নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাইফুল ইসলাম

chhayful

আমি আপনারে জানতে চাই .................................................

chhayful › বিস্তারিত পোস্টঃ

বুন্ধু বদলানর চক্র।

২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৪৯


অনেক দিন পরে আসলাম। সময় হয় না কিছু লিখার তেমন লিখতে ও পারিনা। কিছু ভিল ভাল মনের ভাব প্রকাশ করি। জীবন অনেক কঠিন বাস্তবতা মেনে চলতে হয়। যখন ছোট ছিলাম তখন বুন্ধু কি বুঝতাম না কিন্তু সবার সাথে খেলা করতাম। পরে বুঝলাম সে গুলু আমার শিশু কালের বুন্ধু ছিল। তার পরে যখন ইস্কুলে যেতে শিখলাম তখন আবার কিছু বুন্ধু এড হলো। তার পরে বুঝতে পারলাম সে গুলু ইস্কুলের বুন্ধু। তাদের সাথে হেলে দুলে ভালোবেসে ঝগড়া করে মারামারি করে পাঁচ টি বসর কেটে দিলাম। শুরু হল আর এক জীবন। হাই ইস্কুল। সেখানে আবার কিছু বুন্ধু এড হল আর প্রাইমারির কিছু বুন্ধু ঝরে গেল। শুরু হলো আর এক জীবন। কত না ভালো খারাপ সময় এর মধ্য দিয়ে গেটে গেল সে সময়। এখন বুঝতে পারি সে সময়টা ছিল জীবনে সবচেয়ে মধুর সময়। আজ শুধু সে সময়টা কে বেশি মিস করি। হয়তো আমার মত সবাই মিস করে অথবা করে না। আমি আবার শুরু করলাম কলেজ জীবন আবার বুন্ধু বদল। এবার খুব খারাপ লাগলো আমার কাছে কিছু বুন্ধু আমার সাথে নেই। যে যেখানে সুযোগ পেল ভর্তি হয়ে গেলে কিছু বুন্ধু লেখা পড়া বাদ দিল। কিছু বুন্ধু ফেল করলো। কেউ বা অনেক দূরে চলে গেল কেউ বা খুব ভালো কলেজে চাঞ্চ পেল। সবাই আলাদা হয়ে গেল তখন খুব খারাপ সময় পার করেছি। তার পরে আবার জিবনের নতুন মোর আবার কিছু নতুন বুন্ধু হল। কিন্তু না বেশি দিন না মাত্র কয়েক দিন আবার পরীক্ষা হলো কলেজের তার পরে আর এক সাথে থাকা হয় না সবাই ভালো কোন প্রকৌশলী, মেডিকেল, বিশ্ববিদ্যালয় এ ভর্তির জন্য পাগল হয়ে গেল। আবার একা হয়ে গেলাম। আমি গিয়ে ভর্তি হলাম কোন জাতিয় বিশ্ববিদ্যালয় এ তার পরে যে বুন্ধু গুলু ভালো জায়গায় ভর্তি হলো তারা আর আমার খবর নেয় না। তবে কিছু হাই ইস্কুলের বুন্ধু আজ ও খবর নেয়। আবার চারটি বসর কাটালাম নতুন বুন্ধুর সাথে। এ ভাবে বদলাইতে থাকে বুন্ধু মহল। শুরু হলো চাকরী জীবন এ বার পাল্টালো নাম বুন্ধু বাদ দিয়ে হয়ে গেল কলিগ তাদের সাথে শুরু হলো আর এক বুন্ধুত্ব। চলছে এ ভাবে জীবন। তবে এ বুন্ধু পালাটানোর চক্রটা বেশ কস্টের আমার কাছে, আজ অনেকে আর খাবর নেয় না। তাদেরে সাথে যোগাযোগ করলে ও সে ভাবে রেস্পঞ্ছ করে না। কিন্তু হাই ইস্কুলের কিছু বুন্ধ আজ ও আমার সাথে আছে। আর কাজের জায়গা বদলানোর সাথে সাথে বদলায় কলিগ নামের বুন্ধু গুলো এভাবে কেটে যাচ্ছে এখন আধুনিক যুগে আবার হয়েছে কিছু অনলাইন বুন্ধু, বিভিন্ন সোসাল মিডিয়াতে এবং বদলায়ে যাচ্ছে বুন্ধু তার পরে আর হয়তো কোন বুন্ধু থাকবে না বার্ধক্য কালে এখন থেকে আমার খুব কস্ট হয়।

তবে সব বুন্ধুদের আমি খুব ভালোবসি এ টা শুধু বলতে চাই। ভালো থেকো আমার সর্ব কালের সব বুন্ধু'। আমি কোন ভুল করে থাকলে ক্ষমাকরে দিও বুন্ধু।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৫৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বুন্ধু' বন্ধু

বুন্ধ - বন্ধু হবে হয়তো?

২| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০১

chhayful বলেছেন: জি ভাইয়া।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভালোমানুষরা খুব সহজে ভুলের জন্য ক্ষমা চায়।
আপনি ভালোমানুষ।

৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩১

chhayful বলেছেন: ধন্যবাদ।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

যায়েদ আল হাসান বলেছেন: বিরাট এক কাব্যিক পোস্ট।

৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩২

chhayful বলেছেন: ভাইয়া আমি লিখতে পারিনা মনে যা আসছে তাই লিখেছি।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২১ রাত ১:৩৯

রাজীব নুর বলেছেন: লেখাটা দুবার এসেছে। এডিট করে একটা মুছে দিন।

৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩৩

chhayful বলেছেন: ধন্যবাদ ভাইয়া। করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.