![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
*** নিউহ্যামশিয়ারে ১ম হয়েছেন বার্ণি সেন্ডা্স(২৫.৯% ভোট); বুটিজেগ (২৪।৪%), ক্লোবুচার (১৯.৮%); বাকীরা ডেলিগেইট পায়নি; জো বাইডেন ভয়ংকর সমস্যায়। ***
আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে (নভেম্বর, ২০২০) ডেমোক্রেটদের প্রার্থী নির্বাচনের লক্ষ্যে প্রাইমারী(ফেব্রুয়ারী, ৩ - জুন, ৩) শুরু হয়েছে। প্রাইমারী ভোট হয় দলের সদস্যদের সরাসরি ভোটে ফাইন্যাল প্রার্থী নির্বাচন করার জন্য। আমাদের দেশে দলের প্রার্থী মনোয়ন দেন শেখ হাসিনা, বেগম জিয়া, এরশাদ সাহেব; আমেরিকায় দলের সভাপতি, কমিটি কেহই নমিনেশন দেয় না; ৫০ রাজ্যে, ৪ মাসের সরাসরি ভোটে দলের লোকেরা নিজেদের ফাইন্যাল প্রার্থীকে মনোয়ন দেন; প্রসেসটি কয়েক ধাপের মাঝ দিয়ে যায়। এরার রিপাবলিকানদের প্রার্থী থাকছেন বর্তমান প্রেসিডেন্ট, ট্রাম্প।
শুরুতে, এবার ডেমোক্রেটদের প্রার্থী ছিলো ২২ জন, এটা ছিল খারাপ শুরু; কয়েকটি ডিবেইটের পর, এদের সংখ্যা কমে ৭ জনে এসে দাঁড়ায়েছে( পিট বুটিজেগ, বার্ণি সেন্ডার্স, এলিজাবেথ ওয়ারেণ, জো বাইডেন, এমি ক্লোবুচার, ইয়েং, টম ষ্টইয়ের)। এবার ডেমোক্রেটদের প্রার্থীরা অত ভালো নয়; এবং ট্রাম্পের সাথে টিকবে কিনা সন্দেহ আছে।
আমেরিকার ৫০ রাজ্যের মাঝে ১ম প্রাইমারী হয় আইওয়া রাজ্যে; আইওয়ার প্রাইমারী হয়ে গেছে, এতে ১ম স্হান পেয়েছে ৩৮ বছর বয়স্ক পিট বুটিজেগ নামে এক প্রাক্তন মেয়র ও প্রাক্তন মিলিটারী অফিসার; তিনি ইন্ডিয়ানা রাজ্যের 'সাউথ বেন্ড' নামের ১ ছোট শহরের মেয়র ছিলেন। জো বাইডেন ( ওবামার ভাইস-প্রেসিডেন্ট) পেয়েছে ৪র্থ স্হান। এখনো জো বাইডেন প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে।
আজকে, ২য় দিন ভোট চলছে 'নিউ হ্যামশায়ার' রাজ্যে; বার্ণি সেন্ডার্স এখানে ভালো করার সম্ভাবনা, জো বাইডেন এখানেও ভালো করবে না; জো বাইডেন ভালো করবে বড় রাজ্যগুলোতে, এবং মনে হচ্ছে, এবার বড় রাজ্যগুলোর প্রভাবে ডেমোক্রেটদের প্রার্থী নির্বাচিত হবে। তবে, আগের পাটার্ণ অনুসারে, যারা আইওয়া ও নিউ হ্যামশারে হেরে যায়, তারা পাশ করতে পারে না।
এবার কমপরিচিত একজন ভালো প্রার্থী আছেন, নাম হচ্ছে এ্যামি ক্লোবুচার; উনি আমরিকার সমস্যাগুলো বুঝেন বলে মনে হচ্ছে, এবং বেশ হাসিখুশী মানুষ; তিনি বর্তমানে মিনোসেটা রাজ্যের সিনেটর; খবই সহজ সরল মহিলা; কিন্তু স্বল্প পরিচিত। আইওয়াতে তিনি ৫ম হয়েছেন; আজকে কেমন করে দেখা যাক। তিনি ট্রাম্পের সাথে কিছুটা পাল্লা দিতে পারতেন সহজেই।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২৯
চাঁদগাজী বলেছেন:
হ্যাঁ, শুধু ডেমোক্রেট দলের নিবন্ধিত সদস্যরা ভোট দেবেন; কিছু কিছু রাজ্যে নির্দলীয়রা ভোট দিতে পারেন; কিন্তু রিপাবলিকান দলের সদস্যরা ভোট দিতে পারবেন না।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প কে আবার দেখতে চায় বিশ্ববাসী।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪২
চাঁদগাজী বলেছেন:
ইউরোপের অনেক দেশে চরমপন্হীরা ক্ষমতায় এসেছে ও আসবে, ভারতে চরমপন্হী, আমেরিকায় চরমপন্হী হলে, কি ঘটে কে জানে।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪০
শের শায়রী বলেছেন: মুরুব্বী আপনি সারাক্ষন আমেরিকা আমেরিকা করেন মাঝে মাঝে তাতে বাংলাদেশের একটু সিজনিং দেন। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হোক, কি জাল ভোট হোক, ট্রাম্প আসুক না আসুক তাতে আমাদের ১০০ তে ১০০ জনের কিছু যায় আসে না। আচ্চা মুরুব্বী আপনি সারাদিন আমেরিকা আমেরিকা করেন ক্যান? খুব জঘন্য লাগে। একটা মানুষ কিভাবে আর এক দেশের এভাবে গীত গায় বুদ্ধিতে আসে না!
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৮
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা পেছনে কেন পড়ে গেছেন, সেটা বাংগালীরা বুঝেন না, আপনিও বুঝেন না। আমেরিকা কেন ভালো করছে, সেটা বুঝলে ব্লগারদের ধারণা বাড়বে। এষ্ট্রোলোজী, জ্বীন-ভুত নিয়ে লিখে লিখে বাংগালীরা নিজেই ভুত হয়ে গেছে।
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: বাঙ্গালীদের আমেরিকার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৯
চাঁদগাজী বলেছেন:
আসলে, কিছু শেখার জন্য যতটুকু ব্যাকগ্রাউন্ড দরকার, গড়ে শিক্ষিত বাংগালীর সেটা নেই।
৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৫
(লাইলাবানু) বলেছেন: দেখা যাক শেষ পযন্ত কি হয় ?
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৭
চাঁদগাজী বলেছেন:
ডেমোক্রেটরা ভালো করতে পারছে না, এতদিন অবধি ৭ জনের বেশী কেন্ডিডেট থাকা খারাপ লক্ষণ
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৩৮
সোহানী বলেছেন: ট্রাম্প পাগল আবারো আসার সম্ভাবনাই বেশী বলেই মনে হয়। তবে এবার আসলে তা পাগলামী আরো বাড়বে বলেই মনে করি।
১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:০৩
চাঁদগাজী বলেছেন:
এবার এলে তাকে থামানোর পথ থাকবে না; আগে, রাজনীতিবিদরা ছিলো না তার সাথে, এখন রাজনীতিবিদরা ওর কথায় ভোট পায়।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:৪৬
ডঃ এম এ আলী বলেছেন:
আমিরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকসন
বাংলাদেশের উপর বিবিধভাবে প্রভাব ফেলে
এ বিষয়ে নিয়মিত আপডেট দিলে খুশী হব।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৯
চাঁদগাজী বলেছেন:
বিশ্বে আমেরিকানদের প্ররভাবের কারণে, বাংগালী ব্লগারদের উচিত আমেরিকাকে বুঝা।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ব্লুমবার্গের কী অবস্থা?
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩১
চাঁদগাজী বলেছেন:
ব্লুমবার্গ এখনো কোন "ডিবেইট ও প্রাইমারীতে" আসেনি; সে "সুপার টুইসডে প্রাইমারী"তে অংশ নেবে।
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৫
রাশিয়া বলেছেন: ৭৮ বছর বয়েস? এই ব্যাটা তো নড়তে চড়তেই পারবেনা। বিশ্ব চালাবে কি করে? আমেরিকানরা এক কথায় বার্নিকে বয়কট করবে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩২
চাঁদগাজী বলেছেন:
সে শক্ত মানুষ, তার কইছু সমস্যা হচ্ছে, সে ইহুদী ও স্বঘোষিত "সোস্যালিষ্ট"।
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৪৬
নতুন বাঙ্গাল বলেছেন: আমি তো ভেবেছিলাম হিলারী ম্যাডাম এবার হ্যাট্রিক এটেম্পট নিবে। বেচারি হাপায়ে গেছে গতবার। যাইহোক, মনে হয়না আমেরিকানরা ট্রাম্পকে মাথা থেকে নামাবে এবার। তাও সম্ভবনা থাকত যদি ডেমোদের ক্যরিশম্যাটিক কেউ থাকতো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৪
চাঁদগাজী বলেছেন:
ডেমোক্রেটদের শক্ত প্রার্থী নেই; সম্প্রতি, সম্প্রীতি ও আমেরিকান ভাবনা নিয়ে কথা বলে কিছুটা জনপ্রিয়তা পেয়েছেন সিনেটর ক্লোবুচার।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৮
শাহিন বিন রফিক বলেছেন:
ভোট কি শুধু ডেমোক্রেট দলের নিবন্ধিত সদস্যরা (দলীয় কর্মী) দিতে পারে নাকি সবার জন্য উন্মুক্ত?