নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শান্তিতে বাঁচতে চাই

:::

চিন্তায় আছি

আমাদের উচিত প্রতিটি কাজের আগে তার পরিণতি নিয়ে চিন্তা ভাবনা করা

চিন্তায় আছি › বিস্তারিত পোস্টঃ

কানাডার ভ্যাঙ্কুবারে সুপার মার্কেটে সেলসম্যানের চাকুরি কেমন ?

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৪

আমাকে একজনে অফার করলো কানাডায় ওয়ার্ক পারমিটে সুপার মার্কেটে সেলসম্যানের চাকুরির জন্য, (বেতন ৩৫০০০ ডলার/ বছর) মানে মাসে বাংলাদেশী টাকায় ২ লাখ টাকার উপরে, স্থান হল কানাডার ভ্যাঙ্কুবারের এক সুপার মার্কেটে



আপনাদের কারো কি এই ব্যাপারে কোন অভিজ্ঞতা আছে ? থাকলে শেয়ার করুন প্লিজ, চিন্তায় আছি...........



মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

পথহারা সৈকত বলেছেন: ভালা খবর...........চইলা যান।

১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

চিন্তায় আছি বলেছেন: চিন্তায় আছি , সত্য কি না ? অভিজ্ঞ কাউকে পাইলে নিশ্চিত হতাম

২| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

এম আর সুমন বলেছেন: কত টাকা খরচ লাগবে এজন্য? মানে মোট আপনার খরচ হবে কত?

১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

চিন্তায় আছি বলেছেন: কন্সাল্ট্যান্সির নামে মোট খরচ ৬ লক্ষ টাকা নিবে, বুজতেই পারছেন ভাই ধরা খাইলে সব শেষ.......

৩| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৬

যোগী বলেছেন: ভাই এই ধরনের চাকরি আমার খুব পছন্দ। কেন যে আমারে কেও এই সব চাকরি দেয়না।

১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

চিন্তায় আছি বলেছেন: খুজতে থাকেন রিলাইয়েবল লিংক, হয়ত পাবেন, কিন্তু সাবধানে ! ব্যাপারটা বুজতে পারছেন নিশ্চই

৪| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩

মেহদী১০ বলেছেন: কানাডায় জীবন নির্বাহের খরচ বেশ বেশী বলেই জানতাম ।

১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১

চিন্তায় আছি বলেছেন: একটু ধারনা দিতে পারবেন কি রকম খরচ হয় একজন ব্যাচেলারের জন্য বা ছোট পরিবারের জন্য ?

৫| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

যোগী বলেছেন: ভাই আমার মনে হয় চাকরিটা নিয়ে নেওয়াই ভালো হবে। আমি কিছুটা ধারনা করতে পারছি ২ লাখ টাকায় দুইজন মানুষ অনাআয়েসেই চলতে পারবেন। পরে নিঃশ্চয় আরও ভালো অফার পাবেন বা আপনার ওয়াইফও জব মেনেজ করতে পারবেন।

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৯

চিন্তায় আছি বলেছেন: দেশের মধ্যে ২৫ এর মত মজুরি পাই, তা দিয়ে মধ্যবিত্ত হিসাবে একরকম ভাল ভবেই চলে যায়, বিদেশের বাড়ী ......... বর্তমান স্ট্যাটাসে কি চলতে পারবো ? আজানা এক ভয়.....


আপনি যোগী মানুষ ;) , আশীর্বাদ কইরেন..... দেখি কি হয়

৬| ১৫ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

রাসেল ভাই বলেছেন: থাকা খাওয়ার খরচ কে দেবে ? এটা কি ব্যাসিক বেতনের সাথে ? না আলাদা ?

ডিউটি কয় ঘন্টা ? ওভার টাইম আছে ? নাকি নাই ?

কয় বছরের ওয়ার্ক পারমিট ? বছরে ছুটি এবং টিকেট দিবে কিনা ?

১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৯

চিন্তায় আছি বলেছেন: থাকা-খাওয়ার খরচ নাকি তারা দিবে ( কিন্তু মিডিয়া বলতেছে আমরা নাকি সেই ফ্রি থাকা-খাওয়া সহ্য করতে পারবো না, তাই নিজেরা করে নিলে ভাল হবে) ,

ডিউট ৮ ঘণ্টা, সপ্তাহে ৫ দিন, ওভার টাইম জানিনা ( সম্ভবত নাই), ২ বছর ( সম্ভবত, পরে বাড়ানো যাবে ), বছরে মাত্র ১০ দিন পেইড ছুট, টিকিট দিবে না

৭| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩৭

যোগী বলেছেন: ঐ মিয়া যোগী হইছিতো টিটকারি মারেন কেন?

আমি কইতাছি আপনে আল্লাহর নাম নিয়া রওনা দেন। যত যাইহোক মাটি থুক্কু কানাডায়তো মাটির দেখা পাইবেন না বরফ কামড়ায় পইড়া থাকবেন।
এখন বাংলাদেশে লোকদের মাইগ্রেট করা খুব দরকার।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২৫

চিন্তায় আছি বলেছেন: তওবা তওবা ! কি যে কন যোগী মশাই, আল্লায় আমারে এত্ত সাহস দেয়নায় যে যোগী বাবারে টিটকারি মারমু ;) , এই একটু দুষ্টামি করলাম আপনারে ভালবাসি কিনা তাই , আর আপনি মাইন্ড খাইলেন :((

যাই হোক আপনার আশীর্বাদ শিরোধার্য যোগী মশাই

৮| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

কালীদাস বলেছেন: ভ্যাংকুবার, কানাডার সবচেয়ে ব্যায়বহুল প্রোভিন্স। লাইফস্টাইল অনেক কস্টলি, বাসাভাড়া অনেক বেশি পড়ে :( একজনের জন্য পারফেক্ট কিন্তু ফ্যামিলিসহ গেলে আরো খবর নিয়ে যান।

১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:২৮

চিন্তায় আছি বলেছেন: বাসা বাড়া কেমন ? ফ্যামিলি থাকলে কেমন খরচ হতে পারে ? একটা আইডিয়া দিতে পারলে উপকৃত হতাম

৯| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:১৪

Shurjodoy বলেছেন: চলে যান, ভাল

১৬ ই মার্চ, ২০১৩ রাত ২:৩২

চিন্তায় আছি বলেছেন: হুম ! আপনারা সাহস দিচ্ছেন,

প্রবাসে গিয়ে যদি বিপদে পড়ি, ভয় তো আছেই.....

১০| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫

ঝটিকা বলেছেন: অস্ট্রেলিয়ায় সিডনিতে আমার এক পরিচিত ১ বছরের ওয়ার্ক পারমিটে এসে অড জব করছে। সিডনিও খুবই ব্যায় বহুল। যদি ভুয়া না হয় তাহলে অফারটা ভালোই মনে হচ্ছে। সিডনীতে ৩৫০০০$ এ দুজনের মোটামুটি চলে যায়।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৯

চিন্তায় আছি বলেছেন: হুম, টানে হেঁচড়ে চলতে হবে মনে হচ্ছে, ভাঙ্কুবারে নাকি খরচ অনেক, তাই একটু ভয়ে আছি

১১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৭

শেলী বলেছেন: ৩৫০০০ ডলারে পেটভরবেনা এখানে

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫০

চিন্তায় আছি বলেছেন: আপনি কি কানাডা থাকেন ? কোথায় ?

১২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৯

শেলী বলেছেন: আমিরিকায় মিনিমাম ভদ্রভাবে চলার জন্য মাসে ২৫০০ ডলার লাগে।

১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫০

চিন্তায় আছি বলেছেন: একজনের জন্যই ?

১৩| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫১

রাসেল ভাই বলেছেন: আপনি সিঙ্গেল না ফ্যামিলি সহ ? আপনি কি বংলাদেশে জব্ করেন ? কত বেতন পান ? আপনার বয়স কত ?


প্রশ্ন বেশি হয়ে গেছে :-B কিন্তু বিদেশে মইন্ডসেট করার জন্য এগুলা খুব জরুরি ।

১৪| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৪

যোগী বলেছেন: পৃথিবীর সবচেয়ে ব্যায়বহুল একটা শহরে আমি থাকি, সেই হিসাবে বলছি আপনার সেলারি ঠিক আছে।

১৫| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬

জীবিত থাকিয়াও মৃত বলেছেন: for Canada entry plz contact with this person..at ০১৯৮৬ ৮২৪০২৭

১৬| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭

জীবিত থাকিয়াও মৃত বলেছেন: কানাডা যাওয়ার ব্যপারে উনার সাথে আলাপ করে দেখতে পারেন.....।০১৯৮৬ ৮২৪০২৭

১৭| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫

শ্রাবণধারা বলেছেন: যদি অফারটা ঠিক যেটা বলছেন সেটা হয়, তাহলে বেশ ভালই হবে। তবে আপনাকে Tax এর হিসাবটা মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার After Tax বেতন কবে হবে সেটা ভাল করে জেনে নিন। চাকুরির সমস্ত শর্ত খুব ভাল করে জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নিন। তারপর কোন ভিসায় যাবেন, ভিসার মেয়াদ কত বছর থাকবে সেটাও ভাল করে জানতে হবে। যেখানে যাচ্ছেন সেখানে বাসা ভাড়া কত, থাকা খাওয়া, বাচ্চা থাকলে তাদের লেখা পড়ার খরচ কত, সব ভাল করে খোঁজ নিয়ে তারপর আগাবেন। কনসালটেন্ট/ দালালকে কোন প্রকার টাকা দেবার আগেই বিষয়গুলো নিশ্চিত হয়ে নিন। শেষ পর্যন্ত যদি না যেতে পারেন সেজন্য বড় অংকের টাকা দেবার পরিবর্তে সমপরিমান অন্কের পোস্ট ডেটে চেক নিয়ে রাখুন।
সব শেষে বলি, কেন যেন মনে হচ্ছে অফারটা একটু বেশি বেশি ভাল, অতএব খুব সাবধানে, খোঁজ খবর নিয়ে আগাবেন.........।

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৫

আসিফ মামা বলেছেন: কানাডা গিয়ে তারপর টাকা পরিসোধ কোরবেন। এরকম প্রসতাব করেন
..... তাহোলে ... বুঝতে পারবেন ? আসল নাকি ভু্য়া ?


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.