নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

আষাঢ়ে গল্প চাষাঢ়ে গল্প

১৫ ই জুন, ২০১৬ রাত ১১:১৪

নঞ-প্রস্তাবনা

সন্তগণ শাস্ত্রের আশ্রয় লইলেন। নিশ্চিত হইলেন, ইহা বৃত্তি উল্লেখে সুপ্রাচীন। সৃষ্টির প্রায় আদি হইতে উক্ত বৃত্তির চর্চা বিদ্যমান। এবং ইহাতে সর্বকালে জাতিধর্মমত নির্বিশেষে সর্বস্তরের মনুষ্য জ্ঞাতে-অজ্ঞাতে বিজড়িত। চৌর্যবৃত্তি সমাজের উপরিতলিক বিবেচনায় রীতিবিরুদ্ধ ও অহিতকর বলিয়া আখ্যায়িত হইলেও বিত্তবান, প্রতিপত্তিশালী দুর্বৃত্তের চৌর্যবৃত্তি বৈধ বহুলাংশে। এবং লোকচক্ষুর অন্তরালে নির্বিঘ্নে সমাধা করিতে পারিলে চৌর্যবৃত্তিতে সমাজের মৃদু ভৎসনা থাকিলেও তেমন আপত্তি নাই বলিয়া প্রতীয়মান হয়। যে কাহারো ক্ষেত্রে কার্য সমাপন্তে প্রথমত পলায়ন করিতে পারা আবশ্যক। অর্থাৎ ধরা পড়া যাইবে না।



যেহেতু বিত্তহীন যুবকটি ধরা পড়িয়াছে, সেহেতু সন্তগণ কর্মব্যস্ত হইলেন। চাঞ্চল্য তাড়িত হইলেন। এবং দৃষ্টান্তমূলক দণ্ড প্রদানের সিদ্ধান্তকে পরম কর্তব্যজ্ঞান করিলেন। যদিও যুবকের ওপর আরোপিত চৌর্য-অভিযোগ প্রমাণিত নয়, তদ্বসত্ত্বেও তাহার হস্তদ্বয় বাঁধা পড়িল সুদৃঢ় রজ্জুতে। সন্তগণের সুবিবেচক সিদ্ধান্ত মোতাবেক একখানা পুরু কাগজে ‘আমি চোর’ শব্দযুগল স্পষ্টাক্ষরে লিখিয়া যুবকের কণ্ঠে ঝুলাইয়া নগরীর এপ্রান্ত-ওপ্রান্ত প্রদক্ষিণ করিতে বাধ্য করা হইল। যুবকের গণ্ডদ্বয় অশ্রুসিক্ত হইল এবং সেই বেদনাদ্র অশ্রু কোন মনুষ্যমনের দয়ার দুয়ারের কড়া নাড়িতে অক্ষম হইলেও সদয় হইল প্রকৃতি। সেইসূত্রে বৃষ্টি আসিল। অবারিত বৃষ্টিধারা যুবকের অশ্রুধারা ঢাকিয়া রাখিল সন্তর্পণে। সন্তচক্ষুর অগোচরে। নিঃশব্দে।

নঞ-পাদটীকা


ছবি: সংগৃহীত



মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৬ রাত ১২:০১

কল্লোল পথিক বলেছেন:





সাধু,সাধু ( সুন্দর,সুন্দর)

২১ শে জুন, ২০১৬ রাত ১১:১৪

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ, ধন্যবাদ। অনেক, অনেক।

অনিঃশেষ শুভকামনা জানবেন কবি।

ক্ষমাপ্রার্থণা বরাবরের মতো উত্তর প্রদানে বিলম্বের জন্য।

ভালো থাকবেন। সবসময়।

২| ১৬ ই জুন, ২০১৬ রাত ১:০৮

কালনী নদী বলেছেন: feeling sorry and ashamed to hear that anti humankind rude behavior! we are all inbound to dis injustice. dis sud nt be a way for judgement' may god forgive us. actuelly we were hanged into that situation nt that brother! the jombie society gone outta- humanity. . . truely rich people just put their blame into lower class that because they r weaker withou any1 support.

২১ শে জুন, ২০১৬ রাত ১১:১৭

দীপংকর চন্দ বলেছেন: সুুচিন্তিত মন্তব্যে শ্রদ্ধা জানবেন।

আমরা হয়তো জানি না সত্যির স্বরূপ! বিকল্প খুঁজে পাওয়াও আমাদের জন্য কঠিন হয়তো!!

শুভকামনা অনিঃশেষ।

ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানে বিলম্বের জন্য।

ভালো থাকবেন ভাই। সবসময়।

৩| ১৬ ই জুন, ২০১৬ রাত ১:০৯

কথাকথিকেথিকথন বলেছেন: লেখা পড়ে মনে হলো দেড়শো বছর পূর্বে আছি । কলঙ্কিত সমাজপ্রতিদের আচরণ ফুটে উঠেছে । ভাল লেগেছে লেখার ধরণ ।

২১ শে জুন, ২০১৬ রাত ১১:২০

দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ কবি।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

উত্তর প্রদানের বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৪| ১৬ ই জুন, ২০১৬ সকাল ১০:১৪

আরণ্যক রাখাল বলেছেন: বিষাদময় লেখা।
প্রাচীন প্রাচীন লাগছিল। ওটাই চটকদার

২১ শে জুন, ২০১৬ রাত ১১:২২

দীপংকর চন্দ বলেছেন: অনেক ধন্যবাদ সুলেখক।

কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে।

শুভকামনা থাকছেই। অনিঃশেষ।

এবং ক্ষমাপ্রার্থণা, উত্তর প্রদানে বিলম্বের জন্য।

ভালো থাকবেন। অনেক ভালো।

৫| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ১:১৪

হাসান মাহবুব বলেছেন: আপনি অলরাউন্ডার লেখক !:#P

২১ শে জুন, ২০১৬ রাত ১১:২৭

দীপংকর চন্দ বলেছেন: কি যে বলেন!!

উল্টোপাল্টা নানা ধরনের নিরীক্ষার ভেতর ঢুকে যাই, সে-ও তো আপনারা পাশে থাকেন বলেই!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন প্রিয় কথাসাহিত্যিক।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

আর উত্তর প্রদানের বিলম্ব অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

৬| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ১:৩৫

আলোরিকা বলেছেন: লা জবাব ‍! আপনার কলম কে স্বর্ণ দিয়ে বাঁধিয়ে দিলাম :) :) :)

২১ শে জুন, ২০১৬ রাত ১১:৩২

দীপংকর চন্দ বলেছেন: লজ্জা লজ্জা লাগছে!!

একজন সামান্য মানুষের প্রতি আপনাদের সহৃদয় আন্তরিকতার প্রতিদান দেবার সাধ্য আমার নেই।

কৃতজ্ঞতা। অনেক।

ক্ষমাপ্রার্থণা থাকছে উত্তর প্রদানে বিলম্বের জন্য।

থাকছে শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৭| ১৬ ই জুন, ২০১৬ রাত ৮:৩৮

জেন রসি বলেছেন: ইদানীং আমার কাছে সব কিছুকেই ক্ষমতার খেলা বলেই মনে হচ্ছে। এমনকি মনে হচ্ছে জ্ঞান যতই উন্নত হোক ক্ষমতা ছাড়া তার কোন মূল্য নেই।

২১ শে জুন, ২০১৬ রাত ১১:৪০

দীপংকর চন্দ বলেছেন: তেমন মনে না হওয়াটাই অস্বাভাবিক!

তবে ক্ষমতারও উত্থান পতন আছে সম্ভবত! আছে পালাবদল! জ্ঞানও ক্ষেত্রবিশেষে তেমন পরিস্থিতির ভেতর দিয়ে যায়।

ক্ষমতার পালাবদলে শঙ্কা থাকে বেশিরভাগ ক্ষেত্রে, জ্ঞানের পালাবদলে বেশিরভাগ ক্ষেত্রে থাকে সম্ভাবনা!

অনিঃশেষ শুভকামনা জানবেন সুলেখক।

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের বিলম্ব।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

৮| ১৬ ই জুন, ২০১৬ রাত ১১:৩৩

নীলপরি বলেছেন: অপূর্ব লাগলো । ++

২১ শে জুন, ২০১৬ রাত ১১:৪৩

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

উপস্থিতিতে অনেক কৃতজ্ঞতা।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের বিলম্ব।

অনেক ভালো থাকবেন। সবসময়।

৯| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: শব্দগুলো দেখে লাজওয়াব হয়ে গেলাম। সুন্দর!

২১ শে জুন, ২০১৬ রাত ১১:৪৬

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর।

আপনার সহৃদয় উপস্থিতি বিশেষ সৌন্দর্য আরোপ করে যে কোন সাধারণ লেখায়।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের বিলম্ব।

অনেক ভালো থাকবেন। অনেক ভালো।

১০| ১৭ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার শব্দচয়ন ! পরিবেশ পরিস্থিতিকে প্রাচীনরূপে উপস্থাপন করা হইলেও , ইহা বিলক্ষণ এ যুগেরই চিত্র ।

২১ শে জুন, ২০১৬ রাত ১১:৪৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অনিঃশেষ শুভকামনা থাকছে। আপনার জন্য। এবং প্রকাশিত বইয়ের জন্য।

ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানের বিলম্বের জন্য।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১১| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৩৩

ঢাকাবাসী বলেছেন: অপুর্ব লেখা!

২১ শে জুন, ২০১৬ রাত ১১:৫২

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ শ্রদ্ধেয়। অনেক। অনেক।

কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা।

এবং শুভকামনা। অনিঃশেষ।

ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানের বিলম্বের জন্য।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

১২| ২১ শে জুন, ২০১৬ রাত ৮:৪৪

আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,



ষোড়শ শতকের আষাঢ়ে গল্প আধুনিক চাষাঢ়েদের গল্প হইতে হইলে নিম্নরূপ হইবেক -----

মহার্ঘ্য বস্ত্র পরিহিত আধুনিক সন্তগণ দলীয় শাস্ত্রের আশ্রয় লইলেন। নিশ্চিত হইলেন, চৌর্যবৃত্তির মহান ও সুপ্রাচীন ধারাবাহিকতা সমুন্নত রাখার মানসে সন্তগণের কোন প্রকারেণ ত্রুটি এবং কৃপনতা দৃষ্টিগোচর হয় নাই । নব নব সন্ত সৃষ্টির প্রায় আদি হইতে এই বৃত্তির চর্চা বিদ্যমান রাখা ও তাহা চরম উৎকর্ষতায় সমাসীন করিয়া সন্তগণ নিজ নিজ দল এ পরিবারের মুখোজ্বল করিয়াছেন । এমতবস্থায় চৌর্যবৃত্তি সমাজের উপরিতলিক বিবেচনায় রীতিবিরুদ্ধ ও অহিতকর বলিয়া কদাচ আখ্যায়িত হইবেনা পরন্তু প্রতিপত্তিশালী সন্তগণের চৌর্যবৃত্তি সর্বৈব বৈধ বলিয়া পরিগনিত হইবেক। পুরষ্কার স্বরূপ চৌর্যবৃত্তিতে সবিশেষ পারদর্শী সন্ত রাজকীয় কোষাগার হইতে কর্জকৃত অর্থ নিজের সম্পত্তি বলিয়া গন্য করিতে পারিবেন । ইহা তাহার মৌলিক অধিকার , কিছুতেই ক্ষুন্ন হইতে দেয়া হইবেনা :( :|| B:-)

চমৎকার ...

যা বলতে চেয়েছেন আমি ছাঁচাছোলা ভাবে বলে গেলুম ।

২১ শে জুন, ২০১৬ রাত ১১:৫৭

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

আপনার তুলনা আপনি নিজেই।

আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আপনার উপস্থিতিতে। হয়তো সেটাও সম্মান হিসেবে যথেষ্ট প্রতীয়মান হয় না!

অক্ষমের প্রকাশ হিসেবে তবু কৃতজ্ঞতা থাকছে।

থাকছে বরাবরের মতো শুভকামনা। অনেক।

অনেক ভালো থাকবেন শ্রদ্ধেয়। অনেক ভালো। সবসময়।

১৩| ২২ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৯

অন্ধবিন্দু বলেছেন:
আমি বলিবো, ক্ষমতাসীনদের দলহীন যুবকটি ধরা পড়িয়াছে। বিত্ত এইখানে অসম্পূর্ণ।

২৩ শে জুন, ২০১৬ রাত ১০:০৫

দীপংকর চন্দ বলেছেন: আমি বলিবো, নৈতিকতাবর্জিত বিত্তাকাঙ্ক্ষা আমাদের চিত্তকে বিনষ্ট করিয়াছে। ক্ষমতাসীন আর ক্ষমতাহীনের পার্থক্য নির্ণয় করা আমার মতো নগন্য মানুষের পক্ষে কষ্টকর।

অনিঃশেষ শুভকামনা জানবেন শ্রদ্ধেয়।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১৪| ২৪ শে জুন, ২০১৬ রাত ১২:৫৬

অন্ধবিন্দু বলেছেন:
নৈতিকতাবর্জিত বিত্তাকাঙ্ক্ষা

জনাব, সাংঘাতিক কথা বললেন। কিন্তু এ বাতিক তো প্রাগৈতিহাসিক প্রায়! চিত্তকে উহা থেকে মুক্ত করতে না গণ্যরা পেরেছেন এবং আমরা নগন্যরাও আমৃত্যু চাইতে/না-চাইতে চেষ্টা করে যাচ্ছি।

ক্ষমতাসীন আর ক্ষমতাহীনের পার্থক্য নির্ণয় করা এ ডিজিটাল যুগে সহজ হয়ে যাচ্ছে। তবুও কিছুটা কষ্ট তো করতে হবেই।

আশাকরছি ভাল আছেন। ব্লগে আসা হয় না। আপনাদের মূল্যবান লিখার পাঠক হওয়াও হচ্ছে না।
লিখুন। অনেক শুভ কামনা রইলো।

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৪৭

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

কি যে বলেন!!!

যেনতেন কিছু একটা লেখার চেষ্টা মাঝে মাঝে!! না পড়েও বলা যায় অনায়াসে, মূল্য বহন করে না সেগুলো মোটেই। বরং আপনাদের মতো প্রাজ্ঞজনের পদধুলো যে প্রান্তেই পড়ুক, সে প্রান্তই অমূল্য হয়ে ওঠে।

অনেক অনেক শ্রদ্ধা জানবেন।

জানবেন অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

১৫| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

এহসান সাবির বলেছেন: কেমন আছেন আপনি?

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৫০

দীপংকর চন্দ বলেছেন: উপস্থিতিতে কৃতজ্ঞতা এহসান ভাই।

ভালো থাকার চেষ্টায় আছি।

আপনার সুন্দর সমৃদ্ধ আনন্দময় জীবন কামনা করি অন্তর থেকে।

ভালো থাকবেন ভাই। অনেক ভালো। সবসময়।

১৬| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৩২

হুমায়রা হারুন বলেছেন: ++++++

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২১

দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা উপস্থিতিতে। অনেক।

অনেক অনেক শুভকামনা।

ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.