নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

বজ্রপাত

০৩ রা মে, ২০১৮ সকাল ১০:০৬



শুনেছিলাম ফিরেঙ্গিরা পুতেছিল ধাতব পিলার
মরা-খরা রুখতে আলোকিত বজ্র কিলার,
রটেছে চুরি করেছে বাংলার দামাল চোরা
বজ্রপাতে মরছি আজি ধুকছি আমরা।

প্রতিদিন আজি মরছে মানব
কোথেকে এলো এই আজব দানব,
মরা পুড়ে একাকার ছারখার বসতঘর
বাড়ির পাশে গোটাবিশেক লাশ কবর!

মেঘ গুড়ুম গুড়ুম আজি যেও না বাইরে
মারা পড়বে তুমি বলবে হয় রে,
কেন বের হলাম আমি এই বাদল দিনে
আমাকে মেরে ফেললো শক্ত বজ্র বীনে!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৮ সকাল ১০:১১

তারেক ফাহিম বলেছেন: আমার পাশের গ্রামের ১২ বছরের এক ছেলের মৃত্যু হয়েছে বজ্রপাতে।

০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:০৭

মাকার মাহিতা বলেছেন: তারেক ফাহিম, আমিও কোনদিন বিশ্বাস করি নাই যে, বজ্রপাতে লোক মারা পরে! কিন্ত যখন বাস্তবে দেখেছিলাম ২০১২ সনে জুন মাসে, তখন থেকে বেশ ভীত আছি!

কাছে থাকার জন্য ধন্যবাদ।

২| ০৩ রা মে, ২০১৮ সকাল ১০:১৩

কামরুননাহার কলি বলেছেন: এটা একটি খুবই ভয়ংকর। কিন্তু কিভাবে এর থেকে মানুষ বাচতে পারবেন তার কি কোন পদ্ধতি নাই?

০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:১১

মাকার মাহিতা বলেছেন: সত্যিই বেশ ভয়ংকর!
জ্বি হ্যা, উপায় আছে, ঐ যে কবিতায় বলেছিলাম, ধাতব পিলার, এরই কারনে বজ্রপাত হচ্ছে, লোকে বলে।
ঘটনা সত্যিই, সাক্ষীও বেশ শক্ত।

ধন্যবাদ, ব্লগে আসার জন্য।

শুভকামনা রইল!

৩| ০৩ রা মে, ২০১৮ সকাল ১০:৩০

রাজীব নুর বলেছেন: বজ্রপাত থেকে বাঁচতে প্রচুর গাছ লাগাতে হবে। দুষন কমাতে হবে।

০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:১১

মাকার মাহিতা বলেছেন: শুনলাম সরকার নাকি কয়েক লাখ তাল গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে, বাস্তবায়ন ও চলছে।
সো ভয়ের কিছু নাই।

৪| ০৩ রা মে, ২০১৮ সকাল ১১:৫০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ছোট বেলায় আমিও দেখেছি এইসব পিলার। যা ছিল বিভিন্ন সীমান্তে যেমন দুই গ্রামের সীমান্তে দুই ইউনিয়নের সীমান্তে। একসময় কী এক ধোয়া উঠলো যে এগুলোতে মূল্যবান কিছু আছে যেগুলোর মূল্য কোটি টাকা। আর বাঙালী যায় কোথায় রাতা রাতি সব পিলার হাওয়া। এখন মরো বাঙালী! :(

০৮ ই মে, ২০১৮ বিকাল ৫:১৯

মাকার মাহিতা বলেছেন: আমারও এই একই প্রশ্ন? পিলার গুলো গেল কই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.