![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
কহিল বালিকা-
ওহে মূঢ়, তুচ্ছজ্ঞান অতি,
বৃথা বৃদ্ধি করিতেছ আপনার ক্ষতি;
সময় মূল্যবান জানো না কি হায়!
সর্বদা রাখিও চক্ষু নীচ মৃত্তিকায়।
কর্ণ প্রসারিয়া মনে পশিয়ো সংবাদ,
বামন লভে না কভু গগনের চাঁদ॥
শুনিল বালক-
যুক্তি বিখণ্ডনে রূদ্ধ পথ;
মসিলিপ্ত চিত্ত তার হইল মৃতবৎ!
বুঝিল জনম যদি পতঙ্গের হয়,
পাখাযুক্ত; কদাপিও বিহঙ্গ সে নয়!
অতএব ত্যাজিল সে অবান্তর মায়া;
তথাপি থাকিল বুকে বালিকার ছায়া॥
ছবি: সংগৃহীত
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫০
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।
নিরীক্ষা আর কি!!!
শুভকামনা থাকছে।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৯
রিকি বলেছেন: মধ্যযুগীয় পয়ারকে নব্যরূপে উপস্থাপন । ছন্দহীন যুগে ছন্দময় কবিতাতে দাদা অনেক অনেকককককক ভালোলাগা জানবেন.
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
যুগ ছন্দময়-ই!! ছন্দহীন মনে হয় যা আপাত দৃষ্টিতে, সেখানেও আন্তঃছন্দ উপস্থিত, উপস্থিত শব্দের সাথে শব্দের নিঃশব্দ বোঝাপড়া সম্ভবত!!!
শুভকামনা। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫
শায়মা বলেছেন: ভাইয়া আবারও মুগ্ধ হলাম!!!!!!!!!
খুব খুব খুব সুন্দর!!!!!
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৮
দীপংকর চন্দ বলেছেন: খুব খুব খুব ভালো লাগা উপস্থিতিতে!!
কৃতজ্ঞতা জানবেন।
অনিঃশেষ শুভকামনা।
এবং ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৯
আলোরিকা বলেছেন: অতএব ত্যাজিল সে অবান্তর মায়া;
তথাপি থাকিল বুকে বালিকার ছায়া॥ - আহা রে বেচারা কোন সমস্যা নেই,আশা রাখ পৃথিবীর যত অসম্ভবে
প্রাচীন ছন্দে চিরন্তন বাণী অতি মনোহর !
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০১
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
সুন্দর মন্তব্যে ভালো লাগা অনেক।
অনেক ধন্যবাদ।
কৃতজ্ঞতাও।
শুভকামনা।
এবং 'আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে'-
হা হা হা হা
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতার ভিন্নতা ভাল লেগেছে ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৬
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।
কৃতজ্ঞতা।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬
রূপক বিধৌত সাধু বলেছেন: গভীর মুগ্ধতা রেখে গেলাম ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৮
দীপংকর চন্দ বলেছেন: সাধুসঙ্গ শান্তির!!!
ধন্যবাদ জানবেন। অনেক।
শুভকামনা থাকছে। অনিঃশেষ।
ভালো থাকবেন ভাই। অনেক ভালো। সবসময়।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
ভার্চুয়াল কবি বলেছেন: সুপার্ব
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ। অনেক।
কৃতজ্ঞতা।
অনিঃশেষ শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১০
শামছুল ইসলাম বলেছেন: ছোট,ছন্দময়,আবেগমথিত বালক-বালিকার কাব্য।
ভাল না লেগে উপায় আছে!!!
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৯
দীপংকর চন্দ বলেছেন: মন ছোঁয়া মন্তব্যে কৃতজ্ঞতা থাকছে ভাই।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪০
অন্ধবিন্দু বলেছেন: কবির নিমগ্ন কলগীতি। চমৎকার অতি !
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৩
দীপংকর চন্দ বলেছেন: হৃদয়গ্রাহী ছন্দোময় উপস্থিতির প্রতি শ্রদ্ধা অনেক।
অসীম কৃতজ্ঞতা থাকছে।
আপনাদের ভালোবাসায় আপ্লুত আমি। ভীষণ।
অনিঃশেষ শুভকামনা জানবেন শ্রদ্ধেয়।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১১
শাহরিয়ার কবীর বলেছেন: অনেক ভালো লাগলো।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২১
সুমন কর বলেছেন: চমৎকার লাগল।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২৮
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
বাড়ছে ঋণ!!
কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা অবশ্যই।
সবসময় ভালো থাকবেন। অনেক। এবং অনেক।
১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রিকি যথার্থ বলেছেন: মধ্যযুগীয় পয়ারকে নব্যরূপে উপস্থাপন ।
ভাল লাগা রেখে গেলাম ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।
আপনার গুণীজন কথন ভালো লাগলো অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।
১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
হামিদ আহসান বলেছেন: ভাষায়-ভাবে-ছন্দে বেশ লাগল৷
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৩৮
দীপংকর চন্দ বলেছেন: এবং বেশ লাগলো আপনার উপস্থিতি।
কৃতজ্ঞতা থাকছে।
অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।
ভালো থাকবেন সবসময়। অনেক ভালো।
১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
জুন বলেছেন: সুন্দর
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পরিব্রাজক।
কৃতজ্ঞতা অনেক।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২০
জেন রসি বলেছেন: অসাধারন। মধ্যযুগে বীর বালক এবং অধরা বালিকার প্রেম নিয়ে যে ধরনের কাব্য লিখা হত তার দেখা পেলাম আপনার কবিতায়। উপস্থাপনা এবং কবিতা কিংবা শব্দের বিন্যাস চমৎকার হয়েছে।
শুভকামনা রইলো।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
দীপংকর চন্দ বলেছেন: অসাধারণ আপনাদের ভালোবাসার চোখ!
চোখে ভালোবাসা থাকলে সাধারণ লেখাও ভালোবাসায় সিক্ত হয়!
কৃতজ্ঞতা থাকছে অবশ্যই।
জানবেন শুভকামনা। অনেক।
ভালো থাকবেন ভাই। সবসময়। অনেক ভালো।
১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ্
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।
উপস্থিতিতে কৃতজ্ঞতা। অনেক।
শুভকামনাও।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২২
আরণ্যক রাখাল বলেছেন: চাঁদে তো আজকাল যাওয়া যাচ্ছে| নো প্রবলেম, চাঁদে যেতে না দিলে মঙ্গলে যাবো
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫০
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
মঙ্গল হোক আপনার!!! ফুল-চন্দন পড়ুক মুখে!!!
অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন ভাই। সবসময়।
১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৩
আরণ্যক রাখাল বলেছেন: তথাপি থাকিল বুকে বালিকার ছায়া!! সুন্দর
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫২
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।
কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা পুনরায়।
১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
সুন্দর বলার আগে আর একটি কথা বলে নিতে চাই - কবিতার যে ভাব, তাতে শেখানো আর শেখার বাইরেও আছে কিছু অভিমান ।
সে অভিমানের কথা মনে পড়তেই রবীন্দ্রনাথের " বিদায় অভিশাপ" এর কথা ঝট করে মনে হলো ।
এখানটাতে -------
দেবযানীঃ
যেতেছ চলিয়া ?
সকলি সমাপ্ত হল দু কথা বলিয়া ?
দশ শত বর্ষ পরে এই কি বিদায় ?
কচঃ
কি আমার অপরাধ !
দেবযানীঃ
হায়,
সুন্দরী অরন্যভূমি সহস্র বৎসর
দিয়েছে বল্লভছায়া, পল্লবমর্মর –
শুনায়েছে বিহঙ্গকূজন – তারে আজি
এো সহজেই ছেড়ে যাবে ?
......................
......................
......................
দেবযানীঃ
সুখস্মৃতি-
নাহি কিছু মনে ? যদি আনন্দের গীতি
কোনদিন বেজে থাকে অন্তরে বাহিরে,
যধি কোনও সন্ধ্যাবেলা বেনুমতীতীরে
অধ্যয়ন অবসরে বসি পুষ্পবনে
অপূর্ব পুলকরাশি জেগে থাকে মনে
ফুলের সৌরভসম হৃদয় উচ্ছাস
ব্যাপ্ত করে দিয়ে থাকে সায়াহ্ন আকাশ
ফুটন্ত নিকুঞ্জতল, সেই সুখকথা
মনে রেখো ।
.............................
দেবযানীঃ
মনোরথ পুরিয়াছে ,
.............
......................
আর কিছু কি নাহি কামনা , ভেবে দেখো মনে মনে ।
কচঃ
আর কিছু নাহি ।
দেবযানীঃ
কিছু নাই ! তবু আরবার দেখো চাহি;
অবগাহি হৃদয়ের সীমান্ত অবধি .......
কোথায় যেন একটা মিল আছে আপনার কবিতার অনুচ্চারিত ভাবের সাথে ।
শুভেচ্ছান্তে ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৯
দীপংকর চন্দ বলেছেন: অসাধারণ মন্তব্য!!!
মন্তব্যও যে কিভাবে শিল্প হয়ে ওঠে, সেটা উপলব্ধি করার একটা প্রকৃষ্ট উদাহরণ হতে পারে আপনার এই সমৃদ্ধ পাঠাভ্যাসের পরিচয়বাহী মন্তব্যটি!!
রবীন্দ্রনাথের বহুমাত্রিকতা আমাদের বিস্মিত করে!!
রবীন্দ্রনাথ একজন মানুষ, এটা আমার কাছে যতো না বিস্ময়ের, তার চেয়ে বেশি বিস্মিত হই আমি যখন ভাবি একজন মানুষের পক্ষে কিভাবে সম্ভব "রবীন্দ্রনাথ" হয়ে ওঠা!!!
কতো অনন্য, অবিস্মরণীয় উচ্চারণ:
"যেতেছ চলিয়া ?
সকলি সমাপ্ত হল দু কথা বলিয়া ?"
অনিঃশেষ শুভকামনা জানবেন শ্রদ্ধেয়।
প্রার্থণা করবেন, আমার মাথা যেন চিরকাল নত থাকে কৃতজ্ঞতায়।
২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
হাসান মাহবুব বলেছেন: উপগ্রহ চাঁদের চেয়ে চাঁদকন্যাই হয়তো বা কখনও বেশি রহস্যময়। ভালো লাগলো কবিতাটি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৪
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
হয়তো!!!
'হয়তো' শব্দটাও সম্ভবত অনেক রহস্যময় প্রিয় কথাসাহিত্যিক!!!
কৃতজ্ঞতা অনেক ভালোবাসাপূর্ণ সমর্থনে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৪
মায়াবী রূপকথা বলেছেন: খুব সুন্দর
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক মায়াবী রূপকথা।
কৃতজ্ঞতা। অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
সবসময় ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।
২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯
মাহমুদ০০৭ বলেছেন: ভিন্নরকম । ভাল লাগল । শুভেচ্ছা কবি
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুলেখক।
উপস্থিতিতে কৃতজ্ঞতা থাকছে।
এবং শুভকামনা। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। অনেক। সবসময়।
২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কহিল বালিকা-
ওহে মূঢ়, তুচ্ছজ্ঞান অতি,
বৃথা বৃদ্ধি করিতেছ আপনার ক্ষতি;
সময় মূল্যবান জানো না কি হায়!
সর্বদা রাখিও চক্ষু নীচ মৃত্তিকায়।
কর্ণ প্রসারিয়া মনে পশিয়ো সংবাদ,
বামন লভে না কভু গগনের চাঁদ॥
শুনিল বালক-
যুক্তি বিখণ্ডনে রূদ্ধ পথ;
মসিলিপ্ত চিত্ত তার হইল মৃতবৎ!
বুঝিল জনম যদি পতঙ্গের হয়,
পাখাযুক্ত; কদাপিও বিহঙ্গ সে নয়!
অতএব ত্যাজিল সে অবান্তর মায়া;
তথাপি থাকিল বুকে বালিকার ছায়া॥
সুস্দর --- --- --
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৬
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক ভাই।
কৃতজ্ঞতা।
আমাার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮
আরণ্যক রাখাল বলেছেন: একটা "বালিকামঙ্গল" লিখে ফেলুন| আপনি পারবেন, জানি
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
বালিকার প্রতি কেন ভাই এমন পক্ষপাত!!! কি দোষে দুষ্ট বালক!!!
এই তো সমস্যা রে ভাই!!! বালক যেদিকে যায়, তার মঙ্গলের দিকে কেউ ফিরা না তাকায়!!!
হা হা হা হা
অনিঃশেষ শুভকামনা। পুনরায়।
২৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৮
গেম চেঞ্জার বলেছেন: কবিতার ভাব রবিঠাকুর এবং উনার পুর্বের কবি সাহিত্যিকদের কথা মনে করিয়ে দিল । সুন্দর হয়েছে ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।
কৃতজ্ঞতা থাকছে।
এবং শুভকামনা। অনিঃশেষ।
সবসময় ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।
২৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৭
রুদ্র জাহেদ বলেছেন: অতএব ত্যাজিল সে অবান্তর মায়া;
তথাপি থাকিল বুকে বালিকার ছায়া॥
দারুণ।ভিন্নধর্মী কবিতা পাঠ করলাম
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২১
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।
কৃতজ্ঞতা থাকছে।
শুভকামনা অবশ্যই।
সবসময় ভালো থাকবেন। অনেক।
২৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২
আমিই মিসির আলী বলেছেন: অসাধারণ লেখা
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩
সুলতানা রহমান বলেছেন: বালক আর বালিকার আলাপ পদ্যে ভাল লেগেছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন।
উপস্থিতিতে কৃতজ্ঞতা।
শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
২৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৮
এস কাজী বলেছেন: কবি আব্দুল হাকিম এর কবিতার ভাব আছে। ভাল লেগেছে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
কৃতজ্ঞতাও।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
মুগ্ধপাঠ!!!
অন্যরকম স্বাদ পেলাম।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
দীপংকর চন্দ বলেছেন: কেমন আছেন ভাই? আশাকরি ভালো।
বেশ কয়েকদিনের অনুপস্থিতি ছিলো আমাদের মিথষ্ক্রিয়ায় সম্ভবত!!!
কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
৩১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
নীলসাধু বলেছেন: চমৎকার। অনবদ্য।
শুভেচ্ছা জানবেন সুপ্রিয় দীপংকর দা।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৮
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক এবং অনেক।
কৃতজ্ঞতার কথা বলি বারবার।
বারবার বলি শুভকামনার কথা।
অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৩২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৩
উপন্যাসের ছেঁড়া পাতা বলেছেন: আমার পঠিত সেরা কবিতাসমূহের মধ্যে অন্যতম....
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৩২
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
কৃতজ্ঞতাও।
শুভকামনা জানবেন অনিঃশেষ।
এবং ভালো থাকবেন। অনেক। সবসময়।
৩৩| ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক সুন্দর কবিতা।শুভকামনা
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা তামান্না।
প্রার্থণা করবেন, আমার মাথা যেন নত থাকে চিরকাল কৃতজ্ঞতায়।
শুভকামনা জানবেন বারবার। অনিঃশেষ।
কামনা করি, ভালো থাকুন। অনেক ভালো। অনেক।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৮
কলমের কালি শেষ বলেছেন: ভিন্নধর্মী কবিতার ভিন্ন উপস্থাপন । চমৎকার লেগেছে । মিষ্টি একটা ভাব লেগে আছে ।
ভাল থাকুন অশেষ ।