নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাবার ঘরেও খেতে পাইনি, স্বামীর ঘরেও কিছু নেই!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৪



"বাবার ঘরেও খেতে পাইনি, স্বামীর ঘরেও কিছু নেই!", এই কথাটি আমাকে বলেছিলেন আমাদের গ্রামের একজন নতুন বধু; ইহা আমার মনে অনেক কষ্ট দিয়েছিলো।

আমি তখন অষ্টম শ্রেণীত, গ্রাম্য এক চাচা বিয়ে করলেন; আমি সব বিয়েতে যাই; কিন্তু এই বিয়েটা মিস হয়েছিলো, আমি শহরে আমার বোনকে দেখতে গিয়ে, ২/১ দিন বেশী ছিলাম। গ্রাম্য এই চাচার নাম ছিলো লালু কাকা; নিতান্ত গরীব ঘরের যুবক, দেখতে শুনতে ভালোই; কিন্তু কাজকর্ম করতেন না; উনার ছোটভাই জালুকাকা শহরে আতরওয়ালা ছিলেন, সামান্য আয়ের মানুষ। মাসে, দুই মাসে বাড়ী আসতেন, মা ও ভাইয়ের জন্য খেয়ে না খেয়ে, কোন মতে চলার মতো সামান্য টাকা রেখে যেতেন। জালুকাকা বয়সে লালু কাকার চেয়ে ছোট ছিলেন, চেষ্টা করছিলেন।

আমাদের নিজ বাড়ী থেকে ১ পাড়া পশ্চিমে আমাদের ১টি ছাড়া-বাড়ী ছিলো, বেশ বড়; ইহাতে পুকুর ছিলো, ফলের গাছ ছিলো; বাড়ীটির চারিপাশ দিয়ে বেশ ঝোপঝাড় ছিল, বাহির থেকে ভেতরে দেখা যেতো না। শীতকালে আমরা এখানে প্রচুর সবজি করতাম; তা'ছাড়া জমিতে অনেক বন্য শাক, পুকুর পাড়ে ফুলগাছ, ঢেকি শাক, লাল আলুর শাক ইত্যাদি ছিলো। প্রতিদিন পরিবারের রান্নার জন্য সবজি আনাটা আমার কাজের অংশ ছিলো। সেদিন সন্ধ্যায় সীম, বেগুন আর মুলা আনতে গেছি; দেখি মুলা খেতের মাঝে বসে একজন নারী বাত্তার-শাক ( এক ধরণের বন্য শাক) তুলছেন। উনি অনেক লম্বা করে ঘোমটা দিয়েছেন, মুখ দেখা যাচ্ছে না; তবে, নতুন শাড়ী পরিহিত। আশেপাশের সবাই আমাকে চেনেন, কথা বলেন; ইনি মাথা নোয়ায়ে শাক তুলছিলেন। আমি নিজের থেকে কিছু না বলে, ৫ মিনিটে সীম, মুলা ও কিছু বেগুন নিয়ে বাড়ী থেকে বের হয়ে যাচ্ছিলাম; তখন মহিলা দাঁড়ায়ে বললেন,

-কাকু, আপনি চলে যাচ্ছেন?
-হ্যাঁ।

তিনি ঘোমটা সরালেন, দেখলাম যুবতী নারী; আমার জন্য অচেনা। তিনি পরিচয় দিলেন,
-আমি আপনার লালু কাকুর বউ। আপনাদের না বলে বাত্তার শাক তুলতে এসেছি কাকু।

উনাদের বাড়ী থেকে ৩/৪টা বাড়ী পর এই ছাড়া-বাড়িটি; নতুন বউ'এর এতদুর এসে শাক তোলার কথা নয়; তবে, লালু কাকুর মা প্রায়ই এসে ঢেকির শাক, মেকির শাক নিয়ে যান; আজকে বেচারা নতুন বউকেই আসতে হয়েছে। উনার হাতে চাউল ধোয়ার একটা টুকরী, সামান্য শাক তুলেছেন। আমি উনার টুকরীতে কিছু সীম ও বেগুন দিলাম; কয়েকটা মুলাকে কলাগাছের ছাল দিয়ে আঁটি বেঁধে উনার হাতে দিয়ে বললাম,

-চাচী, আপনি নতুন এসেছেন গ্রামে, যখন শাক, সবজির দরকার হয়, সীম, বেগুন, মুলা এখানে যা আছে আপনি নিয়েন, কারো অনুমতি নিতে হবে না। উনার দুই চোখ বেয়ে পানি পড়ছে; বললেন,
-কাকু, বাবার বাড়ীতে কোনদিন পেট ভরে খেতে পারিনি; ভেবছিলাম স্বামীর বাড়ীতে এলে একটু পেট ভরে খাবো; দেখছি তাও হবে না, হয়তো!
-হবে, চাচী হবে; আমি লালু কাকুকে কাজ করতে বাধ্য করবো; আপনি মন খারাপ করবেন না।

মন্তব্য ৫৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৯

রাবেয়া রাহীম বলেছেন: বাংলায় একটা প্রবাদ আছে " আমি যাই বঙ্গে কপাল যায় আমার সঙ্গে"

লেখা পড়ে এই কথা মনে আসলো ।

তাছাড়া এখন গ্রাম বাংলার বউ ঝিয়েরা অনেক স্বাবলম্বী । সবাই কিছু না কিছু করে আয় রোজগার করে থাকে। নিজেদের অবস্থার পরিবর্তন করে চলেছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:



'৬০ এর দশকে বাংলার মানুষ যেই কষ্ট করেছে, তা ছিলো অসহনীয়।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৩

জে.এস. সাব্বির বলেছেন: দুর্ভাগীদের এভাবেই দুর্দশা বয়ে বেড়াতে হয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


এই দেশের শিক্ষিত সমাজ এঁদের কোনদিন সাহায্য করলো না।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৪

ঊণকৌটী বলেছেন: দুঃখ জনক ঘটনা,কিন্তু আপনি কি পেরেছিলেন কুড়ে লালু কাকা কে পরিশ্রমী বানাতে। পাশাপাশী আপনার এই মানবিক মনোভাবের পরিচয় অনেক লেখাতেই দেখেছি। ধন্যবাদ আপনাকে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


হ্যাঁ, লালু কাকুকে কাজ করানো সম্ভব হয়েছিলো; আমাদের একটা সমবায় সমিতি ছিলো, সবাই তরুণ ছিলো, আমরা লালু কাকুকে বুঝতে পেরেছিলাম যে, উনার সংসার উনাকেই চালাতে হবে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৯

মনিরা সুলতানা বলেছেন: এখন হয়ত অবস্থার পরিবর্তন এসেছে ...!!!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:



এখন ভাত আছে, স্বামী নেই; স্বামীগুলো দুবাই, সোদী, মালয়েশিয়া চলে গেছে; আমার মতে, আরো খারাপ

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে কত্তা !!! আপনার দয়ার শরীর
আপনি এদের না দেখলে যে চলবিনা!!
লালুকাকু যে কাজে মতি হয়েছে তার
কৃতিত্ব আপনার। সাধু, সাধু !!

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


ঢাকার ধুলায় শ্বাস নিয়ে ও মশার কামড় খেয়ে চলেছেন, জীবন আসলে এই রকম হওয়ার কথা ছিলো না

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: আপনি ক্লাশ এইটে পড়া অবস্থায় গ্রামের একটি যুবতী মেয়ে আপনাকে কাকু বলে ডাকবে কেন? তখন আপনার বয়স কত ছিলো? ১২/১৩ হবে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:



চাচার বউ কাকু ডাকবে, বয়সে কিছু আসে যায় না।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৬

কাবিল বলেছেন: @ রাজীব নুর, আপনি যখন দুনিয়াতে আসলেন, তখন আপনার বাবা আপনার আগেই আপনাকে বাবা ডেকেছিল। তখন আপনার বয়স কত।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের বিভিন্ন অন্চলে বিবিধভাবে সম্বোধন করা হয়; শহরগুলো একটু কমবন্ধুত্বপুর্ণ এলাকা

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার সাথে পরিচ হচ্ছে। আপনি ভালো মানুষ। আমি আজন্মের চঞ্চল ছিলাম। আপনি বোঝদার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


গ্রামে মানুষ হলে প্রকৃতির নিয়ম কানুন আপনা থেকেই সাথী হয়ে যায়।

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: “বাঙালি একশো ভাগ সৎ হবে, এমন আশা করা অন্যায়। পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত” – Humayun Azad

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৯

চাঁদগাজী বলেছেন:


হুমায়ুন আজাদ সাহেব আমার শিক্ষক ছিলেন, অনেক ইমোশানেল ছিলেন। আমাদের সমাজে শিক্ষকেরা মুল্য পান না।

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ইফতেখার ভূইয়া বলেছেন: “বাঙালি একশো ভাগ সৎ হবে, এমন আশা করা অন্যায়। পঞ্চাশ ভাগ সৎ হলেই বাঙালিকে পুরস্কার দেওয়া উচিত” – Humayun আজাদ"
সহমত |

বাংলাদেশে দেশপ্রেমিক ও সৎ নেতৃত্বের খুবই প্রয়োজন যারা সমাজে অন্যায় ও দুর্নীতি কমিয়ে এনে সম্পদের সুষম বন্টনের প্রচেষ্টা নিতে পারে | শুধুমাত্র এই কয়েকটি প্রচেষ্টা নিতে পারলেই এর বাইপ্রোডাক্ট হিসাবে অন্যান্য সমস্যা অনেকটাই দূর করা সম্ভব |

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১৫

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ যেভাবে চলছে, শেখ হাসিনা মনে করছেন, এরা সর্বাধিক সৎ; উনি হয়তো সঠিক; সমস্যা হলো, আধুনিক বিশ্বের সরকার ও প্রশাসন কিভাবে চলছে, এটা বুঝার ক্ষমতা শেখ হাসিনার নেই।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫০

করুণাধারা বলেছেন: আমার পাশের ফ্ল্যাটেই এমন একজন আছেন। বিয়ের পর কাজের লোক ছাড়িয়ে দিয়েছেন, বউকে দিয়ে ঘরের সব কাজ করান। নিজে সারাদিন বসে টিভি দেখেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১৯

চাঁদগাজী বলেছেন:


বউয়ের সাথে মিলে কাজগুলো করাটা উচিত।

দেশ স্বাধীন হওয়ার পর, গরীবের মেয়েগুলোকে পড়ানোর দায়িত্ব ছিল শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের, উনারা সেটা বুঝর মতো বিদ্যান ছিলেন না; ফলে, গরীবের কিশোরী মেয়েরা "চাকরাণী" ও ঝি হয়ে, সামর্থ পরিবারের বউ'এর কাজ কাজ করেছে; পরিবারের বউয়েরা সন্তান জম্ম দেয়ার মেশিনে পরিণত হয়েছে।

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩৬

রায়হানুল এফ রাজ বলেছেন: অমানুষ কি বলা উচিৎ?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:


কাকে?

১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫৪

ডঃ এম এ আলী বলেছেন:
জীবন ভিত্তিক কথন পাঠে ভাল লাগল ।
স্বাধিনতাপুর্বকালে গ্রাম বাংলায় দারিদ্রতার এরকম চিত্র ছিল একটি কমন ব্যাপার ।
অনেকেরই ধরণা পাকি আমলে মানুষ অনেক বেশী সুখে থাকত!!
ষাটের দশকের শেষভাগে আয়ুব খান উন্নয়নের এক দশক পালন করেছিল বেশ ঝাক জমক ভাবে
উন্নয়নের একটি চিত্র তখন দেখানো হতে প্রচার মাধ্যমে । তা হল ঢাকার কশলাপুর রেল ষ্টেশন ।

ষ্টেষনটির নির্মান কাজ ১৯৬০ সালে শুরু হয়ে চালু হয় ১৯৬৯ সালে।
অথচ এই সময়ে তিনি পাকিস্তানের রাজধানী করাচী থেকে প্রথমে রাওয়পিণ্ড পরে ইসলামাবাদে স্থানান্তর করেন ।
কিন্ত সেগুলি এদেশের মানুষ দেখেনি ,দেখেছি শুধু কমলাপুর ষ্টেশনটিকে। পাকি নেশায় এখনো তাই অনেকেই বুদ
হয়ে আছেন ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:


পাকী সরকারগুলো মানুষকে বৃটিশের মতো শাসন করতো; বিএনপি রবার্ট ক্লাইভের মতো কলোনী চালু করেছিল, আওয়ামী লীগ ইহাকে নিজেদের বাজার বানায়েছে।

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০১

ডঃ এম এ আলী বলেছেন:
অথচ এই সময়ে তিনি পাকিস্তানের রাজধানী করাচী থেকে প্রথমে রাওয়ালপিণ্ডি পরে ইসলামাবাদে স্থানান্তর করেন ।
কিন্ত সেগুলি এদেশের মানুষ দেখেনি ,দেখেছে শুধু কমলাপুর ষ্টেশনটিকে। পাকি নেশায় এখনো তাই অনেকেই বুদ
হয়ে আছেন ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ নিজের নাগরিকদের অশিক্ষিত করে রেখেছে; ফলে, তারা পাকিস্তানের বেশী ভাবতে অক্ষম।

শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব বাংগালীর শিক্ষার প্রয়োজন অনুধাবন করেননি, বাকীদের কথা কি বলবো; আজকের সরকার ও প্রশাসনের পিগমী ও লিলিপুটিয়ানরা সামন্তবাদের চেয়েও অধম।

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৩৮

শের শায়রী বলেছেন: মুরুব্বী আপনার দয়ার শরীর! আপনাগো দেখি ছাড়া বাড়ী আছে, আমাগো গ্রামে আছে ছাড়া ভিডা, সে জায়গায় অনেক জ্বীন আছে, অনেক মানুষরে তারা ক্ষতি করছে, যাবেন নাকি এক দিন মুরুব্বী আমাগো ছাড়া ভিডায়।

ভালো কথা আমেরিকান নির্বাচন নিয়া চিন্তায় আছি, কি অবস্থা? কেডাকেডা ভোট পাইল, মাইর পিট কি অইছে মুরুব্বী?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান প্রাইমারী হয়েছে মাত্র ছোট ২ টি ষ্টেইটে, এখনো ৪৮টি বাকী; আগামী দেড়মাসে সব ঠিক হয়ে যাবে।

ট্রাম্পের বিপরিতে বাইডেন দাঁড়ানোর সম্ভাবনা এখনো আছে; তবে, সে ১ম ২ ভোটে নিজের দলের লোকদের কাছে পারজিত হয়েছে।

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
চাচার বউ কাকু ডাকবে, বয়সে কিছু আসে যায় না।

আসলে আমার জন্ম ঢাকায়। গ্রামে বছরে এক দুইবার যাই। তাও এক দুই দিনের জন্য।
ঢাকার বাইরের দুনিয়া সম্পর্কে আমি বলতে গেলে কিছুই জানি না।
অনেকে আঞ্চলিক শব্দ শুনেই বলেই দিতে উনি কোন জেলার। আমি পারি না।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:


শহরের মানুষ পাখী দেখেন খাঁচায় ও চিড়িয়াখানায়।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৫

মোঃ ইকবাল ২৭ বলেছেন: হুম। কষ্টের হলেও দিন গুলো সুন্দর ছিল। তো আপনার চাচী এখন ভালো আছেন, দুবাইর কামাই খাচ্ছেন। ছেলে মেয়ে আছে ? তারা পড়া লেখা করছে ? করেছেন ? আপনি দেশে আসলে তাদের সাথে দেখা টেখা হয়?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:



লালুকাকু দুবাই যাননি; আমি বলেছি, গ্রামের গরীব মেয়েদের পাতে যখন ভাত এসেছে, তখন তারা স্বামীহীন হয়েছে, শান্তি নেই।

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কাকা নিশ্চয় আপনার বদৌলতে কাজ শুরু করেছিলেন এবং অভাব কিছুটা দূর হয়েছিল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:



আমি একা নই, আমাদের একটা সমবায় সমিতি ছিলো; আমরা গ্রামের অনেক মানুষের উপর প্রভাব ফেলেছিলাম।

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:২৮

নয়ন বিন বাহার বলেছেন: এই অভাবের কিছুটা ৯০ এর দশকেও ছিল। দেখেছি। সামান্য পানি ভাতের পানি নিতে আসত অনেকজন। ভাত চাওয়ার সাহস তাদের চোখে দেখিনি। আমার মা পানির সাথে ভাতও দিত। তাদের চোখে দেখতাম রাজ্য জয়ের তৃপ্তি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


ভাতের মাড় চাওয়া এটা কি অভাবের কিছুটা?

এরশাদের মত ইডিয়ট, বেগম জিয়ার মতো ইডিয়ট এই দেশ চালায়েছে, মানুষ ভাতের মাড় চেয়েছে বেঁচে থাকার জন্য।

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শেষ পর্যন্ত লালু কাকু কি কাজ করেছিলেন? ওনাদের অভাব কি মিটেছিল?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:



হ্যাঁ, কাজ করতো, প্রথমে পাহাড় থেকে পাথর নামাতো, শেষে কৃষি কাজে কাজ করতো।

বাংলাদেশের ৭০ ভাগ মানুষের অভাব মেটেনি পাকী আমলে।

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৮

কনফুসিয়াস বলেছেন: আপনার সাহায্যকারী মনোভাব ও পরোপকারীর নেশা আপনাকে সম্মানের একধাপ করে বাড়িয়ে দেয়। দোয়া রইল, যেন দিন দিন আপনার এই মনোভাব আরো বৃদ্ধি পায় এবং আপনি আরো বেশি মানুষের উপকার করতে পারেন। শুভেচ্ছা জানবেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫৪

চাঁদগাজী বলেছেন:



আমি চেষ্টা করছি, দেখা যাক।

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০৭

নিভৃতা বলেছেন: ছাড়া বাড়ি কাকে বলে? বউত্তা শাক খেতে কিন্তু দারুণ মজা। আমি খাই :)

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:২১

চাঁদগাজী বলেছেন:


বত্তার শাক (আপনার এলাকার বউত্তা) খুবই পুষ্টিকর ও স্বাদের শাক; আমাদের এলাকায় জমিতে আপনা থেকে হতো বলে, জমির মালিকেরা ইহা নিজের ভাবতো না, যেই কেহ তুলে নিতো।

ছাড়া-বাড়ী হলো, পরিত্যক্ত বাড়ী; যেই বাড়ীতে মানুষ বসবাস করে না।

২৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই কোমল মনের মানুষ কীভাবে মুক্তিযোদ্ধা হয়ে উঠল?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


জাতি যখন আক্রান্ত হয়েছিলো, তখন যুদ্ধে যাওয়াই ছিল মুখ্য বিষয়।

২৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৬

পুলক ঢালী বলেছেন: কষ্টদায়ক কাহিনী কিন্তু বর্ণনা অসাধারন।
এক দুইজনকে সহায়তা দিয়ে তৃপ্তী খুঁজে ফিরি কিন্তু আসলে নিজেকে সান্তনা দেওয়া ছাড়া আর কোন পরিবর্তন হয়না।
এই মানুষ গুলোর চাহিদা যে কত অল্প ভাবাই যায়না অথচ সেটুকুও পুরন হয়না।
সরকার ডাকাতদের না ধরে ডাকাতী হওয়া ব্যাংকে জনগনের টাকা দিয়ে মূলধন সরবরাহ করে। আসলে ওদের (ঝণ খেলাপী) দেউলিয়া ঘোষনা করে সম্পদ ক্রোক করে প্রাইমারীর বাচ্চাদের খাবার আর কাপড় দেওয়া উচিৎ ছিলো।
অতিসম্প্রতি মানব পাচারকারী একজন সাংসদ কুয়েত থেকে পালিয়ে এসে দেশে বেশ ভালই আশ্রয় পেয়েছে।
যারা পাচার হয়েছে তারা মরলে কার কি ?

১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


সম্পদ উৎপাদন করতে হবে, জোড়াতালি দিয়ে কোটী কোটী মানুষকে চালানো যায় না; সরকারের গর্দভদের মগজ নেই

২৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার এই লেখাটা আমাকে কাঁদিয়েই ছাড়লো!

২১ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:২১

চাঁদগাজী বলেছেন:



স্যরি, এর মাঝ দিয়ে আমরা বড় হয়েছি।

২৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৩৯

কাছের-মানুষ বলেছেন: গ্রাম বাংলার চিত্র ফুটে উঠেছে লেখায়! এখন হয়ত
হত দরিদ্রর সংখ্যা কমেছে তবে এখনও এক বেলা না খেয়ের থাকার মানুষ অনেক আছে দেশে।

০৩ রা মার্চ, ২০২০ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:



সঠিক, এখন পরিত্যক্ত বধু, পরিত্যক্ত মাতাপিতা, চিরকুমারী মেয়েরা খুবই দরিদ্র।

২৭| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ২:১৩

বিড়ি বলেছেন: খুবই খারাপ লাগলো, তারা এখন কেমন আছে?

০৩ রা মার্চ, ২০২০ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:



গ্রামের সাধারণ মানুষ হিসেবে খেয়ে পরে চলেছেন।

২৮| ০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৩

মিরোরডডল বলেছেন: আমাদের সমাজে এখনও কত লালু কাকুর বউরা এরকমি না খেয়েই আছে । তাঁদের খবর আর কে রাখে । যে কথাটা আমি বরাবরই বলি , অনেক ধরণের কষ্টই হয়তোবা মেনে নেয়া যায় কিন্তু মানুষ অভাবের জন্য না খেয়ে আছে এটা কোনভাবেই নেয়া যায়না । এর চাইতে নির্মম আর কিছু হতে পারেনা । তাঁদের জন্য যদি কখনও কেউ কিছু করে, আমাকে সবসময় পাশে পাবে । আমি আশা করি আপনি কিছু একটা করবেন ।

আমাদের গ্রামেও ওটাকে বউত্তা শাক বলে । ছোটবেলায় খেয়েছিলাম । সেই সময়ের গ্রামের মাটির চুলার রান্না , ভাতের ঘ্রানটাই অন্যরকম হতো, সাথে সেই শাক অমৃত ।

০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:



আমি নিজেই প্রবাসে কাজ করে মুল্যবান সময় নষ্ট করেছি; আমার উচিত ছিলো গরীবের মেয়েগুলোকে সাহায্য করা।

২৯| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

মিরোরডডল বলেছেন: Not at all.
Whatever you did in overseas or doing, I believe there was definitely a reason for it.
And we can’t deny money matter is important. If you really wanna do something for disadvantage people you need money too.
ইটস নেভার লেইট টু স্টার্ট ।
কন্টিনিউয়াসলি না হোক যখন আপনি বিডি ভিসিট করেন তখন যতটুকুই করা যায় ।
আগে থেকে প্ল্যান করে থাকলে কিছু একটা সম্ভব ।

০৭ ই মার্চ, ২০২০ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:


একটা সংস্হার মাধ্যমে আমি কিছুটা সাহায্য করছি; আমি নিজে সেখানে অবস্হান করে অন্য কিছু একটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.