নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা রাখো পৃথিবীর যতো অসম্ভবে

দীপংকর চন্দ

হায় চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরেতুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিড়ি নদীটির পাশে!

দীপংকর চন্দ › বিস্তারিত পোস্টঃ

অন দি অরিজিন অফ স্পিসিস

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:১০



ডেলফির মন্দিরে আমরা যখন সেলফি তুলিতাম, তখন জঙ্গলের বান্দরগুলা আমাগো ম্যালা ত্যক্ত করিত।

আমরা অতিষ্ঠ হইয়া একদিন পিথিয়ার কাছে কমপ্লেন করলাম। পিথিয়া বান্দরগুলারে বলল, ওরে, তোরা মানুষ হ’।

দৈবনির্দেশে বান্দরগুলা মানুষ হৈল। এই বিষয়টা কেমনে কেমনে ডারউইন জাইন্যা ফেলল।

সে বান্দরের বিষটারে কঠিন কঠিন শব্দ দিয়া সাজাইয়া গুছাইয়া ‘অন দি অরিজিন অফ স্পিসিস’-এ ঢুকাইয়া দিল। আমরা তার কাণ্ডকারখানা দেইখা টাশকি খাইলাম।





ছবি: সংগৃহীত

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:১৯

আরইউ বলেছেন: আমি জানিনা আপনি ঠিক কি বলতে চেয়েছেন। বইটার সমালোচান? যদি হ্যা হয়, বইটা পড়েছেন? এমনি জানতে চাইছি। বেশিরভাগ সমালোচক দেখেছি বইটা পড়েনি।

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৪

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

কৃতজ্ঞতা জানবেন।

তেমন কোন কিছুই বলতে চাইনি আসলে। আর সমালোচনা মাথায় থাক, সে সাধ্য অন্তত আমার নেই। নামটা ভালো লাগলো, তাই মনে হলো এই শিরোনামে এলোমেলো কিছু একটা লিখি। এই ধরনের লেখা না পড়লেও ক্ষতি নেই।

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়।

২| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৫

রিকতা মুখাজীর্র্ বলেছেন: বইটা পড়বেন তারপর বললে ভালো হ্য়

০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৭

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অনেক অনেক ধন্যবাদ।

শুভকামনা অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

৩| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৩৯

গেম চেঞ্জার বলেছেন: জাস্ট ফান নাকি! B-)

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:১১

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

মন চাইলো লিখলাম আর কি!!! কোন মানে নাই!!!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৪| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫১

রিকতা মুখাজীর্র্ বলেছেন: আপনিও ভালো থাকবেন

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:১৯

দীপংকর চন্দ বলেছেন: শুভকামনা পুনরায়। অনেক।

৫| ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪

আরইউ বলেছেন: হা হা হা! বইয়ের আসল নামটা ভুলে গেছি, মানে পুরো নামটা, বেশ বড়।

ভালো থাকুন দীপংকর।

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:২৭

দীপংকর চন্দ বলেছেন: "On the Origin of Species by Means of Natural Selection, or the Preservation of Favoured Races in the Struggle for Life"

চিন্তা করেন একবার, আমাদের মতো আমজনতারে এমন কষ্ট দেয়ার কোন মানে হয়!!! নাম শুনলেই মনে হয় দৌড় দেই!!!

কপাল ভালো ১৮৭২ সালে নামটা খাটো করে " The Origin of Species" রেখেছিলো বলে রক্ষা!!!

তা না হলে এই শিরোনামে যা ইচ্ছে তা-ই লেখার সাহস কি করতে পারতাম!!!

হা হা হা হা

অনেক অনেক শুভকামনা। পুনরায়।

ভালো থাকবেন। সবসময়।

৬| ০২ রা মার্চ, ২০১৭ রাত ৮:২২

সুমন কর বলেছেন: মজা হিসেবেই পড়লাম।

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৫

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অক্কে। আমরা দিন দিন মজা করতে ভুলে যাইতেছি। সারাক্ষণ যুদ্ধংদেহী ভাব

অনেক অনেক শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

৭| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১১:০১

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা :)

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৭

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

গঠনা কী??? আফনে জোড়া মুখোশ লাগাইয়া ঘুরতেছেন!!! আপনের সেই বিখ্যাত হাসিমুখটা দেখতে মুঞ্চায়!!!

হা হা হা হা

অনিঃশেষ শুভকামনা জানবেন।

অনেক ভালো থাকবেন মইনুল ভাই। সবসময়। অনেক ভালো।

৮| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:১০

অপ্‌সরা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!
তুমি কোথায়!!!!!!!!!!!!

তোমাকে তো পাওয়ায় যায় না!!!!!!!!!! :(

তোমার এক্রেলিকের মুখ আমার কাছে কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাই না!:(

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:১৮

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অ্যাক্রেলিকে কার মুখ??? আপনার মুখের মতোই তো মনে হয় অনেকটা!!! তবে 'বিষণ্ণ' নয়। কিন্তু রহস্যময়!!!

গরিবের আবার থাকাথাকি!!! আমি আছি, তবু আছি- হা হা হা হা

কেমন আছেন আপনি?

আশাকরি ভালো।

অনেক ভালো থাকুন কামনা করি।

৯| ০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:২৪

অপ্‌সরা বলেছেন: তোমার ফেসবুক কি হলো ভাইয়া???


আর খুঁজেই পাইনা! :(

০৩ রা মার্চ, ২০১৭ বিকাল ৩:৩২

দীপংকর চন্দ বলেছেন: আমার ফেসবুক!!! কাভি নেহি!!! জুকু নামের লুকটা মালিক। আমি অনিয়মিত কামলা। হা হা হা হা

এই বিষয়ে কিছু কথা আছে। সেইটা যথাসময়ে যথাস্থানে আপনার কাছে নিবেদন করবো কথা দিলাম।

অনেক অনেক শুভকামনা।

১০| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৩

হাসান মাহবুব বলেছেন: =p~

০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৫৯

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অনেক অনেক কৃতজ্ঞতা উপস্থিতিতে।

অনিঃশেষ শুভকামনা প্রিয় কথাসাহিত্যিক।

ভালো থাকবেন। সবসময়। অনেক ভালো।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ৩:৪৯

হুমায়রা হারুন বলেছেন: একদম ঠিক বলেছেন

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১০:০৭

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

এলোমেলো কতো কিছু ভাবি!!! তেমন গুরুত্ব দিয়ে এসব না পড়লেও বিশেষ ক্ষতি নেই!!! হা হা হা হা

অনেক অনেক শুভকামনা।

অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:০৭

হুমায়রা হারুন বলেছেন: কিন্তু এতটাই যুক্তিযুক্ত হয়েছে যে না তারিফ করে উপায় নেই। অন্তত মানুষ জাতির উপর রাগ করে তাকে যে একদা চারপেয়ে এক জন্তুতে পরিণত করা হয়েছিল সে কথা তো প্রচলিত।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:২৬

দীপংকর চন্দ বলেছেন: আপনার নিবিড় পাঠে মুগ্ধতা থাকছে।

শুভকামনা পুনরায়।

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছুই না পড়ার মতো ভালো লাগছে।

০৪ ঠা নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৪

দীপংকর চন্দ বলেছেন: হা হা হা হা

অবাক জলপানের মতো নাকি অনেকটা!!! হা হা হা হা

শুভকামনা কবি। অনেক অনেক অনেক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.