নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

আজ কবিতার অন্তর্জলী যাত্রা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০১



আজ কবিতার অন্তর্জলী যাত্রা
নীরব নিঃশব্দ নির্বিকার প্রস্থান
আজ কবিতার মহাপ্রয়াণ
নির্বিকল্প সমাধি মৃত্যুর আখ্যান

মৃত্যু অসহ্যতার আবরণে ঢাকা
অনিবার্য শূন্যতার অনাবাদী ভূমি যার করতলে
যেখানে অমীমাংসিত রহস্যের বসবাস
যেখানে অন্ধকার নিবিড় নিচ্ছিদ্র
সঘন অথচ সপ্রাণ
যেন মাতৃগর্ভ পুনরুত্থানের অপেক্ষায় যেখানে পূর্ণতার সতেজ ভ্রুণ
যেন মৃত্যুর করুণ ধ্বনিতে প্রতিধ্বনিত জীবন
যে জীবন আহত হইয়া মুমূর্ষু প্রায় হয় এবং ক্ষণিক মুর্ছা হইতে পুনরায় জাগিয়া ওঠে।
প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে
প্রতি মুহূর্তে আমরা আঘাত দ্বারা মুমূর্ষু হইতেছি এবং পুনরায় সঞ্জীবিত হইতেছি। আঘাতের বলেই জীবনের শক্তি বর্ধিত হইতেছে। তিল তিল করিয়া মরিতেছি বলিয়াই আমরা বাঁচিয়া আছি।
এবং আমরা বেঁচে আছি মৃত্যুর অপেক্ষায়।
এবং
মৃত্যু আছে বলেই অমন আকুল ছোটা কাজের পিছে/ তা নইলে আর কোথায় মজা? জীবনের চাঞ্চল্য মিছে
হওয়স কো হ্যায় নিশাতে কার ক্যা ক্যা/নহ্ হো মরনা তো জীনে কা মজা ক্যা?


কবিতা জীবনের সহোদর
তাঁহার জন্ম আছে জন্ম-কষ্ট আছে আছে আনন্দ শোকতাপ আছে প্রথাগত মৃত্যুর বিচিত্র মাত্রা
যে কবিতার জন্ম আজ
শুরু সেই কবিতার অন্তর্জলী যাত্রা
অতএব
...বিলাপ কোরো না।
এও নিয়মের অংশ, আদিষ্ট, অলঙ্ঘনীয়,
আঘাতের প্রত্যাঘাত, ধ্বনিজাত প্রতিধ্বনি
লোষ্ট্রাহত জলের কম্পন শুধু।
...
জেনো এই ধ্বংস- এও ভালো। এরই সংযোজনে ফিরে এলো বৃত্তবিন্দু পূর্ণ হলো কালের ঘূর্ণন।



১ অব্যক্ত, জগদীশচন্দ্র বসু
২ অব্যক্ত, জগদীশচন্দ্র বসু
৩ গালিবের কবিতা, অনুবাদ শক্তি চট্টোপাধ্যায়/আয়ান রশীদ
৪ কালসন্ধ্যা, বুদ্ধদেব বসু


ছবি: সংগৃহীত

মন্তব্য ৩৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতা নয় বলছেন, তবুও কবিতা মনে হতে পারে। কিন্তু অবাক লেগেছে আপনার বক্তব্যের সাথে কবিদের বক্তব্যকে তাৎপর্যপূর্ণ করে মিশিয়ে দিয়েছেন দারুণ ভাবে। নাম্বারিং না করলে আর কবিদের পঙক্তিগুলোকে ইটালিক না করলে ধাঁধাঁয় পড়ে যেতাম। খুব একটা আইডিয়া দীপঙ্কর। অমুক কবি বলেছেন, তমুক লেখক বলেছেন- এই স্ব ঝামেলায় না যেয়ে এতো সুন্দর করে উপস্থাপন করা যায় কখনো চিন্তাই করি নাই। জেনে শুনে বিষ করেছি পান - এই লেখাটাও একই আদলে লিখেছিলেন। অনেক ভালো লাগলো দীপঙ্কর।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ বিদ্রোহী বাঙালী।

শ্রদ্ধা জানবেন। অনেক।

আমার নানা ধরনের নিরীক্ষার প্রতি আপনার সর্বক্ষণিক সমর্থন ভীষণ আপ্লুত করে আমাকে।

কৃতজ্ঞতা।

জানবেন, প্রতিটি কাজের সুনির্দিষ্ট কারণ বিদ্যমান।

অপ্রয়োজনীয় হলেও উল্রেখ করা যেতে পারে, এই লেখাটিতে কবিতার অনুবাদিত অংশ সংযুক্ত যেমন হয়েছে, পাশাপাশি সংযুক্ত হযেছে প্রবন্ধ এবং কাব্যনাটকের অংশ।

একদিন আমরা আলোচনা করবো এসব নিয়ে আশা করি।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২৪

ডি মুন বলেছেন: বাহ, বেশ ভালো লাগল। আবৃত্তি করে পড়লাম।
:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুন ভাই।

কৃতজ্ঞতা।

ক্ষমাপ্রার্থণা বিলম্বিত উত্তরের জন্য।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন ভাই। সবসময়।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২১

এনামুল রেজা বলেছেন: বাহ। ভাল লাগলো।

শুভকামনা দিপংকর ভাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক এনামুল ভাই।

ক্ষমাপ্রার্থণা উত্তরের বিলম্বের জন্য।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৫৫

জাফরুল মবীন বলেছেন: আমরা বেঁচে আছি মৃত্যুর অপেক্ষায় -চিরায়ত সত্য বচন।

মনে হলো কবিতা’র নয় বরং জীবনের অন্তর্জলী যাত্রা।

শুভকামনা জানবেন কবি :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৮

দীপংকর চন্দ বলেছেন: //মনে হলো কবিতা’র নয় বরং জীবনের অন্তর্জলী যাত্রা।//

অসাধারণ মন্তব্য মবীন ভাই!

শ্রদ্ধা জানবেন। অনেক।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ক্ষমাপ্রার্থণা উত্তরের বিলম্বের জন্য।

ভালো থাকবেন ভাই। সবসময়।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০১

কায়সার ইয়াসিন বলেছেন: ভাল লাগা রেখে গেলাম

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক কায়সার ইয়াসিন।

অামার শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪২

মহান অতন্দ্র বলেছেন: ভাল লাগল।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ সুলেখক।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯

সোহেল মাহমুদ বলেছেন:
দারুণ ভালো লাগা।+++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৮

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুলেখক।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৭

আবু শাকিল বলেছেন: ভাল লাগল :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

১০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩

সুমন কর বলেছেন: আমরা বেঁচে আছি মৃত্যুর অপেক্ষায়।
এবং
মৃত্যু আছে বলেই অমন আকুল ছোটা কাজের পিছে/ তা নইলে আর কোথায় মজা? জীবনের চাঞ্চল্য মিছে
হওয়স কো হ্যায় নিশাতে কার ক্যা ক্যা/নহ্ হো মরনা তো জীনে কা মজা ক্যা?



চমৎকার। কবিদের লাইনকে নিজের কবিতায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বেশ লাগছে।
ভালো থাকুন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুমন ভাই।

নঞকবিতা!

নিরীক্ষা একধরনের!

আমার লেখার সামান্য চেষ্টার প্রতি আপনাদের ভালোবাসাপূর্ণ সমর্থন ভীষণ আপ্লুত করে আমাকে।

কৃতজ্ঞতা।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক।

১১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২২

পার্থ তালুকদার বলেছেন: অসাধারণ ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পার্থ ভাই।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:

দারুণ মিশ্রণ!!!
ভালো লাগলো কবি।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪০

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক শোভন ভাই।

কৃতজ্ঞতা অনেক উপস্থিতিতে।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক। অনেক।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩১

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা শেয়ারে অসংখ্য ধন্যবাদ অনিঃশেষ ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫২

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনাদের ভালোবাসায় কৃতজ্ঞতার কথা বলতে হয় বারবার।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩

মিশু মিলন বলেছেন: বরাবরের মতোই মুগ্ধ!

ভাল থাকবেন দীপংকরদা। শুভকামনা নিরন্তর..........

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক মিশু মিলন।

আশাকরি ভালো আছেন আপনি।

অনেক অনেক কৃতজ্ঞতা ভাই উপস্থিতিতে।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

১৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

শায়মা বলেছেন: মুগ্ধতা!!!!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ সুলেখক।

কৃতজ্ঞতা অনেক উপস্থিতিতে।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়। এবং সবসময়।

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৩

তুষার কাব্য বলেছেন: দারুন লাগলো ! মুনের মতো আমিও আবৃত্তি করে ফেললাম :D

অনেক শুভকামনা জানবেন ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ তুষার ভাই।

আপনাদের কাছে আমার ঋণ বাড়ছে দিন দিন। ভালোবাসার এই ঋণ কী শোধ হয় একজীবনে?

কৃতজ্ঞতা।

অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।

ভালো থাকবেন সবসময়। অনেক। অনেক।

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২১

অন্ধবিন্দু বলেছেন:
দীপংকর,
চটের ব্যাগ ল’য়ে এ যাত্রায় প্রতিদিন বাস্তব হই
আদি-মধ্য-অন্ত্য খুঁজে চলিষ্ণুতাও ফিসফিস করে আপনার মতো-

তাঁহার জন্ম আছে জন্ম-কষ্ট আছে আছে আনন্দ শোকতাপ আছে প্রথাগত মৃত্যুর বিচিত্র মাত্রা

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অন্ধবিন্দু।

কিছু মন্তব্যে শ্রদ্ধায় অবনত হয় মন।
কিছু মন্তব্য ভাবায় ভীষণ!

এবং কৃতজ্ঞ করে।

কৃতজ্ঞতা।

শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.