![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজেকে ভালোবাসি, ভালোবাসি আমার কন্যা মনস্বিতা মেধাকে, ভালোবাসি কবিতা, গান, আর মানুষ, সকালের শিশির, সব চেয়ে বেশি ভালোবাসি আমার বাংলাদেশকে।
ধরে নেই ঐশী অপরাধী, তার অবশ্যই বিচার হওয়া উচিত তবে তা তার বয়স বিবেচনায় রেখেই।
আমি শুধু দেখছি আপন মা বাবাকে হত্যার পরও ঐশীর নির্বিকার মুখটি, ঐ মুখটি মাত্র সতেরো বছর বয়সেই কি করে আয়ত্ব করলো এই নির্লিপ্তি! কি করে, কখন কত খানি ঘৃণায় কতখানি গ্লানিতে রপ্ত করলো এমন নিস্পৃহতা!
একটি শিশু নিজ হাতে নিজের গর্ভধারিনীকে আর জন্মদাতাকে হত্যার পর পেরিয়ে গেছে পাঁচ পাঁচটি দিন, ও কি কেঁদেছে একবারও গোপনে অথবা প্রকাশ্যে? মিডিয়া কেন ওর বয় ফ্রেন্ড খুঁজছে? মিডিয়া কেন ওর চোখের জল খুঁজছে না?
ঐশী যত বড় অপরাধীই হোক এই অবস্থায় ওর একজন সাইকিয়াট্রিস্টের সহায়তা প্রয়োজন, কার দায়? কে বুঝবে তার এই প্রয়োজনটির কথা? যারা একটু হলেও বুঝতে পারতো তাদেরকে সে নিজের হাতে পাঠিয়ে দিয়েছে কিছু না করতে পারার অসহায় অন্তরালে, আমি নিজে একটি ছোট্ট শিশুর মা, আমি কল্পনা করছি আমার শিশুটি আমাকে হত্যার উদ্দেশ্যে ২২ টি কোপ দিয়েছে তবু মনে হয় আমি চাইবো আমার শিশুটির সাথে যেন শিশু অধিকার লঙ্ঘিত না হয়, আমি চাইবো এই অবস্থায় আমার শিশুটি যেন আমার জন্য না হোক নিজের জন্য হলেও একটু কাঁদতে পারুক!
একটি ছবি দেখলাম পুলিশ পরিবেষ্টিত ঐশি চেষ্টা করে যাচ্ছে তার মুখটি চাদরে আড়াল করতে আর তার পাশের পুলিশগুলো জোর জবর দস্তি করে উন্মোচন করে দিচ্ছে তার মুখটি বোঝাই যায় ক্যামেরার সামনে। কি অমানবিক আমাদের মিডিয়া কি অমানবিক আমাদের পুলিশ বাহিনী।
আমার মনে হয় আজ যদি ঐশীর মা নিহত না হয়ে আহত হতেন তিনি অবশ্যই ঐ অবস্থাতেও চাইতেন তার মেয়ে ঐশী, যে মেয়ে তাকে ১১ বার ছুরিকাঘাত করেছে সে কাঁদবার মতো খুঁজে পাক কোনো স্কন্ধ, অথবা এতটুকু মমতার পরশ ওর চোখে কান্না এনে দিক! আহা বাচ্চাটা আমার! আমারই ব্যার্থতার, আমারই ভুলের ভার বইছে একা, কি অভিব্যাক্তিহীন ওর মুখটি? মা হয়ে কেন আমি পড়তে পারলাম না ওর কষ্টের ভাষা, কেন মা হয়ে আমি পড়তে পারলাম না ওর মুখ? নিজের শরিরের রক্ত অস্থিমজ্জা দিয়ে যাকে আমি জীবন দিয়েছি তাকে আমি পড়তে পারলাম না! আর কার দায় পড়েছে আমার মেয়েটিকে একবার কাঁদাবার, কার দায় পড়েছে ওকে বলবে ঐশী তোর মা বাবা মরে গেছে তুই হাউ মাউ করে কাঁদছিস না কেন? মানবিক বলয়ে ঐশীর বিচার হোক! কেউ কি নেই এই দেশে এই বিষয়টি নিশ্চিত করবে? —
২| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২
লেখাজোকা শামীম বলেছেন: আপনাদের মতো সুশীলদের নিয়ে আরেক সমস্যা। সে নিজে থানায় এসে স্বীকার করেছে সে তার মা বাবাকে মেরেছে - তারপরও এত সন্দেহ করার কী আছে ?
তার মতো স্বচ্ছল পরিবারের একমাত্র মেয়ে কেন মাদকাসক্ত হবে ? তার কি সমস্যা ছিল ? তার কি কোন অভাব ছিল ? তার বন্ধুরা সব কেন অশিক্ষিত বস্তির ছেলে যারা ড্রাগ ডিলার ? তার একাধিক বয়ফ্রেন্ড কেন ? একটা মানুষ যতগুলি অপরাধ করতে পারে, তার প্রায় সবগুলি এই মেয়ে করেছে। আর কত অপরাধ করলে একজনকে অপরাধী বলা যায় ?
আপনার নিজের মেয়ে এই রকম চরিত্রের হলে আপনি কী করবেন ?
মাদকাসক্তরা সব ধরনের অপরাধ করতে পারে। আপনার মাদকাসক্তদের সম্পর্কে কোন ধারণা নাই। সম্ভবত ইয়াবা সম্পর্কেও আপনার কোন ধারণা নাই।
সন্তান বাবা মায়ের কথা শুনবে। মা বাবা কখনও সন্তানের অমঙ্গল চান না। সেই বাবা মাকে যেই সন্তান খুন করতে পারে, তার চেয়ে খারাপ মানুষ আর কেউ না।
এর জন্য সহানুভূতি দেখানো বোকামি।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৪
খেয়া ঘাট বলেছেন: এই হত্যাকান্ডের মাঝে বিরাট এক রহস্য লুকিয়ে আছে।
সাগর রুনি হত্যাকান্ডের ৫৫৭ দিন আজ। খুনী ধরা পড়েনি।
এই হত্যাকান্ডের আসামী সহজেই ধরা দিয়েছে।
একা একা বাবা- মা দুজনকে খুন করেছে।
অতিঠান্ডা মেজাজে মরদেহগুলো অন্য ঘরে নিয়ে গিয়েছে।
কাজের মেয়েকে ম্যানেজ করেছে। এরপর ট্যাক্সি ক্যাব ঠিক করেছে। ছোট ভাইকে ঠিকমতো হেফাজত করেছে।
ইংলিশ মিডিয়ামে পড়েও খুব সুন্দর করে বাংলায় নিভুলভাবে গুছিয়ে নোট লিখেছে।
এরকম ড্রাগএডিক্ট টীন এজেররা বাবা মায়ের সাথে মান-অভিমান করলে অথবা পারিবারিক বিপর্যয়কর অবস্থার ভিতর দিয়ে গেলে সাধারণত আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু সে পথে না গিয়ে একা একটা কিশোরী মেয়ে বাবা মাকেই খুন করে বসলো।
বাবাকে যখন চুরি চালানো হলো- মা পাশে ঘুমিয়ে রইলেন।আর্তনাদ , গোঙানি কোনো কিছুরই শব্দ শুনতে পেলেন না। ঘুমের ঔষধের এতো পাওয়ার হলেইতো ঘুমেই মারা যেতেন।
মেয়েটির শৈশবতো বাবা-মায়ের স্নেহ মমতায় কেটেছে। এরকম না যে উন্নত বিশ্বের কিছু সাইকেো ছেলেমেয়ের মতো বাবা-মায়ের সান্নিধ্য ছাড়াই বেড়ে ওঠেছে। মেনে নিলাম ড্রাগ আসক্তি ছিলো, নানারকম চারিত্রিক অধঃপতন ছিলো- তাই বলে- একাই নিজের সবচেয়ে আপনজনকে এভাবে খুন।
আমার মনে হয়, কিছু একটা খুব সুপরিকল্পিত ভাবে গোপন করা হচ্ছে। হয়তো আমার ধারণা ভুলও হতে পারে। জাস্ট থিংকিঙ আউটসাইড দ্য বাক্স।