![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
তোর যদি ভালো লাগে বেলা করে ঘুম থেকে উঠতে
তাহলে উঠিস
তোর যদি ভালো লাগে ঝর্ণার মতো দূরে ছুটতে
তাহলে ছুটিস
তোর যদি ভালো লাগে চোখে উজ্জ্বল রোদ মাখতে
তাহলে মাখিস
তোর যদি ভালো লাগে মাছরাঙা পাখিটাকে ডাকতে
তাহলে ডাকিস
তোর যদি ভালো লাগে প্রিয় কবিতার বই পড়তে
তাহলে পড়িস
তোর যদি ভালো লাগে উড়ে উড়ে প্রজাপতি ধরতে
তাহলে ধরিস
তোর যদি ভালো লাগে গোধূলির আলো কাছে রাখতে
তাহলে রাখিস
তোর যদি ভালো লাগে সন্ধ্যার জলছবি আঁকতে
তাহলে আঁকিস
তোর যদি ভালো লাগে সাগরের গুঞ্জন শুনতে
তাহলে শুনিস
তোর যদি ভালো লাগে মাঝরাতে কিছু তারা গুনতে
তাহলে গুনিস
তোর যদি ভালো লাগে বাঁধনে জড়ানো হাত খুলতে
তাহলে খুলিস
তোর যদি ভালো লাগে নিঃস্ব আমাকে দ্রুত ভুলতে
তাহলে ভুলিস
ছবি: সংগৃহীত
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:১৯
দীপংকর চন্দ বলেছেন: তাই নাকি!!
সবাই তুই তুই!!
আমার কাছে অবশ্য তুই তুমি- এসবের বিশেষ কোন অর্থ নেই!!
সর্বনাম সব!!
আর আমি ঠিক জানিনা কবিতা মানে কি!
তাই লেখার বিষয়বস্তুতে 'কবিতা অথবা কিছুই নয়' লিখে দিয়েছি!!
শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
২| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১:৪১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কিছু আগে ফেইসবুকে পড়ে এলাম। কবিতাটা আমার মন ছুঁয়ে গেছে।
তোর যদি ভালো লাগে বাঁধনে জড়ানো হাত খুলতে
তাহলে খুলিস
তোর যদি ভালো লাগে নিঃস্ব আমাকে দ্রুত ভুলতে
তাহলে ভুলিস
অসাধারণ।
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৪
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
বলেছিলাম, 'কেন নয় আপনার কবিতা এটা!'
কথায় অবিচল আমি।
আমার তো কাউকে দেবার মতো কিছু নেই সামান্য লেখা ছাড়া।
লেখাটা উৎসর্গ করা হলো আপনাকে শ্রদ্ধেয়।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:১৩
এনামুল রেজা বলেছেন: চমৎকার লাগলো।
শুভকামনা দিপংকর ভাই।
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৮
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক অনেক।
কৃতজ্ঞতা জানবেন।
এবং শুভকামনা জানবেন অবশ্যই। অনিঃশেষ।
ভালো থাকবেন ভাই। অনেক।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:১৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা দিপংকর দা।
ভাল লাগল খুব।
০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৫৯
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জানবেন ভাই। অনেক।
কৃতজ্ঞতার কথা তো বলতেই হয়।
শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: তোর যদি ভাল লাগে ------হুমমম -----ভাল হয়েছে, খুবই ভাল হয়েছে, চমৎকার হয়েছে
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০১
দীপংকর চন্দ বলেছেন: এবং ধন্যবাদ আপনাকে। অনেক অনেক অনেক।
কৃতজ্ঞতা। অনেক। অবশ্যই।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৭
আরণ্যক রাখাল বলেছেন: ভালো লাগল। গত কয়েকদিনে একই ভাবে মানে এরকম কয়েকটা কবিতা পড়লাম। একটু স্বাদ পরিবর্তন করা দরকার। কবিতাটা নিঃসন্দেহে সুন্দর কিন্তু একই ভাবের অনেক কবিতা থাকায় সাধারণ হয়ে গেছে
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩০
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
আমি আসলে খুব একটা সময় দিতে পারছি না ব্লগে।
পরিসংখ্যান বলছে, সহব্লগারদের লেখা পাঠের ক্ষেত্রে আমি পিছিয়ে পড়ছি বেশ।
তাই ঠিক জানিনা কি ধরনের লেখা গত কয়েকদিনে হয়েছে।
তবে আমার মনে হয় একই ধরনের লেখা রচিত হওয়াটা তেমন কোন সমস্যা নয়। পাঠকের রসাস্বাদনের বৈচিত্র্যে সাময়িক ব্যতয় ঘটতে পারে শুধু!
এধরনের লেখাগুলো সচারচর লিখি না আমি।
তবু মাঝে মাঝে লেখার সাথে নিজের কিছু বোঝাপড়ার প্রয়োজনে লিখতে হয় কিছু লেখা।
//কবিতাটা নিঃসন্দেহে সুন্দর কিন্তু একই ভাবের অনেক কবিতা থাকায় সাধারণ হয়ে গেছে//
আপনার ধারণার সাথে একমত আমি।
তবে একই ভাবের কবিতা থাকায় লেখাটি সাধারণ হয়ে যায়নি।
যুগের অবিশ্বাস্য পরিবর্তনের প্রেক্ষাপটে লেখাটি আসলেই সাধারণ।
তা সত্ত্বেও, জীবনযাত্রা জটিল হওয়ায় এখনও শ্রদ্ধেয় পাঠকদের সিংহভাগ মনের ভেতর লালন করেন সাধারণে অসাধারণত্ব অনুসন্ধানের একটি কোমল বিষয়কে।
তাহলে পরিবর্তন কি হবে না?
অবশ্যই হবে।
যদি হয়, তাহলে কী ধরনের রূপ ধারণ করবে বাঁকবদলের কবিতা? কিংবা অন্যান্য লেখা?
সে প্রশ্নের উত্তর অনেকের মতো খুঁজছি আমিও!
নানা ধরনের নিরীক্ষা সে কারণেই!
আমার কিছু নিরীক্ষা আপনি এই ব্লগেও পাবেন।
এবছর যে দুটো একক বই প্রকাশিত হয়েছে আমার, সেখানেও আপনি লক্ষ্য করবেন এ ধরনের প্রয়াস!
অভিলক্ষ্য সার্থকতা অর্জনে সমর্থ হবে কি হবে না, সে বিষয় কালের ওপর ছেড়ে দিয়ে আমাদের সংযুক্ত থাকতে হবে ক্রমাগত নিরীক্ষার সাথে।
আশাকরি নিরীক্ষা নিয়ে আমাদের আরও কথা হবে অন্য কোন দিন সাক্ষাতে।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন ভাই। সবসময়। অনেক ভালো।
৭| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।
সুন্দর কবিতা। +
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
আপনাদের ভালোবাসায় সত্যি ভীষণ আপ্লুত আমি!
অনেক কৃতজ্ঞতা।
এবং শুভকামনা ভাই। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।
৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪১
পলক শাহরিয়ার বলেছেন: সহজ ও সুন্দর কবিতা। প্লাস।
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
কৃতজ্ঞতা জানবেন।
এবং জানবেন শুভকামনা। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৯| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪২
হাসান মাহবুব বলেছেন: চমৎকার।
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় কথাসাহিত্যিক।
আপনার গল্পের বিচিত্র রসাস্বাদনে ভীষণ ভীষণ মুগ্ধ আমি!
অনিঃশেষ শুভকামনা জানবেন শ্রদ্ধেয়।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১০| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩২
আলম দীপ্র বলেছেন: ওয়াওওওও! পড়তে অসাধারন লেগেছে ! ছুঁয়ে গেল ! ওয়াও !
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
অনেকদিন পর দেখলাম আপনাকে?
নাকি আমিই নিয়মিত নই বলে দেখা হচ্ছে না আমাদের?
যাই হোক, শুভকামনা থাকছেই। অনিঃশেষ।
ভালো থাকবেন ভাই। অনেক। সবসময়।
১১| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৩
সুখেন্দু বিশ্বাস বলেছেন: কত সহজ কথায় কি চমৎকার কবিতা।
শুভেচ্ছা রইলো প্রিয় দীপ দা।
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ সুখেন্দু দা। অনেক। অনেক।
প্রিয় মুখের উপস্থিতি মন ভরিয়ে দেয় সবসময়!
এবং কৃতজ্ঞ করে।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১২| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১২
মনিরা সুলতানা বলেছেন: সব ঠিক আছে শুধু ভুলতে দেয়া যাবে না...
বাতাস হইয়া জড়াইবো কেশ....
দারুন লেখায় ভালোলাগা
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
দীপংকর চন্দ বলেছেন:
//আমি বাতাস হইয়া জড়াইব কেশ বেণী যাবে যবে খুলিতে
তবু আমারে দেব না ভুলিতে//
অসাধারণ!
মন একেবারে ভরে উঠলো মনিরা!!!
অনেক অনেক অনেক ভালো লাগা উপস্থিতিতে।
কৃতজ্ঞতা।
শুভকামনা স্বাভাবিকভাবেই। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪১
রোদেলা বলেছেন: তোর যদি ভালো লাগে বাঁধনে জড়ানো হাত খুলতে
তাহলে খুলিস
তোর যদি ভালো লাগে নিঃস্ব আমাকে দ্রুত ভুলতে
তাহলে ভুলিস---------------
এই দুটি লাইন শূলের মতোন বিঁধলো।
০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০০
দীপংকর চন্দ বলেছেন: অন্যদিকে আমার অনেক ভালো লাগলো আর্টিকেল ১৯
উদ্যোগ সর্বাঙ্গসুন্দর হোক রোদেলা।
উপস্থিতিতে কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।
১৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২১
আমার বাংলাদেশ স্বাধীন বলেছেন: খুব সুন্দর।
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৪
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক ভাই।
শুভকামনা রইলো। অনিঃশেষ।
কৃতজ্ঞতাসহ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
জুন বলেছেন:
তোর যদি ভালো লাগে বাঁধনে জড়ানো হাত খুলতে
তাহলে খুলিস
তোর যদি ভালো লাগে নিঃস্ব আমাকে দ্রুত ভুলতে
তাহলে ভুলিস
ভালোলাগা দীপংকর চন্দ পুরো কবিতায় তবে উপরের লাইনকটি ....থাক
+
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৭
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুন।
ভালো লাগা রইলো উপস্থিতিতে। অনেক।
কৃতজ্ঞতাও।
এবং শুভকামনা। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো।
১৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
আমি সাজিদ বলেছেন: কি সহজভাবে অবলীলায় বলে গেছেন কথাগুলো ! কারো কথা মনে পড়ে গেলো।
কবিতা সুন্দর, একটু বেশীই সুন্দর।
শুভকামনা ভাইয়া।
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৭
দীপংকর চন্দ বলেছেন: //কারো কথা মনে পড়ে গেলো।//
সবকিছু সুন্দর থাকুক ভাই।
''খুলিস'' আর ''ভুলিস'' যেন স্পর্শ না করে কারো জীবন, এই প্রার্থণা করি।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৭| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২৩
মিঠু জাকীর বলেছেন: তোর যদি ভালো লাগে এইসব আরো বেশি লিখতে
তাহলে লিখিস।
ভালো লেগেছে ।
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৯
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
সুন্দর মন্তব্যে ভালো লাগা অনেক!
আমার শুভকামনা জানবেন ভাই।
সবসময় ভালো থাকবেন। অনেক।
১৮| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:৩৬
অর্বাচীন পথিক বলেছেন: তুই-তুকারির কবিতা ভাল লাগলো দীপংকর দা
এখন আমার কি ভাল লাগে তাই চিন্তা করছি
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৪
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
//এখন আমার কি ভাল লাগে তাই চিন্তা করছি//
যা যা ভালো লাগে যতো দ্রুত সম্ভব আদায় করে নিন!!!
চিন্তার সময় কম কিন্তু!!
অনিঃশেষ শুভকামনা অর্বাচীন পথিক।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১৯| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৯:৫৬
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
তোর যদি ভালো লাগে মন্তব্যের উত্তর দিতে
তবে দিস.......
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৮
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
মন্তব্যের উত্তর দিতে ভালো না লাগার মতো কোন বিষয় নেই!!
আপনার মন্তব্যের উত্তর তো সানন্দে দেবে কৃতজ্ঞ একজন মানুষ!
অনিঃশেষ শুভকামনা শ্রদ্ধেয়।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২০| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১৭
শায়মা বলেছেন: আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
তোর যদি ভালো লাগে মন্তব্যের উত্তর দিতে
তবে দিস....... B
না হলে ব্লক করে দিস........
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৬
দীপংকর চন্দ বলেছেন: ব্লক তো বুঝিনা আমি!!
আর যেটা বুঝিনা, সেটার মধ্যে আমি নাই!!
কিন্তু খানাপিনা দিয়া যে পালাবো. পালানোর নিয়মও তো জানা নাই!!
মুশকিল হইলো তো!!
হা হা হা হা
শুভকামনা পুনরায় শায়মা।
২১| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫৮
অন্ধবিন্দু বলেছেন:
আল মাহমুদ থেকে পড়ছি-
“কেউ বলে আমি কবি কি না সন্দেহ
তবু তো কবিতা আমাকে ঘিরেই নাচে
নাচুনে মেয়ের মতোই সেও কি বাঁচে ?”
শেষে বলছেন- “নাচো দিল খুলে নাচো খুলে প্রাণ-মন”
দীপংকর,
আপনি লিখুন। প্রাণ-মন খুলে লিখুন। আমাদের জন্য নয়। পাঠকের জন্যেও নয়। আমরা অবুঝ কখনো অতি বুদ্ধিমান। পাঠকের সংখ্যাও সংখ্যালঘু... সৃষ্টি আপনার তা’তে আপনাকেই প্রাণ/মন খসাতে হবে ... সাথে আছি।
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৮
দীপংকর চন্দ বলেছেন: //পাঠকের সংখ্যাও সংখ্যালঘু//
বিস্তর চিন্তার খোরাক এই তিন শব্দের যুথবদ্ধতায়!!
আপনার মন্তব্য সুগভীর হয় সবসময়।
এবং সুচিন্তিত এবং প্রাণখোলা।
সংখ্যালঘু পাঠকের পাশাপাশি সংখ্যাগুরু লেখকের ভাবনাও যে ভাবায় শ্রদ্ধেয়!
লেখেন যারা, তাঁদের মধ্যে ভালো লেখকের সংখ্যা একেবারে কম নয়!
কিন্তু 'ভালোর জন্য' লেখেন, সমাজের মঙ্গলের জন্য লেখেন, এমন লেখকও বর্তমানে সংখ্যালঘু পর্যায়ভুক্ত সম্ভবত!
আমার লেখার সামান্য চেষ্টা আপনাদের স্নেহধন্য।
লেখার মাধ্যমে চেষ্টা করি আপনাদের মতো সহৃদয় মানুষের সংস্পর্শে আসার।
সহৃদয় মানুষের সংস্পর্শেই মনের দীনতা কমবে বলে বিশ্বাস করি আমি।
কৃতজ্ঞতা জানবেন।
আশীর্বাদ এবং ভালোবাসার প্রত্যাশা রইলো।
অনিঃশেষ শুভকামনা শ্রদ্ধেয়।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২২| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১০
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতায় ভাললাগা অনেক ।
ভাল থাকুন অনিঃশেষ ।
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩১
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতার কথা বলতেই হবে বারবার।
এবং শুভকামনার কথাও।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।
২৩| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১০
জেন রসি বলেছেন: ভালো লেগেছে
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৫
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
২৪| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:২৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সহজ ও সুন্দর কবিতা। শেষের লাইন গুলো একটু বেশীই ভালো লাগলো।
০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৪১
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক তনিমা।
আপনার লেখা "বিলেত: পাখির চোখে দেখা"র কথা মনে পড়ে মাঝে মাঝেই।
কতো শ্রমসাধ্য, কতো অসাধারণ পর্যবেক্ষণ সম্পন্ন লেখা!
মনে পড়ে!
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
২৫| ০৯ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৫১
সুমন কর বলেছেন: অামার কাছে, মোটামুটি লাগল।
১৩ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
অকপট অনুভূতি প্রকাশের প্রতি শ্রদ্ধা রইলো।
ক্ষমাপ্রার্থণা উত্তরের বিলম্বের জন্য।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়।
২৬| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৯
ব্লগার মাসুদ বলেছেন: ভালো লাগলো কবিতা +++++
১৩ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩২
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো।
২৭| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১:১১
কামরুন নাহার বীথি বলেছেন: আবেগভরা কবিতা!
অনেক অনেক ভালোলাগা দাদা!!!
১৩ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
এবং কৃতজ্ঞতা।
ক্ষমাপ্রার্থণা উত্তরের বিলম্বের জন্য।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
২৮| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:২৩
এহসান সাবির বলেছেন: এক গুচ্ছ ভালো লাগা।
১৫ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৪
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক এহসান ভাই।
আপনার উপস্থিতি অসম্ভব ভালো লাগা রেখে যায়।
কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩০
শায়মা বলেছেন: ভাইয়া তুমিও তুই কবিতা!!!!!!!!
সবার হলো কি!!!!!!
সব তুই তুই কেনো??????