নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

অবাস্তব কথা জল বৃক্ষ ফল

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৪



থাকতে নেই অপরিবর্তিত অক্ষত অমলিন অজর কোন কিছু অতি দ্রুত পরিবর্তশীল বৈশ্বিক প্রেক্ষাপটে থাকেও না এবং পারেও না থাকতে কোনক্রমেই হোক সেটা কথা জল বৃক্ষ ফল আপাতদৃষ্টিতে মনে হয় অসম্ভব কতো ধ্যানধারণা চলিত সামাজিক বিশ্বাস ক্ষয়িষ্ণু অসামঞ্জস্যতা বিবিবদ্ধ প্রথার নিপতন কালচক্রে ঘটমান বাস্তবতার নিরীখে মনে হয় অশীতিপর অবাস্তব হয়তোবা অথচ অবাস্তবতার অন্তরালে ধীরে ধীরে বেড়ে ওঠা কথা জল বৃক্ষ ফল যদি পরিণত হয় বাস্তবতার মহীরূহে

অবাস্তবতা বাস্তবতা মুদ্রার এপিঠ ওপিঠ যেন এবং সম্ভাব্যতা এবং পরাধীনতা অথবা শৃঙ্খল ভেঙে আকাশের নিবিড় নীলে উড়তে থাকা উদ্দাম স্বাধীনতা

বৃত্ত ভেঙে নতুন বৃত্তে পরিভ্রমণ পুনরাবৃত্তি অথবা বিচ্ছেদ ব্যথায় আকুল কিংবা প্রাঞ্জলতায় ব্যাকুল ব্যবচ্ছেদী যতি বন্ধনহীনতা কি যতিচিহ্নহীনতা সুপ্রাচীন বাক্য বুনন কৌশল প্রচলিত শৃঙ্খলের অবলুপ্তি নাকি শৃঙ্খলের যবনিকাপাতে জন্ম নেয়া নতুন শৃঙ্খল নাকি স্বাধিকার সোপার্জিত

এবং রৈখিকতার সংজ্ঞা যাপিত জীবনের অনির্বচনীয় অনাহুত অথচ অনিবার্য অনুভূতি বক্ররৈখিকতার অভাবিত পদস্খলন নাকি সরলরৈখিকতার অনিশ্চিতি যেমন

যদি হয় মনের নির্বাধ অভিব্যক্তির মাধুরীতে শব্দ সাজানোর অপার সম্ভাবনা নাকি আশঙ্কা যতিহীনতায় ক্ষতি নাকি মুক্তি নাকি শক্তি নতুন শক্তির উত্থান নাকি শূন্যতা কেবলই যে শূন্যতা থেকে মহাশূন্যতার বেঁচে ওঠা পুনরুত্থান নাকি অনর্থ অর্থের অবসান

নাকি অনির্ধারিত অপার্থিব আবেগ সৃষ্টিশীল বোধ দ্বিধা নেই কোন নেই বিরোধ নেই দ্বিরুক্তি যদি উক্তি থাকে উজ্জীবিত কোন যদি হয় যতির আত্মাহুতি যদি লেখা সীমাবদ্ধ না থাকে লেখার পরিসরে আর্তস্বরে যদি ভেঙে যায় সংকোচ সংশয় যতো যদি থাকে শুরু শেষ অনির্ধারিত জীবনের অদ্ভুত অনিশ্চিতির মতো

থাক তবে থাক প্রশ্ন ঘুরে বেড়াক সদা সন্তরিত আপাত অনিশ্চল অবাস্তব যতো কথা জল বৃক্ষ ফল

প্রকাশক: আদর্শ প্রকাশনী।
স্টল নং: ৪১১-৪১২
প্রচ্ছদ: শিবু কুমার শীল।

সকলের আশীর্বাদ এবং ভালোবাসা প্রার্থণা রইলো।

বিনীত।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

কলমের কালি শেষ বলেছেন: লেখাগুলো তো সব মাথার উপর দিয়ে গেল ! :| :|

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

লেখা প্রাঞ্জল করতে না পারার অক্ষমতা রয়েছে আমার।

সহস্র অক্ষমতা সত্ত্বেও আশীর্বাদ আর ভালোবাসা প্রার্থণা রইলো ভাই।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:০৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

শুভকামনা রইল দীপংকর দা।

কঠিন কঠিন সব শব্দমালা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনাদের বোধের প্রতি আমার শ্রদ্ধা অনেক।

মন যোজন করলেই যে কোন কঠিনের আড়ালে ছন্দের উপস্থিতি অনুধাবন করা কঠিন নয় হয়তো!

নারকেলের কঠিন আড়ালে যেমন মিষ্টি জল!

প্রার্থণা করবেন আমার জন্য।

এবং আশীর্বাদ এবং ভালোবাসা অবশ্য কাম্য।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৩

রিকি বলেছেন: দাদা শুভকামনা থাকলো !:#P !:#P !:#P !:#P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রিকি।

কৃতজ্ঞতা।

সবিনয় প্রার্থণা আশীর্বাদ এবং ভালোবাসার।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৯

মহান অতন্দ্র বলেছেন: শুভকামনা দীপংকর দা। অনেক ভাল লেখেন আপনি। আরও লিখুন। ভাল থাকবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৫

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক মহান অতন্দ্র।

কৃতজ্ঞতা সুলেখকের উপস্থিতিতে।

আপনাদের আন্তরিক আশীর্বাদ এবং ভালোবাসা প্রার্থণা রইলো।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২

বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার বইটি পাঠকহৃদয় জয় করবে নিশ্চয়ই। অনেক শুভ কামনা রইলো দীপংকর।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।

ওপরে উপস্থাপিত শব্দসমষ্টি নিরীক্ষার সংযোগসূত্র কেবল।

খুব যে প্রয়োজনীয় আপাতত, তেমনটি নয়!

কাব্যের প্রকৃতির সাথে আপনাদের পরিচয় আছে বেশ ভালোভাবে।

আশ্বস্ত করতে পারি, রসাস্বাদনে বিঘ্ন ঘটাবে না কোনভাবেই।

কিছু প্রশ্নের উত্তরের কাছাকাছি যাবার চেষ্টা করবো আমরা।

বরাবর আমি বলে এসেছি প্রতিটি প্রশ্নের উত্তর আছে এবং উত্তর হয় প্রতিটি জিজ্ঞাসার।

যতিচিহ্নহীনতা কিংবা সরলরৈখিকতা অথবা অন্য যা কিছু অস্পষ্টতা- আশাকরি পৌঁঁছে যাবে কোন প্রাঞ্জল সীমানায়!

প্রার্থণা করবেন।

এবং অটুট রাখবেন আমার প্রতি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন শ্রদ্ধেয়। সবসময়। অনেক।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৫

আবু শাকিল বলেছেন: বইটির সাফল্য কামনা করছি ।

অভিনন্দন দীপংকর দা ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ শাকিল ভাই অনেক অনেক।

কৃতজ্ঞতা।

আমার জন্য প্রার্থণা করবেন।

আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা সবসময় সাথে থাকুক আমার।

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

জাফরুল মবীন বলেছেন: আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।

আপনার সাফল্য ও বইটির জনপ্রিয়তা কামনা করছি ভাই।

অনেক অনেক শুভকামনা রইলো।

ভাল থাকবেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১০

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক মবীন ভাই।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

আমি আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা প্রার্থী কেবল।

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়। সবসময়।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১২

রোদেলা বলেছেন: থাক তবে থাক প্রশ্ন ঘুরে বেড়াক সদা সন্তরিত আপাত অনিশ্চল অবাস্তব যতো কথা জল বৃক্ষ ফল .
সুন্দর।অনেক প্রার্থনা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রোদেলা।

উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক। অনেক।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

মনিরা সুলতানা বলেছেন: শুভ কামনা :)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।

কৃতজ্ঞতা।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়। সবসময়।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২১

দীপান্বিতা বলেছেন: অনেক শুভেচ্ছা ......

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৯:৩১

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ দীপান্বিতা। অনেক। অনেক।

দুঃখপ্রকাশ বিলম্বিত উত্তরের জন্য।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০১

এহসান সাবির বলেছেন: শুভ কামনা রইল।

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৯:৩৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এহসান ভাই।

বিলম্বিত উত্তরের জন্য ক্ষমাপ্রার্থণা প্রতিবারের মতো!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন ভাই। অনেক। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.