![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
গতকাল, ৫ই ফেব্রুয়ারি, আমেরিকান সিনেট ৯ দিনের শুনানী শেষে, দেশের ইমপিচ-করা প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্দোষ ঘোষণা করেছে, ট্রাম্প তার পদ হারায়নি। ডেমোক্রেটরা এককভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করতে গিয়ে, যথাসম্ভব, বিরাট রাজনৈতিক ভুল করেছে; সিনেট ট্রাম্পকে নির্দোষ ঘোষণা করায়, ট্রাম্পের গলার জোর অনেক বেড়ে গেছে; সাথে সাথে ট্রাম্পের সাপোর্টারেরা ধরে নিয়েছে যে, ট্রাম্প কোনভাবে সংবিধান কিংবা আইন ভংগ করেনি।
ট্রাম্প এখন বড় গলায় বলে বেড়াবে যে, ডেমোক্রেটরা কোন কিছুই সঠিকভাবে করতে সমর্থ নয়। ট্রাম্প আসলে বলার শুরু করেছে: গত ৩রা ফেব্রুয়ারী আইওয়া রাজ্যে ডেমোক্রেটিক দলের প্রথম প্রাইমারী ভোট ( ককাস পদ্ধতিতে, মেশিনে নয়) হয়েছে; ভোটের ফলাফল ঘোষনা, সংরক্ষণ ইত্যাদির জন্য এবার তারা নতুন কম্প্যুটার সফটওয়ার ব্যবহার করেছে; দৈবচক্রে সফটওয়ারটি সঠিকভাবে কাজ করেনি; ফলাফল ঘোষণা করতে ১২/১৩ ঘন্টা দেরী হয়ে গেছে; ট্রাম্প বলেছে যে, এভাবেই অতীতে ওরা দেশ চালায়েছে, ওদের কোন কিছুই কাজ করে না।
ট্রাম্প রাজনীতিবিদ নন, এবং রাজনীতিবিদদের পছন্দ করেন না; ২০১৬ সালে, তার দলের কোন রাজনীতিবিদ চাহেনি যে, সে প্রার্থী নির্বাচিত হোক; রাজনীতিবিদদের দুর্ভাগ্য যে, বিপাবলিকান ভোটারেরা ট্রাম্পকেই প্রার্থী বানায়েছিল ও বিজয়ী করেছিলো। মুল ভোটের আগে, ২ দলই ধরে নিয়েছিলো যে, ট্রাম্প হিলারীর বিপরিতে জয়ী হওয়ার কোন সম্ভাবনা নেই। কিন্তু সেই জয়ী হলো।
ট্রাম্প কিছু কিছু বিষয়ে ভালো করেছে; সে খারাপ কিছু কাজ করেছে, যার একটি হলো, দরিদ্র লোকদের হেলথ ইন্স্যুরেন্সের আইনটি বাতিল করে দেয়; এতে যথাসম্ভব ৬ কোটী দরিদ্র মানুষ হেলথ ইন্স্যুরেন্স হারায়েছে। সে আমেরিকার ক্যাপিটেলিজমকে 'গলাকাটা স্তরে' নিয়ে গেছে। আগামী নভেম্বরের আমেরিকার প্রেসিডেন্ট ভোট, সে আবার দাঁড়াচ্ছে; ডেমোক্রেটদের তেমন শক্ত প্রার্থী নেই।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৬
চাঁদগাজী বলেছেন:
ইমপিচ করতে গিয়ে ডেমোক্রেটদের দুর্বলতা প্রকাশ পেয়েছে; বরং উল্টা, জো বাইডেনের ছেলের অসততা বের হয়ে এসেছে: বাইডেনের ছেলে ইউক্রেনে গিয়ে, গরীব দেশে বেশী আয় করেছে।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩২
শের শায়রী বলেছেন: মুরুব্বী ট্রাম্প কি মুসলমান হয়ে গেল নাকি? আপনার দেয়া ছবিতে মনে হচ্ছে আযান দিচ্ছে!!! এব্যাপারে কি আপনার কোন অবদান আছে?
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০২
চাঁদগাজী বলেছেন:
ট্রাম্প বিরোধী লোকেরা ওর মিনটিং'এ শ্লোগান দিচ্ছিল
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৯
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ভয় ডর তো দূরের কথা, রাজনীতির শালীনতাটুকুও ট্রাম্পের ছিল না। ডেমোক্র্যাটদের আরো সংগঠিত হয়ে ইম্পিচমেন্টে নামা উচিত ছিল। তা যখন হলো না, ব্যাটা তো এবার আজান দিয়েই নামবে। এতে আমেরিকানরা কতোটা লাভবান হবে, সময় বলবে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৪
চাঁদগাজী বলেছেন:
বিশ্বে আমেরিকার সন্মান কমেছে; কিন্তু প্রমাণিত হয়েছে যে, আমেরিকান রাজনীতিবিদরা মানুষের আস্হা হারায়েছে
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৫
রাজীব নুর বলেছেন: ট্রাম্প নাকি একসময় রেসলিং খেলতো। এ বিষয়ে কিছু জানেন?
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৮
চাঁদগাজী বলেছেন:
না, সে রেসলিং খেলতো না; ট্রাম্পের বাবা বিল্ডিং তৈরি করার ব্যবসা করতো, পড়ালেখা শেষ করে সে বাবার ব্যবসায় প্রবেশ করেছিল
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫২
দয়িতা সরকার বলেছেন: কেমন আছেন?
আমি আপনার কাছে জানতে চাই,
যারা মানুষকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে পরিবারের মানুষকে জিম্মি করে ৩য়/ ৪থ মানুষে পরিবর্তন করতে চায়, দেশের সরকার তাদের কী বেবস্থা নেবে? যারা করে তাদের কারা সহায়তা করে?
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন, "পরিবারের মানুষকে জিম্মি করে ৩য়/ ৪থ মানুষে পরিবর্তন করতে চায়, "
- বক্তব্য পরিস্কার নয়
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৫
দয়িতা সরকার বলেছেন: আমার হয়ত জিম্মি লেখা সঠিক হয় নি । আমার রিলেটিভরা হয় তো জানে। আমি জানতে চাই কেন আমাকে টার্গেট করা হয়েছে? মাথার উপর কোন ছাদ নেই এ জন্য?
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২১
চাঁদগাজী বলেছেন:
আপনি সমস্যাটাকে বুঝুন, বসে সমাধান গুলো বের করার চেষ্টা করেন; ভেংগে পড়ার কিছু নেই
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৯
দয়িতা সরকার বলেছেন: পারিবারিক কোন দ্বন্দ্ব থেকে? পারসনাল কোন সম্পর্ক থেকে? আমাকে বলুন প্লিজ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৩
চাঁদগাজী বলেছেন:
আপনার সমস্যা নিয়ে একটা পোষ্ট দেন, সবাই সাহায্য করার চেষ্টা করবেন।
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪২
দয়িতা সরকার বলেছেন: আমি কীভাবে এ থেকে বের হতে পারি? না কী কবর ছাড়া কোন পথ নেই ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
আপনি ছাত্র, বেকার, নাকি কাজ করেন? পারিবারিক সমসা সবার আছে, উহা কতটুকু সেটাই আসল ব্যাপার! পারিবারিক সমস্যা আসলে সমস্যাই নয়, ইহার সমাধান খুব সহজ
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫০
দয়িতা সরকার বলেছেন: আপনি আমার নাম দেখেন। আমি একটা ফিমালে মানুষ।, বয়স ৪০, রোগা , অসুস্থ মানুষ।আমি সাউথ পয়েন্ট স্কুল জব করি। স্কুল থেকে আমাকে সবসময় বের করে দিতে চায়। বাসার মেয়ে বাচ্চাদের পড়াই ।বাচ্চাদের মায়েরা আমার রুমে বসে। আমি টিচার হিসাবে ভাল পড়াই।মানুষ হিসাবেও ভাল। তার পর ও আমাকে স্কুল থেকে বের করে দিতে চায়। আমার স্কুল এর আই ডি কার্ড ব্যাগ থেকে কদিন হল কে যেন চুরি করে নিয়েছে। বাসায় আমার নিয়োগ পত্র টা কে যেন চুরি করেছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৬
চাঁদগাজী বলেছেন:
আপনি স্কুল কমিটির ভালো সদস্যদের সাথে আলাপ করেন, নিজের কোন সমস্যা জানাবেন না; স্কুলের পড়ালেখা নিয়ে আলাপ করবেন। বাচ্ছাদের গার্ডিয়ানদের সাথে পরিচয় রাখুন।
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৫
দয়িতা সরকার বলেছেন: আমি মানুষিক অসুস্থ নয়। ডায়বেটিস এর রুগি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৬
চাঁদগাজী বলেছেন:
ডায়াবেটিস কন্ট্রোল করুন, আপনি অন্যদের চেয়ে ভালো থাকবেন।
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১৩
দয়িতা সরকার বলেছেন: আমি স্কুল জব করতে ভয় পাই।তবু যাই নিজের আর আল্লাহ এর উপর ভরসা করে। সবসময় মনে হয় আমাকে মনে হয় কোন গাড়িতে উঠিয়ে দেবে কেও। আর ও ভয়ে থাকি আমার খাবারে কোন মেডিসিন মিক্সেড করে কী না।
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১৬
দয়িতা সরকার বলেছেন: এই শনি বার ঠিক কী কারনে স্কুল খোলা রেখেছে জানিনা। তার পর দিন স্পোর্টস।
১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩৬
দয়িতা সরকার বলেছেন: আমি এখন বাসায় ও নিজেকে সেভ ভাবতে পারছি না। আমি যদি ভুল না করি আমার মা ভাই কে কেও পেসার দিচ্ছে। সেটা আমি বুজতে পারছি
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৫
দয়িতা সরকার বলেছেন: আমি যাদের ক্লাস নেই সে সব বাচ্চা ছাড়াও , সব বাচ্চাদের সাথে আমার সম্পর্ক ভাল, মাঝে বাচ্চারা কিছু টিচার, অভিভাবকদের মিজ গাইডের জন্য আমাকে ভুল বুঝত।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:০৯
চাঁদগাজী বলেছেন:
আপনি বরং একটা পোষ্ট দেন, সবাই আপনাকে সাহায্য করার চেষ্টা করবেন।
১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লালু সরকারের মূল সমস্যাটা বুঝতে পারছিনা।
সে কি সিম্যান ? তার নাম থেকে কি বুঝাতে চেয়েছে?
আমি খেই হারিয়ে ফেলছি। গাজীসাব কি বুঝতে পারছেন তার
কি সমস্যা ?
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:১০
চাঁদগাজী বলেছেন:
উনি যদি পোষ্ট দিয়ে নিজের সমস্যা জানান, সবাই ভেবেচিন্তে সাহায্য করার চেষ্টা করবেন, নিশ্চয়ই
১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৩১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার ধারণা সঠিক বলেই মনে হচ্ছে | এই ফাত্রামি ইম্পিচমেন্ট করে ট্রাম্পের নির্বাচনে বিজয়ের অনিশ্চয়তাটুকু মনে হয় দূর হয়ে গেলো |
বর্তমান যুগে নির্বাচনের প্রার্থীদের কে বর্ণবাদী, রেসিস্ট, ধর্মান্দ এসব আর বিবেচনা করা হয় না | মানুষ এতই বাস্তবতাবাদী হয়ে গেছে যে তার অর্থনৈতিক সুবিধা যে দল বা প্রার্থীর মাধ্যমে সর্বোচ্চ প্রাপ্তি ঘটবে তাকেই সে ভোট দেয়, এখানে কেন নৈতিক মূল্যবোধ কাজ করে না | এরই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ট্রাম্প, বরিস জনসন, দুকার্থে, বা নরেন্দ্র মোদীর মতো চরমপন্থীদের বিজয়ে |
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫২
চাঁদগাজী বলেছেন:
যখন চাকুরী থাকে না, তখনই আমেরিকানরা বিচলিত হয় মাত্র। বিশ্বের শক্তিশালী দেশসমুহে চরমপন্হীরা ক্ষমতায় এসেছে। মোদী ভারতকে ভুল পথে নিয়ে গেছে, ট্রাম্পও রাসিজম বাড়িয়ে দিচ্ছে।
১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৩
খোলা মনের কথা বলেছেন: ইম্পিচমেন্টের রায় ট্রামের পক্ষে গেলেও বিগত দিনগুলো যেভাবে বিতর্কিত হয়েছে সেটার প্রভাবও পড়তে পারে নির্বাচনে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৯
চাঁদগাজী বলেছেন:
গত ভোটে সাদা ডেমোক্রেটরা ট্রাম্পকে ভোট দিয়েছিলো; মনে হয়, এবারও ওদের অনেকেই ভোট দেবে।
১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:৪৯
ডঃ এম এ আলী বলেছেন:
দেখা যাচ্ছে ট্রাম্পের বিরোদ্বে নেয়া প্রচেষ্টাগুলি তাকে আরো বেশী শক্তি যোগাচ্ছে।
তাঁর পারফরমেন্স দুনিয়া জুড়েই এখন রাজনীতিবিদদের প্রতি মানুষের আনিহা জাগানোতে প্রেরণা জোগাচ্ছে ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৩৮
চাঁদগাজী বলেছেন:
রাজনীতিবিদরা ওর সাথে পেরে উঠেনি
১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: বুশ জুনিয়র-এর পর ট্রাম্প-ই সম্ভবত সবচেয়ে বেশী সমালোচিত এবং অভিনব ভাবে প্রথম বারের মত 'not my president' ট্যাগ প্রাপ্ত। পরপর ২ বার ক্ষমতায় আসা সহজ হবে না...
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
বুশেরা ছিল যুদ্ধবাজ, ট্রাম্প নিজের থেকে যু্দ্ধ লাগায়নি, এটাও তার পক্ষে যাচ্ছে
২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯
সাহাদাত উদরাজী বলেছেন: ৮ বছরের আগে যাবে না!
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪
চাঁদগাজী বলেছেন:
ডেমোক্রেটরা অসময়ে নিজের পায়ে কুড়াল মেরেছে, মনে হয়।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দূর্জনের ছলের অভাব হয়না।
ইমপিচমেন্টের ফলাফল তার পক্ষে যাবে্
ইমপিচমেন্ট না করলে তো সোনায় সোহাগা হতো।
বদের হাড্ডির গলার জোর বেড়ে গেছে।
ছবিতে মনে হচ্ছে আযান দিচ্ছে !!