নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

কেন্দ্রীভূত কথামালা অবান্তরে শুধু

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩১



অন্তর্জাল! ব্লগ!
নতুন গণমাধ্যমের পাঠক-কৌতূহল সম্ভবত সামান্য স্পর্শ করছে আমাকে!
আমি এড়িয়ে যেতে পারছি না মনোজগতে এক অস্বাভাবিক আবেগের উপস্থিতি!
বিবেচনাবোধলুপ্ত সরীসৃপের মতো আমি নিজেকে সর্পিলাকারে অভিযোজিত করার চেষ্টা করছি বিচিত্রধর্মী পাঠাভ্যাসে, প্রবেশ করার চেষ্টা করছি কার্যকারণহীন প্রতিদিন লেখার অভ্যাসে!
এই মাত্র শেষ করলাম শিশুসাহিত্য! পরমুহূর্তে হাত দিলাম কবিতায়! তারপরই হয়তো গল্প, ছড়া অথবা ভ্রমণ কিংবা স্মৃতিচারণ!
বাদ যাচ্ছে না কোনোটাই!
ভারি অদ্ভুত!
ঘোরগ্রস্তের মতো লিখে যাচ্ছি আমি!

তিনি এসে বসলেন পাশে!
চায়ের কাপে চুমুক দিয়ে স্মিতহাস্যে বললেন, কী লিখছেন এখন?
ঠিক বুঝতে পারছি না! চেষ্টা করছি বিবিধ শিরোনামে কিছু একটা লেখার! তাড়াতাড়ি বললাম আমি। আসলে সময় নষ্ট করার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার!
কেন লিখছেন? নির্লিপ্ততা তাঁর কণ্ঠে স্পষ্ট।
প্রয়োজন! তাই লিখছি! সপ্রতিভতা বজায় রাখার চেষ্টা আমার উত্তরে।
কার প্রয়োজন?
আমি বেশ বিরক্ত হলাম! তিক্ত স্বরে বললাম, আচ্ছা! আপনার সমস্যাটা কী?
কোনো সমস্যা নেই তো! লেখার উদ্দেশ্য জানতে চাইছিলাম কেবল!
শোনেন, আমি ভালোর জন্য লিখি! মানুষের ভালোর জন্য! সমাজের ভালোর জন্য! বুঝলেন? প্রায় একনিঃশ্বাসে বললাম আমি।
মানুষ ভালোর জন্য লিখতে পারে না। ভালো শব্দটি সম্পূর্ণ অলীক, ভূয়োদর্শন।
আমি বিরক্তবোধ করি তাঁর কথায়।
দৃঢ়কণ্ঠে আমি জানাই, শোনেন, আমার লেখা অত্যন্ত বাস্তবঘনিষ্ঠ!
হা হা হা হা। তিনি হেসে উঠলেন উচ্চৈঃস্বরে। বললেন, বাস্তবতাকে বেশিরভাগ ক্ষেত্রে এড়িয়ে চলে মানুষ। বাস্তবের ছদ্মাবরণে সুকৌশলে অবাস্তব কথা লেখে। যিনি লেখেন, চেতনে কিংবা অবচেতনে ঠিকই জানেন সেই কথা। হিসাব মিলিয়ে দেখুন, আপনার লেখায় কোনো বাস্তব নেই। ভালোর জন্য লেখাও আপনার প্রকৃত উদ্দেশ্য নয়। উদ্দেশ্যে বিচ্যুতি থাকলে সে লেখা ভালো কিছু বয়ে আনে না শেষপর্যন্ত। না মানুষের জন্য, না সমাজের জন্য। এমনকি আপনার নিজের ক্ষেত্রেও এ সত্য প্রযোজ্য ভীষণভাবে। একটানা কথা বলে তিনি মৃদু হাসলেন।
নিজের কথা সম্পর্কে আপনি এত নিশ্চিত হচ্ছেন কী করে? আমার কণ্ঠে শ্লেষ।
তিনি পরম আত্মবিশ্বাস নিয়ে বললেন, আপনার চারপাশে তাকান। এই যে বলছেন, ভালোর জন্য লিখছেন আপনি। এবং লিখছেন আপনার মতো অসংখ্য অগণিত মানুষ। সকলেই বলছেন, লিখছেন ভালোর জন্য। সকলেই বলছেন, লিখছেন বদলে দেবার জন্য পৃথিবীর মন্দ দিকগুলো। অথচ ভালো করে তাকান সর্বত্র একবার। দেখুন, কী বদলেছে? ওই দেখুন, ইলেকট্রিক পোলে তড়িতাহত একটা বাদুড় ঝুলে আছে। দমবন্ধ গুমোট নিশ্চল বাতাস, নির্বাক ধুলো, মৃত প্রজাপতি, মূল্যহীন আসবাব, মানুষের নিরাবেগ চোখ, মুমূর্ষু নৈতিকতা, প্রাণহীণ জীবন-
কী বলতে চান আপনি? আমি অপ্রকৃতিস্থ বোধ করি!
আপনার শুনতে হয়তো খারাপ লাগছে, তবু আমাকে বলতেই হচ্ছে, আসলে ভালোর জন্য লিখছেন না আপনারা।
চাপা ক্ষোভে আমি বলি, তাহলে বলছেন, মন্দের জন্য লিখছি আমরা?
মন্দগুলো চাপা দেয়া হচ্ছে ভালোর ছদ্মাবরণে। প্রগতি রুদ্ধ হচ্ছে।
এই যে! আমার এই লেখাটি দেখুন। ভালো করে। মনোযোগ দিয়ে। দেখুন।
তিনি দেখলেন। বললেন, হ্যাঁ, দেখলাম। কেবলই আত্মতুষ্টি, আত্মপ্রসাদ।
আপনি একজন ঋণাত্বক মানুষ। আমি হতাশ কণ্ঠে বললাম।
কিংবা অসম্পূর্ণও বলা যায়। অথবা বলা যায় পূর্ণতার আশীর্বাদ কখনো পতিত হবে না আমার শরীরে। তিনি কথাগুলো যোগ করলেন কথার সাথে।
আমার লেখায় মানুষের মন্তব্যগুলোকে কীভাবে মূল্যায়ন করবেন আপনি? এই যে! দেখুন, একজন লিখেছেন, অনেক ভালো হয়েছে লেখা।
হা হা হা হা! বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।
এই যে! একজন লিখেছেন, অসাধারণ!
ঈর্ষার কথা কি কখনো বলিনি আপনাকে!
এই যে! এই প্রশংসাবাক্য! ক্লান্ত স্বরে বলতে চাই আমি।
তিনি নীরব প্রতিদ্বন্দ্বী আপনার। কৌশলে নিরস্ত্র করতে চাইছেন আপনাকে।
এই মন্তব্যটি তো একেবারে সাধারণ! সাদামাটা! এটাকে কীভাবে বিশ্লেষণ করবেন আপনি?
তিনি দ্বিধান্বিত আপনার অবস্থান সম্পর্কে। এখনো।
পক্ষে বলছেন যাঁরা?
তাঁরা চাইছেন, আপনি হয় নিরপেক্ষ থাকুন অথবা তাঁদের পক্ষাবলম্বন করুন।
বিপক্ষেও তো বলছেন কেউ কেউ! কেউ কেউ বলছেন উলটোপালটা কথা! এবং যাঁরা চুপ করে আছেন, তাঁরা?
সবকিছু কেন জানতে চাইছেন আমার কাছে? আপনার নিজস্ব একটা মস্তিষ্ক আছে।
আমি হতাশ হয়ে জানতে চাইলাম, আপনার দৃষ্টিতে তাহলে লেখার কোনো অর্থ নেই?
তিনি হাসলেন। বললেন না কিছু।
আমি আবার জানতে চাইলাম, আপনার দৃষ্টিতে ভালো লেখার সংজ্ঞা কী?
একটা সাদা কাগজ তিনি তুলে নিলেন টেবিল থেকে। কাগজের শুভ্রতার প্রতি আঙুল তুলে বললেন, আশা করি বোঝাতে পেরেছি আমি।
মানে কী এর? শূন্যতা? শূন্যতাই আপনার কাছে ভালোর সংজ্ঞা?
নিষ্কলুষতা। অপাপবিদ্ধতা। অন্তরাত্মা যেদিন বিমুক্ত হবে শূন্যতায়, পূর্ণতা অভিমুখে যাত্রা শুরু হবে মানুষের। তখন সৃষ্টি হবে লেখা, ভালোর জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, পৃথিবীর জন্য।

আমার ঘুম ভাঙল। আমি একটা দুঃস্বপ্নে নিপতিত ছিলাম দীর্ঘযুগ।
ধীরে ধীরে আমি বিদায় নিলাম।
হয়তো আপাতত!

যদিও অনিশ্চিতি বজায় থাকল সম্ভবনার সমস্ত পিঠ জুড়ে!
তবু আশা করি আবার দেখা হবে কালের অনিবার্য ঘূর্ণনে!
ততদিন অপরিবর্তিত যদি থাকে সবকিছু!
আমি, তুমি, তোমরা, আমরা, আপনারা! এবং সবাই!



ছবি: সংগৃহীত


মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নিষ্কলুষতা। অপাপবিদ্ধতা। অন্তরাত্মা যেদিন বিমুক্ত হবে শূন্যতায়, পূর্ণতা অভিমুখে যাত্রা শুরু হবে মানুষের। তখন সৃষ্টি হবে লেখা, ভালোর জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, পৃথিবীর জন্য।

অসাধারণ লাগলো । শুভ কামনা ।

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৪

দীপংকর চন্দ বলেছেন: অনিঃশেষ শুভকামনা লিটন ভাই।

অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৫৯

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ দীপংকর দা।

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:১৭

দীপংকর চন্দ বলেছেন: আশাকরি ভালো আছেন শহীদ ভাই।

শুনেছিলাম অসুস্থ ছিলেন। প্রার্থণা ছিলো আপনার সুস্থতার জন্য।

শুভকামনা অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৩| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
শূন্যে পৌছুতে ঢের বাকি। পূর্ণতা তাই আস্পর্ধা।
দারুণ দাদা। সেই গন্ধ। সেই শব্দমায়া। বিভোর আরেকবার।

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৩

দীপংকর চন্দ বলেছেন: //শূন্যে পৌছুতে ঢের বাকি। পূর্ণতা তাই আস্পর্ধা।//

মন্তব্যে শ্রদ্ধা।

কৃতজ্ঞতা উপস্থিতিতে।

উত্তর প্রদানে সুদীর্ঘ বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

জানবেন শুভকামনা। অনিঃশেষ।

ভালো থাকবেন রাজপুত্র। সবসময়। অনেক ভালো।

৪| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৭

শাহরিয়ার কবীর বলেছেন: দারুন লাগলো ,

আর
আপনাকেও অনেক দিন পরে ব্লগে
পেয়ে ভালো লাগলো।

০৩ রা নভেম্বর, ২০১৬ রাত ১:০২

দীপংকর চন্দ বলেছেন: উপস্থিতিতে কৃতজ্ঞতা অনেক।

অনেকদিন ধরে ভাবছিলাম কিছুদিন ব্লগ থেকে দূরে থাকবো। কিন্তু নানা রকম প্রতিকূল পরিস্থিতির কারণে দূরে থাকার চিন্তাটাকে বাস্তবায়ন করতে পারছিলাম না। প্রতিকূল পরিস্থিতিতে দূরে থাকা অনেকটা পালানোর মতো মনে হচ্ছিলো। অথচ পালাতে ভালো লাগে না। যখন কিছুটা ভালো দিনের দেখা মিললো, ভাবলাম, এবার হয়তো দূরে থাকা যেতে পারে।

অনিয়মিতি তা-ই।

যাই হোক, আমার শুভকামনা বরাবরের মতো অনিঃশেষ জানবেন।

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।

অনেক ভালো থাকবেন ভাই। সবসময়।

৫| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৭

নীলপরি বলেছেন: বেশ অনেকদিন পর লেখা দিলেন । আর অসাধারণ একটা লেখা । খুব ভালো লাগলো ।

শুভকামনা ।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৭

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি।

অনেক কৃতজ্ঞতা।

উত্তর প্রদানের সুদীর্ঘ বিলম্ব ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

জানবেন শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

৬| ২০ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৩

সুমন কর বলেছেন: ভালো শব্দটি সম্পূর্ণ অলীক, ভূয়োদর্শন। -- ভালো বলেছেন।

লেখায় চিন্তার বহিঃপ্রকাশ দারুণ হয়েছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:৪০

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই।

অনেক কৃতজ্ঞতা।

সবসময় ভালো থাকবেন। অনেক।

ক্ষমাপ্রার্থণা উত্তর প্রদানের দীর্ঘ বিলম্বের জন্য।

শুভকামনা অনেক।

৭| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৪

শামছুল ইসলাম বলেছেন: "কেন্দ্রীভূত কথামালা অবান্তরে শুধু" - দীপংকর দার চিন্তাশীল মনের এক অনুপম সৃষ্টি।
নাকি "অবান্তর" সৃষ্টি? যেহেতু কবির সমালোচক সেরকমই ইংগিত দিয়েছেন এবং বহুলাংশে প্রমাণও করেছেন।

২০১৫ সালে যখন প্রথম সামুতে লেখা শুরু করি, সেই সময়টায় আমার মনের হুবহু ছবিটা যেন দাদার প্রথম প্যারায়ঃ

//অন্তর্জাল! ব্লগ!
নতুন গণমাধ্যমের পাঠক-কৌতূহল সম্ভবত সামান্য স্পর্শ করছে আমাকে!
আমি এড়িয়ে যেতে পারছি না মনোজগতে এক অস্বাভাবিক আবেগের উপস্থিতি!
বিবেচনাবোধলুপ্ত সরীসৃপের মতো আমি নিজেকে সর্পিলাকারে অভিযোজিত করার চেষ্টা করছি বিচিত্রধর্মী পাঠাভ্যাসে, প্রবেশ করার চেষ্টা করছি কার্যকারণহীন প্রতিদিন লেখার অভ্যাসে!
এই মাত্র শেষ করলাম শিশুসাহিত্য! পরমুহূর্তে হাত দিলাম কবিতায়! তারপরই হয়তো গল্প, ছড়া অথবা ভ্রমণ কিংবা স্মৃতিচারণ!
বাদ যাচ্ছে না কোনোটাই!
ভারি অদ্ভুত!
ঘোরগ্রস্তের মতো লিখে যাচ্ছি আমি!//


সমালোচকের প্রশ্নটা
//কেন লিখছেন?//
ও তার উত্তরটা জানি কবির মত অনেকেরই পছন্দ হবে না, তবে তা নির্মম সত্য।

//সকলেই বলছেন, লিখছেন বদলে দেবার জন্য পৃথিবীর মন্দ দিকগুলো। অথচ ভালো করে তাকান সর্বত্র একবার। দেখুন, কী বদলেছে? ওই দেখুন, ইলেকট্রিক পোলে তড়িতাহত একটা বাদুড় ঝুলে আছে। দমবন্ধ গুমোট নিশ্চল বাতাস, নির্বাক ধুলো, মৃত প্রজাপতি, মূল্যহীন আসবাব, মানুষের নিরাবেগ চোখ, মুমূর্ষু নৈতিকতা, প্রাণহীণ জীবন-//
সমালোচকের বেশে কবি সবাইকে চোখে আঙুল দিয়ে সত্যটা দেখাতে চেয়েছেন।

//একটা সাদা কাগজ তিনি তুলে নিলেন টেবিল থেকে। কাগজের শুভ্রতার প্রতি আঙুল তুলে বললেন, আশা করি বোঝাতে পেরেছি আমি।
মানে কী এর? শূন্যতা? শূন্যতাই আপনার কাছে ভালোর সংজ্ঞা?
নিষ্কলুষতা। অপাপবিদ্ধতা। অন্তরাত্মা যেদিন বিমুক্ত হবে শূন্যতায়, পূর্ণতা অভিমুখে যাত্রা শুরু হবে মানুষের। তখন সৃষ্টি হবে লেখা, ভালোর জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, পৃথিবীর জন্য।//


তবে সংজ্ঞাটার সাথে আমি পুরোপুরি একমত নই। এ পৃথিবীতে কোন মানুষই পাপের উর্ধ্বে নয়, তাই সাদা মনের মানুষ বাস্তবে পাওয়ার কোন সম্ভবনা নেই। তাই বলে কি কবিতা/গল্প/উপন্যাস থেমে থাকবে? না, কালো সেই মনের দাগ মুছতে মুছতে কাঁদতে কাঁদতে পাপ বোধে জর্জরিত লেখক লিখবে মর্মস্পর্শী লেখা, বলবে "আমি গিয়েছি ওই পথে, তুমি, তোমরা যেয়ো না"
- জয় হোক মানবতার, সুন্দরের।

ভাল থাকুন। সবসময়।

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

দীপংকর চন্দ বলেছেন: অত্যন্ত চিন্তাশীল মন্তব্যে আপ্লুত অনেক।

//তবে সংজ্ঞাটার সাথে আমি পুরোপুরি একমত নই। এ পৃথিবীতে কোন মানুষই পাপের উর্ধ্বে নয়, তাই সাদা মনের মানুষ বাস্তবে পাওয়ার কোন সম্ভবনা নেই। তাই বলে কি কবিতা/গল্প/উপন্যাস থেমে থাকবে? না, কালো সেই মনের দাগ মুছতে মুছতে কাঁদতে কাঁদতে পাপ বোধে জর্জরিত লেখক লিখবে মর্মস্পর্শী লেখা, বলবে "আমি গিয়েছি ওই পথে, তুমি, তোমরা যেয়ো না"//

জোরালো যুক্তি! সহমত না হয়ে উপায়ে নেই!

কৃতজ্ঞতা জানবেন।

উত্তর প্রদানে দীর্ঘ বিলম্ব ক্ষমাসুন্দর দৃ্টিতে দেখবেন ভাই।

অনেক শুভকামনা।

জয় হোক মানবতার, সুন্দরের।

৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮

আলোরিকা বলেছেন: ' যদিও অনিশ্চিতি বজায় থাকল সম্ভবনার সমস্ত পিঠ জুড়ে!
তবু আশা করি আবার দেখা হবে কালের অনিবার্য ঘূর্ণনে!
ততদিন অপরিবর্তিত যদি থাকে সবকিছু!
আমি, তুমি, তোমরা, আমরা, আপনারা! এবং সবাই! ' ---------- কি সুন্দর লেখনী দাদাভাইয়া ! শুভেচ্ছা ও শুভকামনা অনেক অনেক :)

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৯

দীপংকর চন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আলোরিকা।

কৃতজ্ঞতা জানবেন উপস্থিতিতে। অনেক।

আমার শুভকামনা জানবেন। অনেক।

ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৭

তামান্না তাবাসসুম বলেছেন: চমৎকার সময় উপযোগী লিখা।

শুভকামনা দাদা :)

০৪ ঠা নভেম্বর, ২০১৬ রাত ১২:৫৩

দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ তামান্না তাবাসসুম। অনেক।

কৃতজ্ঞতা জানবেন।

উত্তর প্রদানের দীর্ঘ বিলম্ব ক্ষমাসুন্দর দৃ্ষ্টিতে দেখবেন।

শুভকামনা এবং শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.