নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনের সকল কথাগুলো যদি আরও গুছিয়ে লেখতে পারতাম...

মাকার মাহিতা

কবি হবো...

মাকার মাহিতা › বিস্তারিত পোস্টঃ

সোনালী দিনে সোনারগাঁও এবং ...

২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:২৬


উডন্ত মন আমার। কি যেন মনে হলো। আমার ব্যবহৃত স্যামসাং এম একুশের গুগল ম্যাপে ড্রাগ করে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর টেপ করলাম। সেট ডেসটিনেশন। পরনে যা ছিল তাই। এটাকে পাগল টাইপের ভ্রমন বলতে পারেন। রওয়ানা করলাম। বাড্ডা থেকে।

ঘন্টাখানেকপর পৌছে গেলাম। এ নিয়ে তিন চার বার যাওয়া হলো। মন চাইলেই এদিক সেদিক যেয়ে অন্তত বিশ পচিশ কিলোমিটার দুরে যেয়ে বেনসন লাল টা পনের টাকা দামের সাথে একটা দুধ চা পান করে পেটে ক্ষুধা লাগলে ঘরে এসে খাই। ভাল্লাগে।

লুঙ্গি পরা দেখে বাইক রাখার আনসার কিছুটা চমকালো বৈকি। পায়ে সেন্ডেল। অবশ্য হেলমেট পড়া ছিল। বাসা থেকে যখন বের হই এলাকার ছোটভাই আক্স করছিলো, লুঙ্গি পরে কই জান? আমি কইলাম লুঙ্গিকে জাতীয় পোশাক করা উচিৎ। উইজার ফ্রেন্ডলি।

গতকাল যেমন এত ফাঁকা পাইলাম এর আগে অত ফাঁকা পাইনাই। গেটে ঢুকেই বামপাশ দিয়ে পুকুরের পাড় ধরে হাটতে থাকি ও এই ছবি গুলি তুলতে থাকি। পুকুরের জলের উপর দালানের প্রতিচ্ছবি অনেক সুন্দর দেখাচ্ছিল। আমি মুগ্ধ যারপরনাই।

পুরো সোনারগাঁও ঘুরে কম বেশি কয়েক যুগল দেখা পেলাম। তবে শীতে কেমন জানি তারা চুপশে গেছে। অত উত্তেজনা মনে হলো না তাদের দেখে। পুকুর পারের রাস্তা ধরে জাদুঘরের পেছন দিয়ে হাটতে হাটতে মূল ফটক দিয়ে বের হলাম। বাইক আনপার্ক করলাম।

পানাম নগরে আগে গিয়েছিলাম কয়েকবার। এবার অন্যপথে পানাম নগরের কয়েকটি ছবি নিয়ে গুগল করলাম মেঘনার তীরে যাব। পিরোজপুর নামে একটা গ্রাম আছে। ওখানে নদীর পারের দৃশ্য অনেক সুন্দর লাগলো। কোথা থেকে যেন বাঁশের স্তুপ ভেষে এসেছে।

ওর ওপর অনেকক্ষণ বসলাম। মনের অজান্তে কি যেন সব বিড়বিড় করতে লাগলাম। নদীর তীরে একজন কিশোরী মীম অন্যতম রিফা, ওরা দুজন কি কি যেন সব আকছে। পরে বাশের ভোড়ের উপর উছে কুচুরীপানা দিয়ে তারা ছোটকে কি কি অলংকার বানিয়ে বউ সাজায়।

নদীর তীরে দেখলাম অনেক বড় বালুবহন কারী লোহার নৌকা বানাচ্ছে। বাঁশের ভোড়ের নীচে অনেক ছোট ছোট মাছ কিলবিল করতে দেখলাম। নাক থেকে যে ময়লা নির্গত হয় তা ফেলতেই দেখলাম ওরা গলধকরন করছে। হাতে চিপস ছিল তা কিন্তু তারা খেল না!

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫২

অপু তানভীর বলেছেন: বাহ চমৎকার ছবি । চমৎকার বর্ণনা !

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪২

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫২

মরুভূমির জলদস্যু বলেছেন: ঝটিকা সফর, ভালো, আমি কয়েকবার গেছি আরো যাওয়ার ইচ্ছে আছে।

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৪

মাকার মাহিতা বলেছেন: আপনি মরুভূমির জলদস্যু, এই এলাকা আপনার ভালো লাগবে বৈকি। মেঘনা নদীর পাশে বসে ধুম্রপান অনুভূতি অন্যরকম। বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারেন।

৩| ২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৪

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ, কাজী ফাতেমা ছবি।

৪| ২৮ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:৪১

সালাহ উদ্দিন শুভ বলেছেন: সোনারগাঁ আর পানাম নগর গিয়েছিলাম। সত্যি বলতে ততটাও উপভোগ করতে পারিনি। ছবিগুলো সুন্দর।

২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৫

মাকার মাহিতা বলেছেন: এইবার যেয়ে উপভোগ করে আইসেন। সুন্দর জায়গা।

৫| ২৮ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখে খুব ভালো লাগলো।

২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ, রাজীব নুর।

৬| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৫

নেওয়াজ আলি বলেছেন: ঐতিহাসিক জায়গার সুন্দর ছবি

২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

মাকার মাহিতা বলেছেন: থ্যাংকস।

৭| ২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

পদ্মপুকুর বলেছেন: অনেক কিছু মনে হচ্ছে রঙচঙ করা হয়েছে, ভালো লাগছে দেখতে।

২৮ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

মাকার মাহিতা বলেছেন: আগের মতই আছে। তবে ফটোসপ করি নাই। রিয়েল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.