালো থাকবেন ভাই। সবসময়।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

নাসরিন চৌধুরী বলেছেন: আপনার লেখা নিয়ে কিছু বলার নাই
ইতিহাসের চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে ধরা দিল আপনার লেখায়।

ভাল থাকবেন কবি।
শুভ কামনা।

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নাসরিন চৌধুরী।

আপনার মতো একজন প্রকৃত কবির উপস্থিতিতে অনেক সম্মানিত বোধ করছি।

আপনার গল্পও কিন্তু ভালো লাগছে অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

'ভালো থাকা হোক'।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

আলম দীপ্র বলেছেন: দারুন দারুন ! অসাধারণ লেগেছে !

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:০১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

অনেক ভালো লাগা আপনার উপস্থিতিতে।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৩

সুলতানা সাদিয়া বলেছেন: অসাধারণ। সব্যসাচী লেখক।

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:১২

দীপংকর চন্দ বলেছেন: 'অসাধারণ' শব্দটি আপনার কথাসাহিত্যের সাথে সঠিক সংযুক্তি বলে মনে করি আমি।

অনেক অনেক ধন্যবাদ আপনার উপস্থিতিতে সুলতানা সাদিয়া।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

১১| ১৮ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

দীপংকর চন্দ বলেছেন: অনেক সম্মানিত বোধ করছি অসাধারণ কথাসাহিত্যিকের উপস্থিতিতে।

ক্ষমাপ্রার্থণা প্রতিমন্তব্যের বিলম্বের জন্য।

অনিঃশেষ শুভকামনা জানবেন হাসান ভাই।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৫

দর্পণ বলেছেন: পাপ ও পুন্যে ভরা এ দুনিয়া।

ওলট পালট হয়ে যাক পুণ্য ও পাপে.....

২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

অত্যন্ত দুঃখিত উত্তরের বিলম্বের জন্য।

আমার শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৯

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,




আমার একটা পাপ ছিলো নয় .... আমার অনেক পাপ ছিলো এবং আছে । আছে আমাদেরও ।
মাটির তৈরী মানুষ তো !! উঁই পোকা কুড়ে কুড়ে খাবেই সে মাটি। তখন আমাদের মৃত্যু হবে ।


তখন কী রাত্রি নামবে ?

না । পাপী মানুষের মৃত চোখে রাত্রি নামেনা । ওখানে তো রাতের আঁধারই থাকে জন্মাবধি ।

চাঁদহীন নিষ্প্রদীপ ব্রত পালন করবে ঋষি জোনাকিরা?

না । দান্তের " ডিভাইন কমেডি"র গোলকধাঁধাঁর মতো স্তরে স্তরে আলো জ্বেলে রেখে দেখাবে কিসব অপেক্ষায় রয়েছে মৃত মানুষটির জন্যে ।

এই -ই হলো নিয়তি ............. মানুষের ।


সবটা ভালো লাগলো ।

২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

দীপংকর চন্দ বলেছেন: অসাধারণ এবং অসাধারণ এবং অসাধারণ

এমন মন্তব্যের উত্তরে শুধু 'অসাধারণ' শব্দটি ছাড়া কিছুই বলার নেই আমার মতো ‌একজন সামান্য মানুষের!

শব্দটি তিনবার উচ্চারণ করলাম চিন্তার বৈচিত্র্যের জন্য!

অনিঃশেষ শুভকামনা।

ক্ষমাপ্রার্থণা রইলো উত্তরের বিলম্বের জন্য।

ভালো থাকবেন ভাই। সবসময়।

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:০১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লেখা কবি ! ++++

ভাল থাকবেন সবসময় ।

২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক।

উত্তরের বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থণা রইলো ভাই।

উপস্থিতিতে কৃতজ্ঞতা। অনেক।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২০

দীপান্বিতা বলেছেন: মানুষের ওপর আস্থা হারালে অবশিষ্ট আর কিছুই থাকে না
মানুষ পরিণত হয় মৃত মানুষে
- এই সত্য...ভাল লাগল ......ভাল থাকবেন

২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১

দীপংকর চন্দ বলেছেন: উপস্থিতিতে কৃতজ্ঞতা দীপান্বিতা।

প্রতিমন্তব্যের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এবং শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২

মাটিরময়না বলেছেন: যাক--একজন পুরাতনকে খুঁজে পেলাম।

মানুষ বড় অসহায়-

আস্থা হারালেই অসহায়ত্বটা বেরিয়ে আসে সামনে।
চরম সত্য।

কেমন আছেন ?

শুভেচ্ছা রইলো দীপংকর দা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনার উপন্যাসের খবর জানলাম।

ভীষণভাবে আশা করি পাঠক প্রিয়তা অর্জন করবে উপন্যাসটি।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.