নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল আছি, ভাল থেকো...

এখানে যা লিখব, সবই সত্য-মিথ্যা-কল্পনা! বাস্তবতার সাথে কোন মিল আছে কিনা আমি জানিনা। স্বস্তির সন্ধানে উদভ্রান্তের মত ছুটে বেড়াই প্রতিদিন-প্রতিরাত।

চোখ গেলো

মন, হাওয়ায় পেয়েছি তোর নাম, হাওয়ায় হারিয়ে ফেললাম.. fb.com/nil.nishad1

চোখ গেলো › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন এই রাতে...

২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৭

চন্দ্রাবতী! এখন অনেক রাত। অতি সাধারণ শিরোনামহীন রাত। তবু, কোনো কোনো রাতটা কেমন করে যেন অন্য রকম হয়ে যায়, তুমিহীনতায়। সারাদিনের কাজ শেষে ঘরে ফিরে সময়ের হিসেব রাখতে হয়না আর। ফ্ল্যাক্স ভর্তি চা কিংবা কফি আর এক প্যাকেট সিগারেট নিয়ে যখন কোডিং করতে বসি, কখনো কখনো নিজের অজান্তেই চোখ চলে যায় ল্যাপটপের কোণে, যেখানে সময়ের হিসেব থাকে। আমি বুঝতে পারি, এখন সত্যিই অনেক রাত! তখন নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তোমাকে ভাবতে বসি। সবচেয়ে কষ্টকর বিষয় কী জানো? তখন আমার মনে আসে, তুমি একজন অচেনা পুরুষের সংগে শুয়ে আছো! অচেনা মানুষের বাহুবন্দী হয়ে। বিশ্বাস করো, একটা ছেলের জীবনে এরচেয়ে বড় কষ্টকর অনুভূতি আর কিছুই হতে পারেনা। জানো তো, প্রেমিকার জন্য কালে কালে পুরুষেরা সাম্রাজ্য পর্যন্ত পুড়িয়ে দিয়েছে, অথচ আমি কিছুই করতে পারিনি তোমার জন্য!



কী-বোর্ডে উপর আঙ্গুলের ছুটোছুটি বন্ধ হয়ে যায় তখনি। হয়তো একটা সিগারেট জ্বালাই। হয়তো এক কাপ কফি কিংবা চা। প্রচন্ড অপরাধবোধ নিয়ে তোমার ছবির ফোল্ডারটা খুলি, সেখানে অনেকগুলো তুমি।



অনেক দিন ধরেই তুমি আমার জীবনে নেই, হয়তো আর কোনোদিন ফিরবেও না আমার পৃথিবীতে। তোমাকে দোষ দেবোনা, অভিশাপও না, ব্যর্থতার যতটুকু দায়ভার, সবটুকুই আমার থাকুক। প্রার্থনা করি, তুমি সুখের হাঁটে সওদা করো সারাটা জীবন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩১

রুদ্রাক্ষী বলেছেন: খুব ভাল লাগলো।রাত গুলো মাঝেমাঝে কেমন জানি জীবন্ত হয়ে যায়।

২| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৩৫

রুদ্রাক্ষী বলেছেন: খুব ভাল লাগলো।রাত গুলো মাঝেমাঝে কেমন জানি জীবন্ত হয়ে যায়।

৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১০

আরজু পনি বলেছেন:
কী অসাধারণ করে লিখেছেন !

৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.