![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
থ্রি প্লাস থ্রি ইক্যুয়েল টু সিক্স
আমি জানি, কারণ, আমি খাই হরলিক্স
আমি জানি না, কারণ, হরলিক্স আমি খাই না
খাওন দূরে থাক, এইগুলা আমি নজরে-ও পাই না
মাঝে মইধ্যে আমি খাই ইসবগুলের ভুষি
দ্যাখো কেমন শক্তি আমার
কেমন মারি ঘুষি!
স্টপ! আব্বু আম্মু বলেছে তুমি পঁচা,
তুমি মারামারি কর;
শোনো, ভেরি গুড হও
মন দিয়ে পড়ো!
পড়ার কথায় ভুষি খানেওয়ালা
চুলকায় মাথা!
মহা মুশকিল, সবাই তারে সুযোগ পাইলেই শোনায়
জ্ঞানের কথা
সে খায় পান্তা ভাতের জল
শুনছে এতে হয় তিন মর্দের বল
তার কাছে বল-ই সব, শক্তি দরকার- হিসাব সোজা
কারণ, বড়ো হইলে সে টানবে দুনিয়ার বোঝা
ঠেলবে ঠেলাগাড়ি
তাগো তো ট্যাকা-পয়সা নাই
নাই দালান বাড়ি!
সুতরাং ভুষি খানেওয়ালা
অন্যদিকে যায়
যেইখানে তার দিকে কেউ
ফিরা না তাকায়!
ছবি: সংগৃহীত
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০১
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।
অনিঃশেষ শুভকামনা থাকছে।
অনেক ভালো থাকবেন। সবসময়।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৩
হাসান মাহবুব বলেছেন: চমৎকার!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা প্রিয় কথাসাহিত্যিক।
অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
জুন বলেছেন: বড় হইলে সে টানবে দুনিয়ার বোঝা ।
বড়ই বাস্তব আপনার লেখা ।
অনেক ভালোলাগা ।
+
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫
দীপংকর চন্দ বলেছেন: কতো দিকে ঘুরে বেড়ান আপনি! বাস্তবকে উপলব্ধি করেন অন্তর দিয়ে!
শ্রদ্ধা থাকছে।
শুভকামনাও। অনেক।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৩
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
অনিঃশেষ শুভকামনা থাকছেই।
সবসময় ভালো থাকবেন। অনেক। এবং অনেক।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২১
কথাকথিকেথিকথন বলেছেন: মজার কবিতা ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯
দীপংকর চন্দ বলেছেন: উপস্থিতিতে কৃতজ্ঞতা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:০২
আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১১
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
কৃতজ্ঞতা।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৭
ডি মুন বলেছেন: সুতরাং ভুষি খানেওয়ালা
অন্যদিকে যায়
যেইখানে তার দিকে কেউ
ফিরা না তাকায়!
বাহ, চমৎকার। মিষ্টি ছন্দে সমাজে বৈষম্যের চিত্রটি তুলে ধরলেন।
সকল শিশু অন্তত মৌলিক অধিকারগুলো পরিপূর্ণভাবে লাভ করুক। এটাই কামনা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৯
দীপংকর চন্দ বলেছেন: সুন্দর মন্তব্যে শ্রদ্ধা জানবেন কবি।
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
ব্লগার ডি মুন এর মন্তব্যের শেষ লাইনটি দিয়ে শুরু করি । পৃথিবীতে চোখ মেলার পরে একটি শিশু যখন তার মৌলিক অধিকারটুকু থেকে নিজেকে বঞ্চিত দেখে তখন তার মহা মুশকিল হয়ে যায় । মাথা চুলকে তাকে ভাবতে হয় , এই কি বেঁচে থাকা !
বৈষম্যের আঁকা এই ছবিটি ব্যঙ্গাত্বক হয়ে যেন সমাজকেই পরিহাস করছে ।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয়।
সুচিন্তিত মন্তব্যে কৃতজ্ঞতা অনেক।
বৈষম্যের প্রকৃতি যেমনই হোক, আমাদের বসবাস আশাবাদে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২২
দীপান্বিতা বলেছেন: ভাল লাগল
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
জানবেন কৃতজ্ঞতা।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
রিকি বলেছেন: তার কাছে বল-ই সব, শক্তি দরকার- হিসাব সোজা
কারণ, বড়ো হইলে সে টানবে দুনিয়ার বোঝা
ঠেলবে ঠেলাগাড়ি
তাগো তো ট্যাকা-পয়সা নাই
নাই দালান বাড়ি!
+++++++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৭
দীপংকর চন্দ বলেছেন: সুদর্শক, সুপাঠক, সুলেখকের উপস্থিতিতে শ্রদ্ধা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫০
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৯
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ শহীদ ভাই। অনেক। অনেক।
কৃতজ্ঞতার কথা বলি বারবার।
বলি শুভকামনার কথাও।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৭
শায়মা বলেছেন: কবিতাটার অন্তর্নিহিত অর্থ কঠিন কঠিন!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৪
দীপংকর চন্দ বলেছেন: অর্থ প্রাঞ্জল করতে না পারার অক্ষমতা আছে আমার।
বহুগুণে গুণান্বিতার উপস্থিতিতে কৃতজ্ঞতা অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯
আরজু পনি বলেছেন:
সে টানবে "দুনিয়ার বোঝা"...কারণ সে পুরুষ।
এমনও হতে পারে...
তাগো তো ট্যাকা-পয়সা নাই
নাই দালান বাড়ি!
অবশ্য এখানে পুঁজিবাদ মাথা খুড়ে মরছে
নজরুলের
সাম্যবাদের কথামনে পড়ে গেল...
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৪
দীপংকর চন্দ বলেছেন: পুঁজির কাছে সম্ভবত পণ্য সব!!
হতে পারে পুরুষ, হতে পারে নারী অথবা মানুষ... ঠিক বুঝি না!!!
অনিঃশেষ শুভকামনা সুলেখক।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০০
জেন রসি বলেছেন: আপনার এই কবিতাতেও শ্রেণী বৈষম্যের বাস্তব রুপ খুব চমৎকার ভাবে প্রতিফলিত হয়েছে। এ দেশের অধিকাংশ শিশুই কোন না কোন ভাবে মৌলিক অধিকার থেকে বঞ্ছিত।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০২
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
শ্রদ্ধা জানবেন।
এবং জানবেন শুভকামনা। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০
কামরুন নাহার বীথি বলেছেন:
সে খায় পান্তা ভাতের জল
শুনছে এতে হয় তিন মর্দের বল
তার কাছে বল-ই সব, শক্তি দরকার- হিসাব সোজা
কারণ, বড়ো হইলে সে টানবে দুনিয়ার বোঝা ---------
কঠিন বাস্তব আপনার লেখা ।
অনেক ভালো লাগল দাদা ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫
দীপংকর চন্দ বলেছেন: নতুন কিছু লেখার ক্ষমতা তো আমার নেই।
সকলের জানা কথাগুলোই চেষ্টা করি মাঝে মাঝে লিখতে।
কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে।
শুভকামনাও।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
অর্বাচীন পথিক বলেছেন: +++++++
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ অর্বাচীন পথিক।
কৃতজ্ঞতা। অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
এবং ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১২
অন্ধবিন্দু বলেছেন: কবিতার ব্যঙ্গাত্বক ভাবখানি দুনিয়ার বোঝা উপমাখানিতে প্রাণ হারিয়েছে, কবি।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২০
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক শ্রদ্ধেয়।
লেখার এই সামান্য চেষ্টাটি আসলেই প্রাণবন্ত নয়।
একেবারেই সাদামাটা সামান্য লেখা। সামান্য লেখা নিয়ে অত কিছু ভাবি না আসলে! ভাবি, যখন লেখার অংশবিশেষে আপনার মতো বিশেষ কেউ সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।
মতের প্রতি শ্রদ্ধা প্রকাশ করছি আন্তরিকভাবে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন শ্রদ্ধেয়।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৩
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক। অনেক।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৫
শামছুল ইসলাম বলেছেন: শ্রেণী বৈষম্য-খুব কঠিন বিষয়। অথচ কত অবলীলায় তা ফুটিয়েছেন কবি দীপংকর।
বড় নির্মম পৃথিবীঃ
সুতরাং ভুষি খানেওয়ালা
অন্যদিকে যায়
যেইখানে তার দিকে কেউ
ফিরা না তাকায়!
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
কৃতজ্ঞতা থাকছে।
এবং শুভকামনা।
অনেক ভালো থাকবেন ভাই। সবসময়।
২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২২
এহসান সাবির বলেছেন: খুব ভালো লিখেছেন।
শুভেচ্ছা।
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১২
দীপংকর চন্দ বলেছেন: আপ্লুত ভীষণ আপনার আন্তরিক সমর্থনে!
কৃতজ্ঞতা সবসময়।
আমার শুভকামনা জানবেন এহসান ভাই। অনেক।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩২
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার । ভাললাগা বেশ ।
ভাল থাকুন বেশ ।