নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

আমার ফুটবল ভাবনা!

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২৮



গতকাল রাতে উইকিপিডিয়াতে বাংলাদেশের ফুটবল ইতিহাস দেখলাম, ক্রিকেট এ চান্স পাওয়ার আগে আমাদের ফুটবলের অবস্থা বেশ ভাল ছিল, দেখলাম কয়েকবার সাফ চ্যাম্পিয়ন ও হয়েছে। হাল আমলে ব্রাজিল আর্জেন্টিনার এই মাতামাতি নিয়ে আমার মনে বেশ প্রশ্ন জাগল, আচ্ছা আমাদের বাংলাদেশ ফুটবল টিম কি ফিফা বিশ্বকাপে ঐ ৩২ দলের মধ্যে একটি দল হতে পারে না? এই না হতে পারার মধ্যে কি কি কারণ রয়েছে? কোন ধরনের সমস্যা রয়েছে যার দরুন বিশ্বমানের ফুটবলার তৈরি হচ্ছে না? আমাদের ক্লাব গুলোতে কি কি সমস্যা বিদ্যমান? খেলোয়ার তৈরিতে কি কি বাধা? এই সকল প্রশ্ন আমার মনের মাঝে ঘূরপাক খাচ্ছিল!
আজ কাজী সালাউদ্দিন সাহেবের এই লেখা আমার সেই চিন্তারই সমচিন্তা মনে হলো। মনে হলো আমি ২২ জনের একটি ক্ষুদে ফুটবল টিম তৈরি করি, চার+চার+চার=বারো বছর মেয়াদী একটা টিম তৈরি করে, সামনের আট বছরে আমরা বিশ্বকাপে না গেলেও যেন এএফসি চ্যাম্পিয়ন হই, তারপর বারো বছর পর আমরা বিশ্বকাপে যাব, এবং একটা চমৎকার ফলাফল নিয়ে আসবো। তখন, আমাদের এই লাল সবুজের দেশে তৈরি হবে, মেসি, রোলানদো, নেইমারের মত অথবা তার চেয়েও তুখোড় ফুটবলার। তখন, আমরা আর ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা উড়াবো না। তখন আমরা আমাদের লাল সবুজের এই পতাকা উড়াবো।
ফিফা বিশ্বকাপে বাংলাদেশ মাথা উচু করে আশানুরুপ ফলাফল নিয়ে আসবে! এই আশা কি আমরা করতে পারি না? কাজী সালাউদ্দিন সাহেবের কাছে আমার প্রশ্ন?
সেই লক্ষে যেতে আমাদের কি করতে হবে, যত সমস্যা রয়েছে যেসব সমাধান করে অভিষ্ট লক্ষ্যে কি পৌছানো সম্ভব নয়?

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: আমার ভাবতে ভালো লাগে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে।
মৃত্যুর আগে কি একবার দেখতে পাবো?

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

মাকার মাহিতা বলেছেন: সেটা যদিও বেশ কঠিন তবে অসম্ভব না! চাই একজন ভাল উদ্যেক্তা...

২| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৪

মাকার মাহিতা বলেছেন: বিস্তারিত এই লিংকে...

৩| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৩

সাইন বোর্ড বলেছেন: এগিয়ে যাক বাংলাদেশ...

০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০০

মাকার মাহিতা বলেছেন: সাইন বোর্ড নিয়ে এগিয়ে আসুন! হবে হয়তো...!

৪| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


সালাউদ্দিন ভালোই খেলেছিলেন; ঘবে, ফুটবলকে গড়ে তোলার মত মগজ টগজ উনার একদম নেই

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

মাকার মাহিতা বলেছেন: ফুটবল মেজাজী মগজ তৈরি করা দরকার।

ধন্যবাদ চাঁদগাজী মন্তব্যের জন্য।

৫| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আগে বাংলাদেশে যে আবাহনী মোহামেডান খেলা হতো সেটাও তো এখন আর নেই। সেই সময় খুব মজা লাগতো। অনেক আবাহনী আর মোহামেডানের পতাকা উড়াত।

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪১

মাকার মাহিতা বলেছেন: তার চেয়েও সোনালী দিন যদি বাংলাদেশের ফুটবলাকাশে আসত!

৬| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এক সময় আবাহনী-মোহামেডানের খেলার সময় পুরো জাতি দু'ভাগ হয়ে তে। রেডিওতেই উত্তেজনা ছড়াত সেই সময়...

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২

মাকার মাহিতা বলেছেন: আমি চাই, এমন আরও ভাল ক্লাব তৈরি হোক, যারা সারা বিশ্বে উত্তেজনা ছড়াবে।

৭| ১০ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩

ক্স বলেছেন: ৯২ সালে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশের মানুষের মনোযোগ পুরোপুরি ক্রিকেটের দিকে ঘুরিয়ে নিয়েছে। নইলে বাঙালি আদতে ফুটবল পাগল জাতি। ৮০-৯০ এর দশকে ফুটবলারদের মধ্যে যে পেশাদারিত্ব দেখেছিলাম, ক্রিকেট নামক আপদ আমাদের মধ্যে না ঢুকলে আমরা এতদিনে বিশ্বকাপ না হোক, অন্তত এ এফ সি তে কিছু একটা করে অবশ্যই দেখাতে পারতাম।

ক্লাব খেলায় আবাহনী মোহামেডান মুক্তিযোদ্ধা ব্রাদার্স কলাবাগান যে ক্রেজ তৈরি করেছিল, আইপিএলের ডাইনামাটস, গ্ল্যাডিয়েটর, কিংস আর বলদেরা (বুলস) তার সামান্যতম আগ্রহও মানুষের মাঝে তৈরি করতে পারেনি।

২১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৩

মাকার মাহিতা বলেছেন: সত্য কথা বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.