নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

এসো ঋতুরাজ বসন্ত, অগ্রিম চলে এসো ঢাকায়

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩১



করোণা ভাইরাস থেকে মৃত্যু ও সংক্রমণের যেই ডাটা চীনারা বিশ্বকে দিচ্ছে, উহা সত্য বলে বিশ্বাস করলে নাস্তিকেরও পাপ হবে; চীনে মৃত ও সংক্রমণের সঠিক সংখ্যা কতো, হয়তো শীং জি পিংও কোনদিন জানতে পারবে না; উহাকেও নীচের লেভেলের নেতারা সঠিক ডাটা জানতে দেবে না কোনভাবেই। ফরলামিন দেয়া মাছ, মাংস যখন পঁচে যায়, অবশ্যই উহা তাজা সাপের মাংস, কিংবা বাদুরের তাজা মাংস থেকে হাজার গুণে ভয়ংকর; এই কারণে, বাংলাদেশে নতুন নতুন ভাইরাসের জন্ম না হয়ে, চীনে বারবার নতুন ভাইরাসের জন্ম নেয়াটা সন্দেহের সৃষ্টি করছে: উহা কি ল্যাব থেকে, পশুপাখী হয়ে, সর্বভুক চীনাদের শরীরে ঢুকছে?

আমেরিকা, চীন, রাশিয়া, ইরান, ইসরেয়েল, ভারত বাইওলোজিক্যাল অস্ত্রের অধিকারী; এরা নতুন নতুন জীবাণু নিয়ে কাজ করছে ল্যাবে। আমেরিাকনরা ধুর্ত, উহারা এসব পরীক্ষা নিজ দেশে করছে, নাকি আফ্রিকায় করছে কে জানে! তবে, চীনারা নিজ দেশে পশুপাখী,এমনকি নিজের মানুষের উপরও পরীক্ষা চালাতে পারে; উহারা এই রকম ভয়ংকর জাতি; ইসোয়েলীরা ভারতকে এইসবের ল্যাব হিসেবে ব্যবহার করছে, মনে হয়।

করোণার চালচলন, আচরণ ইত্যাদি এখনো অনেকটা অজানা; তবে, বুঝা যাচ্ছে যে, অনেকের মৃত্যুর কারণ হচ্ছে, নিমোনিয়া। শীতকালীন সময়ে অনেক ভাইরাসই বয়স্কদের শরীরে নিমোনিয়াকে আমন্ত্রণ করে নিয়ে আসে; নিমোনিয়া বসন্তকাল ও গ্রীস্মকে পছন্দ করে না তেমন। ফলে, মনে হচ্ছে, ঢাকায় যদি আপনারা ইতিমধ্যে ঋতুরাজের আগমণী গান শোনেন, ইহা বাংগালীদের জন্য সুখবর। ব্লগার নুরু সাহেব হয়তো এখনো শীতের পিঠা খাওয়ার সুযোগ পাননি; কিন্তু এবার শীত আগে চলে গেলেই ভালো হবে, নুরু সাহেব পিঠা খেতে পারবেন আগামী বছর।

সেদিন বাংলাদেশ সরকারের স্বাস্হ্য বিভাগের খুবই উঁচু পদের এক মহিলা পরিচালিকা (নামের শেষ অংশ 'ফ্লোরা' ছিল, মনে হয়) ডয়েসে বেলের কাছে ইন্টারভিউ দিয়েছেন; উনি যেসব পদক্ষেপের কথা বলেছেন, সেগুলোকে বাচ্চাদের বালি দিয়ে পিকনিক পিকনিক খেলার মতো স্তরের মনে হলো; উনি কি বলছেন নিজেও জানেন না; বুঝা যাচ্ছিলো যে, গাভী নেই, উনি দুধ বিক্রয় কেন্দ্র খুলে বসেছেন। ডেংগু থেকে এসব মানুষ কিছুই শিখেনি ।

বাংলাদেশের জন্য ভাবনার বিষয় হলো, আমাদের ডাক্তার, নার্স ও হাসপাতালের লোকেরা ভয়ে রোগীদের ঠিক মতো পরিচর্যা নাও করতে পারে; এদের উপর আস্হা রাখা ভয়ংকর রিস্কি ব্যাপার। তারচেয়ে ভালো হবে, প্রকৃতির উপর নির্ভর করা: কোকিল যদি এখনো প্রস্তুত না থাকে, পলাশের কুঁড়ি যদি এখনো জেগে না উঠে অসুবিধা নেই; ঋতুরাজ বসন্ত, তুমি একাই ঢাকা চলে এসো।

মন্তব্য ৫৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আসলেই প্রকৃতি অনেক দুঃসময়ে সুসময়ের বার্তা বয়ে আনে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



শীতহীন দেশগুলোতেও চীনাদের যাওয়া আসা আছে, সেসব এলাকায় এখনো কেহ মরে টরেনি। মনে হয়, বসন্তে সংক্রমণ কমে আসবে।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২১

একাল-সেকাল বলেছেন:

৩৪ ডিগ্রীর উপরের তাপমাত্রায় করোনা ভাইরাসের কার্যক্ষমতা নিষ্ক্রিয় হয়ে পরে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


ঢাকায় এখন ২১ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকার তাপমাত্রা কত ডিগ্রির মাঝে উঠানামা করছে? কোকিল টোকিল ডকাছে নাকি? বসন্তের কবিতা টবিতা দেখছি না ব্লগে!

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

রাবেয়া রাহীম বলেছেন: ফেব্রুয়ারির তিন তারিখ দুই মাস ঢাকা থেকে ঢাকা থেকে দুবাই হয়ে নিউইয়র্ক ফিরে আসি । ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে জর সর্দি কাশি শরিড় ব্যথায় অস্থির হয়ে ডাক্তারের কাছে যাই। ডাক্তার এন্টিবায়োটিক , প্রেসক্রিপশন কফ সিরাপ ইনহেলার দিয়ে আমার মনে হোল কিছুটা সন্দেহ চোখে =p~ বলল অশুধে কাজ না হলে সাথে সাথে জানাবে।

করোনা ভাইরাসের ভয়ে বড্ড বেশী ভয়ে ভয়ে থেকে এন্টিবায়োটিকের প্রথম ডোজেই জর ছেড়ে গেল।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

চাঁদগাজী বলেছেন:



ভালো করেছেন চলে এসে; ঢাকার বাতাসে ধুলিকণা ভাসছে ২৪ ঘন্টা; ধুলিকণার সাথে বিবিধ ভাইরাস সহজেই শরীরে প্রবেশ করে, ভয়ানক ব্যাপার। মনে হচ্ছে, ছোটখাট কোন ভাইরাস ছিলো; ভালো থাকুন।

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৮

খোলা মনের কথা বলেছেন: চীনা একটা বাজার নেটে দেখলাম ওখানে ইদুর, বাদুড়, সাপ, বিড়াল, কুত্তা, শুকর ইত্যাদি কেনাবেচা হচ্ছে। ওদের খাদ্যভ্যস বড়ই অদ্ভূদ। করোনা থেকে যদি কিছু্টা সবধান হয়।

করোনা ভাইরাস সত্যিই যদি শীতের প্রভাবে প্রভাবিত হয় তাহলে বাঙালীদের জন্য সুখবর হবে। শীত হয়তো আর ২০-৩০ দিন থাকতে পারে। ভাল একটি সংবাদ দিলেন

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:



করোনায় নিমোনিয়া হয়, কিডনীর কাজ বন্ধ করে দিতে পারে, আরো কি কি আছে! তবে, শীতের সময়ের যেকোন ভাইরাস নিমোনিয়া নিয়ে আসে; ফলে, বসন্ত সাহায্য করবে কিছুটা। চীনারা আধা মানব।

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: নাস্তিকেরও পাপ হবে জেনে চিন্তিত হয়েছি।

আসলে এবার ভয়ে আছি, ওদের ছুটি শেষ ফিরতে শুরু করবে মানে টেক্সিতে উঠবে।

সবার মঙ্গল এবং সুস্থতা কামনা করছি!

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:



নাস্তিকদের পাপপুন্য হয়তো ব্যাংগের সর্দির মতো।

আপনি মাস্ক ব্যবহার করবেন; ও আপনার সাইডের জানালা খুবই সামান্য খোলা রাখবেন, পেছনের জানালা খুবই সামান্য খোলা রাখবে, এতে গাড়ীর ভেতরে বাতাস পেছনের দিকে প্রবাহিত হবে

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধন্যবাদ, আমি আসলে সত্যি চিন্তিত এখন। আপনার উপদেশ মনে রাখব। সমস্যা মাস্ক পরাটা একটু ঝামেলা আছে। তবে নিরাপত্তার জন্য পরতে হবে। চাইনিজ দেখলে সত্যি গায়ে কাটা দেয় :(

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:



সমস্যা, চাইনীজদের হাতে অনেক টাকা; এরা প্রা্যই চীনে যায়।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বৃটেন এবং আমরিকাতে অলরেডি এই ভারাস সক্রিয়, বলার কারণ ডিসেম্বরে এটা ধরা পড়েছে এবং এখন হলো ফেব্রুয়ারি। বৃটিশ এবং আমরিকানরা কিনে খাবার খায়, চাইনিজ তাদের প্রিয় তাকিলায় ২ অথবা ৩ নম্বরে। কী বুঝাতে চাইছি বুঝতে পেরেছেন? এখন দোয়া এবং সর্তক থাকা ছাড়া আর কিচ্ছু করার নেই।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


আমেরিকানরা সতর্ক! ইউরোপ ছোট, সেটা একটা সমস্যা।

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চলুন সবাই মিলে আমন্ত্রণ জানাই,, ঋতুরাজ বসন্ত, তুমি একাই ঢাকা চলে এসো। :)

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:



আমি ভাবছি, ঢাকা বাংগালীদের মতোই, গরম হতে সময় নেয় না।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৫

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,





"কোকিল যদি এখনো প্রস্তুত না থাকে, পলাশের কুঁড়ি যদি এখনো জেগে না উঠে অসুবিধা নেই; ঋতুরাজ বসন্ত, তুমি একাই ঢাকা চলে এসো।"
বসন্ত বাতাসের মতোই দুলিয়ে গেলো লাইনটি। রোমান্টিক একটি লাইন।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:



কোথায়ও ভুল হয়ে গেলো নাকি! এই রকম কিছু তো আমার টাইপ করার কথা নয়! দেখি, ভুলে কাট এন্ড পেষ্ট করলাম নাকি?

ঢাকা গরম হলে, মানুষের কষ্ট হয়; কিন্তু এই বছর গরম একটু আগে এলে, মানুষের পক্ষে যাবে প্রকৃতি। ঢাকায় বসন্ত আসে কিনা আমি ঠিক জানি না; শীতের পরই বোধ হয় গরম এসে যায়!

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৩

মোঃ ইকবাল ২৭ বলেছেন: বসন্ত আসবে কোকিল ডাকবে তার অপেক্ষায় থাকবে চীন, আমেরিকা ? নাকি করোনার টিকা মিকা আবিস্কার করবেন ? করোনার টিকা নিয়ে আমেরিকা কি কিছু ভাবছেন ? গ্রীষ্ম আসবে ৩৫ ডিগ্রী সেলসিয়াসে গরম পড়লে করোনা নির্মূল হবে, এক আশায় থাকলে তো চীনে লক্ষ লোক মারাপড়ার সম্ভাবনা থাকবে এবং করোনা সারা বিশ্বে ছড়াবে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার ৩/৪ টি কোম্পানী ১ মাসের ভেতরে টীকা বের করবে; তবে, ১/২ বিলিয়ন ডোজ তৈরি সহজ হবে না। বাংলাদেশ কিনবে বলে মনে হয় না।

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৯

(লাইলাবানু) বলেছেন: বসন্ত আসবে,
কোকিল ডাকবে,
সময় কারো জন্য থেমে থাকেনা !
সময় হলেই আসবে চলে বসন্ত,
কেহ আটকিয়েও রাখতে পারবেনা । সুন্দর লিখেছেন ।

কিছু মনে করবেন না,আমি এখানে নতুন,কতদিন হয়ে গেল কিন্তু লেখা প্রথম পাতায় আসেনা কেন ?
একটা পোস্ট লিখেছিলাম পরে ড্রাপ করে রেখছি ।

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


ড্রাপ না করে, আরো কয়েকটি পোষ্ট লেখেন; আপনি যেই বিষয়ে ভালো জানেন, সেটাতে লিখেন। তারপর নীচের ইমেইল'এ একটা ইমেইল করে, অনুরোধ করেন আপনাকে সামনের পাতায় আসার ক্ষমতা দেয়ার জন্য:

[email protected]

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩০

রাজীব নুর বলেছেন: ইহুদি নাসারা'রা কোরআন রিসার্চ করে করোনা ভাইরাসের ওষুধ আবিস্কার করছে না কেন??

১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৫

চাঁদগাজী বলেছেন:



রিসার্চ ইর‌্যাদির কথা বলে, বেকুব মোল্লারা কোরানকে বিতর্কিত করেছে

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঋতুরাজ বসন্ত, অগ্রিম চলে এসো ঢাকায়

তাতে আপনার কি লাভ হবে ?

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


করোনা এসে গেলে লাভক্ষতি হিসেব করা আরকটু সহজ হবে।

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলাদেশ ১২ আউলিয়ার দেশ
পশ্চিমাদের মতো পাপাচারী নয়
এদেশে করোনা আঘাত হানবেনা
ইনসা আল্লাহ। আপনি সাবধানে
থাকবেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:


আমি মোটামুটি চেষ্টা করছি; যেহেতু আওলিয়াগণকে সবার মতো মৃত্যুবরণ করতে হয়েছে, উনারা কোনভাবে স্পেশাল কেহ নন।

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৯

আবদুল মমিন বলেছেন: সময় অসময়ে আমাদের অনেক আমলা কামলা বিদেশে আলু টমেটো গবেষণার জন্য দল বেধে যায় , এখন এ রকম কিছু মাথা মোটার দলকে করোনা গবেষণার জন্য চায়নাতে পাঠালে কেমন হয়

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:২৭

চাঁদগাজী বলেছেন:


তার আগে ওদেরকে ইংরেজী শেখানোর জন্য ভারত পাঠানোর দরকার ৪ বছরের জন্য।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
সবাই বলছে চীনাদের খারাপ খাদ্যাভ্যাস বা হারাম খাবারের কারনেই নাকি এসব।
গত সপ্তাহে সৌদিতে হালাল ভাইরাস মুরগি 'বার্ড ফ্লু' ছড়িয়ে যাওয়ার খবর কোথাও প্রচার পায় নি
মিডিয়া জানে কোথায় etp বৃদ্ধি।

এছাড়া ৮ বছর আগে ২০১২ তে সৌদিয়ারবে হালাল ভাইরাস মার্স। এক সিজনেই ৩ হাজার অসুস্থ হয়ে গেছিল। মৃত ৮৬০
সেসবও তেমন প্রচার পায় নি। উইকি লিখেছে উট মুত্র পানে এই রোগ সংক্রামিত হয়েছিল।

পাকিস্তানে 'পঙ্গপালের হানা' খবর কোন পত্রিকায় দেখা যায় না।
কিন্তু ভুয়া ফটোসপ "মসজিদে গিয়ে মুসুল্লিদের কাছে মাফ চাইলেন চীনের প্রেসিডেন্ট" এটা বেশ প্রচার পাচ্ছে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৫০

চাঁদগাজী বলেছেন:


লিলিপুটিয়ানদের নিজস্ব একটা পৃথিবী আছে।

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:২১

ডঃ এম এ আলী বলেছেন:

সত্যিই বসন্তের ছোয়া প্রকৃতিতে লাগে নানাভাবে। এখন বসন্তের আগমনে কোকিলের কুহুতানে প্রকৃতি তেমন মুখরিত হয়না ,কোকিলের সংখ্যা কমে গেছে । তবে পলাশের বুকে টিয়া পাখি দেখা যায় অনেক গাছে । বসন্তের পোষ্টে ফুল
পাখীর ছবি থাকবেনা তাকি হয় !

বসন্ত জীব বৈচিত্রেও পরিবর্তন আনে নানাভাবে। বসন্তের ছোয়া এখন শুধু গ্রামীন শ্যামল সবুজ প্রান্তরেই নয়, বসন্ত
বাসা বাধবে রমনার বটমুলে আর একুশের গ্রন্থ মেলায় এই শহরে। কিছু শুকনো পাতারা ঝরে গিয়ে জন্ম নেবে
কচি নতুন পাতার। সেই পত্রপল্লবে, ঘাসে ঘাসে, নদীর কিনারে, কুঞ্জ-বীথিকা আর নগরের বিশাল মানব অরণ্যে
অগ্রীম বসন্তের আগমন আজ সত্যিই খুব কাম্য।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


ঢাকা শহরে বসন্ত বুঝা যায় কিনা কে জানে! একদিনে শহর চুলার মতো গরম হয়ে যায়। শহর গরম হলে, নিমোনিয়ার ঝুঁকি কমে আসবে।

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৪

রুমী ইয়াসমীন বলেছেন: চমৎকার লিখেছেন দাদু শেষ লাইনগুলো....
ব্লগে বসন্ত তবে এসেই গেল আপনার এই লিখার মাধ্যমে। করোনা টরোনা সব উড়ে যাবে ফাগুনের আগুন লাগা বাতাসে....
বসন্তের বাসন্তী রঙের শুভেচ্ছা নিবেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


আশাকরি বসন্ত আগে চলে আসবে, বসন্তের ছোঁয়ায় ঢাকার মানুষের জীবনটা উৎফুল্ল ও নিরোগ হোক।
আপনার জন্য বাসন্তী শুভকামনা রলো।

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৩

কানিজ ফাতেমা বলেছেন: আজ সকালে মতিঝিলের মত অফিস পাড়ায় সত্যি সত্যিই কোকিলের ডাক শুনলাম । কোকিলের ডাক সব সময়ই মন ভালো করে দেয়, সেই সাথে করোণার সাথে বসন্তের সম্পর্কের কথাটা জেনে স্বস্তি পেলাম।

শেষ প্যারার বয়ানটা খুবই সত্যি এবং সেই সাথে শেষ লাইনটি অনবদ্য। আপনি একটি বই লিখে ফেলুন। আশা করি পাঠক প্রিয়তা পাবে।

আপনার সুস্বাস্থ এবং দীর্ঘায়ূ কামনা করছি।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


অনেকদিন আপনাকে ব্লগে দেখিনি; আশাকরি ভালো আছেন। কিছু একটা লিখে নিজকে পরীক্ষা করার দরকার, মনে হয়!

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক দিন পর আপনার এই লেখাটা পড়ে মজা পেলাম ও নিজে নিজেই হাসলাম। আমি চেয়েছিলাম শীতটা আরো একটু দীর্ঘায়িত হোক কিন্তু সেটা মনে হয় হচ্ছেনা। কারণ হলো আপনি ঋতুরাজ বসম্তকে আগাম আসতে বলেছেন।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:



আসলে শীতটা এবার ভয়ংকর হয়ে গেছে; করোনাকে আমেরিকা ও জাপান শক্তভাবে ঠেকাচ্ছে; কিন্তু বাংলাদেশে হলে সরকার কিছুই করতে পারবে না। অগ্রিম গরম এলে, করোনা বিলুপ্ত হবে, মনে হচ্ছে।

২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪২

অজ্ঞ বালক বলেছেন: এই ভাইরাস অন্য দেশে কি ঘটাবে জানি না, কিন্তু বাংলাদেশে প্রবেশ করলে সেটা সপ্তাহখানেকের মধ্যে এপিডেমিকে রূপ নিবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



গত ২/৩ দিন আমেরিকানরা সাহস দেখাচ্ছে, তাদের ভয় কেটে গেছে; দেখা যাক, বাংলাদেশে সমস্যা দেখা দেয়ার আগে যদি গরম এসে যায়, আমাদের জন্য ভালো হবে।

২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৫

এম এ হানিফ বলেছেন: শুধু ঢাকা শহরে নয়, সারাদেশে নেমে আসুক বসন্ত। নিভে যাক করোণার বিষবাষ্প। আমরা বাঙ্গালীরা মেতে উঠি বসন্তের মিতালী হাওয়ায়।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:



বসন্ত এসে হেলে করোণার ভয় বিলুপ্ত হবে, মনে হয়। আজ ২দিন আমেরিকনরা ভয়টা ঝেড়ে ফেলে দিয়েছে।

২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন:

জ্ঞানীরা বলেছিলেন,- "যেদিন সবচেয়ে ধূর্ত লোকটির সঙ্গে সবচেয়ে বোকা লোকটির সাক্ষাৎ হয়েছিলো, সেদিন পৃথিবীতে ধর্মের উদ্ভব হয়েছিলো।"

সহজ সরল ধর্মপ্রাণ মানুষদের হজ্জ, যাকাত আর কোরবানির পশুর চামড়ার হাজার হাজার কোটি টাকা কিভাবে ইয়োরোপ, আমেরিকা কিংবা বৃটেনে চলে যায়, তার কয়েকটা উদাহরণ লিখেছিলাম কয়েকদিন আগেই। আজ আরো একটা উদাহরণ দেখুন।

আমাদের নবীজি খেজুর পাতার ঘরে ঘুমাতেন, আর খেজুর খেয়ে রোজা রাখতেন।- এই সব আবেগি গল্প শুনিয়ে এই মাওলানা সাহেব কি সুন্দর বিদেশের মাটিতে বেন্টলি গাড়ি চালাচ্ছেন। একটা সাধারণ মডেলের বৃটিশ বেন্টলি গাড়ির দাম বৃটেনেই ৩ কোটি টাকার উপরে। বাংলাদেশে ৩০০% ট্যাক্স যোগ হলে যার দাম দাঁড়াবে ১২ কোটি টাকা। বিশ্ব বিখ্যাত এবং বিলাস বহুল এই গাড়িটি চালাতে আপনাকে রিচার্ড ডকিন্স কিংবা নম্ চোমস্কির মতো বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী আর মানবতাবাদী মানুষ হলে চলবে না, আপনাকে হতে হবে একজন ধূর্ত ধর্মব্যবসায়ী। সহজ সরল মানুষকে কাঁদিয়ে ব্যাক্কল বানিয়ে তাদের মাথায় বাদাম ভেজে খেতে হবে।

মাহফিল শুরুর আগেই লক্ষ টাকা হাদিয়া আর হেলিকপ্টারের বিল পরিশোধ করে দিয়ে জাতি যে আজহারীকে সকল জ্ঞানের সমুদ্র ভেবে মন্ত্রমুগ্ধের মতো সারা রাত প্যান্ডেলে বসে থাকে, ক্ষণে ক্ষণে আল্লাহ আকবর ধ্বনিতে আকাশ বাতাস কাপিয়ে তোলে, সে মাওলানা সাহেব আজ সাঈদী হুজুরের উত্তরসূরী হিসেবে কতই বা সফল হয়েছেন! তিনি বিদেশে বিলাসবহুল বেন্টলি গাড়ি চালিয়ে দেশের মানুষের কথা ভাবেন!!
বিশ্বাস করুন, মাস্টার্স পাশ একজন বাংলাদেশী শ্রমিককে বিদেশের মাটিতে একটা ভাঙা গাড়ি মেনটেইন করতেও মাসে ২০০ ঘন্টা কামলা দিতে হয়।
আমাদের সবার শুভ বুদ্ধির উদয় হোক।

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



এসব লোকের ভাবনাচিন্তা গার্বেজ, এরা বেকুবদের কাছে গার্বেজ বিক্রয় করছে।

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আইলা, সিডর থেকে বাঁচাল সুন্দরবন, এখন করোনা থেকে বাঁচতে বসন্ত। সেই প্রকৃতিকেও কিন্তু আমরা প্রতিনিয়ত ধ্বংস করে চলেছি। চট্টগ্রামে পাহাড় গায়েব করে দিয়েছে চোর, চাট্টারা...

১১ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


প্রকৃতি ধ্বংশ করে, আজকের বাংগালীরা আগামী জেনারেশনের বেঁচে থাকার সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে; আমরাদের তরুণরা এগুলোর বিপক্ষে দাঁড়াচ্ছে না; ১৯৫২ সালের মতো, ১৯৭১ সালের মতো তরুণ নেই দেশে।

২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৩

রোকসানা লেইস বলেছেন: বসন্ত এলে করোনা সংক্রামন হবে না এর সাইন্টিফিক কোন ভিত্তি আছে কি

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


না, এখনো বলা যাচ্ছে না; তবে, যেই কোন ভাইরাসের ফলে, নিমোনিয়া শীতে বেশী হয়; কোরনাতে মৃত্যুর একটি বড় কারণ নিমোনিয়া; তাপমাত্রা বাড়লে, নিমোনিয়া কমে যায়।

২৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৬

সোহানী বলেছেন: ঋতুরাজ বসন্ত আপনার ডাডাকিতে প্রায় এসেই পড়েছে B:-/ । কারন দেশে যেয়ে দেখি কোনই শীত নেই। চমৎকার ওয়েদার.........

১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


বাংগালীদের দুর্ভাগ্য, সেই অন্চলের তাপমাত্রা বাড়ছে।

২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৫

মিরোরডডল বলেছেন: বসন্ত আমার সবচেয়ে প্রিয় ঋতু । এখানে সেপ্টেম্বর থেকে নভেম্বর তিন মাস স্প্রিং দা বেস্ট টাইম অব দা ইয়ার ।
কিন্তু বাংলাদেশে বসন্তকাল ফাল্গুনের অনলি ফিউ উইকস ওকে তারপরই চৈত্র মাসের ভয়াবহ গরম চলে আসে ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:



দেশের আবহাওয়া আরো খারাপ হয়েছে, এখন শীতের পর, হঠাৎ গরম পড়ে। সীতের দেশগুলোতে আসল বসন্ত অনুভব করা যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.