নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এটা ছানার ব্লগ

ছানা পোনা

আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই।

ছানা পোনা › বিস্তারিত পোস্টঃ

মোটা কথন

০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:০৭


আমার শৈশবের এবং কৈশোরের কিছু কিছু সময় যেমন কেটেছে অসাধারণভাবে, তেমনই কিছু কিছু সময় কেটেছে চরম হতাশায়। ঠিক যেমন ভাবে বেশির ভাগের ই কাটে। আমি খুবই লাজুক ছিলাম, কোথাও বেড়াতে গেলে আম্মার আঁচল এর তলা থেকে উঠতাম ই না। ৫ বছর বয়সে আমি যখন ক্লাস ওয়ানে ভর্তি হই বড় স্কুলে, এলাকার কিন্ডারগার্টেনে পড়া ছোট্ট-লক্ষী-'ভাল রেজাল্ট করা' আমি যেন অনেক বড় অচেনা এক ভিড়ে হারিয়ে গেলাম। আমার মতন ই ছোট ছোট মেয়ে ওরা, কিন্তু ওদের বাচনভঙ্গি, চিন্তা ভাবনা সব বড়দের মতন। ওদের কনভারসেশনে অংশগ্রহণ করতে না পারা আমি, আমার প্রতি ওদের বিরক্তি ভরা চাহনি আর মন্তব্যে আস্তে আস্তে আমি আরো স্তিমিত হয়ে যাই। বুলিং কাকে বলে তখন জানতাম না, কিন্তু তার ই শিকার হয়ে চরম ডিপ্রেশন এ পরে যাই। শুরু হয় আমার পড়ালেখায় একটু ও মন না বসা আর স্ট্রেস ইটিং, এবং তার জন্য ওজন বাড়ে। তারপর শুরু হয় মোটা হওয়ার জন্য বুলিং, তারপর আর স্ট্রেস ইটিং ও থামে নাই, ওজন বাড়া ও না। রেজাল্ট ও কন্টিনিউয়াসলি খারাপের দিকেই গ্যাছে। তখন আমি স্কুলে না যাওয়ার বাহানা খুঁজতাম শুধু। কয়েকদিন আগে আমার ক্লাস 4 আর 5 এর রেজাল্ট কার্ড বের হল পুরানো কাগজের ভিতর থেকে। দেখি বছরে ৫০% ক্লাস ও আমি এটেন্ড করি নাই।

যাই হোক, মন্দের ভাল বলতে, কৈশোরে আমার যেসব পরিবর্তন আসে, তারমধ্যে একটা হল আমিও মানিয়ে নিতে শিখলাম। বুলিদের ডিফেন্ড করতে শিখলাম, এবং তার সাথে কনফিডেন্ট রিগেইন করলাম, স্ট্রেস ইটিং ততদিনে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আমার। কারণ পার হয়ে গ্যাছে ৮ বছর। তাই মোটা বলে আর কেও আমাকে বুলি করতে পারত না। আমার রাঘব বোয়াল কনফিডেন্ট এর কাছে ওগুলো চুনোপুঁটি মার্কা কমেন্ট ছাড়া কিছু না। যে আমি ক্লাস ফোরে অংকে ফেইল করি, সে আমার ইসলাম শিক্ষা পরীক্ষার খাতা আদর্শ হিসেবে টিচার ক্লাসে প্রেজেন্ট করে। আমার ঝুলিতে তখন অনেক বন্ধু ও জুটে গেল। কিন্তু ঝুলি থেকে ছুটল না তথাকথিত বুলি রা। জীবনের বিভিন্ন পদে এই মোটা নিয়ে বুলির শিকার আমি হয়েই চলেছি আজ অবধি। বেশিরভাগ ই গায়ে মাখাই না আমি, কিন্তু যখন এরা আমার নার্ভের উপর চড়ে বসে আমার খুব কষ্ট হয়। কষ্ট হয় যখন দেখি এরা আমার মতনই মেয়ে। তখন ভাবি এদের মূর্খতা নিয়ে, কষ্ট হয় কারণ এরা নিজেদের সময় এবং জ্ঞান যদি ভাল কিছুতে ব্যয় করত তাহলে আমাদের সমাজ, এবং সমাজে মেয়েরা কতই না এগিয়ে থাকত। আমরা মেয়েরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু।

একটা ছোট্ট সাম্প্রতিক অভিজ্ঞতা দিয়ে শেষ করছি।
সেদিন আমাকে একজন বলছে, " অমুক কে দাঁড়ালে কম মোটা লাগে, কিন্তু বসলে বেশি মোটা লাগে"।
তখন আমার কাছে মনে হল, যে নির্বোধ তাকে সব ভাবেই নির্বোধ লাগে, দাঁড়ালেও, বসলেও। কিন্তু এ কথাটা আমি তাকে বলি নাই। কারণ ওই যে, সে জেগে ঘুমোচ্ছে!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.