নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

প্রত্যাশা একটি প্রেমের গল্পের

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৩



আমার একটা প্রেম করা প্রয়োজন, সরল বক্তব্য ছেলেটির!
আমার প্রয়োজন একটি প্রেমের গল্প, আমি স্বীকার করলাম অকপটে!
এ বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু ইচ্ছে আছে শতভাগ, ছেলেটি বলল।
অভিজ্ঞতা আমারও নেই, আছে যুক্তি আর নৈতিকতা! বললাম আমি অনিশ্চিতির ওপর নির্ভর করে।
কিন্তু আপনার যুক্তি আর নৈতিকতাবোধ দিয়ে কী কাজ আসলে হবে ভাবছেন?
সাথে পারস্পরিক বুদ্ধি বিবেক যুক্ত যদি হয়! অর্জিত জ্ঞানের মিথষ্ক্রিয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো পৌঁছাব আমরা!
আমিও তা-ই চাই! আপনি আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন, ছেলেটির প্রত্যাশায় সংশয় স্পষ্ট যদিও!
আমি আপ্রাণ চেষ্টা করব! সংশয়ের স্পর্শ আমার প্রত্যয়েও!
শুভকামনা আপনার জন্য!
আপনার জন্যও শুভকামনা ভাই!
ফুলার রোডের আধিভৌতিক আলো-আঁধারিতে কেউ কারো মুখ দেখতে পাচ্ছি না আমরা!
রাতের নির্বিকার নির্জনতায় নির্মাণ করছি নিজেদের স্বপ্ন পরিকল্পনা!

আচ্ছা ভাই, আই.আর.-এর কোনো মেয়ের সাথে প্রেম করার চেষ্টা করি?
আপনার নিজের ডিপার্টমেন্টের কোনো মেয়ে কেন নয়?
নিজের ডিপার্টমেন্ট নিয়ে একটু সমস্যা আছে! যদি ধরা খাই ইজ্জত নিয়ে টানাটানি!
ধরা খাই মানে কী? যদি প্রত্যাখ্যাত হন? যদি ব্যর্থ হন?
শুদ্ধ ভাষায় বলতে গেলে তা-ই!
আমার কিন্তু মনে হয় আই.আর.-এর মেয়েরা বেশ পশ! হাই সোসাইটি রিপ্রেজেন্ট করে! পাল্লা দিয়ে কি পারা যাবে ওদের সাথে?
চিন্তার বিষয়! তাহলে ইংলিশ কেমন হয়?
মন্দ হয় না! তবে সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারব না! আমার ইংরেজি জ্ঞান অগভীর!
আমি গ্রামের সন্তান! ইংরেজিতে আমিও কাঁচা ভাই! হতাশা ছেলেটির গলায়!
ফিলোসফি?
সম্ভব! আমার এক পরিচিত মেয়ে আছে ফিলোসফিতে! সেকেন্ড ইয়ার! বেশ ভালো দেখতে!
আপনার পছন্দ?
আমার একার পছন্দে কি কাজ হবে! একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলেটি!
শুরু তো হোক! দর্শন আমার বেশ প্রিয় বিষয়!

এক সপ্তাহ পর।
স্বভাবজাত নীরবতা নিয়ে ফুলার রোডে রাত নামল।
ভাই, কাজ মনে হয় হয়েছে কিছু!
কেমন?
আপনার কথামতো অমৃতাকে বলেছি, কথা আছে তোমার সাথে! শোনার সময় হবে তোমার? অমৃতা হেসে বলেছে, আগামী বৃহস্পতিবার ক্লাসের পর!
বেশ ভালো শুরু বলা চলে! খানিকটা উৎফুল্লতা আমার কণ্ঠে!
রমনা পার্কে যাব ভাই? শুয়ে বসে মনের কথা বলা যাবে! উদগ্রীব ছেলেটির জিজ্ঞাসা!
শোয়ার চিন্তা নীতিবিরুদ্ধ! আমি আপাতত বসারও পক্ষে নই! আপনি বরং দাঁড়িয়ে শুরু করুন প্রাথমিক কথোপকথন!
দাঁড়িয়ে!
ডাসে! কিছু খেতে খেতে কথা বললে কেমন হয়?
মন্দ বলেননি! আপনি একটু ডিফেন্সিভ আছেন!
আমার মনে হয়, অমৃতার অন্তরের গতিপ্রকৃতি একটু আঁচ করে নেয়া উচিত প্রথমে!
আপনার বুদ্ধি বেশ পাকা! তবে প্রয়োগে সমস্যা বোধহয়!
হুম! নয়তো আমার একটা প্রেমের গল্প থাকত! দুঃখবোধ আমার কণ্ঠস্বরে।

আমাদের গল্প এগিয়ে চলল অন্ধকারের হাত ধরে। ফুলার রোডের আকাশ জুড়ে সংখ্যাতীত তারা। শিক্ষক নিবাসের অশনাক্তকৃত কোনো অংশে দুলতে থাকা হাসনাহেনার গন্ধে মাতাল বাতাস।

বৃহস্পতিবার।
আমি একা অনেক রাত পর্যন্ত বসে রইলাম ফুলার রোডের নির্জনতা সাক্ষী রেখে!
ছেলেটির কোনো খবর নেই!

শুক্রবার। রাত।
ফুলার রোড বেশ ক্লান্ত!
আমি বসে আছি অন্ধকারে! একা!

শনিবার। রাত।
প্রেমের গল্প লেখার পরিণতি নিয়ে বেশ সন্দিহান আমি!

রবিবার। রাত।
বড় জানতে ইচ্ছে করছে অমৃতার খবর!

সোমবার। রাত।
ছেলেটির প্রেমাকাঙ্ক্ষা কি স্পর্শ করতে সক্ষম হলো প্রত্যাশার কোনো সমৃদ্ধ সীমা?

মঙ্গলবার। রাত।
নিশ্চিত নয় পৃথিবীর কোনো কিছুই!
অক্লান্ত আশাবাদ কেবল!

বুধবার। রাত।
প্রেমের গল্প লেখার প্রয়াস ব্যর্থতায় পর্যবসিত হলো সম্ভবত!

এভাবেই আবার বৃহস্পতিবার আসে! বাস্তব বিচ্যুত কল্পনা ফিরে আসে নতুন পৃথিবীতে! ফিরতে ভালোবাসে পৃথিবীর সবকিছু! কারণ, এই বিশ্বচরাচরে ফেরার মতো আর কোন জায়গা কি আছে, যেখানে মাটি আছে, আশা আছে, আছে প্রত্যাশা- প্রেমের, একটি প্রেমের গল্পের!


ছবি: সংগৃহীত


মন্তব্য ৪৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: অাহা! তাহলে প্রেমের গল্প লেখা অার হলোই না?

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৮

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

তখন পর্যন্ত হইছিলো না আর কি!!!

পরের কিচ্ছা জানা নাই রে ভাই!!!

শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯

মিশু মিলন বলেছেন: বাহ্! দারুণ লিখেছেন দাদা।

এভাবেই আবার বৃহস্পতিবার আসে! বাস্তব বিচ্যুত কল্পনা ফিরে আসে নতুন পৃথিবীতে! ফিরতে ভালোবাসে পৃথিবীর সবকিছু! কারণ, এই বিশ্বচরাচরে ফেরার মতো আর কোন জায়গা কি আছে, যেখানে মাটি আছে, আশা আছে, আছে প্রত্যাশা- প্রেমের, একটি প্রেমের গল্পের!

লাইনগুলো নিজের মুখোমুখি দাঁড় করিয়ে ভাবায়।

ভাল থাকবেন, শুভকামনা নিরন্তর..............

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩২

দীপংকর চন্দ বলেছেন: প্রথমেই অভিনন্দন ভাই।

প্রার্থণা থাকছে, সুন্দর সুচিন্তিত লেখায় সমৃদ্ধ করুন বাংলা সাহিত্যের ভুবন।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৩

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লিখেছেন দাদা।

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।

কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে।

জানবেন শুভকামনা।

সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।

৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৯

কল্লোল পথিক বলেছেন: বেশ লিখেছেন

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৬

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক।

এবং কৃতজ্ঞতা ভাই।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৫

দেবজ্যোতিকাজল বলেছেন: প্রেমটাকে ব্যবহার না করে শুধুই ভালবাসুন ,

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮

দীপংকর চন্দ বলেছেন: কথা তাৎপর্যপূর্ণ!!!

কিন্তু দুর্মুখরা যে বলে, ভালোবাসা ভালো নয়!!!

হা হা হা হা

শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩০

চৌধুরী ইপ্তি বলেছেন: ভাল লাগল দাদা

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

উপস্থিতিতে কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ছেলেটির আশা না করে আপন ভূবনে প্লট খুঁজুন ভাঙ্গা গড়া অনেক প্রেম পাবেন । ধন্যবাদ । নিজের নাক থ্যাবড়াই ভালো ।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৩

দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও প্রকাশ দা।

প্লট পাওয়া নিয়ে সমস্যার শেষ নাই। হেভিওয়েট লেখক যেমন, হাসান মাহাবুব, প্রফেসর শঙ্কু, ইনকগনিটোর মতো মানুষগুলা বইসা বইসা প্লট পাইয়া যায়। আর আমার মতো ওয়েটলেস যারা, তারা মনে করেন দৌড় পাড়ি, তবু প্লট পাই না!

কপালের ওপর ছাড়ছি সব! যা হওনের হবে!

হা হা হা হা

অনেক অনেক ভালো থাকবেন।

অনিঃশেষ শুভকামনা।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

রক্তিম দিগন্ত বলেছেন: প্রেমের গল্প না প্রেমের কবিতা? না প্রেমের গল্পদ্য?

চমৎকার লাগলো। যদিও পড়তে গিয়ে বেশ কষ্ট হইছিল। কবিতা পড়ার অভ্যাস কম তো। :(

ভাল লাগছে। +++

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

কষ্ট কি আর আপনার একার ভাই!!

আমারও অনেক কষ্ট!!

নিজের লেখা নিজেরও তো পড়তে হয়!! ঠিক কিনা বলেন!!!

হা হা হা হা

শুভকামনা অনিঃশেষ।

সবসময় ভালো থাকবেন। অনেক।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৭

হাসান মাহবুব বলেছেন: একদিকে যখন ভালোবাসা আসে, অন্যদিকে তখন নিভে যায় বন্ধুত্বের মায়ানিভু আলো। ভালোবাসাকে কলমবন্দি করার আশা শুধু জন্ম দেয় অসংখ্য নির্ঘুম রাতের, বিরহের প্রত্যাশায়। বিরহবিষাদ সুন্দর এবং বাস্তবিক।

ভালো লাগলো লেখাটা। শুভেচ্ছা রইলো।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২১

দীপংকর চন্দ বলেছেন: //একদিকে যখন ভালোবাসা আসে, অন্যদিকে তখন নিভে যায় বন্ধুত্বের মায়ানিভু আলো। ভালোবাসাকে কলমবন্দি করার আশা শুধু জন্ম দেয় অসংখ্য নির্ঘুম রাতের, বিরহের প্রত্যাশায়। বিরহবিষাদ সুন্দর এবং বাস্তবিক।//

মুগ্ধতা অত্যন্ত গভীর মন্তব্যে!!!

অনিঃশেষ শুভকামনা জানবেন প্রিয় কথাসাহিত্যিক।

অনেক ভালো থাকবেন। সবসময়।

মন্তব্যে মুগ্ধতার কথা পুনরায় উল্লেখ করছি।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৩

অপর্ণা মম্ময় বলেছেন: ডিপার্ট্মেন্ট ওয়াইজ প্রেমের ধরণ কি ভিন্ন হতে পারে? ব্যাপারটা ভেবে দেখিনি কখনো।
ভালো লেগেছে লেখাটি পড়তে।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৯

দীপংকর চন্দ বলেছেন: //ডিপার্ট্মেন্ট ওয়াইজ প্রেমের ধরণ কি ভিন্ন হতে পারে?//

হা হা হা হা

চিন্তার বিষয় আসলেই!!

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অনেক অনেক ভালো থাকবেন।

অনিঃশেষ শুভকামনা।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

আলোরিকা বলেছেন: ' বৃহস্পতিবার।
আমি একা অনেক রাত পর্যন্ত বসে রইলাম ফুলার রোডের নির্জনতা সাক্ষী রেখে!
ছেলেটির কোনো খবর নেই! '

ছেলেটি লাপাত্তা দেখে ভাবলাম , প্রেমের গল্প শুরু হয়ে গেছে কিন্তু কবি বলছে সব নিরাশার গল্প । তাহলে কি স্বয়ং কবি গল্পচ্ছলে প্রেম খুঁজতে গিয়ে ব্যর্থ !

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

দীপংকর চন্দ বলেছেন: //ছেলেটি লাপাত্তা দেখে ভাবলাম , প্রেমের গল্প শুরু হয়ে গেছে কিন্তু কবি বলছে সব নিরাশার গল্প । তাহলে কি স্বয়ং কবি গল্পচ্ছলে প্রেম খুঁজতে গিয়ে ব্যর্থ !//

এইসব কি!!!

ইহা এইমর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে, গল্পের চরিত্রগুলা পুরাই নৈর্ব্যক্তিক!!!

হা হা হা হা

সুন্দর মন্তব্যে ভালো লাগা অনেক।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

সাহসী সন্তান বলেছেন: পোস্ট গদ্য না পদ্য বুঝিনি, তবে পড়তে বেশ লাগছে!


শুভ কামনা জানবেন ব্রাদার!

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

কোন সমস্যা নেই ভাই।

ধরন স্পষ্ট করতে না পারার অক্ষমতা আমার আছে।

কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।

ভালো থাকবেন। সবসময়।

শুভকামনা।

১৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৩

আরণ্যক রাখাল বলেছেন: কাব্যিক গল্প|
বাকিটা হল, ছেলে প্রেমে করতে করতে আপনাকে ভুলে গেছে!

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৩

দীপংকর চন্দ বলেছেন: //বাকিটা হল, ছেলে প্রেমে করতে করতে আপনাকে ভুলে গেছে!//

হা হা হা হা

পারলে একটু খোঁজখবর কইরেন তো!! গল্পটা শেষ করার ইচ্ছা আছিলো!!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন ভাই।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। একদম ইউনিক।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

উপস্থিতিতে কৃতজ্ঞতা। অনেক কৃতজ্ঞতা।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২

দিশেহারা রাজপুত্র বলেছেন: না লিখেও লেখা হয়ে গেলো।

কাব্যিক কথামালা মন ছুঁয়ে গেল। শুভ কামনা।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

দীপংকর চন্দ বলেছেন: //না লিখেও লেখা হয়ে গেলো।//

হইছে না রে ভাই! পোলাডায় বাগড়া দিছে!!

হা হা হা হা

উপস্থিতিতে কৃতজ্ঞতা রাজপুত্র।

অনেক অনেক ভালো থাকবেন।

শুভকামনা জানবেন। অনিঃশেষ।

১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৮

রিকি বলেছেন: আগেরগুলোর তুলনায় একটু কঠিন লাগলো দাদা, রক্তিম দিগন্তের মত অবস্থা :( :(

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৬

দীপংকর চন্দ বলেছেন: এভাবে কেন বলছেন!!

এমন হতে পারা স্বাভাবিক যে, আমার অক্ষমতা আপনাদের বোধগম্যতাকে স্পর্শ করতে পারেনি!

কৃতজ্ঞতা উপস্থিতিতে অনেক। অনেক।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:



চমৎকার +++++

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

কৃতজ্ঞতা। অনেক।

শুভকামনাও। অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৩২

শামছুল ইসলাম বলেছেন: খুব ইন্টারেস্টিং কথোপকথন, গভীরে আরো কি যেন আছে, বুঝতে পারছি না।

তবে ভাল লেগেছে নিঃসন্দেহে।

ভাল থাকুন। সবসময়।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০১

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

আপনার নিবিড় পঠনের প্রতি আমার আস্থা অনেক।

উপস্থিতিতে কৃতজ্ঞতা জানবেন।

জানবেন শুভকামনা। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়।

১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৮

এহসান সাবির বলেছেন: সত্যিই আমার একটা প্রেম করা প্রয়োজন.........!!!!

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৬

দীপংকর চন্দ বলেছেন: //সত্যিই আমার একটা প্রেম করা প্রয়োজন.........!!!!//

কথা যদি সত্যি হয়, তাহলে ভাই আপনের কাছে যে হাজার হাজার নিবেদনপত্র আসবে, সেগুলা বাছাই করার জন্যও তো লোক লাগবে- বলেন ঠিক কিনা!!

যদি লোক লাগে ভাই, আমারে রাইখেন। মন দিয়া কাজ করবো কথা দিলাম।

হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৭

কিরমানী লিটন বলেছেন: এভাবেই আবার বৃহস্পতিবার আসে! বাস্তব বিচ্যুত কল্পনা ফিরে আসে নতুন পৃথিবীতে! ফিরতে ভালোবাসে পৃথিবীর সবকিছু! কারণ, এই বিশ্বচরাচরে ফেরার মতো আর কোন জায়গা কি আছে, যেখানে মাটি আছে, আশা আছে, আছে প্রত্যাশা- প্রেমের, একটি প্রেমের গল্পের!

- অনবদ্য ভালোলাগায় মন ভরে গেলো, অনেক শুভকামনা প্রিয় দীপংকর চন্দ দাদাভাই...।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০

দীপংকর চন্দ বলেছেন: প্রথমেই অভিনন্দন কবি।

প্রার্থণা করি, বাংলা সাহিত্যের ভুবন সমৃদ্ধ হোক আপনার সুন্দর লেখায়।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫

আবু শাকিল বলেছেন: মুগ্ধ পাঠ ।
শেষের লাইন টা দারুন।

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শাকিল ভাই।

আপনারে দেখলেই সেই ছবিটার কথা মনে পড়ে!!

পৃথিবীতে এর চেয়ে বেশি দর্শক কি আর কোন কাবাডি খেলায় দেখছি!!!

উপস্থিতিতে কৃতজ্ঞতা।

শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২

তামান্না তাবাসসুম বলেছেন: ভাললাগা রেখে গেলাম :)

২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ জানবেন। অনেক।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.