নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নদীতে নৌকায় ভ্রমন ও মাছ ধরা

আমি একজন কৃষক, নিজের জমি নাই অন্যের জমি চাষ করি

চ্যাংড়া

আমি একজন কৃষক, নিজের জমি নাই অন্যের জমি চাষ করি

চ্যাংড়া › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধে কাবা শরিফ ধংশ হয়েছিল ৬৮৩ সালে। তখন মুসলমানরা ধৈর্য্য ধরেছিল।

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৫





মুহাম্মদ (সঃ) এর বিরুদ্ধে কটুক্তি করায় মুসলমানরা সহিংশ হয়ে উঠেছে। কিন্তু এ যাবত কাবা শরীফের ব্লাক ষ্টোন অনেক বার চুরি হয়েছে। আল্লাহ তা ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ কাবা শরীফ রক্ষা করবেন কেয়ামত পর্যন্ত। ইহুদি বা খ্রিষ্টানরা কাবা শরীফ দখল বা ক্ষতি করতে পারবে না। মুহাম্মদ (সঃ) এর মর্যাদাও কাবা শরীফের মত অক্ষুন্ন থাকবে।



উমাইয়া সেনাপতি আল হাজ্জাজ বিন ইউসুফ মক্কা দখল করে কাবা শরীফ ধংশ করে দেন। যুদ্ধ শেষ হলে আব্দুল মালিক ইবনে মারওয়ান ৬৯৩ সালে কাবা পুনঃনির্মান করেন।



হজ্বের সময় ৯৩০ সালে কারমাটিয়ানরা মক্কা আক্রমন করেন। মক্কার ব্লাক স্টোন হরন করে নিয়ে যায়। সে ব্লাক ষ্টোনের প্রতি চলে অনেক অবমাননা। ইতিহাসে তা লিপিবদ্ধ আছে। আব্বাসিয়রা ৯৫২ সালে তা পুনরুদ্ধার করে কাবা শরীফে পুনস্থাপন করেন।



১৬২৯ সালে বন্যা ও বৃষ্টিতে কাবা শরীফের দেওয়াল ধ্বসে পড়ে। এবং পার্শবর্তী মসজিদও ভেঙ্গে পড়ে। মুরাদের শাসনামলে পাথর দ্বারা পুনরায় নির্মান করা হয়। যার বর্তমান রূপ তিনি দেন।



এত সবের পরও মক্কার মর্যাদা সমুন্নত আছে। আল্লাহ তাআলা কথা দিয়েছেন।

মন্তব্য ১৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:২১

পাগল হয়ে যাবো বলেছেন: ধন্যবাদ, সুন্দর পোষ্টের জন্য।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:২২

রাতুলবিডি বলেছেন: ইসলামের প্রতি আসিফ মহিউদ্দিনের নাস্তিক - সুশীল গং দের বিস্ময়কর ভালাবাসা: মহানবীর সাথে ইহুদীর বেয়াদবীর প্রেক্ষিতে কি আন্তরিক উপদেশ, আর আমাদের করণীয়!

Click This Link

সারা বিশ্বের মুসলমানরা যখন আহত - বিক্ষুব্ধ , প্রতিবাদে সোচ্চার, ঠিক তখনই মুসলমানদের একান্ত বন্ধু-পরম হিতৈষী (!!!!) হিসেবে আবির্ভাব কুক্ষাত সব নাস্তিক আর সুশীল ভেকধারী কিছু নোংরা মনের নোংরা মতের নোংরা কথার মানুষ(??)। যাদের নোংরামী পরিচিতি লাভ করেছে ব্লগ-ফেসবুক থেকে নিয়ে বাস্টব দুনিয়া সবখানে! তাদের এখন দেখা যাচ্ছে কত বিনয়ী- কত আন্তরিক কত মধুর বাণীর ডালি সাজিয়ে মুসলমানদের পাশে! এভাবে প্রতিবাদ করোনা - ওভাবে না - মাথা গরম করোনা - এটা ইহুদীদের চাল - এতে সাম্রাজ্যবাদ উপকার পাবে, মুসলমানদের দেশ দখল হয়ে যাবে, আরো আরো কত শত উপদেশ ! কত কত মংগল কামনা, মুসলমানদের সম্ভাব্য দূর্দশার আশংকায় কত উৎকন্ঠা!

আসলেই মুগ্ধ ও অভিভুত হবার মতই বিষয় । নোংরা মনের নোংরা মতের নোংরা কথার মানুষগুলো ব্লগ থেকে নিয়ে ফেসবুক আর কত শত শত জায়গায় কুক্ষ্যাত সিনামাটার বাণীই প্রচার করেছে বা করার চেষ্টা করেছে দিনের পর দিন! ঘোষনা দিয়ে বিশ্বাসকে যারা দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য জেহাদে নামে, বিশ্বাসীরা যারা " ধর্ম গাধা - শুওর" তাদের জন্য কি নিদারুণ মায়ার বাণী ! আপনারা কি আসলেই মুসলমানদের বন্ধু! ইসলামের মংগলকামী! মুসলিম বিদ্বষী ইহুদীদের পশুত্বে মর্মাহত? তাদের হাতে মুসলমানদের ক্ষতি হোক এটা চান না?

নাস্কতিকদের প্রতি প্রশ্ন : কতটা মিথ্যা বললে আর ভন্ডামী করলে পরে আপনাদের একঘেয়েমী আসবে? আমরা তো আপনাদের মিথ্যা আর ভন্ডামীর একঘেয়েমীতে বিরক্ত, সত্যই বিরক্ত।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩২

বেকার মানুষ বলেছেন: পাগল হয়ে যাবো বলেছেন: ধন্যবাদ, সুন্দর পোষ্টের জন্য

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩২

পাস্ট পারফেক্ট বলেছেন: হাজ্জাজ বিন ইউসুফ মক্কা অবরোধ কালে পাথর নিক্ষেপ করে যা ক্বাবা শরীফের দেওয়ালে এসে লাগতো। ধবংশ করার কথা এই প্রথম শুনলাম!!!!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪২

চ্যাংড়া বলেছেন: তখন কামানের গোলা ছিল না কিন্তু কামানের গোলা ছোড়ার মত করে পাথর ছোঁড়া হত। কাবা তখন বর্তমান কালের মত পাথরের তৈরী ছিল না।

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৪৬

কলাবাগান১ বলেছেন: তালেবানরা যখন আফগানিস্তানের বৌদ্ধমূর্তি ভেংগে ফেলেছিল, কয় জন বৌদ্ধ, মুসলিম হাইকমিশনকে আক্রমন করেছিল??

৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:৪৩

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বাহ, অন্যরকম পোস্ট তো!

আর তিনি ও তাঁর সম্মান নিয়ে লিখতে চাই না। শুধু মনে বিশ্বাস রাখুন, সারা পৃথিবীর সাতশো কোটি মানুষ ত্রিশ প্রজন্ম ধরে তাঁর দোষারোপ করলেও কিছু এসে যাবে না, গুণারোপ করলেও তাঁর যা গুণ, তা হয়ত পুরোপুরি প্রকাশিত হবে না।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৩

এস এইচ খান বলেছেন:

কলাবাগান১ বলেছেন: তালেবানরা যখন আফগানিস্তানের বৌদ্ধমূর্তি ভেংগে ফেলেছিল, কয় জন বৌদ্ধ, মুসলিম হাইকমিশনকে আক্রমন করেছিল??


====

ক্যালা বাগানের এই বলদটারে একটা থাপ্পর মারুনতো! শোন ক্যালার বাচ্চা, আওয়ামী লীগের হোগা চাটলে আর কাজ হবে না কেননা আওয়ামী লীগের মধ্যে যারা নিজেদের মুসলিম পরিচয় দেয় ওরা তোদের সম্মন্ধে এখন খুব ভাল করেই জানে। তাই বলি, এ সব চাটাচাটির স্বভাব পাল্টে ভাল হয়ে যা আর এ সব পোস্টে এসে আওয়ামী লীগের ক্ষতি করিস নাX(( X((

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২০

বড় ঠাকুড় বলেছেন:
-

কলাবাগান হইলো ইন্ডিয়ান ঘটি, শিবসেনার চামচা, নিমক হারামটায় টাকা জমায় ইন্ডিয়ায়!!

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৫১

বাংলার চাঁদ বলেছেন: স্বয়ং আল্লাহ পাক তিনি নিযে স্বয়ং আবু লাহাব এর তাববাত লাকা (না'উযুবিল্লাহ) এই কুফরী মন্তব্যের বিপরীতে সরাসরি তৎক্ষনাত নাযিল করেছিলেন সুরা লাহাব। "ধবংস হোক আবু লাহাব এর দু হাত।"

যে খানে স্বয়ং আল্লাহ পাক তিনি আল্লাহ্ পাক উনার হাবীব হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শানে বিন্দু মাত্র অবমাননা সহ্য করেন নি। সাথে সাথে প্রতিবাদ করেছেন। আবু লাহাবকে কুষ্ঠরোগীর মৃত্যু দিয়েছেন। তার স্ত্রীকেও একই কারণে নির্মম গযব দ্বারা ধ্বংস করেছেন সে ক্ষেত্রে মুসলমানরা বলতে গেলে সম্প্রতিকালে কোন প্রতিবাদই করেনি। আমেরিকান চিত্র পরিচালক এবং সহযোগী সমর্থনকারী দালালদেরকে কেটে টুকরা টুকরা করে কুত্তা দিয়ে খাওয়ানো দরকার ছিলো।


এই ব্লগার এর মা বাবার নামে অশ্লীল সিনেমা বের করলে সে কি চুপচাপ বসে বসে আঙ্গুল চুষত??? কখনোই না, তখন মানহানী মামলা করতো, যথা সাধ্য প্রতিবাদে ঝাপিয়ে পড়তো।

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৫

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কেননা আওয়ামী লীগের মধ্যে যারা নিজেদের মুসলিম পরিচয় দেয়

এস এইচ খান কি পাকি রাজু নাকি???

একমাত্র তাদের পক্ষেই এভাবে কথা বলা সম্ভব। ব্রেইনওয়শড অর্ধমানব!

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৭

গোলাম দস্তগীর লিসানি বলেছেন: বুঝলাম না! এই ব্লগার কি চুপচাপ বসে থেকেছে???

এই ব্লগার তো কোন সিনেমার রিভিউ পোস্ট দেয়নি। পবিত্র কাবার ছবি নিয়ে পোস্ট দিয়েছে। ধৈর্যের কথা বলেছে।

আর বাংলার চাঁদ বোকা নাকিরে ভাই!
মা-বাবা কোথাকার প্রিয় হয় স্বয়ং নবী দ.'র সামনে?

পোস্ট কি প্রিয়তে নেই নাই? তাহলে এখন নিচ্ছি।

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩২

ওয়েসিস বলেছেন: এত বার কাবা ঘর ভাঙ্গল পাথর চুরি হইল অথচ আল্লা ফাক চুপ মাইরা কার পুটকি হাতাইতেছিল ??? :P :P :P :P
সুরা ফিলের শানে নুযুল ত বলে অন্য কথা । আবরাহা কাবা ধবংশ করতে না পারে যাতে সেই জন্য বিশাল বিমান বহর থুক্কু আবাল পাখি পাঠাইল আর তারা ছুডু ছুডু পাথর দিয়া বড় বড় হাতি মাইরা ফালাইল মাগার এর পরে এবং এর আগে বহুবার কাবা ধবংশ হইল আল্লায় কিছু করতে পারল না ??? =p~ =p~ =p~ =p~
আপনার পোস্টের যে ছবি তাতে দেখা যাচ্ছে কাবা ঘর বন্যায় আক্রান্ত আল্লার এত ক্ষেমতা একটা ছুডু কইরা ফারাক্কা মাইরা পানি ব্লক কইরা দিত । নাইলে মিকাইল ফেরেশতারে কইয়া দিত তুই উদিকে মুতিস না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.