![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
আপনি কেন লিখছেন এতো লেখা? কিছুটা বিস্ময় শ্রীলেখার কণ্ঠে!
এটা একটা খেলা। পাওয়ার রাইটিং। ফোনের অন্যপাশে নিরুত্তাপ কণ্ঠস্বর সিদ্ধার্থের।
আপনি কী সাধারণের সীমা অতিক্রম করতে চাইছেন? প্রচ্ছন্ন উপহাস জিজ্ঞাসায়।
আমার ওপর এধরনের নির্দেশ আছে। সিদ্ধার্থের নিরাবেগ উত্তর।
আপনার ওপর অনেকেই বিরক্ত তা জানেন!
যথোপযুক্ত জায়গায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আপনার বিরুদ্ধপক্ষের তালিকাও কিন্তু দীর্ঘ হচ্ছে ধীরে ধীরে!
কমপ্লেইন সেন্টারে কথা বলুন। কনটাক্ট নাম্বার ০১...
শাট আপ!
সিদ্ধান্ত গ্রহণের সর্বময় ক্ষমতা কর্তৃপক্ষের।
একঘেয়েমি আপনাকে স্পর্শ করে না? আপনার খারাপ লাগে না বিন্দুমাত্র? এই যে নির্লজ্জের মতো প্রতিদিন নিজের লেখা অন্যদের সামনে তুলে ধরেন! উত্তেজিত বোধ করেন শ্রীলেখা!
আশাবাদী হোন। বিভিন্ন স্ট্যাট জানাচ্ছে, নিশ্চয়ই প্রতিটি খেলার শেষ আছে।
তার মানে কী? আপনি লেখা বন্ধ করছেন? শ্রীলেখার একগুঁয়ে জিজ্ঞাসা!
বিষয়টি নিষ্পত্তির জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন।
সিদ্ধার্থের উত্তরে সহ্যের সীমা অতিক্রম করে শ্রীলেখার ধৈর্য্য, প্রায় চিৎকার করে তিনি বলেন, আপনি কী মানুষ!
প্রোগ্রাম। হাইলি সফিস্টিকেটেড। জেনারেশন...
আশ্চর্য! আপনার তো আবেগ, অনুভূতি বলতে কিছুই নেই!
আপনি অযথা উত্তেজিত হচ্ছেন, এই মুহূর্তে আপনার বিপি হাই, ভ্যারাইটিজ হরমোন স্যাক্রেশন রেশিও জানিয়ে দিচ্ছি আমি...
চুপ করুন!! আপনার সাথে দেখা করতে চাই আমি! কখন, কবে, কোথায় বলুন...
দূর নক্ষত্রবীথি থেকে নিয়ন্ত্রিত আমি...
দেখেন! উল্টোপাল্টা কথা বলবেন না! বিভ্রান্ত করার চেষ্টা করবেন না আমাকে! দেখা করবেন কিনা পরিষ্কার উত্তর দিন! হ্যাঁ কিংবা না!
নির্দেশ নেই। ন্যুনতম উষ্ণতাহীন সিদ্ধার্থের কণ্ঠ। রুক্ষ, ধাতব।
আপনি অনেক বড়ো মনে করেন নিজেকে, তাই না? রাজ্যের বিরক্তি শ্রীলেখার কণ্ঠে!
বাইনারী কোড সবকিছু। জিরো ওয়ান, কম্বিনেশন, পার..
শাট আপ! আপনি মিথ্যা বলছেন...
এন্টি লজিক...
আজব তো! মুখ বন্ধ রাখেন! চুপচাপ শোনেন আমি কী বলতে চাইছি...
আপনার নির্ধারিত সময় শেষ হচ্ছে, এখন...
...পিপ-পিপ-পিপ-পিপ... বিচ্ছিন্ন হলো সংযোগ।
পরদিন।
শ্রীলেখা উপস্থিত হলেন ডেকাগোনাল সেন্টারের লিঁয়াজো অফিসে!
ইনফরমেশন সাপোর্ট প্রয়োজন তার, ভীষণ!
দিনভর বিভিন্ন মহলে বিরামহীন যোগাযোগের পর শ্রীলেখা নিশ্চিতভাবে জানলেন, সিদ্ধার্থ নামের আড়ালে যিনি গত কয়েক বছর যাবৎ লিখছেন নতুন গণমাধ্যমে, তিনি আসলে দূর নক্ষত্র-নিয়ন্ত্রিত উচ্চক্ষমতাসম্পন্ন একটি কম্পিউটার প্রোগ্রাম! ভীষণ সিকিউরড! কমপাউন্ড পাসওয়ার্ড প্রটেক্টেড!
পাওয়ারফুল হিডেন সার্চ ইঞ্জিনগুলো সিদ্ধার্থ সম্পর্কে জানাচ্ছে, ইনফরমেশনস নো হ্যোয়ার ফর মাস পিপল।
ছবি: সংগৃহীত
১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫১
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ সুলেখক আপনাকেও। অনেক।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪১
তার আর পর নেই… বলেছেন: শ্রীলেখা কেন বিরক্ত? সে কি অনুরক্ত হয়ে বিরক্ত?
শ্রীলেখা লেখা দেখেই সিদ্ধার্থ নামক এক রোবটের অনুরক্ত হয়ে গেছে?
১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৯
দীপংকর চন্দ বলেছেন: // শ্রীলেখা কেন বিরক্ত? সে কি অনুরক্ত হয়ে বিরক্ত?//
হা হা হা হা
হতেও পারে কিংবা নয়!!
কে যে কে, কে জানে!!
শ্রীলেখা যে নিশ্চিত শ্রীলেখা-ই, সেটাও তো প্রশ্ন সাপেক্ষ!!
বিরক্তি বা অনুরক্তিও যে কৃত্রিম বুদ্ধিমত্তায় সৃষ্টি নয়, সে নিশ্চয়তাই বা কে দেবে!!!
হা হা হা হা
অনিঃশেষ শুভকামনা জানবেন।
ভালো থাকবেন। সবসময়।
৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগা রেখে গেলাম। ধন্যবাদ দাদা
১১ ই মার্চ, ২০১৬ রাত ১:০১
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।
কৃতজ্ঞতা অনেক উপস্থিতিতে।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ। সবসময়।
ভালো থাকবেন। অনেক ভালো।
৪| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৩
কল্লোল পথিক বলেছেন:
এক রাশ ভাল লাগা রেখে গেলাম।
১১ ই মার্চ, ২০১৬ রাত ১:০৩
দীপংকর চন্দ বলেছেন: কবির প্রতি কৃতজ্ঞতা একরাশ।
একরাশ ধন্যবাদ।
একরাশ শুভকামনাও।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো। অনেক।
৫| ১১ ই মার্চ, ২০১৬ রাত ১:১৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সিদ্ধার্থ নামের আড়ালে যিনি গত কয়েক বছর যাবৎ লিখছেন নতুন গণমাধ্যমে,
তিনি আসলে দূর নক্ষত্র-নিয়ন্ত্রিত উচ্চক্ষমতাসম্পন্ন একটি কম্পিউটার প্রোগ্রাম! ভীষণ সিকিউরড!
কমপাউন্ড পাসওয়ার্ড প্রটেক্টেড!
হুম, ওমিক্রনিক রূপান্তর !
ভালোলাগা জানুন +++
১১ ই মার্চ, ২০১৬ রাত ১:৩০
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
বোঝা মুশকিল বেশ!!
হিসেবের সামান্য গরমিলেই পাল্টে যেতে পারে স্বতঃসিদ্ধ কতো ধারণা!! নয়?
অনিঃশেষ শুভকামনা জানবেন স্বপ্নচারী।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৬| ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২
সুমন কর বলেছেন: কি বলব !! একদম ভিন্ন রকম। পড়তে বেশ লেগেছে।
১১ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৭
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক। অনেক।
অনেক কৃতজ্ঞতা।
অনেক শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৭| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৯
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
"ইনফরমেশনস নো হ্যোয়ার ফর মাস পিপল।"
ইয়েস, ইট ইজ !
হোয়াই ?
এই " হোয়াই" টা জিজ্ঞেস করলেই তো আপনি আবার বলে বসবেন .."এন্টি লজিক..."
গণমাধ্যমের এই সিদ্ধার্থরা আসলেই কি লিখছেন , কেন লিখছেন বাইনারী কোডের মতো শুধু জিরো ওয়ান, জিরো জিরো ওয়ান ?
শ্রীলেখারা যদি জানতে চায় - "ওই মিয়া, ল্যাকছেন ডা কি ? জিরো ক্যাঠা আর নম্বর ওয়ান-ই বা ক্যাঠারে দিলেন ........?"
কিন্তু অরেঞ্জোগোনাল এই ধরিত্রী সেন্টারে গেলেই তো সেই রোবটিক ডায়ালগ - ইনফরমেশনস নো হ্যোয়ার ফর মাস পিপল।
অথচ সিদ্ধার্থদের জানা উচিত , তথ্য অধিকার আইন বলে একটা কথা আছে । নাকি সেটাও কি ব্যাংকের ভল্ট থেকে হ্যাক হয়ে গেছে ????
১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৩
দীপংকর চন্দ বলেছেন: প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিতের সংখ্যা নৈতিক শিক্ষায় শিক্ষিতের সংখ্যার সাথে ব্যস্তানুপাতিক সম্ভবত!!
একের বৃদ্ধিতে অন্যের হ্রাস!
আমাদের অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে আসলে আমাদেরই ঔদাসীন্যে, যতটুকু পরিলক্ষিত হচ্ছে দিন দিন, খুব সামান্য সেটুকু। অনেকটা ভাসমান হিমশৈল্যের মতো, দৃশ্যমান অংশ দেখে অনুমান করা কঠিন অতলে কতটা ক্ষতি অদৃশ্যমান!
শুধু তথ্য অধিকার আইন কেন, প্রতিটি আইনের আচরণই স্থান-কাল-পাত্রভেদে বৈষম্যমূলক যুগে যুগে।
আর সিদ্ধার্থ শ্রীলেখা- কারো অবস্থানই স্বচ্ছ নয়, থাকার কথাও নয়।
সুতরাং ভুল তথ্যের চেয়ে তথ্যের আপাত অনুপস্থিতিই মনে হয় মঙ্গলজনক সাধারণ মানুষের জন্য!!
অনিঃশেষ শুভকামনা জানবেন শ্রদ্ধেয়।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৮| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৫
মিজানুর রহমান মিরান বলেছেন: অণু সাইন্স ফিকশন?? ভালো লাগলো।
১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৬
দীপংকর চন্দ বলেছেন: সংজ্ঞায়িত করার মতো তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় ভাই।
অনেক অনেক ধন্যবাদ জানবেন।
অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
৯| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৯
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাললাগল
১২ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৯
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ। অনেক।
কৃতজ্ঞতা অনেক উপস্থিতিতে।
অনিঃশেষ শুভকামনা জানবেন ভাই।
সবসময় ভালো থাকবেন। অনেক ভালো।
১০| ১২ ই মার্চ, ২০১৬ ভোর ৬:৪৮
নীলপরি বলেছেন: আপনি কি করে লেখেন এতো অভিনব বিষয় নিয়ে ?
খুব ভালো লাগলো।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:১১
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
সিদ্ধার্থের কাছে এমন একটা প্রশ্ন শ্রীলেখা করতেই পারতো! অথচ দেখেন, প্রশ্নটা আমার মাথায় আসেনি! মাথার আর কি দোষ, বলেন!! বারো ভ্যাজালে জীবনটা তেজপাতা! মাথাটাও হইছে ফকফকা!!
হা হা হা হা
অনেক ধন্যবাদ।
অনেক কৃতজ্ঞতা।
অনেক শুভকামনা।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১১| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭
জুন বলেছেন: কয়েক বছর যাবৎ লিখছেন নতুন গণমাধ্যমে, তিনি আসলে দূর নক্ষত্র-নিয়ন্ত্রিত উচ্চক্ষমতাসম্পন্ন একটি কম্পিউটার প্রোগ্রাম! ভীষণ সিকিউরড! কমপাউন্ড পাসওয়ার্ড প্রটেক্টেড!
আমরাও কি এই জগতের অনেকে এমন সিদ্ধার্থের মত ?
অনেক ভালোলাগা রইলো দীপংকর চন্দ।
+
১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:১৯
দীপংকর চন্দ বলেছেন: //আমরাও কি এই জগতের অনেকে এমন সিদ্ধার্থের মত ?//
দিলেন তো প্যাঁচ লাগাইয়া!!!
জ্ঞানী মানুষজন নিয়া এই হইলো মুশকিল!!!
হা হা হা হা
জ্ঞানের প্রতি শ্রদ্ধা অনিঃশেষ। শ্রদ্ধা জ্ঞানীদের প্রতি।
আমরা মুক্ত হতে চাই অজ্ঞানতার অন্ধকার থেকে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন জুন।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
১২| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৩
বিদগ্ধ বলেছেন: "প্রোগ্রাম। হাইলি সফিস্টিকেটেড। জেনারেশন..."
-সামু'র ফিউশন ফাইভ নাকি এরকম একজন ব্লগার
লেখাটি গতানুগতিক নাকি অগতানুগতিক... এই গতানুগতিক মস্তিষ্কে ধরছে না!
কিন্তু ভালো লেগেছে। জানি না কেন!
১২ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩২
দীপংকর চন্দ বলেছেন: //লেখাটি গতানুগতিক নাকি অগতানুগতিক... এই গতানুগতিক মস্তিষ্কে ধরছে না!//
হা হা হা হা
কি যে বলেন!!
আমার মতো একজন সাদামাটা সাধারণ মানুষের সাধ্য হবে না এক জীবনে আপনাদের মতো বিদগ্ধ মানুষের চিন্তাসীমার কাছে পৌঁছায়।
আমার অভিমতে, লেখা সর্বসমক্ষে উপস্থাপনের পর পাঠকের যে কোন বিবেচনাই চূড়ান্ত সত্য।
আর মন্তব্য!! মন্তব্য কখনও কখনও নির্দেশ করবে পাঠকভাবনার গন্তব্যকে।
প্রতিটি মন্তব্যই মনোমুগ্ধকর বিভিন্ন আঙ্গিকে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন সমকালস্পর্শী সুলেখক।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৩| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১:০৬
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:০৪
দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুলেখক।
কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।
অনেক শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়।
১৪| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪২
দিশেহারা রাজপুত্র বলেছেন:
শ্রীলেখাকে যে উপেক্ষা করে সে লেখে কি করে?
কবিতার বারান্দা ছাড়িয়ে এই লেখারোদ খেলা করে পাঠকমনে। ভিন্নস্বাদ। আর শব্দের বূহ্যে ভালোলাগা অযুত।
প্রতিটা কবি লেখকই কিন্তু একজন শ্রীলেখা চায়।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:১৬
দীপংকর চন্দ বলেছেন: //শ্রীলেখাকে যে উপেক্ষা করে সে লেখে কি করে?//
হা হা হা হা
কে জানে, উপেক্ষা আসলে কোন তরফে!! এমন কি হতে পারে না, শ্রীলেখা লেখায় মুগ্ধ, লেখকে নয়!!! আর সব লেখক যে রাজপুত্রের মতো সর্বগুণান্বিত হবে এমন নিশ্চয়তা কে দেবে ভাই!!
হা হা হা হা
//প্রতিটা কবি লেখকই কিন্তু একজন শ্রীলেখা চায়।// কথা ঠিক, কিন্তু কেউ কেউ শ্রীলেখাকে ভয়ও পায়!!!
হা হা হা হা
রাজপুত্রের প্রতি হৃদয়নিঃসৃত ভালোবাসা।
এবং শুভকামনা। অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
১৫| ১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬
জেন রসি বলেছেন: কোথাও না কোথাও তথ্য থাকবেই। শুধু ডিকোড করতে জানলেই হয়। যেমন আপনার এই লেখাতেই কিছু লুকায়িত তথ্য আছে।
শুভকামনা রইলো দাদা।
++
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:২০
দীপংকর চন্দ বলেছেন: //কোথাও না কোথাও তথ্য থাকবেই। শুধু ডিকোড করতে জানলেই হয়।//
মন্তব্যে মুগ্ধতা!!! এবং শ্রদ্ধা।
আপনাদের মতো সুলেখক/সুপাঠকের সংস্পর্শে আসাটাও এক অনন্য অভিজ্ঞতা।
আমার আন্তরিক শুভকামনা ভাই। অনিঃশেষ।
অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
১৬| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫৩
হাসান মাহবুব বলেছেন: লেখাটি কি এতই সরল, নাকি কোন গুঢ়ার্থ আছে এর ভেতরে? আপনার লেখা বলেই প্রশ্নটা এলো!
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:২৬
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
আমার অসম্ভব ভালো লাগা কয়েকটি বাক্যের একটি হচ্ছে, "আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবোনা..."
অকারণে কেউ প্রিয় হয়না। অনেক কারণ ক্রিয়াশীল থাকে প্রিয় হবার নেপথ্যে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন প্রিয় কথাসাহিত্যিক।
অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।
১৭| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আপনি একটি ভিন্ন ধারা সৃষ্টি করে চলেন... কবি!!
এই কথাটি কি কোনদিন আপনাকে বলেছিলাম?
ভেবেছিলাম আলাদা করে আপনাকে নিয়ে কিছু প্রলাপ বকবো, কিন্তু মরার সময় আর হলো না!
শুভেচ্ছা জানবেন!
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৭
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
কি যে বলেন আপনি!!!
কিছু মানুষ দেখলেই মনে হয় অনেক দিনের চেনা! সেই চেনা মানুষদের সঙ্গ উপভোগ্য সবসময়, হোক না সেটা ভীষণ অল্প সময়ের!
সময় তো আর সমান যায় না। দেখবেন, একদিন ঠিক সুদীর্ঘ আলাপে-প্রলাপে মেতে উঠবো আমরা আবার।
আপনার অনেকগুলো লেখা সম্ভবত পড়া হয়নি এর ভেতর। ঐ যে, মরার সময়!!
হা হা হা হা
ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টি।
অনিঃশেষ শুভকামনা সদা হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত মানুষ।
অনেক ভালো থাকবেন। সবসময়।
১৮| ১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫২
পুলহ বলেছেন: আপনার লেখা সবসময়েই ভালো লাগে, সাথে বোনাস হিসেবে এবারে বিষয়-বৈচিত্র্যও পেলাম। অসাধারণ !
লেখায় আন্তরিক ভালো লাগা জানবেন দাদা !
শুভকামনা !
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৯:২২
দীপংকর চন্দ বলেছেন: আপনাদের মতো অসম্ভব ভালো মানের কয়েকজন লেখক/পাঠকের সাহচর্য পাবার অভিজ্ঞতাটা যে কতোটা সুখপ্রদ, আমার ভাষার সাধ্য নেই প্রকাশ করে সেটা!
তাই কৃতজ্ঞতার কথা বলি বারবার।
এবং বলি শুভকামনার কথাও। অবিশ্রান্ত।
অনেক ভালো থাকবেন ভাই। অনেক ভালো। সবসময়।
১৯| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৮
নীলপরি বলেছেন: আপনার প্রতিউত্তরের নোটিফিকেশন আমি পাইনি ।এমনিই এসে দেখলাম ।
১৯ শে মার্চ, ২০১৬ রাত ১:০৪
দীপংকর চন্দ বলেছেন: যে সূত্রেই আসেন না কেন, শুভকামনা থাকবেই।
শুভকামনা এবং শুভকামনা। পুনরায়।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৮
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ দীপংকর দা।