নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলো ও আমার ছবি বিশ্লেষণ

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

আজকের প্রথমআলো



আমরা এই অনিয়মিত জাতি নিয়ম ভঙ্গকরা আমাদের স্বভাব। ঐ ড্রাইভার গুলোকে কে শিক্ষা দেবে। মটরসাইকেল,বাস,মিনিবাস,এক্স করোলা,রিকশা এই ড্রাইভার গুলারে কেমনে বুঝাই যে ওখানে একটা জ্রেব্রা ক্রসিং আছে, একটা সাদা সলিড দাগ আছে, একটা সাইনবোর্ড আছে এবং ওখানে দেখেশুনে গাড়ি চালাতে হবে, গাড়ির গতি কমাতে হবে, প্রয়োজনে দাড়াতে হবে।

আমি কেমনে তাদের শেখাবো ।
এই নিয়ে বেশ পেরেশানির মধ্যে আছি।

হায় বাঙ্গালী তোরা কবে মানুষ হবি???

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: চার লেনের মহাসড়কে কেমনে কোন গাড়ি চলবে। কোন লেনে কত কিলোমিটার বেগের গাড়ি চলবে এটাই আমরা কয়জন জানি?

তার উপর রাস্তা পারাপার আঈন। ফুট ওবার ব্রিজ। কত কি। অনিয়ম মানতে মানতে নিয়ম ভুলে গেছি।।।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৩

মাকার মাহিতা বলেছেন: আপনার মন্তব্যের সাথে আমি একমত। " অনিয়ম মানতে মানতে নিয়ম ভুলে গেছি"

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

আহমেদ জী এস বলেছেন: মাকার মাহিতা ,




আসলে বাঙালীকে রাখতে হয় মাইরে আর দৌঁড়ে , তাহলেই তারা সোজা হয়ে চলে ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৭

মাকার মাহিতা বলেছেন: এটা ভুল বললেন, পৃথিবীর সকল জাতি যদি নিয়ম মানতে জানে, মানতে পারে তবে আমরা কেন পারবো না।
আসলে, এর পেছনে আমি দুটো কারন দেখিঃ-
১। নাগরিক সচেতনতার অভাব।
২। শিক্ষার অভাব।
৩। স্বাধীনতার পর থেকে রাষ্ট্রক্ষমতায় যারা এসেছে, সবাই ভোগ করতে এসেছে, কেউ কোনদিন দেশ নিয়ে চিন্তা করেনি। যদি করতো তবে অনেক আগেই এদেশের রাস্তাঘাট থেকে শুরু করে সকল কিছু সিস্টেমেটিক হতো।

এটাই মূল কারণ।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫০

রাকু হাসান বলেছেন:

জাতি হিসাবে আমরা আইন খুব কম মানতে চেষ্টা করি । দীর্ঘ দিনের আইন অমান্য করার ফলাফল । ঠিক হয়ে যাবে । তবে সময় লাগবে । শ্রদ্ধাভজন আহমেদ জী এস ---সাথে একমত ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১

মাকার মাহিতা বলেছেন: আইন মানাতে ও মানতে কিছু বিষয় ও অবকাঠামোর প্রয়োজন আছে বৈকি।
ঢালাওভাবে জনগণের উপর দোষ চাপালে এর দায় মেটে না।

কেন, ট্রাফিক সিস্টেম ও রাস্তার উন্নয়ন করা যায় না কেন?

তবে হ্যা..পাবলিক বাস ড্রাইভারদের শিক্ষা ও প্রশিক্ষনের বড্ড অভাব রয়েছে বৈকি!

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

সনেট কবি বলেছেন: ভাল বলেছেন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ। কবি।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

মিখু হোসাইন তিতু বলেছেন: আমরা বাঙালি তার প্রমান..

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪২

মাকার মাহিতা বলেছেন: কেউ এই অনিয়মিত বাঙ্গালীকে নিয়ে ভাবে নি। তাই এমন।

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আশা করি।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪২

মাকার মাহিতা বলেছেন: আমারও তাই আশা।

আশায় বাঁধি বুক...

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: বাঙ্গালী কি মানুষ না?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪

মাকার মাহিতা বলেছেন: অবশ্যই মানুষ।
তবে তাদের নার্সিং ও প্রয়োজনীয় অবকাঠামো ও সিস্টেমেটিক দেশপ্রধানের বড্ড অভাব।

৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

মাহমুদুর রহমান বলেছেন: যতদিন আইন সুষ্ঠভাবে কার্যকর না হবে,ততদিন এমন ধারাই চলমান ধাকবে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪

মাকার মাহিতা বলেছেন: সত্য কথা বলেছেন ৥ মাহমুদুর রহমান।
ধন্যবাদ আপনাকে।

৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জরিমানা বাড়িয়ে দিন। দেখবেন কীভাবে তেনারা সব শিখে যায়...

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৫

মাকার মাহিতা বলেছেন: যারা জরিমানা করবে তারাই যদি ঘুস খায় তবে সময় লাগবে।

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

আরজু পনি বলেছেন: জেব্রা ক্রসিংয়ের স্থানগুলোতে ক্যামেরা সেট করে তারপর জরিমানা করলে সাইজ হয়ে যাবে শিগগিরই।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৫

মাকার মাহিতা বলেছেন: এটা বাস্তব সম্মত কথা বলেছেন।

সার্বিক সিস্টেম ডেভলপ করতে হবে।

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

তারেক_মাহমুদ বলেছেন: ড্রাইভার এবং পথচারী উভয়েরই সচেতন হওয়া প্রয়োজন তবেই সড়কে মৃত্যুর মিছিল থামবে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৬

মাকার মাহিতা বলেছেন: তারেক_মাহমুদ, আপনার সাথে সহমত।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১৭

হাসান কালবৈশাখী বলেছেন:
যানজটের চেয়ে ঢাকায় মানুষের রাস্তাপারাপারের ভোগান্তিটাই বেশী।

বাস পরিবহন এবং জানজট নিয়ে আমার একটি লেখা পড়ুন -
view this link

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৭

মাকার মাহিতা বলেছেন: অবকাঠামোর উন্নয়ন না হলে আপনার পরিকল্পনা বাস্তবায়ন করা দূরুহ ব্যপার।

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

ভ্রমরের ডানা বলেছেন: এই বাস্তবতা কিছু হুজুগে মানুষ বোঝতে চায় না। তারা সব দোষ সরকারের ঘাড়ে চাপিয়ে বাচতে চায়। অথচ নিজেরাই আইন অমান্য করে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫২

মাকার মাহিতা বলেছেন: সরকার ও জনগণ দু পক্ষের-ই দোষ বিদ্যমান।

তবে আমার মতে সরকার ও অবকাঠামোগত অব্যবস্থাপনাই বেশি দায়ী।

ডিসেন্ট্রালাইজেশন না করা পর্যন্ত যানজট,জনজট,জলজট কোন জটই কমবে না। ববং বাড়বে।

ডিসেন্ট্রালাইজেশন বলতে, ঢাকার উপর চাপ কমিয়ে, চট্টগ্রাম,রাজশাহী,রংপুর,খুলনা,বরিশাল,সিলেট ও ময়মনসিংহে ঢাকার যত নাগরিক সুবিধা বিদ্যমান তা সেখানে প্রতিস্থাপন করতে হবে। তাহলেই এই সকল জট ও অব্যবস্থাপনা কমবে আশা করি।

পাবলিক কে বিভিন্নভাবে সচেতন করতে প্রচার ও শিক্ষার ব্যবস্থা করতে হবে। সেটা সরকারকেই তো করতে হবে, তাই নয় কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.