নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

পৌরাণিক ভস্ম থেকে উঠে আসে বেদনার পাখি

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৫



পৌরাণিক ভস্ম থেকে উঠে আসে বেদনার পাখি বিবর্ণ প্রজাপতি ছুটে যায় কালো জল নদীটির কাছে অস্তমিত সব কথা অতীতের নিবিড় অতলে ঘুমিয়েছে আমাদের অন্তর্গত অলীক শহর

পাপা, ক্যান আই টেল ইউ এ্যা স্টোরি অব ডগ।
আমি কলম সরিয়ে রাখলাম, গভীর মনোযোগে তাকালাম মেয়ের দিকে। আধো আধো কথা তার। বোঝা না-বোঝার এক আশ্চর্য পৃথিবীতে বসবাস সদ্য খেলতে খেলতে পড়ালেখা শেখার চেষ্টা করা শিশুটির।
সস্নেহে বললাম, বলো মা।
ওয়ানস আপঅন এ্যা টাইম। থিংক, ইটস এ্যা মিলিয়ন ইয়ার এ্যাগো। দেয়ার ওয়াজ এ্যা ডগ। ওহ! নো! সরি! নট ডগ পাপা। এ্যা নাইস হটডগ দেয়ার।
বাংলায় বলো মাগো। বাংলা তো তুমি পারো, তাই না!!
অফকোর্স আই ক্যান, পাপা। ওকে, দেন আই মেক ইট ইজি ফর ইউ। সেই হটডগটা থাকতো একটা ফুড কোর্টে। একদিন সে শুনলো, ডাউন টাউনে একজন মানুষ ভেরি পুওর এন্ড হাংরি...
তুমি কিন্তু মা বাংলায় বলছো না!!
ওহ! সরি! লেট মি প্লিজ ট্রাই এগেইন- দেন, একজন মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছিলো তো, সেটা জেনে হটডগটার চোখে জল চলে এলো। সে ছুটে গেলো মানুষটার কাছে! মানুষটা হটডগটাকে দেখে ভীষণ খুশি, ফিলিং গ্রেটফুল- পাপা, গ্রেটফুল বাংলা কি হবে??
কৃতজ্ঞ!
থ্যাংক ইউ পাপা। কৃতজ্ঞ। কৃতজ্ঞ মানুষটা হাসিমুখে হটডগটাকে খেয়ে ফেললো। হটডগটা কিন্তু কিছুই বললো না। নিজের জীবন দিয়ে মানুষটাকে বাঁচালো। ইউ নো, দেন মানুষটার অনেক এ্যানার্জি এন্ড পাওয়ার হলো। এন্ড মানুষটা দেন ওয়েন্ট টু ফুড কোর্ট এন্ড ভেরি ক্রুয়েলি সব হটডগ খেয়ে ফেললো। দ্যাটস অল। আচ্ছা পাপা, মানুষ পচা হয় খুব, তাই না!!
না, মা। মানুষ আসলে খুব ভালো হয়। বড়ো হও, তখন বুঝবে।
ওকে পাপা। ক্যান আই হ্যাভ এ্যা চকোলেট নাও?
ঠিক আছে মা। উমম। এই যে, তোমার জন্য।

চকলেট নিয়ে মেয়ে চলে যাবার পর আবার আমি কলম নিলাম হাতে। আবার শুরু করলাম লেখা। না গদ্য, না পদ্য। অর্থহীন। কিছু না লেখার মতো অনেকটা। অনেকটা হ-য-ব-র-ল জাতীয়। লিখলাম আবার, আবার লিখলাম-

পৌরাণিক ভস্ম থেকে উঠে আসে বেদনার পাখি বিবর্ণ প্রজাপতি ছুটে যায় কালো জল নদীটির কাছে অস্তমিত সব কথা অতীতের নিবিড় অতলে ঘুমিয়েছে আমাদের অন্তর্গত অলীক শহর


ছবি: সংগৃহীত



মন্তব্য ৬২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৪

প্রামানিক বলেছেন: ছোট্ট শিশুর সাথে মূল্যবান কথোপকথন ভাল লাগল। ধান্যবাদ দীপঙ্কর দা।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:২৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শহীদ ভাই।

শুভকামনা এবং শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৭

শাহরিয়ার কবীর বলেছেন: অনেক ভালো লাগলো।দীপঙ্কর দা। B-) B-)

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:২৭

দীপংকর চন্দ বলেছেন: আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

কৃতজ্ঞতা।

ভালো থাকবেন। অনেক। সবসময়। অনেক ভালো।

৩| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৮

জুন বলেছেন: খুব ভালোলাগলো মেয়ের সাথে আপনার কথোপকথন দীপংকর চন্দ।
+

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অনেক অনেক ধন্যবাদ জুন।

মেয়ের সাথে 'আমার' কথোপকথনের কথা না ভাবি বরং!!

'আমি' না হয় সর্বনাম হিসেবেই থাক!!!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৪| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৮:৫৪

অর্বাচীন পথিক বলেছেন: এমন একটা মেয়ে কি সত্যি আছে দীপংকর দা ? খুব ভাল লাগলো কথোপকথন

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৫

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

থাকার তো কথা অর্বাচীন পথিক!!

হয়তো এমন একটা মেয়ে একদিন ঘুরে বেড়াবে আপনার চারপাশে, সারাদিন!!

শুভকামনা জানবেন। অনেক।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৫| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:০২

গেম চেঞ্জার বলেছেন: পৌরাণিক ভস্ম থেকে উঠে আসে বেদনার পাখি বিবর্ণ প্রজাপতি ছুটে যায় কালো জল নদীটির কাছে অস্তমিত সব কথা অতীতের নিবিড় অতলে ঘুমিয়েছে আমাদের অন্তর্গত অলীক শহর


প্রাণবন্ত ও সাবলীল লেখা। শুভকামনা জানবেন।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা থাকছে।

এবং শুভকামনা। অনেক।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।

৬| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৩২

অন্ধবিন্দু বলেছেন:
আমি যেভাবে পড়ার চেষ্টা করলাম-

পৌরাণিক ভস্ম থেকে উঠে আসে বেদনার পাখি| বিবর্ণ প্রজাপতি ছুটে যায় কালো জল নদীটির কাছে| অস্তমিত সব কথা অতীতের নিবিড় অতলে| ঘুমিয়েছে আমাদের অন্তর্গত অলীক শহর|

আধো আধো কথা কিন্তু ঠিক আধো আধো লাগছিলো না। তবে একটা বোঝাপড়া মোড়ানো থিম আছে হয়তো। আমি মূর্খ পাঠক সুযোগ পেলাম না ...

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪০

দীপংকর চন্দ বলেছেন: কি যে বলেন শ্রদ্ধেয়!!!

আপনার মতো একজন চিন্তাশীল মনোযোগী পাঠক অন্তত আমার পক্ষে হওয়া সম্ভব নয় একজীবনে!!!

অশেষ কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা তো থাকছেই সারাক্ষণ।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৭| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৯

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার লেগেছে অনেক অনেক ।

শুভ কামনা অশেষ ।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪১

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।

কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৮| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪

সুলতানা রহমান বলেছেন: মেয়ে বাবার গল্প ভাল লাগলো।
শুভকামনা রইল।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জানবেন। অনেক।

জানবেন কৃতজ্ঞতা।

শুভকামনাও।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়। অনেক।

৯| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৯

ঢাকাবাসী বলেছেন: বেশ ভাল লেগেছে। পৃথিবীতে সবচাইতে ভয়ংকর প্রানী তো মানুষই, মেয়ে ঠিক ধরেছে,মানুষ পচা।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৪

দীপংকর চন্দ বলেছেন: শ্রদ্ধা থাকছে চিন্তাশীল মন্তব্যে।

এবং কৃতজ্ঞতা।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১০| ০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
বাংলায় থাকুন বাংলায় বাঁচুন ৷

তবু মানবে বিশ্বাস হারাতে নেই ৷

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৮

দীপংকর চন্দ বলেছেন: //...বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক
আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ...//

কৃতজ্ঞতা থাকছে ভাই উপস্থিতিতে।

থাকছে বিশ্বাসও।

অনিঃশেষ শুভকামনা।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১১| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৩

সুমন কর বলেছেন: ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ লেখা। ভালো লাগল।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫০

দীপংকর চন্দ বলেছেন: কিছু মানুষের ছোট মন্তব্যও তাৎপর্যপূর্ণ!!

অনেক ধন্যবাদ ভাই।

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১২| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫

সিপন মিয়া বলেছেন: "পৌরাণিক ভস্ম থেকে উঠে আসে বেদনার পাখি বিবর্ণ প্রজাপতি ছুটে যায় কালো জল নদীটির কাছে অস্তমিত সব কথা অতীতের নিবিড় অতলে ঘুমিয়েছে আমাদের অন্তর্গত অলীক শহর।" -ভাল লাগল।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।

কৃতজ্ঞতা থাকছে।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৩| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

কৃতজ্ঞতা জানবেন। অশেষ।

এবং শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়। অনেক ভালো।

১৪| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০০

মহান অতন্দ্র বলেছেন: চমৎকার গদ্য। ভাল লাগা।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৬

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ সুলেখক। অনেক। অনেক।

অনিঃশেষ শুভকামনার কথা বলছি।

কৃতজ্ঞতার কথাও।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৫| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১:৪৬

গুলশান কিবরীয়া বলেছেন: "আমাদের অন্তর্গত অলীক শহর" চমৎকার একটি লেখা ।

০২ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

কৃত্ঞতা উপস্থিতিতে।

শুভকামনার কথা বলছি।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৬| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ২:২৩

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার লাগল দাদা

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

শুভকামনা কথাই বলি, বারবার।

কৃতজ্ঞতার কথাও।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৭| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: //পৌরাণিক ভস্ম থেকে উঠে আসে বেদনার পাখি বিবর্ণ প্রজাপতি//
//অতীতের নিবিড় অতলে ঘুমিয়েছে আমাদের অন্তর্গত অলীক শহর//

অত:পর আমি পড়লাম এবং পড়লাম...

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৫

দীপংকর চন্দ বলেছেন: সর্বোপরি আমি ধন্যবাদ জানালাম এবং ধন্যবাদ জানালাম...

কৃতজ্ঞতা থাকছে ভাই।

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৮| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৯

শামছুল ইসলাম বলেছেন: ছোট কিন্তু অর্থ পূর্ণ পোস্ট।
ব্যাপারটা কিন্তু লক্ষণীয়, শিশু অনেক শব্দেরই ইংরেজী জানে কিন্তু বাংলা জানে না।
এবং এটাই ঘটছে বর্তমানে, আমরা ইংরেজীর প্রতি জোর দেওয়ার জন্য শিশুদের প্রথমেই কোন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়ে দেই। সুতরাং বাংলাটা হয়ে যায় অবহেলিত।
শুভ কামনা দীপংকর দা।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:১২

দীপংকর চন্দ বলেছেন: //...আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর...//

সহমত ভাই।

কৃতজ্ঞতা থাকছে উপস্থিতিতে।

শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৯| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পৌরাণিক ভস্ম থেকে উঠে আসে বেদনার পাখি চমৎকার !!
বাপ মেয়ের জন্য শুভ কামনা ।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫০

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

কণ্ঠ মেলাচ্ছি আমিও আপনার কণ্ঠস্বরের সাথে, 'বাপ মেয়ের জন্য শুভকামনা।'

ধন্যবাদ ভাই। অনেক।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২০| ০২ রা অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫১

সাহসী সন্তান বলেছেন: লেখাটা যদিও অনেক ছোট তার পরেও খুবই সুন্দর এবং অনেক তাৎপর্যপূর্ন!

বাবা, এবং সন্তানের জন্য শুভ কামনা!

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৩

দীপংকর চন্দ বলেছেন: //বাবা, এবং সন্তানের জন্য শুভ কামনা!//

হা হা হা হা

শুভকামনা ছুঁঁয়ে যাক যথার্থ ঠিকানা!!

অনেক ধন্যবাদ ভাই।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২১| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৩

আবু শাকিল বলেছেন: ছোট তবে লেখায় প্রচুর ভালা লাগা।
ধন্যবাদ ।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০৮

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাকিল ভাই।

কৃতজ্ঞতা থাকছে উপস্থিতিতে।

এবং শুভকামনা। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২২| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৫

সোমহেপি বলেছেন: সুন্দর ! ভালো হয়েছে ।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০৯

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক। অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

২৩| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৯

রিকি বলেছেন: পৌরাণিক ভস্ম থেকে উঠে আসে বেদনার পাখি

ঘ্রাণেন অর্ধ ভোজনম !!! নামেই বুঝতে পেরেছি দাদা, লেখাটা কিসে পরিণত হতে চলেছে। +++++

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:১১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুলেখক।

কৃতজ্ঞতা থাকছে।

শুভকামনাও। অনেক।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

২৪| ০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

জেন রসি বলেছেন: চমৎকার।

+++

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:১৩

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জানবেন ভাই।

শুভকামনা এবং শুভকামনা।

কৃতজ্ঞতাও।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।

২৫| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর অর্থবহ একটা লেখা । ভাল লাগলো খুব ।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:১৫

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা। অনেক।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

২৬| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৮

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,



ফিনিক্স পাখির মতো পৌরাণিক ভস্ম থেকে যেন ডানা মেলে উড়ে এলো আপনার লেখাটি । শরীরে তার জাগতিক সংসারের সারৎসার একটি জিজ্ঞাসার ছাই মাখা ।
অনবদ্য ।

ভালো থাকুন ।

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:১৭

দীপংকর চন্দ বলেছেন: //ফিনিক্স পাখির মতো পৌরাণিক ভস্ম থেকে যেন ডানা মেলে উড়ে এলো আপনার লেখাটি । শরীরে তার জাগতিক সংসারের সারৎসার একটি জিজ্ঞাসার ছাই মাখা ।//

মন্তব্যের সৌন্দর্যে মুগ্ধতা শ্রদ্ধেয়!!

কৃতজ্ঞতা কথা বারবার বলি।

বারবার বলি শুভকামনার কথাও।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

২৭| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭

কিরমানী লিটন বলেছেন: পৌরাণিক ভস্ম থেকে উঠে আসে বেদনার পাখি বিবর্ণ প্রজাপতি ছুটে যায় কালো জল নদীটির কাছে অস্তমিত সব কথা অতীতের নিবিড় অতলে ঘুমিয়েছে আমাদের অন্তর্গত অলীক শহর

এ যেন আত্মার অতল থেকে উঠে আসা হৃদয়ের স্বতঃস্ফূর্ত ঝর্ণাধারা! মুগ্ধ অবগাহনে প্রান জুড়িয়ে গেল!!!অভিবাদন প্রিয় দাদা,শুভকামনা রইলো ...
চমৎকার লেগেছে,বাবা-মেয়ের কথোপকথনের গল্পটাও ...

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:২৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ উপস্থিতিতে।

এবং কৃতজ্ঞতা।

অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।

২৮| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৬

আলোরিকা বলেছেন: লেখক তুলে ধরে তার সময় .....মাঝে মাঝে হাতরে ফেরে অতীত ....... কখনো কখনো ভবিষ্যৎ দ্রষ্টা ! ত্রিকাল দর্শী লেখক দাদা আমাদের :) শুভকামনা , ভাল থাকবেন :)

০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৮

দীপংকর চন্দ বলেছেন: কি যে বলেন!!!

আমার জন্য প্রার্থণা করবেন, আমার মাথা যেন চিরকাল নত থাকে কৃতজ্ঞতায়।

শুভকামনা জানবেন। অনিঃশেষ এবং অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

২৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৪

হাসান মাহবুব বলেছেন: কিছু একটা মিস করছি মনে হচ্ছে। দুঃখিত।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০২

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা অনিঃশেষ প্রিয় কথাসাহিত্যিক।

সবসময় পাশে থাকার আনন্দটুকুও তো অমূল্য!

ভালো থাকবেন। অনেক। অনেক ভালো।

৩০| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৮

আমিনুর রহমান বলেছেন:


পৌরাণিক ভস্ম থেকে উঠে আসে বেদনার পাখি বিবর্ণ প্রজাপতি ছুটে যায় কালো জল নদীটির কাছে অস্তমিত সব কথা অতীতের নিবিড় অতলে ঘুমিয়েছে আমাদের অন্তর্গত অলীক শহর।



কৃতজ্ঞ মানুষটা হাসিমুখে হটডগটাকে খেয়ে ফেললো। হটডগটা কিন্তু কিছুই বললো না। নিজের জীবন দিয়ে মানুষটাকে বাঁচালো। ইউ নো, দেন মানুষটার অনেক এ্যানার্জি এন্ড পাওয়ার হলো। এন্ড মানুষটা দেন ওয়েন্ট টু ফুড কোর্ট এন্ড ভেরি ক্রুয়েলি সব হটডগ খেয়ে ফেললো। দ্যাটস অল। আচ্ছা পাপা, মানুষ পচা হয় খুব, তাই না!!


উপরে লেখায় কিছু একটা আছে ঠিক ধরতে পারছি না। কিছু একটা বলতে চেয়েছেন মেয়ের সাথে আপনার কথোপকথনের মাধ্যমে।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৪

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

কি যে বলেন!!!

গল্প কবিতা কথার ছলে সাধারণ কিছু লেখার চেষ্টাই শুধু!!

আপনাদের বোঝার ক্ষমতার ওপর আমার আস্থা অনেক।

বোঝাতে না পারার ব্যর্থতা মাথা পেতে নিচ্ছি, কিন্তু বোঝাতে যাওয়ার মতো ধৃষ্টতা দেখাতে চাচ্ছি না ভাই!!!

অামার শুভকামনা অনিঃশেষ জানবেন।

উত্তরের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৩১| ১৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২২

এহসান সাবির বলেছেন: সত্যিই দারুন।

আমিন ভাইয়ের প্রশ্নের উত্তরটা আমিও জানতে চাই।

২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০২

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

বিব্রতকর পরিস্থিতি!!!

আমিন ভাইকে কিছু কথা লিখলাম। তবে ধৃষ্টতাকে দূরে রাখলাম সবিনয়ে।

শুভকামনা এবং শুভকামনা।

লেখা প্রকাশের পর লেখকের কোন বক্তব্য থাকতে নেই!

পাঠকের উপলব্ধিই চূড়ান্ত সত্য।

উত্তরের দীর্ঘ বিলম্বের জন্য ক্ষমাপ্রার্থণা।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.