![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন, হাওয়ায় পেয়েছি তোর নাম, হাওয়ায় হারিয়ে ফেললাম.. fb.com/nil.nishad1
মানুষের মাঝে আমি বেঁচেছিলাম তথাকথিত মানুষ হয়ে
কখনো ইট-পাথুরে সভ্যতার অনুগত নাগরিক হয়ে
কখনো'বা সোদা মাটির গন্ধমাখা নিভৃত পল্লীতে
তারপর একটু একটু করে
একদিন মরেও গেলাম
আমার লাশটা বেঁচেছিল অনেকদিন
তোমাদের মিছিলে আমি হেঁটে গেছি প্রতিনিয়ত
অলিগলি থেকে রাজপথে
শহরের এ প্রান্ত থেকে ঐ প্রান্তে
অথচ কেউ বুঝতেও পারলনা
কোনো শেষকৃত্য নয়
নয় কোনো শবযাত্রা কিংবা প্রার্থনা
অভিশপ্ত জীবনের প্রতিনিধিত্ব করে গেছি আমি একাই
রাত প্রহরীর বিষাদী বাঁশির শব্দ শুনে শুনে
কখনোবা স্লোগানমুখর মিছিলে
তোমাদের মাঝে, তথাকথিত মানুষ হয়ে।
©somewhere in net ltd.