নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাল আছি, ভাল থেকো...

এখানে যা লিখব, সবই সত্য-মিথ্যা-কল্পনা! বাস্তবতার সাথে কোন মিল আছে কিনা আমি জানিনা। স্বস্তির সন্ধানে উদভ্রান্তের মত ছুটে বেড়াই প্রতিদিন-প্রতিরাত।

চোখ গেলো

মন, হাওয়ায় পেয়েছি তোর নাম, হাওয়ায় হারিয়ে ফেললাম.. fb.com/nil.nishad1

চোখ গেলো › বিস্তারিত পোস্টঃ

তোমার বৃত্ত থেকে আমি আজও বের হতে পারিনি!

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০০

আমার ফোনটা হারিয়ে গেছে আজ দুপুরে। ভীড়ের বাসে উঠতে গিয়েই এই বিপত্তি। ফোনটা কিনেছি বেশিদিন হয়নি, মাত্র আড়াই মাস। আড়াই মাস ইউজের পর ষোল হাজার সাতশ টাকার একটা ফোন হারালে মন খারাপই হবার কথা, অদ্ভুত ব্যাপার হলো, আমার একটুও মন খারাপ হয়নি। পকেটে ফোনটা নেই, এটা টের পাবার পর প্রথমেই আমার যে কথাটি মনে হয়েছে সেটা হল, এই ফোনটাতে তোমার কোনো স্মৃতি নেই। কোনো এসএমএস, ছবি কিংবা কোনো নোটস নেই। বাম পকেটে হাত দিয়ে নিশ্চিত সস্তার সিম্ফনি ফোনটা আছে। তোমার সমস্ত স্মৃতি ৩৫০০ টাকার ঐ ফোনটাতে। ব্লুটুথে নেয়া চারটা ছবি, শ’তিনেক এসএমএস, তোমার সংগে কাটানো বেশ কিছু বিশেষ দিনের তারিখ সম্বলিত নোটস। ভাগ্যিস এই ফোনটা নেয়নি পকেটমার!



সন্ধ্যার একটু আগে গেলাম গ্রামীণফোন সেন্টারে সিম তোলার জন্য। নিয়মানুযায়ী যথারীতি তাদেরকে সিম সম্পর্কিত বিস্তারিত তথ্য বলতে গিয়ে ঘটল নতুন বিপত্তি। সিমটা আমার রেজিস্টার্ড, ২০০১ সালে কেনা। পরে এটাকে পোস্ট পেইড করেছিলাম। রেজিস্ট্রেশান পেপার নিয়ে যেতে পারিনি। ইন ফ্যাক্ট সেটা কোথায় আছে জানিওনা। আমাকে এফএনএফ নাম্বার বলতে বলা হল, হাস্যকর ব্যাপার হলো আমি মাত্র একটি নাম্বারই বলতে পারলাম, সেটাও তোমার নাম্বার। আরও কয়েকটি নাম্বার বলতে বলা হলো, আমি কিছুই মনে করতে পারলাম না।



এরপর বলা হলো, ফ্রিকোয়েন্টলি কল হয় এমন একটি নাম্বার বলার জন্য এবাং আবারো আমি শুধু তোমার নাম্বারটিই বলতে পারলাম!! কাস্টমার ম্যানেজার চেক করে বললেন, ঐ নাম্বারটিতে গত ছয় মাসে কোনো কল করা হয়নি! ততক্ষণে আমার ঘোর কাটলো, মনে পড়ল, ছয় মাস নয়, ঐ নাম্বারে তো গত আড়াই বছরে কোন কল করা হয়নি। হয়তো আর কোনোদিনই করা হবেনা।



কাস্টমার কেয়ার ম্যানেজার কেমন যেন সন্দেহজনক দৃষ্টিতে তাকাতেই মেজাজটা খারাপ হয়ে। পকেটে থাকা সিম্ফনি ফোনটা বের করে একে একে সব নাম্বার বলে দিলাম, উনি আমাকে সীমটা রিপ্লেস করে দিলেন।



আপাতত আর কোনো এন্ড্রয়েড কেনার সামর্থ্য নেই আমার। খুব বেশি সমস্যা হবেনা। সিম্ফনি ফোনটা ডুয়েল সিম, চলে যাবে। ফেরার পথে একটা বিষয় ভেবেই অবাক হলাম খুব, আমার পৃথিবী থেকে তুমি চলে গেছে দূর থেকে দূরে, বহু দূরে, ঢের দূরে... আমি চাইলেও এক জীবনে হয়তো আর কোনোদিনই এই দূরত্ব ঘুচাতে পারবনা। তবু তোমার বৃত্ত থেকে আমি আজও বের হতে পারিনি। কোনোদিন পারব এই সম্ভাবনাও ক্ষীণ!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২৬

অপ্রচলিত বলেছেন: সুন্দর লিখেছেন। জানেন আপনার মত একটি মোবাইল ফোন আমারও আছে, যা আমি সারাটা জীবন অনেক যত্নে আগলে রাখব। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা থাকল, ভালো থাকুন সবসময়।

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

চোখ গেলো বলেছেন: আপনিও ভাল থাকুন।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪০

মিতাহামিদা০০৭ বলেছেন: জীবন কে নতুন ভাবে শুরু করুন!
কল্যাণ কর কিছু করুন!

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

চোখ গেলো বলেছেন: ধন্যবাদ।

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৫

সুমন কর বলেছেন: ভাল লাগল। সব স্মৃতি!!!!

১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১১

চোখ গেলো বলেছেন: সেটাই।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

সাহেবুল বলেছেন: ততক্ষণে আমার ঘোর কাটলো, মনে পড়ল, ছয় মাস নয়, ঐ নাম্বারে তো গত আড়াই বছরে কোন কল করা হয়নি। হয়তো আর কোনোদিনই করা হবেনা।

ফেরার পথে একটা বিষয় ভেবেই অবাক হলাম খুব, আমার পৃথিবী থেকে তুমি চলে গেছে দূর থেকে দূরে, বহু দূরে, ঢের দূরে... আমি চাইলেও এক জীবনে হয়তো আর কোনোদিনই এই দূরত্ব ঘুচাতে পারবনা। তবু তোমার বৃত্ত থেকে আমি আজও বের হতে পারিনি। কোনোদিন পারব এই সম্ভাবনাও ক্ষীণ!

মনটা অনেক খারাপ করে দিলেন। চোখে পানি এসে গেলো। আমিও পারবো না কোনদিন।

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭

চোখ গেলো বলেছেন: হুমম।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০

লিখে বলেছেন: আপনার লেখা খুব পরিচিত মনে হচ্ছে। যদিও যার কথা ভাবছি তিনি বলেছেন ব্লগ লেখেন না। মনে হল, তাই বললাম। চাইলে কমেন্টটা বাদ দিয়ে দিতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.