![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান, আর মানুষ, সকালের শিশির, সব চেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে।
শ্রমিক অসন্তোষের আশঙ্কায় আশুলিয়ার সমস্ত গার্মেন্টস কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে বিজিএমইএ। বন্ধ থাকলে শ্রমিকরা কাজ করতে পারবে না, আর কাজ না করলে বেতন পাবে না বলে জানিয়েছে বিজিএমইএ কর্তৃপক্ষ।
-অসন্তোষের গহ্বর তৈরি করেছে কারা?
-নি:সন্দেহে মালিক পক্ষ।
১১২৭ টি লাশ এখনো মাটির সঙ্গে মিশে যায়নি,
নিখোঁজ স্বজন হারারা এখনো শুন্য চোখে কেঁদে ফিরছে রানা প্লাজার আশে পাশে।
বিজিএমইএ শ্রমিকদের রক্তচোষা এই সংগঠনটি রানা প্লাজায় গণহত্যার পরে ক’দিন মিঁউ মিঁউ করে আজই আবার হালুম!
এর মধ্যেই আবার শুরু হয়ে গেছে নতুন করে শ্রমিক শোষনের পাঁয়তারা?
বিজিএমইএ’র কারখানা বন্ধ ঘোষনা করে ’কাজ করবে না বেতন পাবে না’ সিদ্ধান্তে শ্রমিকদের ভাতে মেরে পানিতে মেরে নাকে খত দিইয়ে কাজে ফেরার ঈঙ্গিতই কি দেয়া হলো! একেই কি বলে চুরিতো চুরি তার উপরে সিনাজুড়ি?
গত বিজিএমইএ ভবন ঘেরাও কর্মসূচী থেকে কত পয়েন্টস জমা হলো শ্রমিকদের স্কোরবোর্ডে?
আয়োজকরা কি আত্মপ্রসাদের আড়মোড়া ভাঙছেন?
শ্রমিকরা কি ক্ষুধার জ্বালায় আবারও মৃত্যুর হাজিরা খাতায় দাস্তখত লিখবে।
আমি নিজে একবেলার চেয়ে দুবেলা না খেয়ে থাকতে পারি না,
কি করে শ্রমিকদের বলি পেটে পাথর বেঁধে রাজপথে শুয়ে থাকেন শ্রমিক ভাইবোনেরা তবু ঐ মৃত্যুর হাজিরা খাতায় দাস্তখত দিয়েন না! অনশনে মরে গেলে সম্পূর্ণ শরীরটা অন্তত সাড়ে তিন হাত মাটির অধিকার পাবে। তাজরিন কিংবা রানা প্লাজা পুনরাবৃত্তি হলে সে নিশ্চয়তাটুকুও সবার থাকে না।
১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৪
চৈতী আহমেদ বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার, ভালো থাকবেন।
২| ১৩ ই মে, ২০১৩ রাত ৯:৩৬
আমিল বলেছেন: এভাবে কারখানা বন্ধ করলে, সরকারের উচিত হবে কমপক্ষে তিন মাস বেতন-ভাতা কারখানা থেকে আদায় করে শ্রমিকদের দেয়ার ব্যবস্হা করা।
১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৫
চৈতী আহমেদ বলেছেন: আমারও মনে হয় তাই করা উচিত। ধন্যবাদ আমিল।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৩ রাত ৯:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সহমত। সুন্দর বলেছেন ।