![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!
গল্প? কাকে বলে গল্প? এলোমেলো কিছু শব্দের সমন্বয়কে নয় নিশ্চয়ই? নিশ্চয়ই নয় অসামঞ্জস্যতায় পূর্ণ কিছু বাক্যসমষ্টিকে? নিশ্চয়ই নয় আদি মধ্য অন্তহীন কিছু ব্যবচ্ছেদী বিচ্ছিন্ন ঘটনাবলীর অবিন্যস্ত উপস্থাপনকে? প্রথাগত রীতিনীতি অস্বীকার করার সুযোগ কি সীমিত নয় ভীষণ? ভীষণ অনৌচিত্য কি প্রবলভাবে বিদ্যমান নয় প্রচলিত গতানুগতিকতায়?
প্রশ্ন? প্রশ্নের পর প্রশ্ন? সারিবদ্ধ প্রশ্ন কেবল? প্রশ্নের মিছিল? ধ্বনিত প্রশ্নের প্রতিধ্বনিতে প্রশ্নের পুনরাবর্তন যদি হয় আবার? বারবার? বিধিবদ্ধ গল্পের স্বরূপ আসলে কেমন? কোন নির্ণায়কে আমরা নির্ধারণ করব গল্পকাঠামোর শুদ্ধাশুদ্ধ? কী ধরনের মানদণ্ড অনুসরণ করে আমরা নিশ্চিত করব গল্পবুননের বনেদিআনাকে?
গল্প? কোথায় গল্পের নিবিড় নিবাস? সভ্যতার অনিবার্য ক্রান্তিলগ্নে গল্প খুঁজে পাওয়াও কি ভীষণ উচ্চাকাঙ্ক্ষী প্রত্যাশা নয়? যন্ত্র এবং যান্ত্রিকতার যন্ত্রণায় কি ক্ষতবিক্ষত হয়নি গল্পের নান্দনিক শরীর? আশ্চর্য অদ্ভুত সমকালের ক্রমাগত কশাঘাতে গল্প কি পৌঁছে যায়নি মুমূর্ষুতার পাদপ্রান্তে? নিঃশেষের সীমারেখা কি স্পর্শ করেনি আমাদের নিজস্ব গল্পের নিরুপম ভাণ্ডার? বেগের অহংকারী আগ্রাসনে আবেগের বিলুপ্তি কি ত্বরান্বিত করেনি গল্পের অন্তর্জলী যাত্রাকে?
নাকি কোন দুর্জ্ঞেয় দেয়ালের দুর্ভেদ্যপ্রায় আড়ালে এখনও স্থিত আছে গল্পেরা অনিশ্চিতি পুঁজি করে? নাকি পুড়ে গেছে তারা ক্ষরতপ্ত অনলে হায়? নাকি ভস্ম হয়ে গেছে পুরাণ পাখির মতো সুতীব্র বেদনায়? ঐ দূরে জেগে আছে কারা? নির্বাক নিরাবেগ নিঃসঙ্গ প্রহরে অবিশ্বাস্য ঐন্দ্রজালিক প্রভাবে আবার কি উঠে আসবে তারা?
প্রশ্ন? প্রশ্নের পর প্রশ্ন? সারিবদ্ধ প্রশ্ন কেবল? প্রশ্নের মিছিল? ধ্বনিত প্রশ্নের প্রতিধ্বনিতে প্রশ্নের পুনরাবর্তন যদি হয় আবার? বারবার? সে এক অবিশ্বাস্য স্বপ্ন অথবা দুঃস্বপ্ন নাকি? পৌরাণিক ভস্ম থেকে যদি উঠে আসে বেদনার পাখি?
তখন?
প্রচ্ছদ: শিবু কুমার শীল।
প্রকাশক: বেহুলাবাংলা
স্টল নং : ২৭৬
সকলের আশীর্বাদ এবং ভালোবাসা প্রার্থনা রইলো।
বিনীত
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫
দীপংকর চন্দ বলেছেন: উপস্থিতিতে কৃতজ্ঞতা শ্রদ্ধেয়।
জানবেন, আমার প্রার্থনায় কোন কৃত্রিমতা নেই। আমার প্রার্থনা আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা। সেটুকু থাকলেই হলো।
প্রকাশনা এক ধরনের গতানুগতিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার ঘূর্ণন তার নিজস্ব নিয়মেই।
আর, আমি কী এমন লিখি যা না পড়লে মহাভারত অশুদ্ধ হবে!!!
সুতরাং দুঃখপ্রকাশ নিষ্প্রয়োজন।
যতো যা-ই হোক, সতেজ থাক সম্পর্কের প্রতিটি রেখা।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক। সবসময়।
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৯
সুমন কর বলেছেন: বাক্য। চমৎকার সব বাক্য। লাইনে লাইনে দারুণ শব্দের মিলিত বাক্য।
আর্শীবাদ এবং ভালোবাসা রইলো।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১২
দীপংকর চন্দ বলেছেন: কৃতজ্ঞতা অনেক।
আপনাদের আন্তরিকতাপূর্ণ প্রশ্রয় আমাকে নানারকম নিরীক্ষার ভেতর যাবার ক্ষেত্রে দুঃসাহসী করে তোলে। বাড়ায় ঋণ। বাড়ুক। কিছু কিছু ঋণভার মানুষকে নত হতে শেখায়।
অনিঃশেষ শুভকামনা জানবেন।
অনেক ভালো থাকবেন। সবসময়।
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৬
নীলপরি বলেছেন: শব্দের অভিঘাত অসাধারণ ।
অনেক শুভকামনা রইলো ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৭
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক।
অনেক কৃতজ্ঞতা কবি।
আর কী লিখবো প্রত্যুত্তরে? শুভকামনার কথা লিখি।
অনেক শুভকামনা। ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:২৯
সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: প্রশ্নের পর প্রশ্ন গেঁথে প্রশ্নবোধকে সাজানো সুন্দর শব্দ সমাহার। এত সব প্রশ্নের প্রাসঙ্গিক উত্তরের অপেক্ষায় লেখকের মনে হয়ত অনেক আক্ষেপ, বেদনা। কিন্তু লিখা পাঠে পাঠক পুলকিত। শুভকামনা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ অনেক অনেক।
সহৃদয় উপস্থিতিতে আমার কৃতজ্ঞতা জানবেন।
অত্যন্ত সুলিখিত মন্তব্যে চিন্তার যে পদরেখা, মুগ্ধতা তাতে।
আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২৪
পার্থ তালুকদার বলেছেন: শুভকামনা দাদা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৮
দীপংকর চন্দ বলেছেন: ধন্যবাদ ভাই। অনেক।
অনেক কৃতজ্ঞতা।
আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৮
জেন রসি বলেছেন: যতদিন আমরা থাকব, ততদিন আমাদের গল্প থাকবে। শুধু আমাদের মতই গল্পগুলোও রুপান্তরিত হবে।
বইমেলায় এখনও যাওয়া হয়নি। শুভকামনা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭
দীপংকর চন্দ বলেছেন: বক্তব্যে গভীরতা বরাবরের মতো।
শ্রদ্ধা জানবেন।
জানবেন কৃতজ্ঞতা।
শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৫
জেন রসি বলেছেন: "পৌরাণিক ভস্ম থেকে উঠে আসে বেদনার পাখি" বইটি বইমেলা থেকে সংগ্রহ করেছি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৮
দীপংকর চন্দ বলেছেন: কি যে বলি!!! মাঝে মাঝে ভাষা থাকে না যথাযথ কৃতজ্ঞতা প্রকাশের।
আমার মতো সামান্য একজন মানুষের ক্রমাগত নিরীক্ষার প্রতি আপনাদের মতো মেধাবী মানুষদের ন্যূনতম আগ্রহ আমাকে আপ্লুত করে ভীষণ! বাকরুদ্ধ করে!
কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা বারবার।
ভাঙতে পারার মতো যোগ্যতা আমার নেই, তবে প্রতিমুহূর্তে প্রত্যাশা আছে আপনারা ভাঙবেন গতানুগতিক বৃত্ত।
শুভকামনা। অনিঃশেষ।
৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:৫৫
হুমায়রা হারুন বলেছেন: +++++
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:০১
দীপংকর চন্দ বলেছেন: হুমায়রা হারুন, আপনি আমাকে ভালোবাসার ঋণে আবদ্ধ করছেন, যে ঋণ পরিশোধের সাধ্য আমার হবে না এক জীবনে!!!
ঋণী থাকছি।
কৃতজ্ঞতা। এবং শুভকামনা অনিঃশেষ।
৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:০০
হুমায়রা হারুন বলেছেন: পারবেন পরিশোধ করতে। উপায় একটা কিন্তু আছে।
০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৫
দীপংকর চন্দ বলেছেন: কিন্তু পরিশোধের সাধও নেই যে!!!
থাকুক না কিছু ঋণ কারো কারো কাছে!!! ঋণের কারণে না হয় কারো কারো কথা মনে থাকুক!!!
শুভকামনা। পুনরায়।
১০| ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:৪৮
হুমায়রা হারুন বলেছেন: কিন্তু মুশকিল হলো, ঋণ শোধ না হওয়া পর্যন্ত তাকে একই চক্রে বার বার ফিরে আসতে হয় যে!
২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:১৫
দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা
শুভকামনা। অনেক অনেক শুভকামনা। বারবার।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:২৭
আহমেদ জী এস বলেছেন: দীপংকর চন্দ ,
গেল শুক্রবার মেলায় গিয়েছিলুম পরিচিত ( ব্লগের পরিচিতি যেমন আপনি ) ব্লগারদের বইয়ের লিষ্ট নিয়ে । ১০/১২ জনের নাম ছিলো । অনেক ঘুরে ঘুরে ( নম্বর আর ষ্টলের নামের মিল তেমন ছিলোনা বলে ) মাত্র দুজনের বই কিনতে পেরেছি । অনেকের বই আসেনি , আসবে; বললো ষ্টলের কর্মীরা । গেলবার কিন্তু আপনার বই " ঘুমিয়েছে আমাদের অন্তর্গত .... " কিনেছিলুম। আর যাওয়া হবেনা হয়তো সময়ের অভাবে ।
দুঃখ প্রকাশ করছি সকলের কাছে ।