নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লোডিং

মেঘ নাকি রোদ্দুর

খাই দাই আর ঘুমাই, এর বেশি নিজের সর্ম্পকে জানি না

মেঘ নাকি রোদ্দুর › বিস্তারিত পোস্টঃ

গল্পের নাম নেই

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪০

"
অনেকদিন পর, আজ পুরো দুই প্যাকেট গোল্ডলিফ
সিগারেট শেষ করলাম।
শেষ কবে দুই প্যাকেট সিগারেট শেষ করেছিলাম ঠিক মনে
নাই।
ধুমপান করার অভ্যাসটা ক্লাস নাইন থেকেই।
তবে প্রতিদিন তিনটার বেশি খাই না।
তবে টেনশনে থাকলে কখন যে প্যাকেট শেষ হয়ে যায় বুঝতেই পারি না।
আজ অনেক টেনশনে আছি।
আজ মেয়েটির বিয়ে ঠিক হয়ে গেছে।
হুম, আমি আমার গার্লফ্রেন্ড অবন্তির কথা বলছি।
ছোটোখাটো গড়নের মেয়েটির মধ্যে কি যে মাধুর্য বলে বুঝাতে পারব না।
অবন্তি, আমার এক বর্ষ নিচে পড়ে। আমি ওর জন্য কিছুই করতে পারলাম না।
পারবোই বা কিভাবে একজন অনার্স তৃতীয় বর্ষে পড়া বেকার ছেলের পক্ষে কি
ই বা করার থাকে!
মেয়েটিকে অনেক বুঝিয়েছিলাম আমার সাথে সম্পর্ক করলে তোমাকে শুধুই কষ্ট পেতে হবে।আমি তোমার জন্য কিছুই করতে পারব না।
সে শুনলো না আমার কথা।
পাগল মেয়েটি বলে কি, "আবির তুমি যদি আমাকে না ভালবাসা, তাহলে আমি আত্মহত্যা করব !
কি আর করা পাগলের কথাই রাজি হলাম।
এইগুলো ভাবছি আর সিগারেট টানছি।
হঠাৎ অবন্তির কল,
হ্যাঁলো, কাঁদো কাঁদো কন্ঠ অবন্তি বলল,:"আবির তুমি কিছু একটা করো। আমি ওই ছেলেকে বিয়ে করতে পারব না "
:কি করতে বলছো তুমি? একটাই পথ আছে পালিয়ে যাওয়া,আর তুমি সেটা তো জানো পালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না।
:কেন সম্ভব না? চলো আমরা পালিয়ে গিয়ে কোথাও ঘর বাধি।
:পাগল হয়েছো তুমি? তুমি একটু বুঝার চেষ্টা করো।
:না, আমি বুঝতে চাই না। তুমি যদি আমাকে বিয়ে না করো, তাহলে কেউ আমাকে বিয়ে করতে পারবে না। দরকার হলে আমি আত্মহত্যা করব,বলে ফোন টা কেটে দিলো অবন্তি।
উফফ, মেয়েটির জিদ কমলো না। ও যেকোন খারাপ কিছু করে ফেলতে পারে ওকে আমি ভাল করেই চিনি।ফোনটাও অফ করে ফেলেছে ,, বার বার ফোনে ট্রাই করছি আর ঘামছি।
হঠাৎ ই ফোন কলের শব্দে ঘুম ভাঙলো।শরীরটা ঘেমে গেছে। ওহ! এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিলাম ! উফফ বাবা! হাঁফ ছেড়ে বাঁচলাম।
অবন্তির কল !!
মেয়েটির জন্য একটুও শান্তিতে ঘুমানো যায় না।
:আবির তোমাকে একটা কথা বলতে চাই।
:হুম, বল ,তোমার কথাই তো আমি শুনতে চাই
:তুমি আর আমার সাথে যোগাযোগ করবা না !
:মানে??
: আমার ফ্যামিলি, আমার বিয়ে ঠিক করেছে।
:কি!!! আর তুমি বিয়েতে রাজি হয়ে গেলে?
:কি করব বলো? আমি তো ফ্যামিলির উপর কথা বলতে পারি না।তাছাড়া ছেলেটা তোমার মতো বেকার না।তোমাকে ভালবেসে কি পেয়েছি আমি?
:এমন কথা বলছ কেন? রিলেশন করোর আগে এগুলো ভাব নি কেন ?
:তখন আবেগের মধ্যে ছিলাম ।
:ওহ, বিয়ের কথা শুনে আবেগ পালিয়ে গেছে?
:দেখো তুমি যদি আমাকে ভালবেসে থাকো, তাহলে প্লিজ, আর কোনো সমস্যা করো না।
:নিজের সুখের কথাই চিন্তা করলে? আচ্ছা আমি তোমার সমস্যা করব না ।
:আচ্ছা রাখি, সাফিন ফোন বিজি পেলে রাগ করবে। ভাল থেকো।
:একট কথা ….. !
কথাটা বলার আগেই ফোনটা কেটে দিলো।
আর আমি ওকে ফোনে ট্রাই করতে শুরু করলাম, কিন্তু ওপাশ থেকে একটাই কথা, "নাম্বারটি এই মুহূর্তে ব্যস্ত আছে !!
১০-২০-৩০-৬০-১২০ মিনিট চলে যায় সেই একই কথা।
অবন্তি! যে আমার জন্য মরে যেতে চাইছিলো সে ই সাফিনের সাথে কথা বলছে।
"সাফিন" তার হবু স্বামী!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪

বিজন রয় বলেছেন: অনেক দিন পর পোস্ট দিলেন।

নিয়মিত লিখুন, পোস্ট করুন।
শুভকামনা রইল।

২| ১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


গল্প অনুযায়ী, এখানে কোন ভালোবাসা ছিলো না; এ ধরণের সম্পর্ক অভ্যাস মাত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.