নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চার্ত্রুজ-বী

অতি সাধারন একজন মানুষ

চার্ত্রুজ-বী › বিস্তারিত পোস্টঃ

ছিনতাইয়ের নতুন কৌশল - সাবধান হোন, নিরাপদে থাকুন

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৩



গতকাল রাতে আমার কয়েকজন ঘনিষ্ট আত্মীয়া বসুন্ধরা সিটি থেকে কেনাকাটা করে বাসায় ফেরার পথে এক অভিনব ছিনতাইয়ের শিকার হয়েছে।



সি,এন,জি তে করে বাসায় ফেরার পথে কাওরান বাজার ও ফার্মগেটের মাঝখানে তারা প্রচন্ড ট্রাফিক জ্যামে পড়ে। মোহাম্মদপুর পৌছে সি,এন,জি থেকে নামার সময় দেখতে পায় যে সিটের পিছনে রাখা শপিং ও ভ্যানিটি ব্যাগ গায়েব আর সাইড থেকে সি,এন,জি’র পর্দা কাটা। ভ্যানিটি ব্যাগের ভিতর হাজার দশেকের মত টাকা আর দুইটা মোবাইল ফোন ছিল।



ছিনতাইকারীদের হাত থেকে বাঁচার জন্য বিগত কয়েক বছর যাবতই সি,এন,জি’র প্যাসেঞ্জার অংশের দুই দিকের দরজাই গ্রীল এবং লক সিষ্টেম করা যা কিনা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু কথায় বলে চোরায় না শুনে ধর্মের কাহিনী, যুগের সাথে তাল মিলিয়ে তারাও নিত্য নতুন চুরি ছিনতাইয়ের পথ বের করে নিচ্ছে। সি,এন,জি’র প্যাসেঞ্জার সিটের পিছনে সাধারণত যেখানে যাত্রীদের ব্যাগ বা অন্যান্য মালামাল রাখা হয় সেই অংশটায় শুধুমাত্র লোহার ফ্রেম আর ত্রিপল এর আবরণ, যা কিনা বাইরে থেকে ধারালো চাকু বা ব্লেড দিয়ে কেটে ফেলা এবং ছোটখাট বা মাঝারি সাইজের ব্যাগ / প্যাকেট বের করে নেয়া খুবই সহজ।



সবার প্রতি অনুরোধ, এর পর থেকে সি,এন,জি তে চড়লে ভ্যানিটি ব্যাগ অথবা দামী জিনিসপত্রের প্যাকেট পিছনে না রেখে পায়ের কাছে ফ্লোরে রাখার চেষ্টা করবেন, আর একান্ত যদি পিছনে রাখতেই হয় তাহলে জ্যামে পড়লে বা ঝুকিপূর্ণ এলাকাগুলিতে কিছুক্ষণ পরপরই পিছনে ঘুরে দেখবেন সব কিছু ঠিকমত আছে কি না।



দয়া করে পোষ্টটি আপনার ফেইসবুক ওয়ালে এবং বন্ধুদের সাথে শেয়ার করে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করুন।

মন্তব্য ৪২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫

শায়মা বলেছেন: এ রকমটা আমিও শুনেছি!

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৯

চার্ত্রুজ-বী বলেছেন: আর আমি আমার পরিবারের বাস্তব তরতাজা অভিজ্ঞতাটা সবার সাথে শেয়ার করলাম।

২| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: চোরেরাও দেখি ডিজিটাল হইয়া গেসে ;)



সকলেই সাবধান হোন।

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০

চার্ত্রুজ-বী বলেছেন: জ্বী ভাইজান, যুগের সাথে তাল মিলানো আর কি :P

৩| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৭

মাথাল বলেছেন: আপডেটেড চোর...

২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

চার্ত্রুজ-বী বলেছেন: ওই যে - সারভাইবাল অব দ্যা ফিটেষ্ট :-B

৪| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১

আদরসারািদন বলেছেন: হুম...........সবই ডিযিঠাল হইহে ভাই..........শুধু আমরা নিরিহ জণগণই হইলে পার্লাম না

২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

চার্ত্রুজ-বী বলেছেন: না পারলে ধরা খাইতে হইবো, রেডি আছেন তো ?

৫| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

সাজিদ ঢাকা বলেছেন: উম ম ম ম

২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

চার্ত্রুজ-বী বলেছেন: বড়ই কঠিন অবস্থা /:)

৬| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

ড.েমাহাম্মদ অাতীকু রহমান বলেছেন: ধন্যবাদ।

২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

চার্ত্রুজ-বী বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়বার জন্য

৭| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
বাহ সবাইরে ধরে আমারে তো কেউ ধরে না আফসুস - |-) |-) |-)

৮| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৯

শুকনোপাতা০০৭ বলেছেন: B:-) B:-) B:-)

৯| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৬

ম্রিয়মাণ বলেছেন: ধরে নিচ্ছি, সিএনজি বলতে সিএনজি চালিত বেবি ট্যাক্সিকেই বুঝিয়েছেন, সিএনজি ট্যাক্সি ক্যাব নয়।

সাবধান করে দেয়ার জন্য ধন্যবাদ।

২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৭

চার্ত্রুজ-বী বলেছেন: জ্বী, ঠিকই ধরেছেন - সিএনজি চালিত বেবি ট্যাক্সিই বুঝিয়েছি, কারণ ট্যাক্সি ক্যাব সেটা পেট্রোল বা সিএনজি যেই জ্বালানীতেই চলুক না কেন সেগুলি সাধারণত "ট্যাক্সি ক্যাব" নামেই পরিচিত, কেউই সেগুলিকে সিএনজি ট্যাক্সি ক্যাব নামে ডাকে বলে শুনিনি।
আপনাকেও অনেক ধন্যবাদ।

১০| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৭

বিবর্ণ ক্যানভাস বলেছেন: মাথাল বলেছেন: আপডেটেড চোর...



ভয়াবহ জিনিস!!!!! B:-) B:-) B:-)

২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৬

চার্ত্রুজ-বী বলেছেন: সেই জন্যইতো নগদ বার থেকে চৌদ্দ হাজার টাকার একটা ছক্কা মারতে পারলো

১১| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:২০

আরজু পনি বলেছেন:

খুবই ভয়াবহ অবস্থা !

২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৯

চার্ত্রুজ-বী বলেছেন: শুধু ভয়াবহ?
জনগণের অবস্থা দিন দিন করুণ থেকে করুণতর হচ্ছে।

১২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩২

মোঃ হাফিজুর রহমান বলেছেন: এই হল ঈদের ব্যবসা

২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪০

চার্ত্রুজ-বী বলেছেন: জ্বী, কারো পৌষ মাস আর কারো সাড়ে সর্বনাশ =p~

১৩| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪৮

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ক্যামনে কি। কাটল এট্টু টেরও পাইলেন না B:-) :(

২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৪

চার্ত্রুজ-বী বলেছেন: ভাইগো, টের পাইলে কি আর এই কাহিনী পড়তে পাইতেন?
তখন হয়তো সংবাদপত্রে ছোট্ট একটা খবর দেখতেন যে "গনধোলাইয়ে ছিনতাইকারী নিহত" বা অন্য কোন শিরোনাম :-B

১৪| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

বাংলার হাসান বলেছেন: ডিজিটাল চোর।

২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৮

চার্ত্রুজ-বী বলেছেন: আমাদের ফুলিশ বাহিনী ডিজিটাল হইলেইতো বলতে পারতাম চোরের একদিন তো পুলিশের আধাদিন B-) =p~

১৫| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪

জহির উদদীন বলেছেন: আমি শুনেছি ছাদের পর্দা কেটে কথা বলা অবস্থায় কান থেকে একজনের স্যামসং এস মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যেতে......

১৬| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮

মেংগো পিপোল বলেছেন: এভাবে চলতে থাকলে মানুষের পিঠ দেয়ালা ঠেকে যাবে, এর ফলা ফল কি? আমার জানা নাই।

১৭| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪০

কোবিদ বলেছেন:
সতর্কতার বিকল্প নাই,
কথায় বলে মান আর হুস মিলে হয় মানুষ।
যতক্ষন মানুষের হুস থাকে মানে সতর্ক থাকে
ততক্ষন সে মানুষ থাকে। আর মানুষ থাকা অবস্থায়
দূর্ঘটনা কমই ঘটে। সুতরাং সর্বদা মানুষ থাকুন।

১৮| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬

কে আমি ২০১২ বলেছেন: সতর্কতামূলক পোস্টের জন্য আপনাকে।

১৯| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৬

কে আমি ২০১২ বলেছেন: *ধন্যবাদ আপনাকে।

২০| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯

আহলান বলেছেন: যারা এসব করে তাদের কি বাপ মা নাই? আমার ধারণা তারা ১০০% জারজ ........

২১| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৩

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: :| :| :|


চিন্তার বিষয়

২২| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫

শ।মসীর বলেছেন: রিক্সার পেছনে উঠে আস্ত ল্যাপটপ ব্যাগ খুলে নয়াটাও এখন কমন ঘটনা.....।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫

চার্ত্রুজ-বী বলেছেন: :'( :'(

২৩| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯

সমুদ্র কন্যা বলেছেন: ভয়ানক অবস্থা!

২৪| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

দি সুফি বলেছেন: কথা হইল গিয়া ঐ সিএনজির পিছনে গাড়ি-ঘোড়া কিছু ছিলনা? তারা কিছুই দেখে নাই?? :-& :-&

২৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৭

মনে নাই বলেছেন: সাংঘাতিক অবস্থা, ছিনতাইয়ের জ্বালায় বাইরে যাওয়াই কঠিন হয়ে উঠেছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

চার্ত্রুজ-বী বলেছেন: তা আর বলতে !!

২৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ২:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: সচেতনাতর জন্য পোস্ট অবশ্যই প্রশংসার দাবীদার।

২৭| ০২ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:২৫

আবু তালেব শেখ বলেছেন: গাড়িতে যাত্রাকালে মহিলাদের ব্যানাটি ব্যাগ দেখছি কোলের উপর রাখে, আর আপনি দেখছি উল্টো

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৪

চার্ত্রুজ-বী বলেছেন: ঈদের শপিঙয়ে ছোট বাচ্চা নিয়ে কয়েকজন মহিলা একসাথে মিলে গেলে কয়টা ব্যাগ হতে পারে তা সবাই জানেন, কাজেই সেগুলি সি এন জি'র ভিতরে পিছনের জায়গায় ছিল স্বাভাবিকভাবেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.